West Bengal News Live Updates: ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা রাজ্যপালের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সংখ্যালঘু ভোট নিয়ে শাসককে সোজাসাপটা বার্তা নৌশাদ সিদ্দিকির। কার্যত হুঁশিয়ারির সুর নৌশাদের গলায়। ফুরফুরার পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন অশান্তির ঘটনায় ৮ জনকে পুলিশের গ্রেফতারির পরই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
রাজ্যের যানজটের যুক্তি খারিজ। বৃহস্পতি নয়, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিজেপির যুবমোর্চার মিছিল। গড়িয়াহাটের পরিবর্তে গোলপার্ক থেকে মিছিলের অনুমতি।
বিজ্ঞান ও প্রযুক্তির পড়ুয়াদের উৎসাহ দিতে 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা রাজ্যপালের
পশ্চিমবঙ্গ ও কেরলের পড়ুয়াদের জন্য 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা সিভি আনন্দ বোসের
আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে সোনারপুর-সহ রাজ্যের ৩ জায়গায় তল্লাশি চালাল ইডি। সোনারপুর-রাজপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রয়াত এক ব্য়বসায়ীর স্ত্রীর বাপের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় প্রয়াত ব্য়বসায়ীর স্ত্রীকে।
হস্টেলে র্যাগিং হয় জেনেও কর্তৃপক্ষকে জানাননি কেন? বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রশ্নের মুখে পড়লেন অরিত্র মজুমদার। সূত্রের খবর, DSF-এর এই প্রভাবশালী নেতার জবাবে সন্তুষ্ট নয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। প্রয়োজনে ফের তাঁকে ডাকা হতে পারে।
অবস্থান বিক্ষোভের বর্ষপূর্তির দিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন চাকরিপ্রার্থীরা
আদালতের নির্দেশে অবশেষে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হল। প্রায় সাড়ে ১৩ হাজার জনের বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আদালতের অনুমতি পেলে কাউন্সেলিং হবে, জানালেন এসএসসির চেয়ারম্যান।
মিজোরামে রেলের নির্মীয়মাণ ওভারব্রিজ ভেঙে মৃত্যুমিছিল। বাংলারই ২৪জন শ্রমিকের মৃত্যু। সবাই মালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
মিজোরামে রেলের নির্মীয়মাণ ওভারব্রিজ ভেঙে মৃত্যুমিছিল। বাংলারই ২৪জন শ্রমিকের মৃত্যু। সবাই মালদার। পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু অব্যাহত। ফুলবাগানের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত ১৩ বছরের বালকের। উত্তর ২৪ পরগনার আমডাঙায় আবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে উঠল চিকিৎসার গাফিলতির অভিযোগ। জাতীয় সড়কের ধারে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়স্বজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে মিছিল করে আজ বিধানসভা অভিযান করল সংগ্রামী যৌথ মঞ্চ।পুলিশ মিছিল আটকালে, আন্দোলনকারীদের ছ-জনের প্রতিনিধি দল যায় বিধানসভায়। অধ্যক্ষের সঙ্গে দেখা না হওয়ায়, কাল ফের বিধানসভায় যাবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কলকাতা পুলিশের হোমগার্ডকে
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের কাছে রিপোর্ট পেশ তদন্ত কমিটির।
চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব, মন্তব্য তৃণমূলেরই বিধায়ক মদন মিত্রর।
একের পর এক র্যাগিংয়ের ঘটনায় তোলপাড় রাজ্য। অভিযোগ জানানোর জন্য এবার লালবাজারের টোল ফ্রি নম্বর।
পড়ুয়ার প্রাণের বিনিময়ে অবশেষে যাদবপুরের ক্যাম্পাসে বসছে সিসিটিভি। সব হস্টেলের দরজায় বসবে ক্যামেরা। জমা দিতে বলা হয়েছে টেন্ডার, জানালেন অন্তর্বর্তী উপাচার্য।
ভারতের চন্দ্রযান অভিযান নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডি-র তল্লাশি, প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেকের নাম
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। নিউ আলিপুরে প্রাণ গেল ১৩ বছরের বালকের। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু নিউ আলিপুরের পড়ুয়ার
ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ: সূত্র
শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে করুণাময়ীতে শিক্ষকদের জমায়েত। প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার হেডমিস্ট্রেসের ডেপুটেশন কর্মসূচি। বিকাশভবন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দেওয়া হবে সংগঠনের তরফে। বিকেল পর্যন্ত চলবে জমায়েত। এর পাশাপাশি, যাদবপুরের ঘটনার পর বিদ্যালয়ের হস্টেলগুলির দায়িত্ব নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবিও জানিয়েছেন তাঁরা।
সত্যিই কি শ্রীনগরে গিয়েছিলেন অরিত্র? বোর্ডিং পাস জমা রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। 'হস্টেলে র্যাগিং হয় জেনেও কর্তৃপক্ষকে জানাননি কেন?'। তদন্ত কমিটির প্রশ্নের মুখে যাদবপুরের ডিএসএফ ছাত্র নেতা। '১০ তারিখ যদি শ্রীনগরে যান তবে ১১ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে সই কেন?' ছাত্রনেতা অরিত্রকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির। 'একসঙ্গে ৩দিনের সই করতে গিয়ে ভুল করেছি'
'৯ অগাস্ট রাতে হস্টেলে যাইনি, বন্ধুর মেসে ছিলাম'। তদন্ত কমিটিকে জানালেন ছাত্রনেতা অরিত্র মজুমদার।
ডিএ-র দাবিতে ফের পথে রাজ্য সরকারি কর্মচারীরা। বিধানসভা অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিল।
যুববকে অপহরণের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড। শুভঙ্কর দাসকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানায় পুলিশ। ২০ অগাস্ট হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অরিত্র দাস। তাঁর দাবি, দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় এক তরুণীর। সেই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওই যুবক। সেখানে এসইউভি গাড়িতে করে এসে জোর করে তাঁকে তুলে নিয়ে যায় ৫ জন। ১ লক্ষ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এটিএম থেকে তুলিয়ে ও ওয়ালেটের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪১ হাজার টাকা নিয়েও নেওয়া হয়। বাকি টাকা দেওয়ার জন্য চাপ দিলে, থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে আগেই একজনকে গ্রেফতার করে পুলিশ। এবার, অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড।
চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর অভিযোগ। আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমডাঙার রফিপুরের বাসিন্দা জহিরুল ইসলামের। আমডাঙা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় জহিরুলের। এরপরই ফের আমডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিডিও। আধঘণ্টা পর ওঠে বিক্ষোভ।
চাকরির দাবিতে ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এসএসসি গ্রুপ সি চাকরি প্রার্থীদের।
ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মীর ফোন। সিজ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্য়ায়ের ফোন । ফোন থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? লিপস অ্যান্ড বাউন্ডসের এই কর্মীর ফোনে কি কোনও নির্দেশ পাঠাতেন সুজয়কৃষ্ণ ভদ্র? বিস্তারিত জানতে ফরেন্সিকে পাঠানো হচ্ছে ফোন। সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন চন্দনও। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা।
পঞ্চায়েতে বোর্ড গঠনে অন্য দলকে সাহায্য। তৃণমূলের অঞ্চল সভাপতিকে বহিষ্কার জেলা তৃণমূল নেতৃত্বের। তমলুকের বিষ্ণুবাড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৪ টি। এবারের পঞ্চায়েত ভোটে ৩ টি আসন পায় তৃণমূল, ৫ টি আসন পায় বিজেপি। ৩ টি করে আসন পায় সিপিএম ও নির্দল। তৃণমূলের ৩ জয়ী সদস্যের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এরপরই, অশোক গোস্বামীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দল।
অবশেষে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসছে সিসিটিভি? বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হচ্ছে বলে জানালেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবেও বসানো হবে সিসিটিভি ওয়েবেলকে টেন্ডার জমা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য
কালীঘাটের কাকুর অফিসে ইডির ১৮ ঘণ্টা তল্লাশির পরই, কেন্দ্রীয় এজেন্সিকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রোজ বাড়িতে এজেন্সি অত্যাচার করছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। ভাইপো প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছে সিপিএম-বিজেপি।
যাদবপুর থানার পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তলব। আজ সকাল সাড়ে ১১ টায় অরিত্র মজুমদারকে তলব তদন্ত কমিটির। ৯ তারিখ রাতে তিনি কি হস্টেলে ছিলেন? ঘটনার সঙ্গে তাঁর কি কোনও যোগ ছিল? অরিত্রর কাছ থেকে এই বিষয়গুলিই জানতে চাওয়া হবে বলে খবর সূত্রের। গতকালই সন্ধেয় যাদবপুর থানায় হাজিরা দিতে যান DSF-এর প্রভাবশালী নেতা ও বিশ্ববিদ্যালয়েরই সিভিল ইঞ্জিনিয়ারিং-এর গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদার।
বিরলের মধ্যে বিরলতম। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনাকে আদালতে এই ভাবেই ব্যাখ্যা করলেন বিশেষ সরকারি আইনজীবী। পাশাপাশি ধৃত সৌরভ চৌধুরীকেই গোটা ঘটনার কিংপিন বললেন তিনি। যদিও আদালতের বাইরে নিজেকে নির্দোষ দাবি করেছেন সৌরভ। তাঁকে শুক্রবার পর্যন্ত এবং মনোতোষ ও দীপশেখরকে শনিবার পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর 'ঘর ওয়াপসি'। বিজেপিতে ফিরলেন বহিষ্কৃত নেতা জয়দুল হোসেন। ২০২৩ এর বিধানসভা ভোটে বক্সনগর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটের আগে তাঁর সমর্থনে সভা করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সময়ে তাঁর ৬ বছরের জন্য বহিষ্কার করে বিজেপি। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জয়দুল।
যাদবপুরকাণ্ডের আঁচে মঙ্গলবার উত্তপ্ত হল বিধানসভা। মুক্ত চিন্তা নিয়ে বিধানসভায় করা শিক্ষামন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে, মাওবাদীদের প্রসঙ্গ টেনে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, ব্রাত্য বসু বলেন, উনি হয়তো মনুবাদী, তাই বারবার নানা রকম বাদের কথা বলেন।
যাদবপুরকাণ্ডে এবার নজরে এক ছাত্রনেতা। DSF-এর প্রভাবশালী নেতা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ফেটসু-র সদ্য় প্রাক্তন চেয়ারম্য়ান অরিত্র মজুমদারকে ডেকে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র-মৃত্য়ুর পর সোশাল মিডিয়ায় ভাইরাল চ্যাটে নাম ছিল এই অরিত্রর। বুধবার তাঁকে তলব করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। মঙ্গলবার সকালেই যাদবপুরকাণ্ডে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন এই ছাত্রনেতা।
এবার আরও বা়ড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৬০ হাজার টাকা থেকে বেড়ে হল ৭০ হাজার। বিদ্য়ুতের বিল বাবদ পুজো কমিটিগুলিকে দিতে হবে তিনভাগের ১ ভাগ। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।
প্রেক্ষাপট
কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি। অভিষেক ফিরতেই পরিবারকে টার্গেটের অভিযোগ মমতার (Mamata Banerjee)। চক্রান্তের সন্দেহ।
নিয়োগ দুর্নীতির তদন্তের ইডির (Enforcement Directorate) তল্লাশি। এজেন্সির অত্যাচারের অভিযোগে বিস্ফোরক মমতা।
লিপস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখেই দুর্নীতির টাকা লেনদেন? সূত্রের খোঁজে নিউ আলিপুরের অফিসে ১৮ ঘণ্টার ইডি তল্লাশি। অসংখ্য নথি, লেজার বুক বাজেয়াপ্ত।
শুধু অফিস ঘর ব্যবহারের জন্য কেন লিপস অ্যান্ড বাউন্ডস দিয়েছিল ৯৫ লক্ষ টাকা? কালীঘাটের কাকুর সংস্থার একাধিক সন্দেহজনক লেনদেনের খোঁজে এজেন্সি।
এবার আরও বাড়ল পুজো অনুদান। ৬০ হাজার থেকে বেড়ে ৭০ হাজার করে পুজো কমিটিকে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিদ্যুতের বিলের ৩ ভাগের ২ভাগ মকুব।
পুজো অনুদানে দরাজহস্ত মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কটাক্ষ বিরোধীদের।
যাদবপুরের হস্টেলে ছাত্রের মৃত্যু। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, কোর্টে সওয়াল পুলিশের। সৌরভ, মনোতোষ, দীপশেখরের ফের পুলিশ হেফাজত।
ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভই কিংপিন। অভিযুক্ত প্রাক্তনীকে বাঁচাতে কারা খুলেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ? নেপথ্যে অভ্যন্তরীণ চক্রান্ত, দাবি পুলিশের।
যাদবপুরকাণ্ডে এবার তদন্ত কমিটির নজরে প্রভাবশালী ছাত্র নেতা অরিত্র। কীভাবে জড়িত? জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের তলবের আগেই থানায় হাজিরা। জিজ্ঞাসাবাদ আরও ২ জনকে।
হস্টেলে ছাত্রের মৃত্যু, ফেসবুকে টিকিটের ছবি পোস্ট করে ঘটনার সময় কাশ্মীরে থাকার দাবি অরিত্রের। শ্রীনগরে গেলে কীভাবে পরপর ৩ দিন রেজিস্টারে সই? প্রশ্ন এসএফআইয়ের।
যাদবপুরকাণ্ডে উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির।আলোচনায় সন্তুষ্ট না হয়ে ওয়াক আউট।
র্যাগিংয়ের অভিযোগে এবার বালিগঞ্জের টেকনোলজি হস্টেলে গিয়ে তদন্তে পুলিশ। ২ নিরাপত্তারক্ষী, ১ সাফাইকর্মীকে জিজ্ঞাসাবাদ।
বিশ্বভারতীতেও র্যাগিংয়ের অভিযোগ, হস্টেল থেকে ২ ছাত্র বহিষ্কার। পাঠানো হল গেস্ট হাউসে। সেন্ট্রাল অফিসে ৩ অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ।
বিশাখাপত্তনমে পড়তে গিয়ে নেতাজি নগরের ছাত্রীর রহস্যমৃত্যু। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর এবার তদন্তে সিআইডি।
একের পর এক র্যাগিংয়ের ঘটনায় তোলপাড় রাজ্য। অভিযোগ জানানোর জন্য এবার লালবাজারের টোল ফ্রি নম্বর।
র্যাগিংয়ের অভিযোগে এবার রণক্ষেত্র গড়িয়ার দীনবনধু অ্যানডরুজ কলেজ। টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষ। পথ অবরোধ করে আক্রান্তদের বিক্ষোভ।
মালদায় মহিলাদের বিবস্ত্র করে মার। মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, ডিজি, এসপিকে জাতীয় মানবাধিকার কমিশনের শোকজ। ক্লোজ হওয়া ৪ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তলব।
ইতিহাস তৈরি করে চাঁদে পা রাখার অপেক্ষায় ভারত, শুরু কাউন্ট ডাউন। আজ সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমের অবতরণ, জানাল ইসরো।
ইতিহাসের অপেক্ষায় ভারত। আজ সন্ধেয় চাঁদে ভারতের বিক্রম। এবিপি আনন্দে সরাসরি সম্প্রচার। খুঁটিনাটি বিশ্লেষণে জ্যোতির্বিজ্ঞানী। চাঁদ-মারি, বিকেল চারটেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -