West Bengal News Live: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু স্কুলছাত্রীর, প্রসূতির

West Bengal News Live Updates: জেলা থেকে শহর, গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 20 Sep 2023 11:43 PM
West Bengal News Live Updates: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু স্কুলছাত্রীর, প্রসূতির

ডেঙ্গি আক্রান্ত হয়ে পরপর মৃত্যু। প্রসবের সাতদিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত প্রসূতির মৃত্যু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু বাঘাযতীনের তরুণীর। মৃতের নাম পায়েল নন্দী, বয়স ৩৩। দক্ষিণ দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর। দক্ষিণ দমদমের ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু। জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সপ্তম শ্রেণির ছাত্রী। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। শুধুমাত্র দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫।

WB News Live: ডাক্তারি স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি স্বাস্থ্যমন্ত্রকের

এ বছর ডাক্তারি স্নাতকোত্তর নিট পিজি পরীক্ষায় শূন্য পার্সেন্টাইল নম্বর পেলেও ভর্তি করা যাবে। চলতি দফায় ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। যারা আগে আবেদন করতে পারেনি, এই নির্দেশিকার পর তাদের জন্য ফের আবেদনের সুযোগ দেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যমন্ত্রকের। নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের
শিক্ষার মান নিম্নমুখী হবে, অভিযোগ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের।

West Bengal News Live Updates: ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 'রাত ১০টার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না পড়ুয়ারা, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হস্টেলের গেট, হস্টেলে অনুপস্থিত থাকলে লাগবে সুপারের অগ্রিম অনুমতি, ভিজিটরদের পরিচয়পত্র বাধ্যতামূলক, রেজিস্টারে লিখতে হবে নাম ঠিকানা, ফোন নম্বর, আবাসিক পড়ুয়াদেরও হস্টেলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে', বিজ্ঞপ্তি জারি ডিন অফ স্টুডেন্টস-এর।

WB News Live: জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জয়নগরে অস্ত্র কারখানার হদিশ, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'অভিনব কায়দায় লুকিয়ে রাখা হত অস্ত্র, মাটির দেওয়ালে পুকুরের দিকে মুখ করে বস্তায় বেঁধে ঝুলিয়ে রাখা হত অস্ত্র, গত ১ বছর ধরে বাড়িতেই অস্ত্র বানিয়ে কারবার চালাচ্ছিল ধৃত রহমতুল্লা', মঙ্গলবার সন্ধ্যায় ক্রেতা সেজে জয়নগরের কামারিয়া গ্রামে পৌঁছয় পুলিশ, খবর সূত্রের। ঘরে হানা দিয়েই মেলে অস্ত্রভাণ্ডার, দাবি পুলিশের

West Bengal News Live Updates: ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের শুভেন্দু অধিকারী

ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে নিজের বর্ধিত বেতন আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব বিরোধী দলনেতার।

WB News Live: শুভেন্দুর অভিযোগের পরই বিরোধী দলনেতাকে চিঠি স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার

'ডেঙ্গি ও বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গেলেও দেখা করেননি স্বরাষ্ট্রসচিব', অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অভিযোগের পরই বিরোধী দলনেতাকে চিঠি স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার। 'পূর্বনির্ধারিত কাজ থাকায় আজ সাক্ষাৎ সম্ভব হয়নি, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্য়ে যে কোনও সময় আসতে পারেন', বিরোধী দলনেতাকে চিঠি স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার। '২৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ফিরে আসছেন, তাই স্বরাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতের আর প্রশ্ন নেই', স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার চিঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live Updates: লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিল

লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে পড়ল ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়ল ২টি ভোট। দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।

WB News Live: ডেঙ্গি আক্রান্ত হয়ে পরপর মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে পরপর মৃত্যু। প্রসবের সাতদিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত প্রসূতির মৃত্যু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু বাঘাযতীনের তরুণীর। মৃতের নাম পায়েল নন্দী, বয়স ৩৩। দক্ষিণ দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর। দক্ষিণ দমদমের ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু।

West Bengal News Live Updates: হাজরায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি হাইকোর্টের

হাজরায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি হাইকোর্টের। ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় মিছিলের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। হাজরা পর্যন্ত মিছিলের রুট বেঁধে দিল আদালত। 'থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগ স্থল থেকে শুরু করতে হবে মিছিল, নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড় হয়ে এসপি মুখার্জি রোড হয়ে যাবে মিছিল', বিকেল ৫টার মধ্যে হাজরা মোড়ে মিছিল শেষ করার নির্দেশ হাইকোর্টের।

WB News Live: উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু

উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু। শিলিগুড়ির নার্সিংহোমে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির। বিহারের কিষাণগঞ্জের হাসপাতাল থেকে শিলিগুড়ির নার্সিংহোমে নিয়ে আসা হয় মহম্মদ রাহিকে। পঞ্চায়েত অফিস থেকে বাইকে যাওয়ার সময় মহম্মদ রাহি ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি। পরে আরও ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

West Bengal News Live Updates: প্রসবের সাতদিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত প্রসূতির মৃত্যু

প্রসবের সাতদিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত প্রসূতির মৃত্যু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু বাঘাযতীনের তরুণীর। মৃতের নাম পায়েল নন্দী, বয়স ৩৩। ২৬ অগাস্ট পুত্রসন্তান প্রসব, সন্তান জন্মের তিনদিনের মাথায় ধরা পড়ে ডেঙ্গি। প্রথমে আইডি, পরে পিয়ারলেস হাসপাতালে স্থানান্তর। ভেন্টিলেশনে থাকাকালীন প্রসূতির মৃত্যু।

WB News Live: তিলজলার পিকনিকগার্ডেনে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

তিলজলার পিকনিকগার্ডেনে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার নদিয়ার কলেজছাত্রীর ঝুলন্ত দেহ। মেডিক্যাল পরীক্ষার জন্য বেসরকারি ইন্সিটিটিউটে পড়াশোনা করছিল ঈস্পিতা ঘোষ। পড়াশোনার জন্য কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন ঈস্পিতা। কাল বিকেলে পরিবারের সঙ্গে কথা হয়েছিল, রাত থেকে যোগাযোগ করা যাচ্ছিল না।় ফ্ল্যাটের মালিককে জানানোর পর পুলিশ আসে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, মিলেছে সুইসাইড নোট।

West Bengal News Live Updates: ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের শুভেন্দু অধিকারী

ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চে ফের শুভেন্দু অধিকারী। বিধায়ক হিসেবে নিজের বর্ধিত বেতন আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব বিরোধী দলনেতার।

WB News Live: নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের ভর্ৎসিত সিবিআই

নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের ভর্ৎসিত সিবিআই। 'এই মামলায় আর কোনও আধিকারিকের প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীকে প্রয়োজন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। 'সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, তারা দুর্নীতির পর্দাফাঁস করার লক্ষ্যে তদন্ত করছে না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার খোদ সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal News Live Updates: পুজোর বাকি আর এক মাস, নামজাদা পুজোগুলোর প্রস্তুতি তুঙ্গে

পুজোর বাকি আর এক মাস। শ্রীভূমি থেকে সুরুচি, উত্তর থেকে দক্ষিণের নামজাদা পুজোগুলোর প্রস্তুতি তুঙ্গে। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দুয়ারে শরত্‍। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে, প্যান্ডেলের কাঠামো তৈরি শুরু হয়ে গেছে। কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। সব মিলিয়ে আগমনীর আগমনের আবহ সর্বত্র। 

WB News Live: রবিবার আরও ১টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা

রবিবার আরও ১টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। রবিবার দেশজুড়ে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৯টি মধ্যে রয়েছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। নতুন বন্দে ভারত আরও আধুনিক, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য যোগ হচ্ছে আরও নতুন ২৫টি বৈশিষ্ট্য।

West Bengal News Live Updates: ফের কলকাতায় গুলি! কসবার বৈকুণ্ঠপুরে চাঞ্চল্য

ফের কলকাতায় গুলি! কসবার বৈকুণ্ঠপুরে চাঞ্চল্য। নোংরা ফেলার প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ। স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের এক বাসিন্দা। প্রতিবাদ করলে ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু। পুলিশ সূত্রে খবর, ধৃত সৌমিত মণ্ডল রাজ্য পুলিশের প্রাক্তন কর্তার ছেলে।

WB News Live: অবশেষে শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা রায়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার।

West Bengal News Live Updates: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, আবারও দক্ষিণ দমদমে

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, আবারও দক্ষিণ দমদমে। দক্ষিণ দমদমের ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু। দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫। জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল সপ্তম শ্রেণির ছাত্রী। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।

WB News Live: উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান

উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান। গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। বিহারের কিষাণগঞ্জের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতকে।

WB News Live: মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে, আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি ডিএলএড কলেজে হবে না অফলাইন অ্যাডমিশন। মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে, আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

West Bengal News Live Updates : রাস্তার কুকুরদের খাওয়াতে বেরিয়ে সল্টলেকে 'আক্রান্ত' কেন্দ্রীয় সরকারের মহিলা আধিকারিক

রাস্তার কুকুরদের খাওয়াতে বেরিয়ে সল্টলেকে 'আক্রান্ত' কেন্দ্রীয় সরকারের মহিলা আধিকারিক। বিশ্বকর্মা পুজোর আগের রাতে কটূক্তির প্রতিবাদ করায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। ২ মত্ত যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ 'আক্রান্ত' মহিলা আধিকারিকের। পরিবারের সদস্যরা বেরিয়ে আসায় পালিয়ে যায় ২ মত্ত যুবক, দাবি আক্রান্তর। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ, অধরা অভিযুক্তরা। 

WB News Live: স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে এবার নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের

স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে এবার নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন।

WB News Live: আগামী সপ্তাহে রাকেশ সিংহকে ফের হাজিরার নির্দেশ

রাজারহাট ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ইডি। সংস্থার অপর অধিকর্তা রাকেশ সিংহকেও ফের তলব। রাকেশ সিংহকে দ্বিতীয়বার তলব করল ইডি। আগামী সপ্তাহে রাকেশ সিংহকে ফের হাজিরার নির্দেশ। এই সংস্থার দুই অধিকর্তা নুসরত জাহান এবং রূপলেখা মিত্রকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই বয়ানের সঙ্গে রাকেশ সিং-এর বয়ান মিলিয়ে দেখতে চায় ইডি।

WB News Live: ফের প্রাণঘাতী ডেঙ্গি! মৃত্য়ু হল ২ ডেঙ্গি আক্রান্তের

ফের প্রাণঘাতী ডেঙ্গি! মৃত্য়ু হল ২ ডেঙ্গি আক্রান্তের। একজন কলেজ পড়ুয়া। আরেকজন গৃহবধূ। রাজ্য়ে, সরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ুর সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে, সংখ্য়াটা ৩৩। পুজোর আগে হুহু করে বা়ড়ছে আক্রান্তের সংখ্য়া। চলতি বছরে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭ জন। 

West Bengal News Updates: ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই এবার নিপা ভাইরাসের আতঙ্ক

ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই এবার নিপা ভাইরাসের আতঙ্ক। আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল থেকে আসা পরিযায়ী শ্রমিক। মঙ্গলকোটের ২৬ বছরের যুবক জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি। হাসপাতালে ৪ দিন ধরে ভর্তি, এখনও নমুনা পাঠানো হয়নি পুণের এনআইভি-তে।

West Bengal News Live: পুজোর বাকি আর এক মাস

পুজোর বাকি আর এক মাস। উত্তর থেকে দক্ষিণের শতবর্ষ প্রাচীন পুজোগুলোর প্রস্তুতি তুঙ্গে। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দুয়ারে শরত্‍। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে, প্যান্ডেলের কাঠামো তৈরি শুরু হয়ে গেছে।
কুমোরটুলিতেও ব্যস্ততা তুঙ্গে। সব মিলিয়ে আগমনীর আগমনের আবহ সর্বত্র। 

West Bengal News Live: ফের কলকাতায় গুলি!

ফের কলকাতায় গুলি! কসবার বৈকুণ্ঠপুরে চাঞ্চল্য। নোংরা ফেলার প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ। স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।

West Bengal News: নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ইডি

রাজারহাট ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ইডি। যে নথি চাওয়া হয়েছিল সব জমা দেননি নুসরত, দাবি ইডি-র।

WB News Live: ২৭ সেপ্টেম্বর ফের ভোট

রানিনগর ২ কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ হাইকোর্টের। ২৭ সেপ্টেম্বর নতুন করে ভোটগ্রহণের দিন ধার্য, আদালতে জানাল রাজ্য।

WB News Live: 'সিবিআই শুনলে লোকে হাসে'

তদন্তভার দিয়েছিলাম সিবিআইকে, উলুবেড়িয়া থানার জিজ্ঞাসাবাদ এর থেকে ভালো হবে। এখন সিবিআই শুনলে লোকে হাসে। মানিক মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির।

West Bengal News Live Update: সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির

নিশ্চিতভাবেই সিবিআইয়ের আধিকারিকরা দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। জানাব সিবিআই অধিকর্তাকে। ওএমআর শিট মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির।

WB News Live: 'অসম-ত্রিপুরায় কী হচ্ছে ?'

রেলে নিয়োগ বন্ধ, চাকরি নেই, ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ। বিজেপি শাসিত অসম, ত্রিপুরায় কী হচ্ছে ? বিহারও তো বিজেপি শাসিত ছিল, ওই রাজ্যগুলির দিকে তাকান। পাল্টা শশী পাঁজা।

West Bengal News Live: মোদির নিশানায় তৃণমূল সরকার?

দেশের পূর্বাঞ্চল সমৃদ্ধ হলেও যুব সমাজকে কাজের জন্য অন্যত্র যেতে হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী ? পরিযায়ী শ্রমিক ইস্যুতে নাম না করে তৃণমূল শাসিত বাংলাকে নিশানা ? উঠছে প্রশ্ন।

WB News Live: বেঙ্গালুরুতে মৃত্যু বাংলার শ্রমিকের

ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার ২ মহিলা সহ ৪জন পরিযায়ী শ্রমিকের। বেঙ্গালুরুতে বদ্ধ ঘরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু, পুলিশ সূত্রে খবর।

প্রেক্ষাপট


  • আজকের শিরোনাম 


১। গ্যাসের দাম (Gas Price) কমানো, পিএম বিশ্বকর্মা যোজনার (Vishwakarma Yojana) পর লোকসভা ভোটের আগে চমক। সংসদে পেশ মহিলা সংরক্ষণ বিল। অটলবিহারী চেষ্টা করলেও, সংখ্যার অভাবে হয়নি, বললেন মোদি।
পেশ মহিলা সংরক্ষণ বিল


২। মনমোহন সরকারের পেশ করা বিল আজও জীবিত। দাবি অধীরের। সরকার নেই, কীসের বিল? পাল্টা অমিত শাহ। বিল পেশের কৃতিত্বের লড়াইকে সমর্থন নয়, প্রতিক্রিয়া তৃণমূলের।
অধীর-শাহ বিল-সংঘাত


২এ। ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার ২ মহিলা সহ ৪জন পরিযায়ী শ্রমিকের। বেঙ্গালুরুতে বদ্ধ ঘরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু, পুলিশ সূত্রে খবর।
বেঙ্গালুরুতে মৃত্যু বাংলার শ্রমিকের


২বি। দেশের পূর্বাঞ্চল সমৃদ্ধ হলেও যুব সমাজকে কাজের জন্য অন্যত্র যেতে হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী ? পরিযায়ী শ্রমিক ইস্যুতে নাম না করে তৃণমূল শাসিত বাংলাকে নিশানা ? উঠছে প্রশ্ন।
মোদির নিশানায় তৃণমূল সরকার?


