WB News Live Update:তপসিয়ায় ভয়াবহ আগুন, ট্রান্সফর্মার থেকে আগুন ছড়াল রাসায়নিক কারখানায়

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 21 Apr 2023 10:50 PM
West Bengal News Live: বকেয়া আদায়ে তৃণমূলের চিঠির জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর

বকেয়া আদায়ে তৃণমূলের চিঠির জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর
গিরিরাজ সিংহের জবাবি চিঠি ট্যুইট করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

WB News Live: জীবনকৃষ্ণ সাহার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে সিবিআই

আরেক তৃণমূল বিধায়কের দুয়ারে সিবিআই! এবার তাদের স্ক্য়ানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। আজ দুপুর সাড়ে ৩টেয় সিবিআইয়ের একটি বড় টিম পৌঁছে যায় তেহট্টে তাপস সাহার বাড়িতে। জীবনকৃষ্ণ সাহার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রথমেই তাপস সাহার ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। তারপর শুরু তল্লাশি, জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Live: তেহট্টের বেতাইয়ে বি আর অম্বেডকর কলেজেও তল্লাশি সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। তেহট্টের বেতাইয়ে বি আর অম্বেডকর কলেজেও তল্লাশি সিবিআইয়ের। বি আর অম্বেডকর কলেজটি সরকারি। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তাপস সাহা। 

WB News Live: তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি

 তাপস সাহার বাড়িতে ও অফিসে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি

West Bengal News Live: এবার থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় থাকবে CISF

রাজ্য পুলিশ নয়। এবার থেকে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তায় থাকবে CISF। আজ এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আপাতত এক মাসের জন্য কংগ্রেস নেতার নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মামলার পরবর্তী শুনানি ১১ মে। 

WB News Live: শ্যামপুরে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে পৌঁছল সিবিআই

হাওড়ার শ্যামপুরে তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে পৌঁছল সিবিআই

West Bengal News Live: তপসিয়ায় ভয়াবহ আগুন, ট্রান্সফর্মার থেকে আগুন ছড়াল রাসায়নিক কারখানায়

তপসিয়ায় ভয়াবহ আগুন
ট্রান্সফর্মার থেকে আগুন ছড়াল রাসায়নিক কারখানায়
ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন

WB News Live: জীবনকৃষ্ণর পুকুরকাণ্ডের পর তাপস সাহারও পুকুর-যোগ?

জীবনকৃষ্ণর পুকুরকাণ্ডের পর তাপস সাহারও পুকুর-যোগ?
পুকুরপাড়েই কি নথি পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস?
তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড়ে পোড়া চিহ্ন!
পুকুরপাড় থেকে উদ্ধার তাপস সাহার নামে নথি
সিবিআই পৌঁছনোর ঘণ্টাখানেক আগে পুকুরপাড়ে ছিলেন তাপস, দাবি স্থানীয়দের
তেহট্টের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল
সিবিআই যাওয়ার আগে পুকুরপাড়ে কী করছিলেন তাপস? উঠছে প্রশ্ন

West Bengal News Live: ‘আগামী দিন লাগাতার ধর্মঘট, ৬ মে কলকাতায় মহামিছিল’ নবান্নে বৈঠকের পর হুঁশিয়ারি যৌথমঞ্চের

‘আগামী দিন লাগাতার ধর্মঘট, ৬ মে কলকাতায় মহামিছিল’নবান্নে বৈঠকের পর হুঁশিয়ারি যৌথমঞ্চের

WB News Live: জলপাইগুড়ির ছায়া ভাতারে, অ্যাম্বুল্যান্স না পেয়ে টোটোয় বর্ধমানে আনার চেষ্টা

জলপাইগুড়ির ছায়া ভাতারে। অ্যাম্বুল্যান্স না পেয়ে টোটোয় বর্ধমানে আনার চেষ্টা। স্টেশনেই মৃত্যু। সরকারি অ্যাম্বুল্যান্স বিকল, দাবি
হাসপাতালের। রিপোর্ট তলব সিএমওএইচের ।

West Bengal News Live: এবার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বাড়িতে তল্লাশির পর এবার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মিলেছে পার্থ-এসপি সিনহার সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ। দাবি সূত্রের।

WB News Live: ২২ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

'কাল থেকে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা নেই'। ২২ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমার পূর্বাভাস

West Bengal News Live: কাটল না জট, নবান্নে ব্যর্থ DA বৈঠক 

কাটল না জট, নবান্নে ব্যর্থ DA বৈঠক। আন্দোলন চালিয়ে যাওয়ার হঁশিয়ারি সরকারি কর্মীদের একাংশের। 

WB News Live: চাকরি চেয়ে এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অভিনব রাজভবন অভিযান

হকের দাবিতে হামাগুড়ি। চাকরি চেয়ে এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অভিনব রাজভবন অভিযান। আটকাল পুলিশ। প্রতিনিধি দলকে পৌঁছে দিল রাজভবনে।

West Bengal News Live: কুলটির বিজেপি বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ

কুলটির বিজেপি বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ

WB News Live: হাইকোর্টের নির্দেশ মেনে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের

হাইকোর্টের নির্দেশ মেনে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের
নবান্নের তেরো তলায় ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক
বৈঠকে সংগ্রামী যৌথমঞ্চের ৫ সদস্য, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ২ সদস্য

West Bengal News Live:এক ঘণ্টা পার, তাপস সাহার বাড়ি ও অফিসে তল্লাশি সিবিআইয়ের 

এক ঘণ্টা পার, তাপস সাহার বাড়ি ও অফিসে তল্লাশি সিবিআইয়ের 

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই তল্লাশি

নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই তল্লাশি

West Bengal News Live: পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই, নির্দেশ বিচারপতির

West Bengal News Live: সিজিও কমপ্লেক্সে অয়নের স্ত্রী, পুত্র

সিজিও কমপ্লেক্সে অয়নের স্ত্রী, পুত্র
অয়নের স্ত্রী কাকলি শীল, পু্ত্র সৌভিককে জিজ্ঞাসাবাদ ইডির
অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকেও জিজ্ঞাসাবাদ

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশ মেনে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার

হাইকোর্টের নির্দেশ মেনে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার

West Bengal News Live: এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান

এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে অভিযান শুরুর প্রস্তুতি।

West Bengal News Live: এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান

এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে অভিযান শুরুর প্রস্তুতি।

West Bengal News Live: এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান

এসএসসি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে অভিযান শুরুর প্রস্তুতি।

WB News Live: অয়ন শীলের স্ত্রী কাকলি শীলকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

অয়ন শীলের স্ত্রী কাকলি শীলকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকেও চলছে জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অয়ন-পুত্র অভিষেকও।

West Bengal News Live: কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি

কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ, দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live: ২৪ এপ্রিল মেলা নিয়ে গাইডলাইন তৈরি জন্য বৈঠকের নির্দেশ

আগামী ২৪ এপ্রিল মেলা নিয়ে গাইডলাইন তৈরি জন্য বৈঠকের নির্দেশ। বৈঠকে থাকবে কলেজের পরিচালন সমিতি, জেলা পরিষদের সভাধিপতি বা তার প্রতিনিধি। বৈঠকে থাকবেন মহকুমাশাসক, কাঁথি পুরসভার চেয়ারম্যান, কাঁথি থানার আইসি এবং মেলার আবেদনকারীরা। মামলাকারীদের অভিযোগ, সব বৈধ অনুমতি থাকা সত্ত্বেও জেলা পরিষদ অনুমতি দিচ্ছে না মেলা আয়োজনের।

West Bengal News Live: কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে বৈশাখী মেলার অনুমতি হাইকোর্টের

কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে বৈশাখী মেলার অনুমতি হাইকোর্টের। শর্তসাপেক্ষে মেলার অনুমতি বিচারপতি শম্পা সরকারের। ৪৫ দিন ধরে চলবে এই মেলা।

WB News Live: রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে নিয়োগ ও অবসরের বয়স বাড়ল

রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে নিয়োগ ও অবসরের বয়স বাড়ল। চুক্তিভিত্তিক চিকিৎসকদের নিয়োগের বয়সসীমা ৬২ থেকে বেড়ে ৬৭। অবসরপ্রাপ্ত চিকিৎসকদের পুনর্নিয়োগের বয়স ৬৫ থেকে বাড়িয়ে করা হল ৭০। আগামীদিনে স্বাস্থ্য দফতরের সর্বত্রই বর্ধিত বয়সসীমা চালু করার উদ্দেশ্যে চিন্তভাবনা, খবর স্বাস্থ্যভবন সূত্রে।

West Bengal News Live: প্রকাশ্য় সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার

আমার বিরুদ্ধে যারা কেস করেছে, তাদের শেষ দেখে ছাড়ব। প্রকাশ্য় সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
প্রভাব খাটিয়ে তাঁর মেয়েকে এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, তদন্ত করছে সিআইডি। বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁকে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ প্রমাণ করতে পারলে, বিজেপির পতাকা ছেড়ে বাড়িতে বসে যাব, ঘোষণা নীলাদ্রিশেখর দানার।

WB News Live: রাজ্য়ে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু

রাজ্য়ে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে রাজ্য

হাইকোর্টের নির্দেশে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে রাজ্য। সমস্ত কর্মী সংগঠন হাজির থাকতে পারেন বৈঠকে, হাইকোর্টে জানাল রাজ্য

WB News Live: স্বনির্ভর গোষ্ঠীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ম্য়ানেজারের বিরুদ্ধে

স্বনির্ভর গোষ্ঠীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ম্য়ানেজারের বিরুদ্ধে। অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ক্য়াশিয়ার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও। বাঁকুড়ার বিষ্ণুপুরের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, ৯১টি গোষ্ঠীর প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অবিলম্বে টাকা ফেরতের দাবিতে, বিষ্ণুপুর-সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা।

West Bengal News Live: জীবনকৃষ্ণের ২টি ফোন পাঠানো হচ্ছে দিল্লির ফরেন্সিক ল্য়াবে

জীবনকৃষ্ণ সাহার রহস্য়ে মোড়া দুটি ফোনকে দিল্লির ফরেন্সিক ল্য়াবে পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই। গতকালই এব্য়াপারে অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, আজই ২ আধিকারিক ফোন ২টি নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেবেন।

WB News Live: অ্যাম্বুল্যান্সের টাকা জোগাড় করতে না পারায়, রোগীকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা, স্টেশনেই মৃত্য়ু

জলপাইগুড়ির পুনরাবৃত্তি পূর্ব বর্ধমানের ভাতারে। অ্যাম্বুল্যান্সের টাকা জোগাড় করতে না পারায়, রোগীকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা। স্টেশনেই মৃত্য়ু হল বছর ৪৮-এর মহিলার। আচমকা অসুস্থ বোধ করায়, বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিক্য়াল কলেজে রেফার করা হয়

West Bengal News Live: পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিল তৃণমূল

পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিল তৃণমূল। প্রার্থী খুঁজতেও এবার ভোট। অর্থাৎ, ভোটের আগেই ভোট! পঞ্চায়েতের আগে এবার ভোটাভুটির পথে তৃণমূল! তা-ও আবার প্রার্থী ঠিক করতে! গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে গোপন ব্য়ালটে ভোটের মাধ্য়মে বেছে নেওয়া হবে তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী। সমাজের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গেও এ নিয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন অভিষেক। সমালোচনা করেছেন বিরোধীরা।

WB News Live: নবান্নের তেরো তলায় বিকেল সাড়ে চারটেয় ডিএ-বৈঠক

হাইকোর্টের নির্দেশ মেনে আজ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। বৈঠকে আন্দোলনকারীরা ছাড়াও থাকতে পারেন মুখ্যসচিব ও অর্থসচিব। নবান্নের তেরো তলায় বিকেল সাড়ে চারটেয় বৈঠক।

West Bengal News Live: দণ্ডিকাণ্ডে কারও কোনও অপরাধ খুঁজে পেল না পুলিশ।

দণ্ডিকাণ্ডে কারও কোনও অপরাধ খুঁজে পেল না পুলিশ। তিন আদিবাসী মহিলা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে চান না। জাতীয় মহিলা কমিশন এবং তফশিলি জাতি ও উপজাতি কমিশনকে রিপোর্ট দিয়ে জানাল পুলিশ। এসটি কমিশনকে দিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বিজেপির, পাল্টা তৃণমূল। 

WB News Live: তৃণমূলের ব্লক সভাপতির অপসারণ চেয়ে, তৃণমূলের পতাকা নিয়ে মিছিল পাঁশকুড়ায়

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর জেলায় কমিটি গঠন ঘিরে তৃণমূলে অসন্তোষ চলছেই। এবার তৃণমূলের ব্লক সভাপতির অপসারণ চেয়ে, তৃণমূলের পতাকা নিয়ে মিছিল হল পাঁশকুড়ার মাইশোরায়। দলের কেউ নয়, মিছিল করেছেন শুভেন্দু অধিকারীর দালালরা। পাল্টা কটাক্ষ তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতির। 

West Bengal News Live: গঙ্গার নীচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান

গঙ্গার নীচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান। চলবে প্রায় ৭ মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা।

WB News Live: পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিল তৃণমূল

পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিল তৃণমূল। অভিষেকের জনসংযোগ যাত্রায় গোপন ব্য়ালটে ভোটাভুটির মাধ্য়মে ঠিক হবে, পঞ্চায়েত ভোটে কারা তৃণমূলের প্রতীকে লড়বেন। যদিও, বিরোধীদের গলায় এনিয়ে শোনা গেছে কটাক্ষের সুর।

প্রেক্ষাপট

হাইকোর্টের (High Court) নির্দেশে অবশেষে আজ ডিএ (DA) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। থাকতে পারেন মুখ্যসচিব-অর্থসচিব।

অমিত শাহকে (Amit Shah) ফোন বিতর্কে মমতা পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। ল্যান্ড ফোনের কল রেকর্ড জানতে কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি। 

ফোন বিতর্কে শুভেন্দুর (Suvendu Adhikari) চ্যালেঞ্জ। পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। তথ্য ছাড়া শুধুই মিথ্যে বলার অভিযোগ। 

হিংসা ছড়াতে অমিত শাহের নির্দেশের মমতার (Mamata Banerjee) অভিযোগ খারিজ শুভেন্দুর। প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ।


কোটি কোটি টাকা খরচে মামলা করেও ধাক্কা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, পাল্টা জবাব অভিষেকের।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই গোপনে ভোট। প্রার্থী নির্বাচনে রাজ্য জুড়ে ২ মাসের কর্মসূচি অভিষেকের। কুন্তলরাই তো তৃণমূলের নবজোয়ার, কটাক্ষ বিজেপির।

২৫ এপ্রিল দিনহাটায় শুরু, শেষ সাগরে। পঞ্চায়েত ভোটের আগে ২ মাস ধরে অভিষেকের (Abhishek Banerjee) বাংলা পরিক্রমা। 

হিংসা নয়, ফের অবাধ-শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা অভিষেকের।

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়ানোর পরে বিস্ফোরক তাপস। অন্তর্দ্বন্দ্বে অভিষেকের দেখাই না পাওয়ার অভিযোগ। বারবার চেষ্টা করেও ক্যামাক স্ট্রিট থেকে ফেরানোর অভিযোগ তাপসের। গুরুত্ব দিতে নারাজ, বোঝালেন অভিষেক। 

১০০ নয়, নিয়োগ-দুর্নীতিতে ৫০০ কোটির খেলা কুন্তলের (Kuntal Ghosh)। হাওয়ালার মাধ্যমে বাইরে পাচার। বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। 

পুকুর থেকে উদ্ধার জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষায় কোর্টের অনুমতি।পুলিশের বাধা পেয়ে বিজেপির (BJP) পুকুর শুদ্ধকরণ ঘিরে উত্তপ্ত বড়ঞা।

২০১৪-২০১৯ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন জীবনকৃষ্ণ। আনুমানিক সাড়ে পাঁচশ জনের চাকরি বিক্রি। পিছনে অনুব্রত-যোগ, বিস্ফোরক দাবি সিবিআইয়ের।

কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University), প্রেসিডেন্সির পর এবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল। দরজা খুলিয়ে ঢুকলেন ঘরে। বললেন, 'আসব বারবার।'

স্টালিনের সঙ্গে ফোনে কথা মমতার (Mamata Banerjee)। অবিজেপি শাসিত রাজ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে আলোচনা, মুখ্যমন্ত্রীদের বৈঠকে জোর ডিএমকে প্রধানের।

তিলজলাকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ শিশু সুরক্ষা কমিশনের। শিশুকন্যাকে উদ্ধার ও তদন্তে ব্যর্থ পুলিশ। সাজানো গল্প তৈরি করা হয়েছে। রাজ্যকে কড়া চিঠি কমিশনের।


জলপাইগুড়ির ছায়া ভাতারে। গাড়ি না পেয়ে কাঁধে করে মহিলার দেহ নিয়ে যাওয়ার পর এবার অ্যামবুল্যান্স না পেয়ে রোগীমৃত্যু! অ্যাম্বুল্যান্স খারাপ। সাফাই সিএমওএইচের।

তীব্র গরমে নাজেহাল বাংলা। ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। সপ্তাহান্তে বদলের পূর্বাভাস। রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.