WB News LIVE Blog: ‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’, ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন আপনার জেলার খবর
‘মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’। ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। 'সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়’। ‘দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে’। ‘আপত্তি নেই বলে নো-অবজেকশনও দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়’। নিয়োগ দুর্নীতিতে ১৭২ পাতার চার্জশিটে এমনই দাবি ইডির। কেন এমন চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়? জানতে চায় ইডি।
হরিদেবপুরে বিদ্যুতের তারে গাছ পড়ে বিপত্তি। সন্ধে সাড়ে ৭টা থেকে এখনও বিদ্যুৎহীন গোটা এলাকা। গাছ পড়ে যাওয়ায় বন্ধ রাস্তা, আটকে বহু বাস, চূড়ান্ত দুর্ভোগ।
টালিগঞ্জ থেকে জোকা যাওয়ার পথে গোটা এলাকা বিদ্যুৎহীন।
আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মঙ্গলবার ধর্মতলায় ইনসাফ সভা করল SFI-DYFI। বিশাল জমায়েতের সেই কর্মসূচিকে কার্যত স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ । বামেরা এতে গুরুত্ব দিতে নারাজ। যদিও, বিজেপি বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে, বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
ইডি অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ উঠল বিধাননগরে। এই ঘটনায় ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক বিট্টুকুমার সিং। তাঁর অভিযোগ, বিধাননগরের পুলিশ কমিশনারের অফিসের অদূরেই পাঁচ দুষ্কৃতী এসে প্রথমে তাঁর গাড়ি থামায়। গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর। গাড়ির ভিতর থেকে নথিও ছিনিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ইডি অফিসে ব্যবহৃত অন্যান্য গাড়ির চালকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
২দিনের মধ্যে হুগলিতে ২ তৃণমূল নেতার রহস্যমৃত্যু। অন্ডালের পর এবার পান্ডুয়ার খন্যানে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। হুগলির খন্যানে তৃণমূলের কার্যকরী সভাপতির রহস্যমৃত্যু। ছেলের জন্মদিনেই খন্যানের তৃণমূল নেতার রহস্যমৃত্যু। ওষুধ দোকানের পিছনে ডাক্তারের চেম্বারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ধারের টাকা ফেরত না পেয়েই আত্মঘাতী, অনুমান স্থানীয়দের। আত্মহত্যা করলে, কেন? পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টায় পুলিশ।
আনিসের মৃত্যুর বিচার চেয়ে রাজপথে বামেরা। পুলিশকে এফআইআরের নতুন নিয়ম শেখাতে হবে, ইনসাফ মঞ্চ থেকে সরব মহম্মদ সেলিম।
রাজ্যে আরও বিমানবন্দরের দাবিতে অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠক তৃণমূল কংগ্রেসের ৪ জন সাংসদের। ‘আসন্ন শীতেই কোচবিহার থেকে কলকাতাগামী ১৯ আসনের বিমান’। ‘রাজ্যের প্রস্তাব পেলে মালদা বিমানবন্দর থেকে ৯ আসনের বিমান চালু’। ‘পুরুলিয়ার ছররায় নতুন বিমানবন্দরের জন্য রাজ্য-কেন্দ্রের পরিদর্শন’। ‘অন্ডাল বিমানবন্দরের উন্নয়নের জন্য কেন্দ্রের সাহায্য পাবে না রাজ্য’। জানিয়েছেন জ্যোতিরাদিত্য, দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
নম্বর কারচুপিতে সক্রিয় ভূমিকা ছিল সুবীরেশের। নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের। কোর্টে দাবি সিবিআইয়ের।
অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে উল্লেখ ইডি-র। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ। পার্থর মোবাইল ফোন থেকেই এই তথ্য মিলেছে। এর মধ্যে কোনও পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা। বিমা সংক্রান্ত এই নথি তুলে ধরেই চার্জশিটে পার্থ-অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করতে চেয়েছে ইডি। খবর সূত্রের।
ভারত সেবাশ্রমের জমিও জোর করে হাতিয়ে নিয়েছিলেন অনুব্রত? ঠিক কী হয়েছিল, জানতে শান্তিনিকেতনে ভারত সেবাশ্রমে সিবিআই। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জোর করে কম দামে আশ্রমের জমি হাতানোর অভিযোগ। কেষ্ট-কন্যার সংস্থার নামে জমি হস্তান্তরের নেপথ্যে কী? জানতে চায় সিবিআই। চাপ দিয়ে কম টাকায় আশ্রমের ধানজমি হাতিয়ে নেওয়ার অভিযোগ।
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানাল তৃণমূল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে তৃণমূলের তরফে এই দাবি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে কাঁথির সাংসদের পদ খারিজের আবেদন জানানো হয়। পাল্টা অর্জুন সিংকে নিয়ে লোকসভার স্পিকার প্রশ্ন ছুঁড়ে দেন বলে সূত্রের খবর।
