West Bengal News Live: ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তুতি
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পর এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তুতি।
তোলাবাজির বখরা নিয়ে বিবাদের জেরেই বগটুইতে খুন হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ। সদ্য জমা পড়া, এই ঘটনার প্রথম চার্জশিটে এমনটাই বলা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। পাশাপাশি ভাদু ও লালনের সঙ্গে সোনা এবং পলাশের দ্বন্দ্বের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
স্বাস্থ্য দফতরের কর্তাদের পরিদর্শনের পর নয়, পাভলভের বেহাল অবস্থা নিয়ে প্রায় এক বছর আগেই রিপোর্ট দিয়েছিল তপসিয়া থানার পুলিশ। একটি মামলার তদন্তের সূত্রে দেওয়া রিপোর্টে, হাসপাতালের বেহাল অবস্থার পাশাপাশি নিরাপত্তার অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশের কথাও বলা হয়েছিল। অভিযোগ, তাও ব্যবস্থা নেওয়া হয়নি।
কলকাতার CMRI হাসপাতালে বিরল অস্ত্রোপচার। ৪ দিনের সদ্যোজাতের শরীরে থাকা দুটি পাকস্থলীর একটি বাদ দিলেন চিকিত্সকরা। আপাতত সুস্থ রয়েছে শিশুটি।
তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি! রুখে দাঁড়ানোয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ! উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানার রাজীবপুর পঞ্চায়েত এলাকা। অভিযুক্তর রাজনৈতিক পরিচয় নিয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের। ঘটনার তদন্তে পূজালি থানার পুলিশ।
নিয়োগ-দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিশু শিক্ষাকেন্দ্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠল। পুরপ্রধান স্বপন নায়েকের দিকে অভিযোগ করেছেন এগরা টাউন তৃণমূল সভাপতি উত্তম দাস। তাঁর অভিযোগ, দুটি পদের জন্য ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাই ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউকে নিয়োগ না করে ১৩ নম্বর ওয়ার্ড থেকে লোক আনা হয়েছে। প্রতিবাদে, শিশু শিক্ষাকেন্দ্রের তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। টাউন তৃণমূল সভাপতির সঙ্গে সুর মিলিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি হরিপদ বেরাও। অভিযোগ অস্বীকার করেছেন, পুরপ্রধান।
২৪ ঘণ্টাতেই গলল বরফ। আগের পোস্ট মুছেন নতুন করে দলের কথা মেনে চলার কথা বললেন, বীরভূমের দুবরাজপুরের শহর বিজেপি সভাপতি করুণাময় মুখোপাধ্যায়।
গতকাল তিনি ফেসবুকে পোস্ট করে পদত্যাগের কথা জানান। আজ তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ অন্যান্য নেতৃত্ব। তার পরই গতকালের পোস্ট মুছে ফেলেন করুণাময়। নতুন পোস্টে বলেন, ‘গতকাল আবেগ তাড়িত হয়ে আমি যে মত প্রকাশ করেছিলাম তা একান্তই ব্যক্তিগত মত ছিল। বর্তমানে জেলা সভাপতি যে সিদ্ধান্ত নেবেন, দলীয় সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য তা আমি মাথা পেতে নেব।’
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ভরাট করে দেওয়া হয়েছিল আস্ত একটা পুকুর! এলাকাবাসীর অভিযোগ এবং প্রশাসনের তত্পরতায় উলোটপূরাণ! কড়া নির্দেশের পর বুধবার বুজিয়ে ফেলা সেই পুকুর থেকে শুরু হল মাটি তোলার কাজ।
পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। তাঁর চিকিত্সা চলছে এসএসকেএম হাসপাতালে। গত ১৪ তারিখ তাঁকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় মেন ব্লকের সিসিইউ-তে। এদিন তাঁকে হাসপাতালে দেখতে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র।
২৫ তারিখের মধ্যে দিতে হবে ৫ লক্ষ টাকা, না হলে আগুন জ্বলবে। অভিযোগ, এই কথা বলে চিঠি দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু। পশ্চিম মেদিনীপুরের একটি মহিলা কলেজে ও বাঁকুড়া শহরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এরকম চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, চিঠিতে দেওয়া হয়েছে ধর্ষণ করে খুনের হুমকিও। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। চিঠির কথা অস্বীকার করে থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডুও। দাবি, তাঁকে ও দলকে কালিমালিপ্ত করতে কেউ এই কাজ করেছে।
মাদক মামলায় অভিযুক্তদের থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার সময় এবার থেকে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে।
দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ, ১জনের মৃত্যু। অক্সিজেন সিলিন্ডার রিফিলিংয়ের সময় বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু। দুর্গাপুরের মায়াবাজারের কাছে বিস্ফোরণ, আহত আরও ১।হতাহতদের আর্থিক সাহায্যের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।
বাঁশদ্রোণীতে যুগলের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে অনুমান। ব্রহ্মপুরের একটি আবাসনে ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যা’। ফ্ল্যাটের মধ্যেই ঋষিকেশ পাল, রিয়া সরকারের মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা করার কথা জানিয়ে বাঁশদ্রোণী থানায় ই-মেল। ইমেল পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার। আর্থিক সঙ্কটেই আত্মহত্যা বলে সুইসাইড নোটে উল্লেখ: সূত্র
দুর্গাপুজোর বাকি আর ১০০ দিন৷ গত ২ বছর করোনা ওলটপালট করে দিয়েছিল যে সব হিসেব-নিকেশ, তাকেই আবার নতুন করে গুছিয়ে নেওয়ার পালা। শিল্পীদের সেই পুরনো ব্যস্ততা পুজোর আঁতুড়ঘরে। বাংলার ঘরে ঘরে আবার আলো করে আসুক মা- এই প্রার্থনা নিয়েই আলোর বেণু বেজে ওঠার প্রহর গোনা শুরু।
তৃণমূল নেতা আনারুল হোসেনের উস্কানিতেই বগটুই হত্যাকাণ্ড ঘটে। সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে আরও বলা হয়েছে, ভাদু শেখের খুনের পর রাত ৯.০৩’এ হাসপাতালে পৌঁছন তৃণমূল নেতা আনারুল হোসেন। সেখানে ভাদু শেখের অনুগামীদের উস্কানি দেন আনারুল।
ভাঙড় থানা এলাকায় মে মাসে ধর্ষণের মামলায় সায়েন্স সিটি এলাকা থেকে ধরা পড়লেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে ভাঙড় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। কিন্তু তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাঁকুড়ার কালাবতী গ্রামের সর্দারপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, বিজেপির সমর্থক হওয়ার কারণেই বঞ্চিত হচ্ছেন। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান পাল্টা দাবি করেছেন, রাজনৈতিক রং না দেখেই সবাইকে পরিষেবা দেওয়া হয়।
ত্রিকোণ প্রেমের কারণেই কি শেষ হয়ে গেল আরও একটা জীবন? প্রেমিকের রোষের মুখে, খুন হতে হল আরও এক প্রেমিকাকে? পুরাতন মালদায় পুকুর থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ফের সামনে চলে এল এই প্রশ্ন।
তৃণমূলে শোভন-বৈশাখীর প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠক ঘিরে জল্পনা। ‘অভিমানের প্রাচীর ভেঙেছে, রাজনীতি নিয়েও কথা হয়েছে’, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে মন্তব্য বৈশাখীর।
বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। আজ বিধানসভায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল পেশ করা হয়। এরপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য রাখার সময় বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এর আগে বিধানসভায় আনা বিল নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের দরবার করার বিরুদ্ধে আজ নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। শাসক দলের বক্তব্য, বিধানসভায় আনা বিল নিয়ে বিধানসভাতেই আলোচনা করা উচিত। তা যেভাবে বাইরে গিয়ে আলোচনা করা হচ্ছে, তা অনৈতিক। যদিও বিজেপির দাবি, যে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়।
বঙ্গ রাজনীতিতে বড় চমক, হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী। মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন-বৈশাখীর সাক্ষাতের সম্ভাবনা। তাহলে কি তৃণমূলে প্রত্যাবর্তন শোভন-বৈশাখীর? তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের কি তৃণমূলে শোভন-বৈশাখী?নবান্নে শোভন-বৈশাখীর উপস্থিতি ঘিরে জোর জল্পনা। শোভন-বৈশাখীর সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় আনা বিল নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের দরবার করার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনল তৃণমূল।
কয়লা পাচার মামলায় CBI-এর প্রধান তদন্তকারী অফিসার উমেশ কুমার ও আরও কয়েকজন অফিসারের বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক তৃণমূল কর্মী। সূত্রের খবর, যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে CID।
অনলাইনে পরীক্ষার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীদের কড়া ধমক দিলেন এক অধ্যাপক। তবে গতকাল অফলাইন পরীক্ষা না হতে পারলেও, এদিন তা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই।
বীরভূমের দুবরাজপুরের বিজেপির শহর সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন করুণাময় মুখোপাধ্যায়। জেলা সভাপতিকে ফোন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের জবাব, শহর সভাপতির ইস্তফা মঞ্জুর করা হয়নি।
রাইসিনার রেসে দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই যশবন্ত সিন্হার। প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর লড়াই। গতকাল যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা।NDA-র তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে। তাঁকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে ট্যুইটে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইটে লেখেন, রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাল। কিন্তু যশবন্ত সিন্হার ক্ষেত্রে কী হবে? তিনিও বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?
এসএসসি-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল সকাল ১০.৩০-এ সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসএসসি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় হাইকোর্ট। রিপোর্ট জমা না পড়ায় এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ। এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
মালদহের চাঁচোলে মালতীপুর গ্রামীণ হাসপাতালে পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ। রোগীর আত্মীয়দের অভিযোগ, বেডের অভাবে মেঝেতেই থাকতে হচ্ছে রোগীদের। সেইসঙ্গে এই গরমে পাখা থাকলেও তা চলছে না বলে দাবি রোগীর আত্মীয়দের। গোটা ঘটনায় ক্ষুব্ধ রোগী ও আত্মীয়রা।
হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় রাজ্য পুলিশের SIT-এই আস্থা হাইকোর্টের। সিবিআই-কে মামলা হস্তান্তরের প্রয়োজন নেই। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করবে SIT। নির্দেশ বিচারপতির। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে আনিসের পরিবার।
জলপাইগুড়িতে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় ভাসল মালবাজার ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের চাঁপাডাঙা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ব্যারাজ থেকে জল ছাড়ায় বেড়েছে চেল নদীর জলস্তর। এর জেরে নদী বাঁধের কিছুটা অংশ ভেঙে জল ঢুকে পড়েছে চাঁপাডাঙা এলাকায়। ওই এলাকা থেকে ৭টি পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বিঘার পর বিঘা জমিতে জল ঢুকে চাষের ক্ষতি হয়েছে।
নিয়োগ-দুর্নীতি মামলায়, পর্ষদ-সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নির্দেশের ফলে পর্ষদের প্রশাসনিক কাজে অসুবিধা হবে, এই যুক্তিতে ডিভিশন বেঞ্চে আবেদন। মামলা দায়েরের অনুমতি।
স্কুলের একটা ব্ল্যাক বোর্ডও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাইনি। সোমবার মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে এ’কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী ব্ল্যাক বোর্ড নেননি, নিয়েছেন ব্ল্যাক মানি।
স্ত্রী, পুত্র, পুত্রবধূ-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির সম্পত্তির হিসেব তলব হাইকোর্টের। যাদবপুরে ফ্ল্যাট, নয়াবাদে জমি, নদিয়ার কালিগঞ্জে পৈত্রিক বাড়ি, সম্পত্তি প্রসঙ্গে আদালতে জানালেন মানিক ভট্টাচার্য।
গড়ফা থানা এলাকার শরত্ বোস কলোনি এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই মহিলার সঙ্গীর দেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে কিছুটা দূরে রেল লাইন থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে আত্মঘাতী হয়েছেন তাঁর সঙ্গী। শরত্ বোস কলোনি এলাকার ফ্ল্যাটের মালিক বছর ৬৫-র গোবর্ধন শেঠ। গোবর্ধনের স্ত্রী, মেয়ে অন্যত্র থাকেন। তাঁর ফ্ল্যাটে নিত্য আসা যাওয়া ছিল বেলেঘাটার বাসিন্দা, বছর ৪৫-এর শান্তি সিংয়ের।
বড়বাজারে একটি দোকান থেকে প্রচুর টাকা মূল্যের সোনা উদ্ধার করল কাস্টমস। সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের ওই দোকানে তল্লাশি চালান কাস্টমস এর অফিসাররা। দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। দোকান মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গড়ফা থানা এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ফ্ল্যাট থেকে কিছুটা দূরে রেল লাইন থেকে মহিলার সঙ্গীর দেহ উদ্ধার হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে আত্মঘাতী হয়েছেন তাঁর সঙ্গী। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আচার্য বিল নিয়ে ভোট-গণনায় ফের বিভ্রাট। শুধু রাজ্যপালকে সরানোর বিল কেন? প্রশ্ন বিজেপির। সংবিধান মেনেই বিল পাস, পাল্টা দাবি তৃণমূলের।
ভোট-গণনায় ফের বিভ্রাট!
আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিধানসভায় পরপর বিল পাস। বিলের পক্ষে ১৩৪ ও বিপক্ষে পড়ল ৫১ ভোট। ভোটদানে বিরত ছিলেন ISF বিধায়ক। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যপালের।
জল্পনার অবসান। NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। দলিতের পর রাষ্ট্রপতির নির্বাচনে এই প্রথম আদিবাসী প্রার্থী। পেশায় শিক্ষিকা দ্রৌপদী ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার মন্ত্রী।
প্রেক্ষাপট
সিবিআই (CBI) নয়, আনিস হত্যা মামলার তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের (Calcutta High Court)। দ্রুত চার্জশিট পেশের নির্দেশ। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে পরিবার।
সিটের (SIT) তদন্তে পুলিশকর্মীদের (Police) আড়ালের চেষ্টার অভিযোগ খারিজ হাইকোর্টে। পুলিশ যুক্ত বলেই তদন্তে খামতি থাকার আশঙ্কাও অমলূক বলে মন্তব্য।
নিয়োগে দুর্নীতির মামলায় (TET Corrupttion Case)হাইকোর্টে পরপর প্রশ্নের মুখে মানিক। পরিবারের সম্পত্তির হিসেব তলব। আমি শিক্ষক, মিথ্যে তথ্য দেব না, বললেন মানিক।
অপসারণের নির্দেশের বিরুদ্ধে এখনই রক্ষাকবচ পেলেন না মানিক। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি। সময়ের আগেই হাইকোর্টে হাজিরা।
ব্ল্যাক বোর্ড নয়, নিয়েছেন ব্ল্যাক মানি। শুভেন্দুকে (Suvendu Adhikari) জোগানদার অধিকারী বলে দুর্নীতি নিয়ে পাল্টা আক্রমণে পার্থ (Partha Chatterjee)।
রাজ্যপালকে (Governor) সরিয়ে এবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী (CM)। পক্ষে পক্ষে ভোট ১৩৪, বিপক্ষে ৫১, বিরত থাকলেন আইএসএফ বিধায়ক (ISF MLA)।
আচার্য বিল নিয়ে ভোটাভুটির গণনায় (Vote Counting) ফের বিভ্রাট। শুধু একের পর রাজ্যপালকে সরানোর বিল (Bill) কেন? প্রশ্ন তুলে রাজভবনে বিজেপির (BJP) দরবার।
আচার্য (Chancellor) পদে মুখ্যমন্ত্রীকে (CM) বসাতে পরপর বিল পাস। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি রাজ্যপালের। সংবিধান মেনেই বিল পাস, পাল্টা তৃণমূল (TMC)।
ন্যাশনাল হেরাল্ড মামলায় ৪দিনে ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের রাহুলকে (Rahul Gandhi) ইডির (ED) তলব। দফায় দফায় জিজ্ঞাসাবাদ। প্রতিবাদে সরব কংগ্রেস (Congress)।
কয়লাকাণ্ডে (Coal Scam Case) সিবিআই-এর (CBI) প্রধান আইও-র বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় এফআইআর (FIR in Bishnupur Police Station))। জিজ্ঞাসাবাদের নামে ডেকে হুমকি, জোর করে বয়ান রেকর্ডের অভিযোগ।
দমদমে দমকল কেন্দ্রের সামনে শ্যুটআউট (Dumdum Shootout)। কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার। কারণ নিয়ে ধোঁয়াশা।
ভয়াবহ অবস্থায় পাভলভ (Pavlov)। প্রশাসনিক পদে ব্যাপক রদবদল। শোকজের পরে সুপারকে স্বাস্থ্য ভবনে (Health Department) তলব। কথা বললেন স্বাস্থ্য অধিকর্তা-সচিব।
গরফায় (Garfa) এক ব্যক্তি ও তাঁর সঙ্গীর মৃতদেহ (Dead body) উদ্ধার। সঙ্গীকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি। সম্পর্কের টানাপোড়েন নাকি সম্পত্তিগত বিবাদ? খতিয়ে দেখছে পুলিশ (Police)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -