WB News Live: বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড়
West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড়। অজিত মাইতির সঙ্গে ১০ জানুয়ারি অভিষেকের দফতরে হিরণের ছবি ভাইরাল।
কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত। ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ২০২১-এর ১৪ সেপ্টেম্বর, আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। সেই মামলায় রায়ে বলা হয়েছে, ২০১২ সালে অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হল। আদালতের রায়ের এই কপি ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক।
আজ রটন্তী কালীপুজো । দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হল সন্ধ্য়া আরতি। গঙ্গাপাড়ে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ । মন্ত্রোচ্চারণের সঙ্গে হবে মাতৃ বন্দনা। পাশাপাশি মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশাপাশি জোড়া পেল্লায় পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! এমনিতেই গত বছরের শেষ থেকেই আবাস দুর্নীতিতে জেরবার শাসকদল। তার উপর ফের এবার আরও একধাপ এগোতে গিয়ে এবার কেন্দ্রীয় দলের সামনেই আবাস দুর্নীতির পর্দাফাঁস গেঁওখালিতে। গেঁওখালিতে কেন্দ্রীয় দলের তদন্তের মুখে ঠিকাদারের কীর্তি ফাঁস! পাশাপাশি ২টি পাকা বাড়ি, তাও আবাস তালিকায় ঠিকাদারের নাম! কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে পাশে দাঁড়ানো মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশের পাকা বাড়ি জায়ের বাড়ি বলে মেয়েকে দেখালেন ঠিকাদারের স্ত্রী! দুর্নীতি ঢাকতে ভুয়ো পরিচয় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পর্দাফাঁস। মেয়ের পরিচয় দিতেও সমস্যা! এরপরেই ঠিকাদারের স্ত্রীকে কটাক্ষ অতিরিক্ত জেলা শাসকের।
বিজেপির পর পাল্টা সভা তৃণমূলের। বিজেপির দাবি সভা করে পবিত্র ভূমিকে অপবিত্র করেছে তৃণমূল। তাই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ।
ঝালদাকাণ্ডে এবার দলত্যাগ বিরোধী আইনের প্রশ্নে প্রশাসনকে খোঁচা শুভেন্দু অধিকারীর। দলত্যাগ বিরোধী আইনে ঝালদার চেয়ারপর্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণের নির্দেশ এসডিও-র। 'কিন্তু বিধানসভায় বিজেপি সেজে জনসমক্ষে তৃণমূল বিধায়ক হয়ে ঘুরছেন গিরগিটিরা, এই বিধায়করা দিদির সুরক্ষা কবচের জোরে দলত্যাগ বিরোধী আইন থেকে সুরক্ষিত', বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের ছবি ট্যুইট করে কটাক্ষ বিরোধী দলনেতার।
গরু পাচার মামলার তদন্তে, গতকালই, আসানসোল কোর্টে দাঁড়িয়ে, সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার দাবি করেছিলেন, একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। অনেকক্ষেত্রে সেই সব অ্যাকাউন্টের কথা জানেনই না গ্রাহক! এমনই এক অ্য়াকাউন্ট হোল্ডারের সন্ধান মিলল, বীরভূমের নানুরের কালিকাপুরে। পেশায় দর্জি এই ব্য়ক্তির নাম প্রভাত দাস। তাঁর দাবি, ২০২১ সালের শেষের দিকে, তাঁর বাড়িতে একটি ব্য়াঙ্কের চেকবই আসে। পিয়ন এসে জানান, ব্যাঙ্কে তাঁর নতুন অ্য়াকাউন্ট খোলা হয়েছে। তারই চেকবুক। এই ব্য়ক্তির দাবি, এর কয়েকদিন আগে, তাঁর পরিচিত, পেশায় ড্রাইভার এক ব্য়ক্তি, তাঁর কাছ থেকে আধার ও ভোটার কার্ড চেয়ে নিয়ে যায়। তাঁকে বলা হয় মাসে মাসে বেকার ভাতার দেওয়া হবে। এদিকে এই চেকবই হাতে পেতেই সেই ড্রাইভারের কাছে ছুটে যান এই ব্য়ক্তি। সেই যে ড্রাইভার চেক বুক নিয়ে নেয়, তারপর আর তা, এই ব্য়ক্তির হাতে আসেনি বলে দাবি। সূত্রের খবর, এই অ্য়াকাউন্টের মাধ্যমেই লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি, এও শোনা যাচ্ছে, ওই ড্রাইভার, বীরভূমের কোনও এক চালকলের সঙ্গে যুক্ত।
