West Bengal News Live: আনিস খুনে জড়িতদের শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়ায় বিক্ষোভ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব! গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের দাদা!
পুরভোটের আগে ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। ভিডিয়ো ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
থানায় অভিযোগ জানানোর পরেও, প্রাণনাশের হুমকি দিয়ে মাওবাদীদের নামে ফের প্রধান শিক্ষিকাকে চিঠি! ঘুষ ও তোলাবাজির অভিযোগ তুলে রবিবার গভীর রাতে মাথা কেটে নেওয়ার হুমকি! বিষ্ণুপুর থানায় আবার অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। পুলিশের সন্দেহ, ঘটনার নেপথ্যে রয়েছে স্কুলেরই কোনও ছাত্রী!
পুরভোটে কাঁচা বাঁশ ব্যবহারের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের।
আমতাকাণ্ডে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী দাবি করছেন, নিরপক্ষে তদন্ত হচ্ছে। কিন্তু, পাল্টা বিরোধীদের দাবি, যেখানে খোদ পুলিশই হত্যাকাণ্ডে জড়িত, সেখানে তাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব! গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের দাদা! ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আতঙ্কে থাকলেও, সিবিআই তদন্তের দাবিতেই অনড় নিহত আনিসের বাবা ও দাদা।
আনিস খানের মৃত্যুতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, শুক্রবার রাতে তাঁর বাড়িতে কে গিয়েছিল? রাজ্য পুলিশ সূত্রে দাবি, সিটের তদন্তে উঠে এসেছে, সেখানে গিয়েছিল পুলিশই! এই ঘটনায় এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা।
উচ্চপদস্থ পুলিশের অনুমতি ছাড়া তদন্তে যেতে পারে না হোমগার্ড। কার নির্দেশে আনিসের বাড়িতে কাশীনাথ বেরা? সিবিআই তদন্ত চাই। চাঞ্চল্যকর দাবি আনিস খুনে ধৃত হোমগার্ডের স্ত্রীর।
এবার আনিস খানের দাদাকে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগ নিয়ে সরব সিপিএম। ফেসবুক পোস্টে শাসকদলকে নিশানা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। সিপিএম নেতা লিখেছেন, সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকার জন্য গভীর রাতে ফোন করে আনিসের পরিবারকে খুনের হুমকি। বোঝা যাচ্ছে, নিরপেক্ষ তদন্তে কারা ভয় পাচ্ছে। এই হুমকির পিছনেও অনুপ্রেরণা কাজ করছে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। পরিকল্পনা করেই গোটা পরিবারকে সন্ত্রস্ত করা হচ্ছে। আনিসের পরিবারকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, দমন করা যাবে না। দুর্নীতিরাজ ও গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুক পোস্টে লেখেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
পুলিশ মেরেছে। আবার পুলিশই গ্রেফতার করছে। এতে বিশ্বাস নেই, প্রতিক্রিয়া আনিসের ভাইয়ের।
আনিস খুনের প্রতিবাদে বিক্ষোভ নয়াদিল্লিতেও। বঙ্গভবনের বাইরে বিক্ষোভ দেখায় জেএনইউয়ের স্টুডেন্ট ইউনিয়ন।
আনিস খুনের প্রতিবাদে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের পড়ুয়াদের।
আনিস খুনের প্রতিবাদে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত পড়ুয়াদের মিছিল। এর আগে আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এন্টালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এসএফআই। পার্ক সার্কাসে মিছিল পৌঁছতেই বাঁধে ধুন্ধুমার।
পুলিশকে দিয়ে কে খুন করাল? তার জন্য আদালতের নজরে সিবিআই তদন্ত দরকার। এই গ্রেফতারে আমি খুশি নই। এবিপি আনন্দকে জানালেন আনিসের বাবা সালেম খান।
সিটের তদন্তে বাধা কিছু রাজনৈতিক দলের। দেওয়া হচ্ছে না মোবাইল ফোন। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তেও বাধা, মন্তব্য ডিজিপি মনোজ মালব্যের। সিবিআই তদন্ত হলে ময়নাতদন্তে সম্মতি, জানালেন আনিসের বাবা।
আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। দু'জনকে গ্রেফতার করা হয়েছে। হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার, জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
আনিসের বাড়িতে গেছিল আমতা থানার পুলিশই। গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে, জানালেন ডিজিপি।
আনিস খান খুনে গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে, জানালেন ডিজিপি মনোজ মালব্য।
‘আমতার ঘটনায় পুলিশের দু’জন গ্রেফতার হয়েছে। কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পুলিশকে পুলিশের কাজ করতে দিন’, নবান্নে শিল্পবৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ আইএসএফের। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে মিছিল।
পুলিশের আরটি মোবাইল ভ্যানের কর্মরত চারজনকে তলব ভবানী ভবনে। শুক্রবার রাতে কর্মরত চারজনকে জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে। আমতা থানায় থাকে দু’টি আরটি মোবাইল ভ্যান। মঙ্গলবার একটি আরটি মোবাইল ভ্যানের তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।
ফের মাওবাদীদের নামে খুনের হুমকি চিঠি পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডু। 'কিষান মাণ্ডি'র নামে পাঠানো লাল কালিতে বাংলা ও ইংরেজিতে লেখা একাধিক চিঠি গত মঙ্গলবার তাঁর হাতে এসে পৌঁছেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুরভোটের পাঁচ দিন আগে এক বিজেপি নেতাকে প্রার্থীর বাড়ির সামনে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দায়। তৃণমূলকে কাঠগড়ায় তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
ভুল বুঝিয়ে টিপছাপ নিয়ে বিধবার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা। অভিযোগের তির শাসকদলের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা ফেরতের দাবি নিয়ে থানা ও বিডিও-র দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। চাঁচল-১ নং ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামের ওই বৃদ্ধা বিধবা ফাতেমা বেওয়া একাই থাকেন। এক দশক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যান। মাথার উপর পাকা ছাদ পাওয়ার আশায় বহুবছর ধরে আবেদন করে আসছিলেন ঘরের জন্য। অবশেষে তার নামও আসে বলে ওই বৃদ্ধা দাবি করেন। বৃদ্ধার অ্যাকাউন্টে ঢুকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা।আর সেই সুযোগে কোপ মারে গ্রামের দাপুটে তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ
কাঁথিতে ফের শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনা। এদিন ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে অমর্ত্য পল্লিতে প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখানেই সভা করার কথা ছিল সুব্রত বক্সীর। আগে থেকেই জড়ো হন তৃণমূল কর্মী, সমর্থকরা।সেখান দিয়ে যাওয়ার সময় তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরা ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারীর জয় বলে স্লোগান দেন। তৃণমূল কর্মীদের দিকে হাত নেড়ে, নমস্কার জানিয়ে সেখান থেকে চলে যান বিরোধী দলনেতা। এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।
সিবিআই তদন্ত হলেই সত্য সামনে আসবে। চাইলে আইনি সাহায্য দেওয়া হবে। জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মৃত্যুর দিন বাড়ির কাছেই জলসায় যান আনিস খান। এদিন সেখানে যান সিটের সদস্যরা। জলসার আয়োজকদের সঙ্গে কথা বলেন তাঁরা। জলসায় কি কোনও গন্ডগোল হয়েছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আনিস খানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি। বিকেল ৪টেয় কালো ব্যাজ পরে মানববন্ধনে সামিল হবেন পড়ুয়ারা। অন্যদিকে, বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে মিছিল করবেন তাঁরা।
দীর্ঘদিনের অভ্যাস। তাই নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েও প্রচারে নেমে নিজেকে তৃণমূল বলে দাবি করছেন বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর। তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে লড়ছেন ৩ বারের কাউন্সিলর ভানুপদ সাহা। নির্দেশ না মানায় তাঁকে দল বহিষ্কার করা হয়েছে। এরপরও প্রচারে বেরিয়ে নিজেকে তৃণমূল বলে দাবি করছেন বহিষ্কৃত নেতা। তাঁর সাফাই, দীর্ঘদিনের অভ্যাস, তাই ভুল হয়ে যাচ্ছে। নির্দল-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ অস্বীকার নির্দল ও বিজেপি প্রার্থীর। যদিও এই ওয়ার্ডে এখনও প্রচারেই নামেননি বিজেপি প্রার্থী।
হস্টেল খোলা-সহ একাধিক দাবিতে বিশ্বভারতীতে ধুন্ধুমার। এদিন সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। এরপর তারের বেড়া টপকে তাঁরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর ছাত্র পরিচালন দফতরের সামনেও বিক্ষোভ দেখান আন্দোলনকারী পড়ুয়ারা। বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। রিজওয়ানুরকাণ্ডে তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ক্লিপ শুনিয়ে সিটের সদস্যদের কাছে প্রশ্ন তোলে আনিসের পরিবার। তাদের দাবি, রিজওয়ানুরকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিবিআই তদন্ত চেয়েছিলেন, তাহলে আনিসের মৃত্যুতে সিবিআই তদন্ত কেন হবে না, এদিন প্রশ্ন তোলে মৃত ছাত্রনেতার পরিবার।
২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনার বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তাদের সঙ্গে। ১০৮ টি পুরসভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি নেই সে বিষয়ে লিখিত আকারে নিজেদের মতামত জানাবে নির্বাচন কমিশনার। যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন না হয় তাহলে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার দায়িত্ব ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনারের। পুর- নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে, এবং কোথাও বিধিভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা বিজেপির।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ধর্না অবস্থান এসএফআই সদস্যদের। আনিস-মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সন্ধে ৬টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্না অবস্থান করেন পড়ুয়াদের একাংশ। দুপুর ১২টা পর্যন্ত চলবে বিক্ষোভ অবস্থান।এরপর এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির ডাকে রাজ্য দফতর থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন্দ্রীয় মিছিলে পা মেলাবেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যাদবপুরে মূল প্রশাসনিক ভবনের সামনে চলছে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভ। দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলের ডাক।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে রামপুরহাট পাঁচমাথার মোড়ে এসএফআই, ডিওয়াইএফআইয়ের প্রতীকী পথ অবরোধ।
আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। তবে পরিবার রাজি না থাকায় এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা ভাবছে না সিট। ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাদতন্তের রিপোর্ট মিলে গেলে দ্বিতীয়বার ময়নাতন্তেরর প্রয়োজন নেই , জানিয়েছেন আনিসের বাবা।
আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চারদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। আজ সকালে বাগনান থানার এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আনিসের বাড়িতে যায় আমতা থানার পুলিশ। আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। তবে পরিবার রাজি না থাকায় এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা ভাবছে না সিট। ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাদতন্তের রিপোর্ট মিলে গেলে দ্বিতীয়বার ময়নাতন্তেরর প্রয়োজন নেই , জানিয়েছেন আনিসের বাবা।
ভোটে দাঁড়ানোয় বিজেপি প্রার্থীকে খুনের হুমকি ও তাঁর এজেন্টকে মারধরের অভিযোগ ঘিরে খড়দায় উত্তেজনা। ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, বিজেপি প্রার্থী দেবাশিস গুহকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি, তাঁর এজেন্ট রমজান আলিকে মারধর করে তৃণমূল কর্মীরা। এই ঘটনায় রহড়া থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
করোনা আবহে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর ফের খুলল বেলুড় মঠ। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। আগের মতোই কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের। মন্দির দর্শন ও মহারাজদের প্রণাম করার অনুমতি থাকলেও সন্ধের আরতি দর্শন করা যাবে না। বন্ধ ভোগ বিতরণও। পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে। করোনা আবহে গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।
ব্যারাকপুরে বিজেপির পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। গতকাল ঘটনাটি ঘটেছে ৮ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনিতে। অভিযোগ, বিজেপি প্রার্থী জয়ন্তী পালের সমর্থনে ব্যানার, পোস্টার লাগানোর সময়, গাড়ি থামিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেন তৃণমূল প্রার্থী শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্ত নিয়ে আনিসের দাদাকে হুমকি-ফোন। পরিবারের দাবি, গতকাল রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত আনিসের পরিবার। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার জানিয়েছে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
পুরভোটের প্রচারে ফের বেগালাম অশোকনগরের তৃণমূল বিধায়ক। এবার সিপিএমকে ঘেয়ো কুকুরের সঙ্গে তুলনা। গতকাল অশোকনগরে নির্বাচনী সভায় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ভোটারদের উদ্দেশ্যে বলেন, এলাকায় গেলে ওদের ঘেয়ো কুকুর মনে করে তাড়িয়ে দিন। কারও নাম করে বলিনি, দাবি বিধায়কের। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ২ দিন আগে পুরভোটের প্রচারে গিয়ে সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করেন অশোকনগরের বিধায়ক।
ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যায়, বিজেপির উত্তরীয় পরে এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। এ নিয়ে প্রার্থীপদ খারিজের দাবিতে কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ভোটার নয়, দলীয় কর্মী সমস্যায় পড়ায়, সাহায্য করছিলেন, দাবি বিজেপি প্রার্থীর। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে, ইএম বাইপাসে গাড়ির পিছনে ধাক্কা অ্যাম্বুল্যান্সের। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। যাদবপুর থেকে রুবি হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিলেন অ্যাম্বুল্যান্স চালক। অভিষিক্তা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্স। আহত হন অ্যাম্বুল্যান্স চালক। তবে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন। গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাতভর অবস্থান এসএফআই সদস্যদের। গতকাল সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। দুপুর ১২টা পর্যন্ত ধর্না অবস্থান চলবে। এরপর এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলাবেন বিক্ষোভকারীরা।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল হুগলির মগরার চন্দ্রহাটিতে। একে অপরের দিকে তেড়ে গেল দু’পক্ষ। লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। এদিকে, আস্থা ভোটে পরাজিত হলেন প্রধান। স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, নেতৃত্বের নির্দেশকে অগ্রাহ্য করেছে দলের একাংশ। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।
ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে উত্তাল ক্যাম্পাস! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট! আর তা নিয়েই তৃণমূলপন্থী শিক্ষাকর্মী সংগঠনের সঙ্গে বামপন্থী পড়ুয়াদের বাধল ধুন্ধুমার! যাদবপুরের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝোলানো নিয়ে শুরু হয় দু’পক্ষের চাপানউতোর। পরস্পরের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও উঠেছে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে ফের অপহরণের অভিযোগ। ২ ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করে পুলিশ। এনিয়েই তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। ভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন মালদা-মুর্শিদাবাদ-নদিয়ার ১৫টি ব্লকের মানুষ। অবিলম্বে ভাঙন রুখতে ব্যবস্থা নিক কেন্দ্র - প্রধানমত্রীকে চিঠি লিখে দাবি মুখ্যমন্ত্রীর। ২০১৭-র বন্যায় রাজ্যের ক্ষতির পরিমাণ ২ হাজার ৫৭০ কোটি টাকা, চিঠিতে দাবি মমতার।
রবিবার ১০৮টি পুরসভার সঙ্গেই ভোট হবে রাজপুর-সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডেও। বাসিন্দাদের অভিযোগ, বারবার রাস্তা থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থার সমস্যার কথা প্রশাসনকে জানালেও তার সমাধান হয়নি। বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
১০৮টি পুরসভার ভোটে বিরোধী প্রার্থীদের নিরাপত্তা মামলায় হাইকোর্টের ক্ষোভের মুখে রাজ্য। পাশাপাশি কয়েকটি পুরসভায় বিরোধীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, তার রিপোর্ট চাইল হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলাগুলির কমিশনার ও পুলিশ সুপারদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: রবিবার ১০৮টি পুরসভার (Municipal) সঙ্গেই ভোট হবে রাজপুর (Rajpur)-সোনারপুরের (Sonarpur) ৯ নম্বর ওয়ার্ডেও। বাসিন্দাদের অভিযোগ, বারবার রাস্তা থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থার সমস্যার কথা প্রশাসনকে জানালেও তার সমাধান হয়নি। বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাস্তার একাংশে উঠে গেছে আলকাতরার প্রলেপ। যত্রতত্র খানাখন্দ। বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই দুর্ভোগের অন্ত থাকে না। এ ছবি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর। রবিবার ১০৮ পুরসভার ভোটের লাইনে দাঁড়াবেন এখানকারও প্রায় হাজারপাঁচেক মানুষ। তাঁদের অভিযোগ, রাস্তা থেকে পানীয় জল, নিকাশী ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের।
রাজপুর সোনারপুর পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয়লক্ষ্মী ভৌমিক, "রাস্তার এমন অবস্থা হাঁটা যায় না। অ্যাম্বুলেন্স ঢোকার পরিস্থিতি নেই। বর্ষাকালে খুবই সমস্যা হয়।" আরেক বাসিন্দা মলিনা নাথ, "অনেক দূর থেকে জল আনতে হয়। বর্ষাকালে আরও অসুবিধা। কল জলে ডুবে যায়। এখানে পাইপ লাইনের জল নেই।"
এলাকার বাঁশের সাঁকোটির সংস্কারের দাবি বহুদিনের। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরদের দায় ঠেলাঠেলিতে তা বিষ বাঁও জলে। গত ১০ বছর ধরে এই ৯ নম্বর ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। সব রাস্তা মেরামত করা হয়নি বলে স্বীকার করে নিয়েছেন বিদায়ী কাউন্সিলর। যা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি সিপিএম।
রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ড, বিদায়ী কাউন্সিলর হেমন্ত বসু বলেন, "এই ওয়ার্ডে জনসংখ্যা ও এলাকা বেশি। সেই কারণে সব রাস্তা করা সম্ভব হয়নি। এই ওয়ার্ডে ফান্ড অনেক কম।" অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সিপিএম সম্পাদক শমীক লাহিড়ি, "শুধু লুঠ হয়েছে। আগে জল জমা কোন সমস্যা ছিল না। ১২ বছর আগে পানীয় জলের পরিকল্পনা করে ছিল বামফ্রন্ট। ১২ বছরে বাস্তবায়িত করতে পারলো না তৃণমূল। শুধুমাত্র আবাসন হবে আর কাট মানি খাবে।"
প্রতিবারের মতো এবারও প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিয়েছেন সব দলের প্রার্থীরা। কিন্তু কাজ কি হবে? সেই অপেক্ষায় রয়েছেন রাজপুর-সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -