West Bengal News Live : উল্টোডাঙার ইস্ট ক্যানাল রোডে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন
West Bengal News Update : গোটা বাংলার কোথায় কী হচ্ছে? একনজরে জেলার সব খবর
টালিগঞ্জের সুইস পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। যামিনী রায়ের ছবির কোলাজে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
নাগেরবাজার ইমামি সিটির পুজো। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা সাবেকি। পুজোর প্রত্যেকদিনই এখানে আয়োজিত হয় নানান অনুষ্ঠান৷
পুজোর শহরে অগ্নিকাণ্ড। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডে বিধ্বংসী আগুন। ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন।
ঠাণেতে জমজমাট প্রবাসী বাঙালিদের পুজো। গত ৫ বছর ধরে এই পুজো করে আসছে প্রায় আড়াই হাজার পরিবার। রীতি মেনে পুজো, পুষ্পাঞ্জলি-সবই হল অষ্টমী। সঙ্গে ছিল খাওয়া-দাওয়া, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অষ্টমীর দুপুরে তারাপীঠে মূল মন্দিরের সামনে নাটমন্দিরে মহাযজ্ঞ। ৯টি ঘট প্রতিষ্ঠা করে দেবী দুর্গারূপে তারা মাকে পুজো। উপকরণ ১ হাজার ৮টি বেলপাতা, ১০ কেজি ঘি আর ৫০ কেজি বেলকাঠ। মহাযজ্ঞের অনুষ্ঠান দেখতে মন্দিরে বহু ভক্তের ভিড়। তারাপীঠে অন্য কোনও দেবী মূর্তির পুজো হয় না। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী--এই চারটি তিথিতে মা তারাকে সর্বদেবী রূপে পুজো করা হয়।
কুণাল ঘোষের পুজোয় গিয়ে দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল। বললেন, দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই চলবে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপির হয়ে পক্ষপাত করলে কালো পতাকা দেখাব।
মহুয়া ইস্যুতে তৃণমূল পাশে না দাঁড়ালেও দলীয় সাংসদের পাশে ফিরহাদ। মহুয়া সরব বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার, দাবি ফিরহাদ হাকিমের। 'দলের কী অবস্থান আমি জানি না, আমি তো দলের মুখপাত্র নই'। 'আমি মনে করি, মহুয়া যেহেতু মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, তাই বিপাকে ফেলার চেষ্টা'।
পুজোর শহরে অগ্নিকাণ্ড। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডে বিধ্বংসী আগুন। ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
হাজরা পার্ক দুর্গোৎসবের ৮১ বছরের পুজো। এদের এবারের থিম 'তিন চাকার গপ্পো'। হাজরা মোড়ের অটোস্ট্যান্ডকে শৈল্পিক আকারে মণ্ডপে তুলে ধরা হয়েছে।
ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ, ধুনোর গন্ধ, পুষ্পাঞ্জলি। ষোলআনা পুজোর আনন্দে বাংলা। রাজপথে জনজোয়ার। প্যান্ডেল হপিং থেকে আড্ডা। সঙ্গে দেদার খাওয়া-দাওয়া। বেলুড় মঠ থেকে মল্লিক বাড়ি। রীতি মেনে কুমারী পুজো। বিকেলে দুই তিথির সন্ধিক্ষণে রীতি মেনে সন্ধিপুজো।
এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান পেল নাকতলা উদয়ন সঙ্ঘ। শিকড়ের সন্ধানে সেরার সম্মান ছিনিয়ে নিল দক্ষিণ কলকাতার এই পুজো।
বেহালা ক্লাবের এবারের থিম 'ভাত-কাপড়'। আমাদের জীবনে, গৃহ পরিচারিকাদের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। এবছর ৮৯ বছরে পা দিল বেহালা ক্লাবের পুজো।
পুজোর আনন্দে সামিল তারকারাও। বিজয়গড় পল্লিশ্রীর পুজোয় দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় দর্শনার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের দিক থেকে আসা দর্শনার্থীদের আটকে দেওয়ার অভিযোগ। গেট বন্ধ করা হয়নি, দর্শনার্থীদের ঘুরিয়ে দেওয়া হয়েছে, জানাল লালবাজার।
বড়িশা প্লেয়ার্স কর্নার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো। এবার ৫১ তম বর্ষ। এবারের থিম, বোধ। বিশ্ব উষ্ণায়ন, চারদিকে সবুজ ধ্বংস করে নির্মাণ। তারই প্রতিবাদে সবুজ রক্ষার বার্তা বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে। পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
উৎসবমুখর বাংলা, আর উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা। অষ্টমীতেও নিয়োগের দাবিতে পথে আন্দোলন।
মহুয়া মৈত্র ইস্যুতে তৃণমূলকে নিশানা করে পোস্ট অনুপম হাজরার। সোশ্যাল সাইটে পোস্ট করে তিনি লেখেন, 'চুরি করে পার্টিতে দিতে থাকো, তুমি পার্টির সম্পদ। চুরি করতে গিয়ে ধরা পড়লে পার্টি তোমাকে চেনে না। এটা তৃণমূলের চিরাচরিত প্রথা। তাপস পাল, পার্থ, কুন্তল, কেষ্ট, মুকুলদের পর শহিদ তালিকায় নবতম সংযোজন মহুয়া।'
মহুয়া মৈত্র ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অমিত মালব্যর। 'এতে অবাক হওয়ার কিছু নেই যে মহুয়াকে পরিত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ছাড়া কাউকে বাঁচাবেন না মমতা, দুর্নীতির দায় একাধিক তৃণমূল নেতা জেলে রয়েছেন', কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, এক্স হ্যান্ডলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর।
মহুয়া ইস্যুতে তৃণমূল পাশে না দাঁড়ালেও দলীয় সাংসদের পাশে ফিরহাদ। মহুয়া সরব বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার, দাবি ফিরহাদ হাকিমের।
বড়িশা প্লেয়ার্স কর্নার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো। এবার ৫১ তম বর্ষ। এবারের থিম, বোধ। বিশ্ব উষ্ণায়ন, চারদিকে সবুজ ধ্বংস করে নির্মাণ। তারই প্রতিবাদে সবুজ রক্ষার বার্তা বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে। পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
উৎসবমুখর বাংলা, আর উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা। অষ্টমীতেও নিয়োগের দাবিতে পথে আন্দোলন।
মুর্শিদাবাদের কাশিমবাজারের রায় পরিবারের পুজো ২৮৮ বছরের পুরনো। এটি ছোট রাজবাড়ির পুজো নামেই পরিচিত। প্রাচীন রীতি মেনে এখানে হয় পার্বতী-বন্দনা। রয়েছে কুমারী পুজোর প্রচলনও। তিন খিলানের নাটমন্দির। এখানেই পুজো হয় পার্বতীর। একচালার সাবেক দেবী মূর্তি।
লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন করা হয়। পরাধীন দেশে লাঠি এবং তরোয়াল খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনে এবারও মহাষ্টমীতে বাগবাজার সর্বজনীনে লাঠি খেলার আয়োজন করা হয়েছে।
বাঁকুড়ার জয়রামবাটি শ্রী সারদা মায়ের জন্মভিটে। মহাষ্টমীতে তিথি মেনে সকাল ৯টায় জয়রামবাটি মাতৃ মন্দিরে শুরু হয় কুমারী পুজো। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সাড়ে ৫ বছরের তুহিনা ভট্টাচার্যকে কোলে করে মণ্ডপে নিয়ে আসেন মহারাজরা। চিন্ময়ী রূপে দেবীজ্ঞানে আরাধনা করা হয়।
মার্কিন মুলুকেও জমজমাট পুজোর আবহ। অস্টিনের সেন্ট্রাল টেক্সাস বেঙ্গলি অ্যাসসিয়েশন আয়োজিত দুর্গা পুজো এবার ৩৩ বছরে পা দিল।সাড়ম্বর পুজো-অনুষ্ঠান। বাঙালিয়ানার উদযাপন। প্রায় ১৪০০ দর্শনার্থীর সমাগম হয় অস্টিনের এই পুজোয়।
রাজ্যপাল যা বলেছেন তা গোটা বিশ্বের প্রেক্ষিতে, তার মধ্যে গাজার হিংসাও রয়েছে। দাবি কুণাল ঘোষের।
কুণালের পুজোয় গিয়ে দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে সরব রাজ্যপাল। 'দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, সংগ্রাম চলবে হিংসার বিরুদ্ধে, দুর্নীতি হল রক্তবীজ, হিংসা হল নরকাসুর। মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিলেন, মা কালী যেমন রক্তবীজকে বধ করেছিলেন। আমরাও হিংসা ও দুর্নীতিকে বধ করব', হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলবে, মন্তব্য রাজ্যপালের।
দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ গেল অষ্টাদশী তরুণীর। বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের। ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। বাইক চালাচ্ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও। অন্য বাইকের খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ
ভবানীপুরের মল্লিক বাড়িতে উমার আরাধনা। মহাষ্টমীতে কুমারী পুজোর আয়োজন করা হয়। পরিবারের সদস্য ছাড়াও বাইরে থেকেও অনেকে আসেন কুমারী পুজো দেখতে। অষ্টমীর অঞ্জলি শেষে ভোগ খাওয়া।
অষ্টমীর পুজোয় বেলুড় মঠে উপচে পড়ে ভিড়। এবারও তার অন্যথা হয়নি। কুমারী পুজো শেষের পরেই বেলুড় মঠে ভোগ খাওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মিলনীর পুুজো। কুণাল ঘোষের পাড়ার পুজো। মহাষ্টমীর সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পাড়ার পুজোয় অঞ্জলি দিতে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বাঁকুড়ার জয়রামবাটি শ্রী সারদা মায়ের জন্মভিটে। মহাষ্টমীতে তিথি মেনে সকাল ৯টায় জয়রামবাটি মাতৃ মন্দিরে শুরু হয় কুমারী পুজো। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সাড়ে ৫ বছরের তুহিনা ভট্টাচার্যকে কোলে করে মণ্ডপে নিয়ে আসেন মহারাজরা। শাস্ত্রমতে কুমারী হিসেবে দেবীজ্ঞানে আরাধনা করা হয়।
পুজোর আনন্দে মেতে উঠেছেন বিদেশের বাঙালিরাও। লন্ডনে তো পুজো হচ্ছেই। এছাড়া ইংল্যান্ডের ব্রিস্টল এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নেও পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি। পুজো হচ্ছে দুবাই, সানফ্রাস্কিকোতেও
পুজোয় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। নবমী ও দশমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
১০৫ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো। থিমের জোয়ারে গা না ভাসিয়ে, সাবেকি মেজাজ আঁকড়ে রয়েছে উত্তর কলকাতার এই পুজো।
শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় সাবেকিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন। অষ্টমীতে তুমুল ব্যস্ততা। প্রথম মহাস্নান, তারপর মায়ের আরতি, হোম। শোভাবাজার রাজবাড়ির পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল নবঘট, নব পতাকা অর্থাৎ অষ্ট যোগিনীর পুজো। ৬৪টি থালায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়।
১১৭ বছরে পা দিল, বসিরহাটের ভেবিয়ার দে বাড়ির পুজো। জৌলুস-জাঁকজমকে ভাটা পড়েনি আজও। পুজো উপলক্ষ্যে ঘরে ফেরেন দেশবিদেশে ছড়িয়ে থাকা বাড়ির সদস্যরা।
উত্তর থেকে দক্ষিণ। সপ্তমীতে কলকাতার রাস্তায় জনস্রোত। অষ্টমীর রাতেও ঢল নামবে কলকাতা থেকে জেলায় জেলায়।