২সি। রেলে নিয়োগ বন্ধ, চাকরি নেই, ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ। বিজেপি শাসিত অসম, ত্রিপুরায় কী হচ্ছে ? বিহারও তো বিজেপি শাসিত ছিল, ওই রাজ্যগুলির দিকে তাকান। পাল্টা শশী পাঁজা। (Shanshi Panja) 
'অসম-ত্রিপুরায় কী হচ্ছে ?'


৩। নিশ্চিতভাবেই সিবিআইয়ের আধিকারিকরা দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। জানাব সিবিআই অধিকর্তাকে। ওএমআর শিট মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির।
'সিবিআই অধিকর্তাকে জানাব'


৩এ। তদন্তভার দিয়েছিলাম সিবিআইকে, উলুবেড়িয়া থানার জিজ্ঞাসাবাদ এর থেকে ভালো হবে। এখন সিবিআই শুনলে লোকে হাসে। মানিক মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির।
'সিবিআই শুনলে লোকে হাসে'


৪। রানিনগর ২ কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ হাইকোর্টের। ২৭ সেপ্টেম্বর নতুন করে ভোটগ্রহণের দিন ধার্য, আদালতে জানাল রাজ্য।
২৭ সেপ্টেম্বর ফের ভোট


৫। রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিভি আনন্দ বোসের। বিশ্ববিদ্যালয়ে সায়ত্ত্বশাসন ও বাংলার শিক্ষার উন্নতি নিয়ে কী পদক্ষেপ, রাষ্ট্রপতিকে রিপোর্ট, সূত্রের খবর।
রাষ্ট্রপতি-রাজ্যপাল সাক্ষাৎ


৬। দেশের মধ্যে অন্যতম গ্রোয়িং স্টেট বাংলা। গেম চেঞ্জারের কাজ করে বাংলা। ভারতে বিনিয়োগ করতে হলে বাংলায় করুন। বার্সেলোনায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর।
বার্সেলোনায় বিনিয়োগের ডাক


৭। বিরাটিতে নির্মীয়মান বহুতলে দুষ্কতী তাণ্ডব, টাকা লুঠ। ২০১৬-য় তোলা দাবি, না দেওয়ায় হুমকি। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ প্রোমোটারের। 
তোলা না পেয়ে তাণ্ডব ?


৮। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি-তে মৃত্যু ভাঙড়ের বাসিন্দার, রানাঘাটে মৃত্যু কলেজ ছাত্রীর। নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি মঙ্গলকোটের বাসিন্দা।
২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু


৮এ। অবশেষে আসতে চলেছে ডেঙ্গি ভ্যাকসিন। নভেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। পরীক্ষামূলকভাবে ১০ হাজারেরও বেশি মানুষকে দেওয়া হবে ডেঙ্গির টিকা। 
নভেম্বরে ডেঙ্গির টিকার ট্রায়াল


৯। ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দুবার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রস্তাব যাচ্ছে রাজ্যের কাছে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বছরে ২ বার উচ্চমাধ্যমিক ?


৯এ। পুজোর (Durga Puja) বাকি আর ৩০ দিন। উত্তর থেকে দক্ষিণের পুরনো পুজোগুলোর প্রস্তুতি তুঙ্গে। কারও ভরসা থিম, তো কারও ঐহিত্য সাবেকিআনায়।
পুজোর বাকি ৩০ দিন


১০। দীর্ঘ অপেক্ষার অবসান, নতুন সংসদে আজ নতুন ইতিহাস। আজ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন


১০এ। ‘দোষীদের আড়ালের চেষ্টা CBI-এর’, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ভর্ৎসনা হাইকোর্টের। আজ ফের OMR বিকৃতি মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন


১০বি। ED-র ECIR খারিজের আর্জি অভিষেকের, আজ হাইকোর্টে শুনানি। জোরাল হচ্ছে বকেয়া DA-র দাবি, আজ আন্দোলনকারীদের মঞ্চে শুভেন্দু। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন
--
চোখ রাখুন- লোকসভা ভোটের আগে চমক, সংসদে পেশ মহিলা সংরক্ষণ বিল, তুঙ্গে তরজা। নিশ্চিতভাবেই সিবিআই আধিকারিকরা দুষকৃতীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির। আনন্দ সকাল, ... সঙ্গে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.