ফ্ল্যাট নিয়ে প্রোমোটারের সঙ্গে বিবাদ, ঘরেই তালাবন্দি শিশু ! হাওড়ার ডোমজুড়ে ফ্ল্যাট নিয়ে বিবাদে তালাবন্দি শিশু ! অভিযোগ পেয়ে গেল পুলিশ, ঘরের তালা ভেঙে শিশু উদ্ধার । প্রোমোটারের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম শিশুকে আটকে রাখার অভিযোগ। ঘরের তালা ভেঙে শিশু উদ্ধার, প্রোমোটারের এক সঙ্গী গ্রেফতার।
দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপিকে একযোগে নিশানা সেলিমের। ‘ইনসাফ হবে, তৃণমূল-বিজেপির জঞ্জাল সাফ করতে হবে’। ‘এই সাফাই স্বচ্ছ ভারত অভিযান না, সেটা নিয়েও দুর্নীতি হয়েছে’। ‘গোড়া থেকে তৃণমূলের ঘাস উপড়ে ফেলতে হবে’। ‘কোথাও কোথাও সেই ঘাস, বাঁশঝাঁড়ে পরিণত হয়েছে’। ‘সেই বাঁশঝাড় ছেঁটে ফেলতে হবে’।
ইনসাফ সভা থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে নিশানা সেলিমের।
মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে অধীর চৌধুরী। আজ বিকাশ ভবনের অদূরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্না কর্মসূচিতে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আন্দোলনকারীদের প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি।
জামিনের আবেদন খারিজ, সিবিআই হেফাজতেই সুবীরেশ। ‘নিয়োগ-দুর্নীতিতে সরাসরি যোগ ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের’। ‘নম্বর কারচুপিতে ভূমিকা ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের’। ‘প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল সুবীরেশের’। ‘তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে শিক্ষক পদে নিয়োগে ভূমিকা’। ‘অবৈধভাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে প্রত্যক্ষ ভূমিকা ছিল সুবীরেশের’। জেরায় অসহযোগিতার অভিযোগে সওয়াল সিবিআইয়ের।
জিজ্ঞাসাবাদে যা তথ্য পেয়েছেন, দেখান, আইও-কে নির্দেশ আদালতের।
অপহরণ করে ৫ বছরের শিশুকে খুন, রণক্ষেত্র শান্তিনিকেতন। অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করে আগুন উত্তেজিত জনতার। রবিবার বাড়ির পাশে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে শিশু নিখোঁজ। ২দিন পরে অভিযুক্ত প্রতিবেশীর বাড়ির ছাদে মিলল শিশুর নিথর দেহ। পারিবারিক বিবাদেই শিশুকে মারধর করে নৃশংসভাবে খুনের অভিযোগ। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার।
বিল্ডিং প্ল্যান পাস করাতে গেলে লাগে অনুদান। বোলপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল, অভিযোগ মামলাকারীর। বোলপুর পুরসভার চেয়ারপার্সন ও তাঁর স্বামীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়। মামলাকারীর অভিযোগ, বোলপুর পুরসভার বিল ছাপিয়ে টাকা নেওয়া হত। কাটমানি না পেলে বিল্ডিং প্ল্যান পাস করানো হত না। অভিযোগ মামলাকারীর। সব হিসাব পুরসভার খাতায় আছে, বেআইনিভাবে কিছু নেওয়া হয়নি, গোটা প্রক্রিয়া অনলাইনে হয়, দাবি বোলপুর পুরসভার। অনুদান নেওয়া বেআইনি নয়, বাজেটেও সংস্থান থাকে। দুঃস্থদের উন্নয়নে এই টাকা খরচ করা হয়। আদালতে দাবি রাজ্যের। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ, রায়দান স্থগিত।
SSC দুর্নীতিকাণ্ডে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারির পর, তাঁর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। দুর্নীতিকাণ্ডে বিশ্ববিদ্যালয় চত্বরে রাতের অন্ধকারে নথি পোড়ানো হয়েছে বলেও দাবি বিক্ষোভকারী যুব মোর্চা কর্মীদের। সুবীরেশের গ্রেফতারির পর, বিশ্ববিদ্যালয় চত্বরে নথি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করে ভিডিও পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
SSC দুর্নীতিকাণ্ডে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারির পর, তাঁর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। দুর্নীতিকাণ্ডে বিশ্ববিদ্যালয় চত্বরে রাতের অন্ধকারে নথি পোড়ানো হয়েছে বলেও দাবি বিক্ষোভকারী যুব মোর্চা কর্মীদের। সুবীরেশের গ্রেফতারির পর, বিশ্ববিদ্যালয় চত্বরে নথি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করে ভিডিও পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বনগাঁয় দলের প্রতিবাদ সভায় ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ ভাইস চেয়ার পার্সনের। প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, বিজেপিকে টাকা দিয়ে পথসভা করিয়েছেন চেয়ারম্যান গোপাল শেঠ। পুরসভায় অনাস্থা আনতেও তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর।প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোত্স্না আঢ্য। ১৫ লক্ষ টাকার কাজ দিয়ে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে বলে চেয়ারম্যানকে নিশানা করেন ভাইস চেয়ারপার্সন। চেয়ারম্যান ও বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিন আদালতে সিবিআইয়ের তরফে সওয়াল করা হয়, ‘নম্বর কারচুপিতে ভূমিকা ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের। প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল সুবীরেশের। তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে শিক্ষক পদের নিয়োগেও ভূমিকা ছিল তাঁর। অবৈধভাবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে প্রত্যক্ষ ভূমিকা ছিল সুবীরেশের।' তবে পাশাপাশি সিবিআই-র তরফে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য। এরপর, 'জিজ্ঞাসাবাদে যা তথ্য পেয়েছেন, দেখান', তদন্তকারী অফিসারকে নির্দেশ আলিপুরের বিশেষ আদালতের।
১০ দিনের হেফাজতের আবেদন সিবিআই-এর।জামিনের আবেদন করলেন সুবীরেশের আইনজীবী।
SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এরপরই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নথি পোড়ানোর অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। ভিডিও পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী? কীসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল? ঘটনার তদন্ত দাবি করছি। সুকান্ত মজুমদারের ট্যুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
SSC দুর্নীতিকাণ্ডে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারির পর, তাঁর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। দুর্নীতিকাণ্ডে বিশ্ববিদ্যালয় চত্বরে রাতের অন্ধকারে নথি পোড়ানো হয়েছে বলেও দাবি বিক্ষোভকারী যুব মোর্চা কর্মীদের। সুবীরেশের গ্রেফতারির পর, বিশ্ববিদ্যালয় চত্বরে নথি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করে ভিডিও পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের রাজপথে বামেরা। শিয়ালদা থেকে শুরু বামেদের মিছিল। ধর্মতলায় শুরু ছাত্র যুবদের জমায়েত। ধর্মতলায় ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
মুর্শিদাবাদের ভরতপুরের পর মালদার হরিশ্চন্দ্রপুর। থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল নেতার। ১০০ দিনের কাজে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে সোশাল মিডিয়ায় তাঁর নামে কুত্সা ছড়ানো হচ্ছে বলে দাবি মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের। এর আগে তাঁর বিরুদ্ধে থানায় নালিশ প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই গতকাল হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা বুলবুল খান। তৃণমূল নেতৃত্বের অভিযোগ,কংগ্রেস, সিপিএম, বিজেপি একজোট হয়ে চক্রান্ত করছে। দুর্নীতি ঢাকতেই নাটক তৃণমূলের, পাল্টা কটাক্ষ কংগ্রেস ও বামেদের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোচবিহারের ঘুঘুমারিতে পেট্রোল পাম্পে ডাকাতি। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ ৪টি মোটরবাইকে চড়ে ১১ জনের দুষ্কৃতীদল হানা দেয়। পেট্রোল পাম্পে লুঠপাট চালায়। কম্পিউটার, মনিটর ভাঙচুর করে। বাধা দিলে বন্দুকের বাঁট দিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয়। একজন নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায়। ৩০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ।
সোদপুরের বেসরকারি হোমে কিশোরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে খবর, সোদপুরের ওই হোমে বেশ কয়েকদিন ধরে ছিল ১৭ বছরের ওই কিশোর। অভিযোগ, গতকাল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরের মৃত্যুর পর হোমের তরফে ফোন করে অসুস্থতার কথা জানানো হয়। কিশোরের মৃত্যুর জন্য হোম কর্তৃপক্ষকেই দায়ী করেছে তার পরিবার। খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। হোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আনিস খানের হত্যার অভিযোগে বিচারের দাবিতে আজ এসএফআই-ডিওয়াইএফআই-এর সভা। ধর্মতলায় ইনসাফ সভার ডাক, জেলা থেকে আসছেন কর্মীরা। হাওড়া স্টেশনে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত। বেলা ১২টা থেকে শুরু হবে সভা। সভার বক্তা মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য।
এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ ছিল সুবীরেশ ভট্টাচার্য-র। শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে পুরোটাই জানতেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান। অ্যারেস্ট মেমোতে উল্লেখ সিবিআইয়ের । সূত্রের খবর, অ্যারেস্ট মেমোতে এটাও বলা হয়েছে, যাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁরা অনেকেই অযোগ্য ছিলেন।সূত্রের খবর, আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে সুবীরেশ ভট্টাচার্যকে।
বিল্ডিং প্ল্যান পাস করাতে গেলে লাগে অনুদান’ বোলপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগে দায়ের হয় মামলা। গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল, অভিযোগ মামলাকারীর। বোলপুর পুরসভার চেয়ারপার্সন ও তাঁর স্বামীর বিরুদ্ধেও অভিযোগ। ‘পুরসভার বিল ছাপিয়ে নেওয়া হত টাকা, কাটমানি না পেলে দেওয়া হত না বিল্ডিং প্ল্যান’। অভিযোগ মামলাকারীর, সব হিসাব পুরসভার খাতায় আছে, উত্তর পুরসভার। অবৈধভাবে কিছু নেওয়া হয়নি, গোটা প্রক্রিয়া অনলাইনে হয়, দাবি পুরসভার। ‘অনুদান নেওয়া বেআইনি নয়, পুরসভা অনুদান নিয়ে থাকে, বাজেটে সংস্থান থাকে’। এতে অবৈধ কী আছে? প্রশ্ন রাজ্যের।
প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার খুলে যাচ্ছে টালা ব্রিজ। আড়াই বছর পর বৃহস্পতিবার বিকেল ৪.৩০ উদ্বোধন টালা ব্রিজের। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। বৃহস্পতিবার নতুন ব্রিজ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারের ঘুঘুমারিতে পেট্রোল পাম্পে ডাকাতি। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ ৪টি মোটরবাইকে চড়ে ১১ জনের দুষ্কৃতীদল হানা দেয়। পেট্রোল পাম্পে লুঠপাট চালায়। কম্পিউটার, মনিটর ভাঙচুর করে। বাধা দিলে বন্দুকের বাঁট দিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয়। একজন নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায়। ৩০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ।
দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় ই-কমার্স সংস্থার মহিলা কর্মীকে জোর করে গাড়িতে তুলে অপহরণের অভিযোগ। এক কিলোমিটার দূরে ২ নম্বর জাতীয় সড়ক থেকে অপহৃত মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক। অভিযোগ, গতকাল সন্ধেয় অফিস থেকে বেরোনোর পর ওই মহিলা কর্মীকে জোর করে একটি গাড়িতে তোলা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে, এক কিলোমিটার দূরে গিয়ে মহিলাকে নামিয়ে দেয় অপহরণকারীরা।প্রণয়ঘটিত কারণে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুজোর মুখে ওড়িশা থেকে গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা। খড়গপুরের চৌরঙ্গি মোড়ে গ্রেফতার ২ মাদক পাচারকারী। ধৃতরা কলকাতা ও হাওড়ার বাসিন্দা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯০ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশকে নিয়ে খড়গপুরের চৌরঙ্গি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় নারকোটিক্স সেল। গাড়ি থেকে উদ্ধার হয় কয়েকলক্ষ টাকার মাদক। ২টি ব্যাগে ভরে গাড়ির পিছনের আসনে লুকিয়ে আনা হচ্ছিল গাঁজা। পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে মাদক আনা হয়েছিল। কোথায় পাচার হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
কোচবিহারের ঘুঘুমারিতে পেট্রোল পাম্পে ডাকাতি। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ ৪টি মোটরবাইকে চড়ে ১১ জনের দুষ্কৃতীদল হানা দেয়। পেট্রোল পাম্পে লুঠপাট চালায়। কম্পিউটার, মনিটর ভাঙচুর করে। বাধা দিলে বন্দুকের বাঁট দিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয়। একজন নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে যায়। ৩০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে কোচবিহার কোতয়ালি থানার পুলিশ।
বনগাঁয় দলের প্রতিবাদ সভায় ফের প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ ভাইস চেয়ার পার্সনের। প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, বিজেপিকে টাকা দিয়ে পথসভা করিয়েছেন চেয়ারম্যান গোপাল শেঠ। পুরসভায় অনাস্থা আনতেও তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর।প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোত্স্না আঢ্য।
SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। ED’র তরফে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা’র ১০৩ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে চার্জশিটে।
অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে উল্লেখ ইডি-র। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ। পার্থর মোবাইল ফোন থেকেই এই তথ্য মিলেছে। এর মধ্যে কোনও পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।
‘নিয়োগ-দুর্নীতির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিলো সুবীরেশ ভট্টাচার্যর। এস পি সিনহার সঙ্গে পুরোটাই জানতেন সুবীরেশ ভট্টাচার্য। যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তারা অনেকেই অযোগ্য ছিলেন। সিবিআই-এর অ্যারেস্ট মেমোতে উল্লেখ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেফাজতে চাওয়ার আবেদন হবে আজ
আনিস খানের হত্যার অভিযোগে বিচারের দাবিতে আজ এসএফআই-ডিওয়াইএফআই-এর সভা। ধর্মতলায় ইনসাফ সভার ডাক, জেলা থেকে আসছেন কর্মীরা। হাওড়া স্টেশনে করা হয়েছে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত। বেলা ১২টা থেকে শুরু হবে সভা। বক্তা মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য।
তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। আটকে পড়েছে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছেন কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। ভোর ৫টা থেকে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে।
গড়িয়া স্টেশনের কাছে অবন্তীপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। মোটরবাইকের শোরুমে পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর ছোড়া হয় বোমা। দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। হামলার ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গতকাল রাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। আগুন লাগানোর পর পরপর ২টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি ফাটলেও আরেকটি ফাটেনি। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করে। বাইকের শোরুমের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ, না কি ব্যবসায়িক শত্রুতার কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিকে আতঙ্ককে সঙ্গী করেই, স্কুলে এল পড়ুয়ারা। সোমবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। স্কুলে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও।
ভোররাতে ক্যামাক স্ট্রিটের রেস্টুরেন্টে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণ কাজ চালিয়ে সকাল সাড়ে ছটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রেক্ষাপট
কলকাতা: মোদি (Narendra Modi) নয়, এটা বিজেপির (BJP) কারবার। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় আক্রমণ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। ফাঁদ পেতে লাভ নেই, পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari)।
তুমি চুরি করলে সাধু, আমাদের হলেই সিবিআই (CBI)! এজেন্সি নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। দুর্নীতিতে কড়া মোদি, যাই করুক কেন, লাভ নেই, পাল্টা শুভেন্দু।
সিবিআই (CBI)-ইডির (ED) অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় সরকারের প্রস্তাব। ১৮৯-৬৪ ভোটে পাস। চুরি করলে ধরা পড়বেই, পাল্টা শুভেন্দু।
কেন পরপর CBI-নির্দেশ, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
CBI-তদন্তে ঢিলেমি বরদাস্ত নয়, কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারবিভাগের একাংশ নিয়ে অভিষেকের মন্তব্য, কড়া প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এজেন্সি নিয়ে সংঘাতের মধ্যেও সৌজন্য। মমতা-শুভেন্দুর নমস্কার-প্রতি নমস্কার। ভোটাভুটিতে ওয়াকআউট না করে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনল বিজেপি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। দফায় দফায় জেরার পরে এই প্রথম কোনও উপাচার্য গ্রেফতার ।
পার্থ-কল্যাণময়-শান্তিপ্রসাদ-অশোক সাহার পরে এবার গ্রেফতার সুবীরেশ। বাড়ি-অফিসে তল্লাশি, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করল সিবিআই।
নিয়োগ-দুর্নীতির দায় এড়ালেন পার্থ। ফাইল আসত, সই করতাম, আধিকারিকদের ভরসা করেছিলাম, সিবিআই জেরায় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
৫০ কোটি নগদ, কেজি কেজি সোনা, অভিজাত এলাকায় জমি, ফার্ম হাউস। ইডির হাতে নামে বেনামে পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি।
তদন্ত শুরুর ৫৮দিনের মাথায় স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডির প্রথম চার্জশিট। ২টি ট্রাঙ্কে ভরে প্রায় ১৫ হাজার পাতার নথি আদালতে পেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -