West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৪৬, মৃত্যু ১২ জনের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২দিনে রাজ্যে ৯জনের মৃত্যু সোদপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু এক পরিবারের ৩জনের মৃত্যুর পরে আবাসনে আতঙ্ক
ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যুর পরই নড়ে বসল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন পুর প্রতিনিধিরা।
বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আসানসোলের কুলটি থানার বরাকর চেকপোস্ট থেকে গ্রেফতার যুবক। উদ্ধার ২৫টি আগ্নেয়াস্ত্র, ৪৬টি খালি ম্যাগাজিন। কোথা থেকে এল এত আগ্নেয়াস্ত্র ? তদন্তে পুলিশ।
শিশুদের জিনঘটিত বিরল এক রোগের ওষুধের দাম বছরে দেড় থেকে আড়াই কোটি টাকা। পিয়ারলেস হাসপাতালে এই রোগে আক্রান্ত ১৩ জন শিশুকে ওষুধ প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে বিনামূল্যে কোটি টাকার ওষুধ দেওয়া শুরু হয়েছে। তিন বছর ধরে এই ওষুধ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে দাবি।
ভেড়া ছিল, এখন ছাগল এসেছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে কটাক্ষ অনুব্রতর। যার যেমন বুদ্ধি, পশু-মানুষের পার্থক্যই বোঝে না, পাল্টা আক্রমণে দিলীপ।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ দুর্গাপুরে। অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ।
মালদায় স্বামী -স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী মাথা ফাটিয়ে শাশুড়িকে হাঁসুয়ার কোপ মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।
মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মৃত্যু। মরদেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তার ওপর দেহ রেখে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপির।
রাজ্যে ৩০ বছরে রেকর্ড বৃষ্টি। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে, ফলে জল নামছে পশ্চিমবঙ্গেও, মন্তব্য ফিরহাদ হাকিমের। পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
ভোট প্রচারে পদ্মপুকুরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।
ভবানীপুরে জৈন মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
মগরাহাটে বিজেপি নেতার মৃত্যুতে প্রশ্ন। এফআইআরে কারচুপির অভিযোগ বিজেপির।
আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী। পরিবার সূত্রে খবর, গতকাল একাই বাড়িতে ছিলেন বছর পঁয়ষট্টির প্রৌঢ়।
মগরাহাট পশ্চিমের বিজেপি নেতার মৃত্যু, এফআইআর নিয়ে প্রশ্ন। এফআইআরে কারচুপির অভিযোগে বিজেপির।
রাজ্যে ৩০ বছরে রেকর্ড বৃষ্টি। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে, ফলে জল নামছে পশ্চিমবঙ্গেও, মন্তব্য ফিরহাদ হাকিমের। পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বিজেপিতে বড় ভাঙনের জল্পনা বাড়ালেন ফিরহাদ, ‘এমন একজন তৃণমূলে যোগ দেবেন, যা বিজেপি ভাবতেও পারবে না, ‘যোগদানের লাইনে আছেন অনেক বিধায়কও। চেতলায় প্রচারে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের
মালদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু। মোথাবাড়িতে হাই টেনশনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু। হবিবপুরে পোস্টের খোলা তার জড়িয়ে মৃত্যু মহিলার। রাজ্যে ৩ দিনে প্রাণ গেল ১২ জনের।
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ বালিকার জোড়ামৃত্যুতেও কোথায় হেলদোল? দমদম মতিঝিলের বান্ধবনগর কার্যত মৃত্যু ফাঁদ। ঘটনাস্থলের কাছেই বেশ কয়েকটি ল্যাম্প পোস্টের তার খোলা অবস্থায় রয়েছে। দুই বালিকার মর্মান্তিক মৃত্যুর পরেও দুর্ঘটনার আশঙ্কা থেকেই গিয়েছে।
মৃত্যুর দায় কার? প্রশ্নের উত্তরে সৌগত জানালেন, এ নিয়ে মানুষকে সাবধান ও সচেতন হতে হবে। উত্তর দিতে হবে দক্ষিণ দমদম পুরসভাকেও। কেন জলমগ্ন থাকার সময়ে বিদ্যুত্ সরবরাহ চালু ছিল, প্রশ্ন তৃণমূল সাংসদের।
কয়লাকাণ্ডে আজ দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিচ্ছেন না মলয় ঘটক, ‘নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আসতে পারব না’ ইমেল করে জানিয়েছেন আইনমন্ত্রী, খবর সূত্রের। কয়লা পাচারকাণ্ডে আজই মলয় ঘটককে তলব করেছিল ইডি।
ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে দিনভর প্রচার কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর। সকালে প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও দীনেশ ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দশ্যে আক্রমণ শানিয়েছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল
প্রাণচঞ্চল দুই বালিকার মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া। বৃষ্টির আগে থেকেই খোলা ছিল বিদ্যুতের তার। এই নিয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃত স্নেহা বণিকের পরিবার।
রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর ছবি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ঢোকে চার দুষ্কৃতী। কোলাপসিবল গেটে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীকে পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে দেয় তারা। এরপর কাউন্টারের টেবিল টপকে ভিতরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। বাকি তিনজন ছিল পাহারায়। আতঙ্কিত লোকজনের সামনেই চলে লুঠপাট
খড়দার ছায়া এবার আগরপাড়ায়। বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী।
৩০ সেপ্টেম্বর ছিল জন্মদিন। আজ পুজোর জামা কিনতে যাওয়ার কথা ছিল অনুষ্কার। তার আগেই মর্মান্তিক মৃত্যু হল দমদমের মতিঝিলের বান্ধবনগরের অনুষ্কা নন্দীর। সঙ্গে ছিল বন্ধু স্নেহা বণিক। গতকাল বিকেলে টিউশনে যাচ্ছিল ১২ বছরের দুই কিশোরী। পাশ দিয়ে গাড়ি যাওয়ায় সরে গিয়ে ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় দু’জনে
সকালে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ যাবেন কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যাবেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ি।
ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের সমর্থনে দিনভর প্রচার কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর। সকালে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করবেন কেন্দ্রীয় মন্ত্রী।
করোনা সংক্রমণের গ্রাফ কমতেই চোখ রাঙাচ্ছে RS virus। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। এই ভাইরাসের প্রকোপের কথা উঠে এসেছে জাপান ও ইউরোপের জার্নালেও!
জেলার পাশাপাশি, কলকাতাতেও উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর। শহরের সরকারি হাসপাতালের আউটডোরে জ্বরে আক্রান্ত শিশুদের ভিড়। অধিকাংশ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের সব বেডই প্রায় ভর্তি।
প্রেক্ষাপট
কলকাতা : এক দুর্যোগ কাটতে পারল না, নতুন করে আরেক দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ফের ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
দমদম.... সোদপুর। একই দিনে উত্তর ২৪ পরগনার দুই জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ কিশোরী সহ ৩ জনের। জমা জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ২ কিশোরীর মৃত্যু হয়েছে মতিঝিলের বান্ধবনগরে।
জমা জলে মৃত্যুফাঁদ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বান্ধবীর মৃত্যু! মৃত দুই কিশোরীর নাম, স্নেহা বণিক, অনুষ্কা নন্দী। দু’জনেই মতিঝিল গার্লসের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিবেশী এই দুই কিশোরীই, অভিন্ন হৃদয় বন্ধু! বুধবার, বিকেলে টিউশনে যাচ্ছিল দুই কিশোরী। পুরো রাস্তা জলমগ্ন। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে। আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনার পরে, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাত ১০টা নাগাদ সোদপুরের রামচন্দ্রপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন দীপক নাথ চৌধুরী নামে এক ব্যক্তি। খড়দার বলরাম বসু স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।রবিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে এই নিয়ে ২ দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হল।
জলবন্দি ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন-তিনজনের মৃত্যু! মর্মান্তিক সেই ঘটনার সাক্ষী পরিবারের খুদে সদস্য। সেই ঘটনার পরের দিনই আবাসন ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিল একাধিক পরিবার।
উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া সরকারি আবাসন জুড়ে এখন শুধুই আতঙ্ক। মঙ্গলবার এই আবাসনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও তাঁদের বড় ছেলের মৃত্যু হয়। প্রতিবেশীদের সূত্রে খবর, ঘরের মধ্যে জল জমে ছিল। সেই সময় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা। স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। আর বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দশ বছরের বড় ছেলেও। খাটে বসে নিমেষের মধ্যে তিন-তিনজনের মৃত্যুর সাক্ষী হয় চার বছরের ছোট ছেলে। ওই ঘটনার জেরে পাতুলিয়ার এই সরকারি আবাসন ছেড়ে চলে যাচ্ছে একাধিক পরিবার। গ্রামপঞ্চায়েতের ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -