West Bengal News Live Updates :মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 20 May 2023 10:49 PM
WB News Live : মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর

মদন মিত্রের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর

West Bengal News Live : ১৫ ঘণ্টা পর ‘কালীঘাটের কাকু’র বাড়ি থেকে বেরোল ইডি

১৫ ঘণ্টা পর ‘কালীঘাটের কাকু’র বাড়ি থেকে বেরোল ইডি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশি ইডির
সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসে চলে তল্লাশি

WB News Live : ‘বিজেপি কোনও দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে?’ প্রশ্ন অভিষেকের 

‘বিজেপি কোনও দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে?’ প্রশ্ন অভিষেকের 

West Bengal News Live : ‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন’ বললেন অভিষেক

‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন’ বললেন অভিষেক

WB News Live : ‘নবজোয়ায়ের সাফল্য দেখেই এসব করছে’ প্রতিক্রিয়া অভিষেকের

‘নবজোয়ায়ের সাফল্য দেখেই এসব করছে’ প্রতিক্রিয়া অভিষেকের

West Bengal News Live : ‘যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট’ প্রতিক্রিয়া অভিষেকের

‘যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট’ প্রতিক্রিয়া অভিষেকের

WB News Live : দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live : প্রায় ৯ ঘণ্টা ধরে সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক

প্রায় ৯ ঘণ্টা ধরে সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক

WB News Live : বেহালা, ডায়মন্ড হারবারের ১৬টি জায়গায় একযোগে ইডির তল্লাশি

বেহালা, ডায়মন্ড হারবারের ১৬টি জায়গায় একযোগে ইডির তল্লাশি

West Bengal News Live : ৮ ঘণ্টা পার, সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক

৮ ঘণ্টা পার, সিবিআইয়ের 'দুয়ারে' অভিষেক

WB News Live : এগরাকাণ্ডের রেশ কাটার আগেই কোচবিহারের ভেটাগুড়িতে বোমা বিস্ফোরণ

এগরাকাণ্ডের রেশ কাটার আগেই কোচবিহারের ভেটাগুড়িতে বোমা বিস্ফোরণ।

West Bengal News Live : এসএসকেএম-বিতর্কে আরও বেলাগাম মদন মিত্র

এসএসকেএম-বিতর্কে আরও বেলাগাম মদন মিত্র

WB News Live : রোগী ভর্তি নিয়ে সংঘাত, দলকেও চ্যালেঞ্জ মদনের

রোগী ভর্তি নিয়ে সংঘাত, দলকেও চ্যালেঞ্জ মদনের 

West Bengal News Live : হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। সিবিআইকেও চিঠি দিয়ে জানালেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা।

WB News Live : এসএসকেএম ইস্যুতে অবস্থানে অনড় মদন

এসএসকেএম ইস্যুতে অবস্থানে অনড় মদন । পদত্যাগ করতে বললে পদত্যাগ করব, হুঙ্কার মদনের। 

West Bengal News Live : এসএসকেএমের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন মদন মিত্রর

এসএসকেএমের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন মদন মিত্রর। চলছে দালালরাজ। হাসপাতাল বয়কটের ডাক। আগের আমলের সঙ্গে টানলেন তুলনাও। 

WB News Live : কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় একযোগে হানা

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় একযোগে হানা। পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও ইডি। নজরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্যও।

West Bengal News Live : অভিষেককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

প্রায় ৪ ঘণ্টা পার, কুন্তলের চিঠি সামনে রেখে অভিষেককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।

WB News Live : বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি।

West Bengal News Live :বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা অভিষেকের


'অভিষেককে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই-ইডির'।  কুন্তলের চিঠি-মামলায় বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা অভিষেকের। 

WB News Live : প্রায় ২ ঘণ্টা পার, সিবিআইয়ের দুয়ারে অভিষেক

প্রায় ২ ঘণ্টা পার, সিবিআইয়ের দুয়ারে অভিষেক। কুন্তলের চিঠি সামনে রেখে অভিষেককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

West Bengal News Live : অভিষেককে সিবিআই তলবের দিন ট্যুইট মমতার

'কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ প্রতিদিন আমাদের কাজ কঠিন করে দিচ্ছে',অভিষেককে সিবিআই তলবের দিন ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live : নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই নোটিসের জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিষেক লিখেছিলেন, ১৯ তারিখ দুপুরে চিঠি পাঠানো হয়েছে, ২০ তারিখ সকাল ১১টায় হাজিরা দিতে বলে। একদিনও সময় দেওয়া হয়নি। আপনারা আগেই জানতেন, আমি রাজ্যজুড়ে ২ মাসের জনসংযোগ যাত্রায় বেরিয়েছি। এই নোটিস পেয়ে আমি স্তম্ভিত। তবু তদন্তে সহযোগিতার স্বার্থে আমি হাজিরা দেব। সিবিআই-কে পাঠানো চিঠিতে লিখেছিলেন অভিষেক। তবে এদিন ইতিমধ্যেই নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live : CBI দফতরের উদ্দেশে রওনা দিলেন অভিষেক

  নিজাম প্যালেসে CBI দফতরের উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live : পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ED হানা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিসে ইডি হানা।  

West Bengal News Live : 'বিলিয়ন ডলার ধোঁকা'

২০০০ ধামাকা নয়, বিলিয়ন ডলার ধোঁকা, আক্রমণ মমতার। আদানি-অম্বানির কথা ভেবে নোট বাতিল, কটাক্ষ সুজনের। সময়োপযোগী পদক্ষেপ, বলল বিজেপি।

WB News Live : ৩২,০০০ চাকরি বাতিলে স্থগিতাদেশ

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে।

West Bengal News Live : অভিষেককে সিবিআই সমনের পর বিজেপিকে আক্রমণ তৃণমূল নেত্রীর

'তৃণমূলে নবজোয়ার দেখে বিজেপিতে ভাঁটা এসে গেছে, আমি ভয় পেয়ে দমে যাই না',অভিষেককে সিবিআই সমনের পর বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর। 


 

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা নতুন কর্মসূচির

ফোন করলেই জানানো যাবে সমস্যা। শুনবেন স্বয়ং মমতা। সরাসরি মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা নতুন কর্মসূচির।

West Bengal News Live : SSKM হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র

SSKM হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন মদন মিত্র। সাধারণ মানুষের কাছে SSKM বয়কটের আর্জি জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ প্রকাশ মদনের। রোগীকে ছ'ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ।স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও মেলেনি সুরাহা, দাবি মদনের।

WB News Live : কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে ইডি

অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে ইডি। বেহালায় কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। 

West Bengal News Live : অভিষেককে সিবিআই-তলব

দ্রুত শুনানির আর্জি খারিজের পরই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস সিবিআইয়ের। আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। নবজোয়ার যাত্রা থামিয়ে ফিরলেন কলকাতায়।

প্রেক্ষাপট

দ্রুত শুনানির আর্জি খারিজের পরই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস সিবিআইয়ের। আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। নবজোয়ার যাত্রা থামিয়ে ফিরলেন কলকাতায়।
 


তদন্তে সহযোগিতার বার্তা দিয়েও সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের।
 


অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে ইডি। বেহালায় কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। 


সোমবার থেকে বাঁকুড়ায় ফের নবজোয়ার যাত্রা, ঘোষণা অভিষেকের। নবজোয়ার বন্ধ করতে চাইলে আমি যাব। হুঙ্কার মমতার। 


ফোন করলেই জানানো যাবে সমস্যা। শুনবেন স্বয়ং মমতা। সরাসরি মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা নতুন কর্মসূচির।
 


বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে।
 


এবার মোদি সরকারের মিনি নোটবন্দি। আর ছাপা হবে না ২০০০ টাকার নোট। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ, জানাল রিজার্ভ ব্যাঙ্ক। চালু হওয়ার ৭ বছরের মধ্যেই বাতিল ২০০০ টাকার নোট।
 


২০০০ ধামাকা নয়, বিলিয়ন ডলার ধোঁকা, আক্রমণ মমতার। আদানি-অম্বানির কথা ভেবে নোট বাতিল, কটাক্ষ সুজনের। সময়োপযোগী পদক্ষেপ, বলল বিজেপি।
 


আজ কর্ণাটকের সিদ্দারামাইয়া মন্ত্রিসভার শপথ। আমন্ত্রণ জানানো হলেও যাচ্ছেন না মমতা। প্রতিনিধি হিসেবে যাচ্ছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 


জি সেভেন বৈঠকে যোগ দিতে হিরোশিমায় প্রধানমন্ত্রী মোদি। মহাত্মা গাঁধীর মূর্তি উন্মোচন করে বিশ্ব-শান্তির বার্তা। জাপান ও কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.