'আগে ভোট দিন, পরে রাস্তা হবে', 'দিদির দূত' কর্মসূচিতে বনগাঁয় (Bangaon)গিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar। এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। তখনই 'ভোট দিলে রাস্তা হবে, পরেরবার ভোট দিক, তারপর করব', বলে মন্তব্য তৃণমূল সাংসদের।
কেন্দ্রীয় আবাস যোজনার একাধিক অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয় দিনে কেন্দ্রীয় প্রতিনিধি দল গেলেন মহিষাদলের বেতকুন্ডু অঞ্চল এলাকায়। এলাকায় গিয়ে প্রথমে মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল ও জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখতে রওনা দেন গ্রামের ভেতরে। সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল।
ঝালদাকাণ্ডে এবার দলত্যাগ বিরোধী আইনের প্রশ্নে প্রশাসনকে খোঁচা শুভেন্দু অধিকারীর। দলত্যাগ বিরোধী আইনে ঝালদার চেয়ারপর্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণের নির্দেশ এসডিও-র
গরু পাচার মামলার তদন্তে, গতকালই, আসানসোল কোর্টে দাঁড়িয়ে, সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার দাবি করেছিলেন, একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। অনেকক্ষেত্রে সেই সব অ্যাকাউন্টের কথা জানেনই না গ্রাহক! এমনই এক অ্য়াকাউন্ট হোল্ডারের সন্ধান মিলল, বীরভূমের নানুরের কালিকাপুরে। পেশায় দর্জি এই ব্য়ক্তির নাম প্রভাত দাস। তাঁর দাবি, ২০২১ সালের শেষের দিকে, তাঁর বাড়িতে একটি ব্য়াঙ্কের চেকবই আসে। পিয়ন এসে জানান, ব্যাঙ্কে তাঁর নতুন অ্য়াকাউন্ট খোলা হয়েছে। তারই চেকবুক। এই ব্য়ক্তির দাবি, এর কয়েকদিন আগে, তাঁর পরিচিত, পেশায় ড্রাইভার এক ব্য়ক্তি, তাঁর কাছ থেকে আধার ও ভোটার কার্ড চেয়ে নিয়ে যায়। তাঁকে বলা হয় মাসে মাসে বেকার ভাতার দেওয়া হবে। এদিকে এই চেকবই হাতে পেতেই সেই ড্রাইভারের কাছে ছুটে যান এই ব্য়ক্তি। সেই যে ড্রাইভার চেক বুক নিয়ে নেয়, তারপর আর তা, এই ব্য়ক্তির হাতে আসেনি বলে দাবি। সূত্রের খবর, এই অ্য়াকাউন্টের মাধ্যমেই লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি, এও শোনা যাচ্ছে, ওই ড্রাইভার, বীরভূমের কোনও এক চালকলের সঙ্গে যুক্ত।
একশো দিনের প্রকল্পের বোর্ড লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে! পঞ্চায়েত ভোটের আগে, এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে, মালদার চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ফের গরহাজির সরকারি আইনজীবী। কলকাতা পুলিশের এক ডিসির হাজিরা-মামলায় এজলাসে এলেন অ্যাডভোকেট জেনারেল। 'যে ভাবে সরকারি আইনজীবীরা হাজিরা এড়াচ্ছেন, আদালতের কাছে এটা চিন্তার। এজন্য পুলিশের ক্ষতি হচ্ছে, এটা প্রশাসনের ক্ষতি। পুলিশ অফিসাররা আইনজীবীর অভাবেও এখানে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য বলছেন। এভাবে চললে প্রশাসনের ক্ষতি', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার
দু'দফায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা, কুন্তল ঘোষের বাড়িতে এবার ইডির হানা। চিনার পার্কের কাছে এই অভিজাত আবাসনে ২টি ফ্ল্য়াট রয়েছে কুন্তলের। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম ২টি ভাগে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায়।
এবার ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন, দাঁতন গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য়কর্মী। দেবব্রত পড়্যা নামে ওই ব্য়ক্তির ২টি অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে প্রায় ৯০ হাজার টাকা।
'গ্রেফতারের আগে শাসক দলের যোগসাজশে মারধর করা হয়েছিল। নিউ গড়িয়া সমবায় আবাসনে হুমকি, গালাগালও দেওয়া হয়েছিল', প্রতিক্রিয়া অম্বিকেশ মহাপাত্রর
বেপরোয়া গাড়ির বলি এক গৃহবধূ। সাত সকালে মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভ এবং চাঞ্চল্য ছড়াল বালির সাঁপুইপাড়ায়। মৃতার নাম সুপ্রিয়া সাহা। স্বামীর টোটোতে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এই ঘটনা।
দু'দফায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা, কুন্তল ঘোষের বাড়িতে এবার ইডির হানা। চিনার পার্কের কাছে এই অভিজাত আবাসনে ২টি ফ্ল্য়াট রয়েছে কুন্তলের। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম ২টি ভাগে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায়।
রাজ্য় থেকে কর আদায় করছে, কিন্তু সেই টাকা রাজ্য়কে দিচ্ছে না কেন্দ্র। সব ফান্ড বন্ধ করে দিয়েছে। গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে মোদি সরকারকে নিশানা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। পাল্টা বেথুয়াডহরির সভা থেকে জে পি না়ড্ডা বললেন, মোদি সরকার টাকা পাঠাচ্ছে, কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি করছে তৃণমূল।
প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিলের পরে এবার ১০০ দিনের কাজে নজরদারির জন্য়ও রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ১০টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবে ১২ জেলায়। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের সচিব।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকার নির্দেশ দিল, আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৭৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, বেশ কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গেছে চালকল সংস্থার অ্যাকাউন্টে। আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই।
কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত। ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দিদির দূত সুজিত বসুর সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই তৃণমূল নেতা। ভুল বোঝাবুঝি থেকেই গন্ডগোল, দাবি দমকল মন্ত্রীর। হাওড়ায় পুলিশের আউটপোস্টে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি পালন করতে দেখা গেল তৃণমূল নেতাদের। বাঁকুড়ায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে মহিলাদের সঙ্গে রামনাম জপলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। চাপড়ায় ক্যারম খেললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আবাস-দুর্নীতির তদন্তে গিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় দল। কোথাও হাতেকলমে দুর্নীতির প্রমাণ পেয়ে পঞ্চায়েত সচিবের কাছে ঘুষ নিয়েছেন কি না জানতে চাইলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আবার কোথাও কেন্দ্রীয় দলের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ।
প্রেক্ষাপট
এক দশক পরে কার্টুনকাণ্ডে (cartoon incident) আদালতে জয় অম্বিকেশ মহাপাত্রের (ambikesh mahapatra)। পূর্ব যাদবপুর (east jadavpur) থানার মামলা থেকে অব্যাহতি। গণতন্ত্রের জয়, প্রতিক্রিয়া অম্বিকেশের।
হামলাকারীরা (attackers) শাস্তি পাবে কবে? ব্যঙ্গচিত্রকাণ্ডে প্রশ্ন অম্বিকেশের। শিক্ষা নিক সরকার, বলছে বিরোধীরা। সাকেত-গ্রেফতারির প্রসঙ্গ তুলে পাল্টা তৃণমূল।
আবাস (pm awas yojana), মিড ডে মিলের (midday meal) পরে এবার ১০০ দিনেও কেন্দ্রীয় দল। ১০টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবে ১২ জেলায়। রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি কেন্দ্রের।
জব কার্ডে বেলাগাম অনিয়মের অভিযোগ। স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি, দাবি শুভেন্দুর। আগে বকেয়া মেটাও, তারপরে তদন্ত, পাল্টা ফিরহাদ।
ভিক্ষা নয়, প্রাপ্য দিন। রাজ্য থেকে জিএসটি, আয়কর তুলছে, আবার রেডও করছে, কেন্দ্রকে নিশানা মমতার। টাকা নিলে হিসেব দিতেই হবে, পাল্টা বিজেপি।
ছবি নিয়ে মমতার নিশানায় মোদি, জবাব নাড্ডার।
জল্পনা উস্কে আলিপুরদুয়ারে সরকারি মঞ্চে অভিষেক। সাংসদ, তাও ডেকেছি বলেই এসেছে, বললেন মুখ্যমন্ত্রী। দল-সরকার একাকার, কটাক্ষ বিরোধীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -