West Bengal News:আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য

West Bengal News Live : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 21 Nov 2023 02:51 PM
West Bengal News Live:ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে আজ আটকানো হল এসএফআইয়ের প্রতিনিধি দলকে

ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে আজ আটকানো হল এসএফআইয়ের প্রতিনিধি দলকে।  জয়নগরে ঢোকার আগে পাঁচপোতায় এসএফআইয়ের প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ

West Bengal News Update:এবার বিজেপির সাংসদ-বিধায়কদের জিব টেনে ছিঁড়ে নেওয়ার 'বিধান' দেওয়ার অভিযোগ উঠল জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে

ফের 'হুঙ্কার-হুঁশিয়ারি'! এবার বিজেপির সাংসদ-বিধায়কদের জিব টেনে ছিঁড়ে নেওয়ার 'বিধান' দেওয়ার অভিযোগ উঠল জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে।

West Bengal News Live:মঙ্গলবার ভোর রাতে হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা আয়কর আধিকারিকদের

মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিল আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে  অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের ওই কারখানায় পৌঁছে যান আয়কর দফতরের বিশাল টিম। 

West Bengal News Update:'সিবিআই তদন্ত চাই', দাবি নিহত ব্যবসায়ীর বাবার

আগেও এই দোকানে একাধিকবার দুষ্কৃতীরা হানা দিয়েছে। এবার নিশ্চয়ই পরিচিত কেউ পিছনে ছিল। তাই তো দুষ্কৃতীদের চিনে ফেলায় খুন হতে হয়েছে ছেলেকে, অভিযোগ নিহত ব্যবসায়ীর বাবার। দাবি তুললেন ঘটনার সিবিআই তদন্ত চাই।

West Bengal News Live:সিউড়িতে কালীপুজোর বিসর্জন ঘিরে অনিয়ম রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা পুলিশ সুপারের

সিউড়িতে কালীপুজোর বিসর্জন ঘিরে অনিয়ম রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ! এই অভিযোগে, জেলা পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে ওসি-আইসি-ডিএসপিদের ভূমিকার কড়া সমালোচনা করলেন খোদ বীরভূমের পুলিশ সুপার। বিষয়টি নিয়ে তদন্ত করার কথাও জানিয়েছেন তিনি।

West Bengal News Update:কোলাঘাটে জাতীয় সড়কের ওপর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কোলাঘাটে জাতীয় সড়কের ওপর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নিহত ব্যবসায়ীর বাবার দাবি, এবারই প্রথম নয়, বছর সাত-আটেক আগেও তাঁদের দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, তারপর পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। নিহত ব্যবসায়ীর বাবার দাবি, নগদ প্রায় ১৬ লক্ষ টাকা ও প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না লুঠ হয়েছে।
ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত ব্যবসায়ীর বাবা। তাঁর অনুমান, লুঠের সময় ছেলে হয়তো কাউকে চিনে ফেলছিল, সেই কারণেই তাকে খুন করা হয়েছে।

West Bengal News Live:দক্ষিণ ২৪ পরগনায় ফের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনায় ফের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ অনুসারে মথুরাপুর ২ ব্লকে ২৭ জনকে নোটিস দিলেন বিডিও। মথুরাপুর ২ ব্লকে ২৭ জনকে টাকা ফেরতের নির্দেশ দিয়ে নোটিস। এই তালিকায় নাম রয়েছে একাধিক তৃণমূল নেতা ও তাঁদের আত্মীয়দের

West Bengal News Update:বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে লগ্নি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে লগ্নি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তুলেছেন, এতদিনে কত লগ্নি হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে, সেই সমস্ত তথ্য কি সামনে আনবে রাজ্য সরকার? পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

West Bengal News Live:আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য

আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। দুজনের শারীরিক অসুস্থতার জেরে ডিপ্রেশনে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দুজনের মৃতদেহ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ

West Bengal News Update:২৯ নভেম্বর, ধর্মতলায় অমিত শাহের সভার অনুমতি সংক্রান্ত মামলায় কী মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট?

কোনও কারণ না দেখিয়ে, দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। এতেই সন্দেহের উদ্রেক হয়। উনত্রিশে নভেম্বর, ধর্মতলায় অমিত শাহের সভার অনুমতি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে রাজ্য় সরকারকে বিচারপতি রাজাশেখর মান্থা বললেন, বিধিনিষেধ আরোপ করে, সভার অনুমতি দিয়ে দেওয়া হোক। 

West Bengal News Live:অমিত শাহর সভার ক্ষেত্রেও, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হল বিজেপিকে

বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস। সাম্প্রতিক অতীতে, প্রশাসনের কাছে রাজনৈতিক কর্মসূচির অনুমতি না পেয়ে, বারবার আদালতে গিয়ে তা আদায় করতে হয়েছে বিরোধীদের। এবার অমিত শাহর সভার ক্ষেত্রেও, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হল বিজেপিকে। 

West Bengal News Update:দলুয়াখাকিতে সভা, তৃণমূল বিধায়কের মুখে এবার 'বদলা'র সাফাই!

দলুয়াখাকিতে সভা, তৃণমূল বিধায়কের মুখে এবার 'বদলা'র সাফাই!

West Bengal News Live:ফের জাতীয় সড়কের ওপর খুন! স্বর্ণ ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা!

ফের জাতীয় সড়কের ওপর খুন! স্বর্ণ ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা!

West Bengal News Update:লগ্নি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারীর

মঙ্গলবার শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে লগ্নি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী

West Bengal News Live:হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা

মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা। এবার হুগলির পোলবার মহানাদ গ্রামে মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যান আয়কর দফতরের টিম। 

West Bengal News Update:দলুয়াখাকি গ্রামের তাণ্ডবে ধৃত ৩

জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার সাতদিনের মাথায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ

West Bengal News Live:কোলাঘাটে জাতীয় সড়কের ওপর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন

কোলাঘাটে জাতীয় সড়কের ওপর স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। দোকান বন্ধ করে পাঁশকুড়ায় বাড়ি ফেরার সময় ৩টি বাইকে করে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। গয়না-টাকার ব্যাগ ছিনতাই করার সময় বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ীর।

প্রেক্ষাপট

কোলাঘাটে জাতীয় সড়কেই স্বর্ণ ব্যবসায়ীকে (Gold Trader Death) গুলি করে খুন। দোকান বন্ধ করে পাঁশকুড়ায় ফেরার সময় ৩টি বাইকে দুষকৃতী হামলা (Miscreants Attack On Gold Trader) । গয়না-টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট। 


শক্তিগড়ের পর এবার কোলাঘাট। ফের জাতীয় সড়কে খুন। গয়না-টাকার ব্যাগ ছিনতাই, ব্যবসায়ীকে গুলি করে চম্পট। দুষকৃতীদের গ্রেফতারের দাবিতে অবরোধ-বিক্ষোভ।

ধর্মতলা, বাঁকুড়ায় বিজেপির জোড়া কর্মসূচিতে আপত্তি (Permission Denied For Twin BJP Rally), হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্য সরকার। কারণ না দেখিয়ে ২ বার অনুমতি বাতিলে সন্দেহ তো হয়ই, মন্তব্য বিচারপতির।

কলকাতা থেকে কোতুলপুর, বিজেপির কর্মসূচি নিয়ে হাইকোর্টে জোড়া অস্বস্তি রাজ্যের। ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বুধবারের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ। কোতুলপুরের পদযাত্রায় ছাড়পত্র।

দলুয়াখাকিতে সভা, তৃণমূল বিধায়কের মুখে এবার 'বদলা'র সাফাই! 

তৃণমূলে দুই গায়কের পর এবার বিজেপির দুই নায়কের লড়াই! 


আজ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ঝলমলে মিথ্যে বুলি ছাড়া কিছুই নয়, খোঁচা শুভেনদুর। বাংলার জিডিপি-র হার জাতীয় গড়ের থেকে বেশি, পাল্টা কুণাল।

জগদ্ধাত্রী পুজোর নবমী। সেজে উঠছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। মাল্টিক্যামে ঘরে বসেই প্রতিমা দর্শন। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার। দিনভর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.