আজ অষ্টমী। সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। বাগবাজার সর্বজনীনে চলছে পুজোর আয়োজন। বেলুড় মঠেও শুরু হয়েছে অষ্টমীর পুজো। আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ।
আজ মহা অষ্টমী। গোটা বাংলায় চলছে অঞ্জলির প্রস্তুতি।
ঝটিকা সফরে কলকাতায় পুজো দেখতে এসে, নাম না করে তৃণমূলকে আসুরিক শক্তি বলে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই সঙ্গে অনুপ্রবেশ, পরিবারতন্ত্রের অভিযোগেও, খোঁচা দিতে ছাড়লেন না। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
প্রেক্ষাপট
শারদ আনন্দ (Sharad Ananda) সম্মান। সাবেকিয়ানায় উত্তরে সেরা বাগবাজার সর্বজনীন। দক্ষিণে ম্যাডক্স স্কোয়ার। পরিবেশ ভাবনায় সেরা চেতলা অগ্রণী। মাতৃভাবনায় আহিরীটোলা যুবকবৃন্দ।
উপাচারে সেরা লেক কালীবাড়ি। জীবনবোধে রামমোহন সম্মিলনী। লৌকিক আচারে সেরা তালতলা পল্লিমঙ্গল সমিতি। কল্প ভাবনায় কাঁকুড়গাছি মিতালি।
থিম অন্তঃশুদ্ধি। মানব চেতনায় সেরা কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম সম্পর্ক। প্রকৃতি ভাবনায় সেরার শিরোপা দমদম পার্ক তরুণ সঙ্ঘের।
শারদোৎসবে (Durga Puja 2023) মাতোয়ারা মুম্বই। হেমা-কাজল থেকে রানি। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় চাঁদের হাট।
পুজোর কলকাতায় এসে অসুর কটাক্ষ নাড্ডার। 'যে অসুর শক্তি ভাই-ভাতিজাবাদকে প্রশ্রয় দেয়, তার বিনাশ হোক', বললেন নাড্ডা (JP Nadda)। পাল্টা জবাব কুণালের।
পুজোর বাংলার (West Bengal) বিজেপির হেভিওয়েটরা। শাহের পর নাড্ডা। বেলিলিয়াস রোড, শোভাবাজার রাজবাড়ি থেকে নিউ মার্কেট সর্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখলেন বিজেপি সভাপতি। তাঁর সফরের মাঝেই হোর্ডিং বিতর্ক। শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে খুলে দেওয়া হয়েছে নাড্ডার হোর্ডিং। ভিডিও প্রকাশ করে অভিযোগ বিজেপির। তৃণমূলকে নিশানা দিলীপের (Dilip Ghosh)
চব্বিশে শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন রাজ্যে পুজো উদ্বোধন ও পরিক্রমায় যেতে হবে মমতাকে (Mamata Banerjee)।পুজোয় বিজেপি নেতাদের বঙ্গ সফরের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের।
অস্বস্তির মুখে মহুয়া-বিতর্কের আঁচ এড়ানোর চেষ্টায় তৃণমূল। মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল (TMC)। বুঝিয়ে দিলেন কুণাল। আরও কতজনের দায় এড়াবে, দেখতে থাকুন, কটাক্ষ বিজেপির।
মহুয়া (Mahua Moitra) যখন ভারতে ছিলেন তখন দুবাইয়ে বসে সাংসদের লগইন আইডি ব্যবহার। টাকার জন্য দেশের সুরক্ষাকে দাবার বোড়ে হিসাবে ব্যবহার তৃণমূল সাংসদের। পোস্ট নিশিকান্ত দুবের। পাল্টা পোস্ট মহুয়া মৈত্রের। সব সাংসদের লগইন ডিটেলস্ প্রকাশ্যে আনার দাবি তৃণমূল সাংসদের। নাম না করে ফের বিজেপি সাংসদকে ভুয়ো ডিগ্রিধারী বলে কটাক্ষ।
চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। নবমীতে কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি (West Bengal Weather Update)। দশমীতেও দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক পশলা বৃষ্টি। দশমীতে শহরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মহাষ্টমীর দুপুরে ভারত-নিউজিল্যান্ড মেগা ডুয়েল। গত বিশ্বকাপের বদলা কি নেবেন রোহিতরা? আলোচনায় সম্বরণ, লক্ষ্মী রতন, সৌরাশিস। ২২ গজের বিশ্বযুদ্ধ দুপুর ১
- - - - - - - - - Advertisement - - - - - - - - -