West Bengal News Live Updates: কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়, কাশীপুর থানা
vGet the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
যাদবপুরকাণ্ডে এবার নজরে ছাত্র নেতা অরিত্র মজুমদার । যাদবপুর থানায় ছাত্র নেতা অরিত্র মজুমদারকে জিজ্ঞাসাবাদ। সন্ধে ৭.৩০: যাদবপুর থানায় ছাত্র নেতা অরিত্র মজুমদার। ঘটনার সময় কোথায় ছিলেন অরিত্র ? জানতে চায় পুলিশ।যাদবপুরকাণ্ডে আগেই থানায় তলব করা হয়েছিল। যাদবপুরে ছাত্রমৃত্যুর পর থেকেই 'বেপাত্তা' ছিলেন অরিত্র মজুমদার।
অরিত্রের সঙ্গে আরেক ছাত্রকেও যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ।
পঞ্চদশ অর্থ কমিশনের ৬৫১ কোটি ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা পেল বাংলা। চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় বরাদ্দ। ছত্তীসগঢ়, তেলঙ্গানার মধ্যে সবচেয়ে বেশি বাংলার জন্য বরাদ্দ । কেন্দ্রীয় বরাদ্দের ২২৫ কোটি পেল ছত্তীসগঢ়, ২৮৬ কোটি পেল তেলঙ্গানা।
কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়, কাশীপুর থানা। বারুইপুর পুলিশ জেলার ভাঙড়, কাশীপুর এবার লালবাজারে অধীনে।
পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, ভাঙড় থানা এবার কলকাতার অধীন। ভাঙড়, কাশীপুর, লেদার কমপ্লেক্স থানা ভেঙে তৈরি হবে ৯টি থানা।
বুকে 'ব্যথা', তাও এসএসকেএমে স্বমহিমায় 'কালীঘাটের কাকু'! লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি নিয়ে প্রশ্নের মুখে কুকথার স্রোত। বাইপাস সার্জারির পর প্রেসিডেন্সি জেলে ফিরেই বুকে 'ব্যথা'। বুকে ব্যথা হচ্ছে বলায় আনা হয় এসএসকেএম হাসপাতালে
মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও মালদার পুলিশ সুপারকে শোকজ করল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে কেন ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে না, কমিশন তা জানতে চেয়েছে। বামনগোলা থানার আইসি-সহ ক্লোজ হওয়া ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও মালদার পুলিশ সুপারকে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত ১৮ জুলাই, মালদায় দুই মহিলাকে ভরা বাজারে চোর সন্দেহে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে। ভিডিও ভাইরাল হওয়ার পর ৮ জনকে গ্রেফতার করে বামনগোলা থানার পুলিশ
নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে লিপস অ্যান্ড বাউন্ডস, আক্রমণে মমতা। তালা ভেঙে বাড়িতে ঢুকে টাকা, বিস্ফোরক রেখে দিতে পারে বিস্ফোরক অভিযোগ। অভিষেক বিদেশ থেকে ফিরতেই পরিবারকে টার্গেটের বিস্ফোরক অভিযোগ। 'আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে, না জানিয়ে যখন তখন তল্লাশি'। 'সবে ছেলেটা পরশু এসেছে, এর মধ্যেই ৫-৬ জায়গায় শুরু করে দিয়েছে'। তালা ভেঙে ঢুকে যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে?' 'তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? 'আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে'। 'এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠাচ্ছে'। নেতাজি ইন্ডোরের সভা থেকে এজেন্সিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।
পুজো অনুদানে দরাজহস্ত মুখ্যমন্ত্রী । পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান। বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজো কমিটিগুলি সচেতনতা বাড়াতে কাজ করে, তাই টাকা দেওয়া হয়, জানালেন মুখ্যমন্ত্রী। 'অনেকে ইমামভাতা, পুরোহিত ভাতা নিয়ে প্রশ্ন তোলেন, ওরা অনেক কাজ করেন'। 'কোথাও হিংসার ঘটনা ঘটলে, ইমাম গিয়ে তা মেটান'। কমিউনিটি ডেভেলপমেন্টেও কাজ করেন, জানালেন মুখ্যমন্ত্রী।
'আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। না জানিয়ে সবে ছেলেটা পরশু এসেছে, এর মধ্যেই ৫-৬ জায়গায় শুরু করে দিয়েছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে', কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে? তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে। এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠাচ্ছে।'
'আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে, কালকেও সারারাত। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে', নাম না করে এজেন্সিকে আক্রমণে মমতা। 'তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে ?
তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে?' নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক চলাকালীন মন্তব্য মুখ্যমন্ত্রীর।
টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। আহত বেশ কয়েকজন, ঝরল রক্ত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ আক্রান্তদের। ঘটনাস্থলে পাটুলি থানার পুলিশ। ক্যাম্পাসে মদ্যপানের অভিযোগ ঘিরে তুলকালাম।
দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুল ছাত্রীর মাথা থেঁতলে খুন। ঘটনার ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নির্জন এলাকায় নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, ধর্ষণে বাধা দেওয়ায় ১৬ বছরের ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার। ভোররাতে মাটিগাড়া সংলগ্ন লেনিন কলোনির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কী হয়েছিল সেই রাতে? এবার যাদবপুর হস্টেলের রাঁধুনিকে তলব। জিজ্ঞাসাবাদের জন্য হস্টেলের রাঁধুনিকে থানায় হাজিরার নির্দেশ। ছাত্রের মৃত্যুতে ধৃতদের বিরুদ্ধে র্যাগিংয়ের ধারা আনতে চলেছে পুলিশ
বিশ্বভারতীতে হস্টেলেই র্যাগিংয়ের অভিযোগ, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। হস্টেল থেকে ৩ অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার, রাখা হল পূর্বপল্লির গেস্টহাউসে। সেন্ট্রাল অফিসে ৩ ছাত্রকে মুখোমুখি বসিয়ে অ্যান্টি র্যাগিং কমিটির জিজ্ঞাসাবাদ।
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের আজ ফের আদালতে পেশ। ধৃত সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে ফের আদালতে পেশ। এই ৩ জনকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ। গত কয়েকদিনের তদন্তে কী অগ্রগতি হয়েছে, তা আজ আদালতে জানানো হবে
বেসরকারি স্কুলের বেতন কাঠামো এবং দৈহিক শাস্তির বিষয়ে নজর রাখতে স্কুল কমিশন। এক সদস্যের স্কুল কমিশন তৈরি করল রাজ্য সরকার। এক সদস্য়ের কমিশনের দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
হাওড়ার দাশনগরের বালটিকুরি বাজারে অফিস টাইমে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত কমপক্ষে ১০ জন। সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া-ডোমজুড়ের ৬৩ নম্বর রুটের বাস হাওড়া-আমতা রোড ধরে ডোমজুড়ের দিকে যাচ্ছিল।বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার জেরে বালটিকুরি বাজারে সকালে তুমুল যানজট তৈরি হয়
২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান। হাওড়ার কাজীপাড়া মোড় থেকে নবান্ন অভিযান। মিছিল শুরুর আগেই সক্রিয় পুলিশ, আটক করা হল বিক্ষোভকারীদের
ভোরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা। ফরাক্কা সেতুতে ট্র্য়াক্টরে ধাক্কা মেরে রেললাইনে উঠে যায় লরি। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, অল্পের জন্য রক্ষা পান মালগাড়ির চালক। আজ ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। ইমার্জেন্সি ব্রেক কষায় বেঁচে যান মালগাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিআইএসএফ ও পুলিশ কর্তারা, লরির চালক পলাতক
জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব, ১৫ অগাস্ট বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে
তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ বিচারপতির জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের । যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়, মন্তব্য বিচারপতির। উদ্ধার হওয়া ফোনে মিলেছে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড, জানিয়েছে সিবিআই। ওই ফোন থেকে টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে, খবর সিবিআই সূত্রে। 'ব্যাঙ্কের লেনদেনে নজর দিলেই বোঝা যায় নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার প্রত্যক্ষ ভূমিকা আছে', জীবনকৃষ্ণ সাহা একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, শুনানিতে জানায় সিবিআই
যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতে, হস্টেলেই 'র্যাগিং'। ফরাসি ভাষা বিভাগের ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ। র্যাগিংয়ের অভিযোগে ইউজিসিকে চিঠি দিয়ে নালিশ ছাত্রের। ৩ অভিযুক্ত ছাত্রকে নিয়ে যাওয়া হল বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। গতকাল ইউজিসির কাছ থেকে অভিযোগ পেয়ে ২ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইতালি ও জার্মান ভাষা বিভাগের ২ ছাত্রকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত কর্তৃপক্ষের
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপি। অধ্যক্ষ অনুমতি দিলে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন বিরোধী দল নেতা। মুলতুবি প্রস্তাবে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় একাধির প্রশ্নও তোলেন শুভেন্দু। প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন যাদবপুরের পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী রাজ্যপাল। এরপরই বিধানসভা কক্ষের ভিতর বিক্ষোভ শুরু হয় বিজেপি বিধায়কদের। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
এসএসকেএমের ওপিডি বিল্ডিংয়ে ধোঁয়া দেখে আগুন-আতঙ্ক। ওই বিল্ডিংয়ের তিনতলায় একটি অগ্নি নির্বাপণ যন্ত্র মাটিতে পড়ে চালু হয়ে গিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। সেইসময় চোখ ও আইভিএস আউটডোরে রোগীর ভিড় থাকায় আতঙ্ক ছড়ায়।আগুন লেগেছে ভেবে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন রোগী ও তাঁদের আত্মীয়রা। দমকল কর্মীরা পৌঁছনোর আগেই হাসপাতালের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন
পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল ক্রেতার। ক্রমশ চড়ছে দাম। কলকাতার বাজারে ৪০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। কোথাও কোথাও ৪৫-৫০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৩০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। মূলত মহারাষ্ট্রের নাসিক থেকেই পেঁয়াজ আমদানি হয়। ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে।
দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুল ছাত্রীর মাথা থেঁতলে খুন। ঘটনার ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নির্জন এলাকায় নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, ধর্ষণে বাধা দেওয়ায় ১৬ বছরের ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার। ভোররাতে মাটিগাড়া সংলগ্ন লেনিন কলোনির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
যাদবপুরকাণ্ডে শুভেন্দু অধিকারীর করা অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের। তাঁর অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে রাজ্যের বিরোধী দলনেতাকে নোটিস পাঠানো হয়েছে। তদন্তকারীদের সাহায্যের অনুরোধ জানানো হয়েছে শুভেন্দুকে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এর আগে ই-মেল মারফত অভিযোগ, জানান শুভেন্দু
ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের আরও ৫০০ টাকা করে ভাতা বাড়াল রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘোষণায় খুশি নন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ভোট পেতে ভাতা বৃদ্ধি। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে বিস্তৃত। এর জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। একাধিক জেলায় জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও ২৪ ঘণ্টা বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামীকাল থেকে আবহাওয়া বদল। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে।
লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে শিয়ালদা-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা ৪০ থেকে শিয়ালদাগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ । নিত্যযাত্রীদের একাংশের দাবি, ৭টা ৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। ৭টা ৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দেওয়ারও দাবি নিত্যযাত্রীদের একাংশের। অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তি
মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও মালদার পুলিশ সুপারকে শোকজ করল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে কেন ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে না, কমিশন তা জানতে চেয়েছে। বামনগোলা থানার আইসি-সহ ক্লোজ হওয়া ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও মালদার পুলিশ সুপারকে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত ১৮ জুলাই, মালদায় দুই মহিলাকে ভরা বাজারে চোর সন্দেহে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে। ভিডিও ভাইরাল হওয়ার পর ৮ জনকে গ্রেফতার করে বামনগোলা থানার পুলিশ।
বগটুই গ্রামে মৃত লালন শেখের বাড়ির বাগান থেকে উদ্ধার হল বোমাভর্তি ব্যাগ। এলাকায় উত্তেজনা, রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। লালনের বাড়িতে পুলিশের কড়া নজরদারির পরেও কীভাবে বোমাভর্তি ব্যাগ এল, তা নিয়ে প্রশ্ন উঠছে
নিয়োগ দুর্নীতি তদন্তে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর যোগে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ১৮ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চালাল ইডি। গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ নিউ আলিপুরের P ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেন ইডি-র আধিকারিকরা। অফিসের তিন কর্মীকে রাতভর চলে জিজ্ঞাসাবাদ। অফিসের ডেটাবেস ও ডিজিটাল নথি পরীক্ষা করে দেখা হয়। মঙ্গলবার ভোর ৫টা ৪০-এ লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে ৩টি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায় ইডি-র অফিসারদের। সূত্রের খবর, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।ইডি সূত্রে খবর, জেরায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র দাবি করেন তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন। সেই সূত্রেই তল্লাশি।
কালীঘাটের কাকুর যোগ রয়েছে এমন আরও দুটি জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি। একটি হল দক্ষিণ কলকাতার লি রোডে কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়া এলাকায় প্রয়াত তৃণমূল নেতা
রমজান শেখের আবাসন প্রকল্পে হানা দেন ইডি-র আধিকারিকরা। এখানে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে পানীয় জলের কারখানা রয়েছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ।
লোকসভা নির্বাচনের আগে কৌশলী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে বিজেপির প্রধান, উপ প্রধানদের সরকারি কক্ষে ৩টি ছবি রাখার নির্দেশ। ভারতমাতা, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার নির্দেশ। তমলুকের সভা থেকে ৩টি করে ছবিও তুলে দেন বিরোধী দলনেতা
বিজেপির কাজ হল, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসকে কাজে লাগানো। ফের তিন বিরোধীকে একজোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে মমতা ও রাহুমুক্ত করব। পাল্টা হুঁশিয়ারি অধীর চৌধুরীর।
লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হল বাম নেতৃত্ব। সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তালিকা থেকে প্রায় দেড় হাজার ভুয়ো নাম বাদ দেওয়ার আবেদন করা হয় সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে। কলকাতার ৫টি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় এই ভুয়ো নামগুলি রয়েছে বলে অভিযোগ বামেদের। কয়েক মাস আগে প্রায় ৩৭ হাজার ভুয়ো ভোটারের নামের তালিকা তুলে ধরে
রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার মধ্যে বেশ কিছু নাম বাদ পড়েছে বলে দাবি সিপিএমের কলকাতা জেলা কমিটির প্রতিনিধিদের।
সপ্তাহের প্রথম কাজের দিনে বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসাজনিত একাধিক বিষয়ে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন MCDSA। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের ফার্মেসিতে অনেক ওষুধই অমিল। ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে।
প্রেক্ষাপট
কলকাতা: যাদবপুরকাণ্ডের (Jadavpur) ছায়া এবার বিশ্বভারতীতে (Visva Bharati)। ফরাসি ভাষা (French Language) বিভাগের ছাত্রকে (Student) মানসিক নির্যাতনের অভিযোগ উঠল অন্য বিভাগের তিন পড়ুয়ার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ওই ৩ ছাত্রের বিরুদ্ধে র্যাগিংয়ের (Ragging) অভিযোগ তুলে ইউজিসিকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন ভুক্তভোগী ছাত্র। ইউজিসি (UGC) মারফৎ অভিযোগ পেয়ে অভিযুক্ত ৩ ছাত্রের মধ্যে দু'জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের। যদিও আরেক অভিযুক্ত গরহাজির থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
বিজেপির কাজ হল, বাংলায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেসকে কাজে লাগানো। ফের তিন বিরোধীকে একজোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে মমতা ও রাহুমুক্ত করব। পাল্টা হুঁশিয়ারি অধীর চৌধুরীর।
লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যের ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হল বাম নেতৃত্ব। সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তালিকা থেকে প্রায় দেড় হাজার ভুয়ো নাম বাদ দেওয়ার আবেদন করা হয় সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে। কলকাতার ৫টি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় এই ভুয়ো নামগুলি রয়েছে বলে অভিযোগ বামেদের। কয়েক মাস আগে প্রায় ৩৭ হাজার ভুয়ো ভোটারের নামের তালিকা তুলে ধরে রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার মধ্যে বেশ কিছু নাম বাদ পড়েছে বলে দাবি সিপিএমের কলকাতা জেলা কমিটির প্রতিনিধিদের।
সপ্তাহের প্রথম কাজের দিনে বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসাজনিত একাধিক বিষয়ে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন MCDSA। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের ফার্মেসিতে অনেক ওষুধই অমিল। ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে। পাশাপাশি MRI করাতে এলে দীর্ঘসূত্রিতার শিকার হতে হচ্ছে রোগীদের, অভিযোগ হাসপাতালের ওই ছাত্র সংগঠনের। দু'মাস পরে MRI করানোর ডেট মিলছে বলে অভিযোগ তাঁদের। এমনকী রক্তের সাধারণ পরীক্ষার রিপোর্ট পেতে সপ্তাহ পেরিয়ে যাচ্ছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। পাশাপাশি হাসপাতাল চত্বরে দালাল চক্রের রমরমার অভিযোগ তুলেও ক্ষোভ উগরে দেন তাঁরা। ৫ দিনের মধ্যে সমস্যা না মিটলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্যাল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন MCDSA-র সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -