West Bengal Live :ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে রবিবার ফের রাজভবনে কমিশনারকে তলব

জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ সব খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 24 Jun 2023 11:31 PM
WB News Live : বীরভূমের মাড়গ্রামে বোমা উদ্ধারের ঘটনায়, গ্রেফতার হলেন বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী সহ ৫ জন

পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থী গ্রেফতারের পর বীরভূমের মাড়গ্রামে বোমা উদ্ধারের ঘটনায়, গ্রেফতার হলেন বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী সহ ৫ জন। পরের পর ঘটনায় বিরোধীরা প্রশ্ন তুলছেন, এবার কি মিথ্যা মামলায় ফাঁসানোর নতুন কৌশল নেওয়া হচ্ছে?

West Bengal News Live: সংখ্যালঘু মন জয়ে এবার 'মানুষের পঞ্চায়েতের' ডাক শুভেন্দুর

সংখ্যালঘু মন জয়ে এবার 'মানুষের পঞ্চায়েতের' ডাক শুভেন্দুর। 'কথার সঙ্গে কাজের মিল না থাকলে ২০২৪-এ কিছু বলব না'। এক বছর বিজেপির পঞ্চায়েত চালান, রানাঘাটে গিয়ে বার্তা শুভেন্দুর । 'গ্রাম সংসদের সভা ডেকে মিলবে আবাস যোজনায় সুবিধে।  থাকবে না বিজেপির পতাকা', রানাঘাটে গিয়ে বার্তা বিরোধী দলনেতার। দল, ধর্ম দেখে নয়, মানুষের পঞ্চায়েতের ডাক শুভেন্দু অধিকারীর । তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানোর অভিযোগ 

WB News Live : বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী-সহ ৫ জনকে

বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী-সহ ৫ জনকে। যদিও, বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী। এদিনই বীরভূমের মাড়গ্রাম থেকে কোচবিহারের দিনহাটা বা সিতাইয়ে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা।

West Bengal News Live: ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে কাল রাজভবনে কমিশনারকে তলব

ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে কাল রাজভবনে কমিশনারকে তলব। কাল বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের । এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা। কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন, প্রত্যাখ্যান করা হয় জয়েনিং রিপোর্ট । জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় রাজ্যপাল। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ । সংঘাতের আবহের মধ্যেই কাল ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব

WB News Live : ফের সুর চড়াল সংগ্রামী যৌথ মঞ্চ

প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান চাই। নাহলে DCRC থেকে ভোটকেন্দ্রে নয়...বাড়ি মুখো হবেন ভোটকর্মীর। ফের সুর চড়াল সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার মহা সমাবেশের ডাক দিয়েছে তারা। নিরাপত্তার দাবিতে এদিন পার্কসার্কাসে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। 

West Bengal News Live: কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই

কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই। হাত মেলালেন সিপিএম-কংগ্রেস এবং ISF-এর সঙ্গে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে কাটোয়ায় এবার কার্বাইনের হদিশ

পঞ্চায়েত ভোটের আগে কাটোয়ায় এবার কার্বাইনের হদিশ! কার্বাইন, কার্তুজ ছাড়াও ১০ কেজি বোমার মশলা বাজেয়াপ্ত । প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমার মশলার হদিশ, বাড়ির মালিক ফেরার 

West Bengal News Live: প্রার্থীর প্রচার নিয়ে পঞ্চায়েত ভোটের আবহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা

প্রার্থীর প্রচার নিয়ে পঞ্চায়েত ভোটের আবহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। আহত বেশকয়েকজন। অন্যদিকে, মালদার বাবুপুর গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন উপ প্রধান ওবায়দুল হক। শুনতে হল চোর স্লোগান। 

WB News Live : রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এখনও সিদ্ধান্তই নিয়ে উঠতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। ৩১৫ কোম্পানি বাহিনী কবে এসে পৌঁছবে, এখনও ধোঁয়াশা। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী আদৌ আসবে? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। 

West Bengal News Live: পুরুলিয়ার আদ্রার পর এবার বীরভূমের মাড়গ্রাম

পুরুলিয়ার আদ্রার পর এবার বীরভূমের মাড়গ্রাম। মাড়গ্রামে বোমা উদ্ধারে গ্রেফতার কংগ্রেস প্রার্থী। হাসন ২নং গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী গ্রেফতার। বীরভূমের মাড়গ্রামে উদ্ধার বোমা, গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ ৫। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা তৈরির মশলা

WB News Live : তৃণমূল-আরএসপি সংঘর্ষে রণক্ষেত্র গোসাবা

তৃণমূল-আরএসপি সংঘর্ষে (TMC RSP Clash) রণক্ষেত্র গোসাবা। ভোটের প্রচারের সময় আক্রান্ত হয়েছেন আরএসপি প্রার্থী বলে অভিযোগ। সংঘর্ষের জেরে হাত ভেঙেছে আরএসপি প্রার্থীর। জানা গিয়েছে, তৃণমূল-আরএসপি সংঘর্ষে দু'পক্ষের ৬জন আহত। আরএসপির প্রচার ঘিরে সংঘর্ষ, পরপর টোটো ভাঙচুর।

West Bengal News Live: শিলিগুড়িতে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ উঠল

এবার শিলিগুড়িতে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণের অভিযোগ উঠল। পরিবারের দাবি, শনিবার ভোরে আড়তে যাওয়ার জন্য বের হয়েছিলেন। সেই সময়ে পাড়ার মোড়ে একটি গাড়ি দাড়িয়েছিল। অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেই গাড়িতে তাঁকে তুলে নিয়ে চম্পট দেয়। পরিবারের তরফে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পাল্টা জবাব দিয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 

WB News Live : ঘাট থেকে এক নিখোঁজ ব্য়বসায়ী দেহ উদ্ধার করল উত্তর বন্দর থানার পুলিশ

২৪ ঘণ্টা পর আহিরিটোলার নাথেরবাগান ঘাট থেকে এক নিখোঁজ ব্য়বসায়ী দেহ উদ্ধার করল উত্তর বন্দর থানার পুলিশ। মাথায় ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যবসায়িক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশে খুন, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে পরিকল্পনাহীন কমিশন?

এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে পরিকল্পনাহীন কমিশন? কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? জানাতে পারল না কমিশন! হাইকোর্টে ধাক্কা খেয়ে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েও 'চুপ' কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দফায় দফায় বৈঠকেও অধরা সিদ্ধান্ত। প্রথম দফায় চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাজির, ৩০০ কোম্পানি কবে?

WB News Live : দুর্গাপুরে পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ

দুর্গাপুরে পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ বাম প্রার্থীর। সিপিএম প্রার্থীর বাড়িতে ঢোকার রাস্তাও বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ । তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিএম প্রার্থীর । অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ সিপিএমের। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল ও বিজেপির

West Bengal News Live: তৃণমূল-আরএসপি সংঘর্ষে রণক্ষেত্র গোসাবা

তৃণমূল-আরএসপি সংঘর্ষে রণক্ষেত্র গোসাবা। ভোটের প্রচারের সময় আক্রান্ত আরএসপি প্রার্থী। তৃণমূল-আরএসপি সংঘর্ষে দু'পক্ষের ৬জন আহত । আরএসপির প্রচার ঘিরে সংঘর্ষ, পরপর টোটো ভাঙচুর। 

WB News Live : আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে রাজ্যপালের ফোন

আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে রাজ্যপালের ফোন। আদ্রায় নিহত তৃণমূল পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের। রাজ্যপালের ফোন, ধৃতদের প্রকৃত শাস্তি চায় পরিবার । নিহতের পরিবারকে আর্থিক সাহায্য, পাশে থাকার আশ্বাস । নিহতের পরিবারের সঙ্গে কথার পরেই কমিশনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ। এর আগে খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়, ক্যানিংয়ে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। 

West Bengal News Live: ১৬দিনেই ১০জনের মৃত্যু! কোর্টের ধাক্কায় এল কেন্দ্রীয় বাহিনী

১৬দিনেই ১০জনের মৃত্যু! কোর্টের ধাক্কায় এল কেন্দ্রীয় বাহিনী। সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে এল কেন্দ্রীয় বাহিনী। মনোনয়ন-সন্ত্রাসে উত্তপ্ত হয়ে ওঠে বিজয়গঞ্জ-সহ ভাঙড়ের বিভিন্ন এলাকা, মৃত্যু হয় ৩ জনের । ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সিআইডি। এখনও ভাঙড়ে দগদগে সন্ত্রাসের ক্ষত, পড়ে রয়েছে পোড়া গাড়ি

WB News Live : কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে এবার শাসকদলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে এবার শাসকদলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে না, সেখানে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবে। আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য। নিচুতলার কর্মীরা চুপ করে বসে থাকবে না। যার যেখানে শক্তি আছে, সে সেখানে লড়াই করবে'। তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal News Live সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে এল কেন্দ্রীয় বাহিনী

সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে এল কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। মনোনয়নপর্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, মৃত্যু হয় ৩ জনের 

WB News Live : সোনারপুরের স্ত্রীকে খুন করে ৩ বছর ধরে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ

সোনারপুরের স্ত্রীকে খুন করে ৩ বছর ধরে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ। সিআইডি-র জিজ্ঞাসাবাদে অপরাধ কবুল স্বামীর। ঘটনাটি ২০২০ সালের মার্চ মাসের। ঘটনায় স্বামীর হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন গৃহবধূ টুম্পা মণ্ডলের বাবা। ২০২০-র এপ্রিলে গ্রেফতারও হয় টুম্পার স্বামী ভোম্বল মণ্ডল। কিন্তু জামিন পেয়ে যায়। এরপরও মেয়ের খোঁজ না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হন টুম্পার বাবা। গত ১৩ জুন, বিচারপতি রাজাশেখর মান্থা সিআইডি তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে টুম্পার পরিবার ও তাঁর স্বামীর বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান রাজ্য পুলিশের গোয়েন্দারা। এরপরই গৃহবধূর স্বামীকে আটক করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই রাগে খুন করে ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে স্ত্রীর দেহ। 

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি। পঞ্চায়েত ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা
নদিয়ার ২১, দক্ষিণ দিনাজপুরের ১৭ ও মুর্শিদাবাদের ১০ জন সাসপেন্ড। 

WB News Live : স্ক্রাব টাইফাসে আক্রান্ত কোলাঘাটের শিশু

বৃষ্টি শুরু হতেই ফের জানান দিতে শুরু করেছে স্ক্রাব টাইফাস। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে একটি শিশু। কোলাঘাটের বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

WB News Live : বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ

দাঁতনে বিজেপির মহিলা প্রার্থীকে প্রকাশ্যে বাঁশপেটা করার অভিযোগ। বিজেপি প্রার্থী, তাঁর স্বামীকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে বাজারে গেলে প্রথমে বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলা। ঘটনাস্থলে গেলে প্রার্থী ও তাঁর ছেলেকেও বেধড়ক মারধরের অভিযোগ। ব্যক্তিগত শত্রুতা, যোগ নেই দলের, দাবি তৃণমূলের। 

WB News Live : মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি। এবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। শুরু কংগ্রেস তৃণমূল চাপানউতোর।

WB News Live : পঞ্চায়েত ভোট ঘোষণার ১৬ দিনের মধ্যেই ১০ মৃত্যু

পঞ্চায়েত ভোট ঘোষণার ১৬ দিনের মধ্যেই ১০ মৃত্যু। ভোটের বলি শাসকদলেরই ৫।  মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু ৬ জনের। 

WB News Live : 'যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে না, সেখানে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবে'

কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে এবার শাসকদলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে না, সেখানে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবে' তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে বোমা বাঁধার সময় ৫ জন হাতেনাতে গ্রেফতার

পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূম থেকে বোমা উদ্ধার। মাড়গ্রাম থানার বাহিরগোড়া গ্রামে ২টি প্লাস্টিকের ড্রামভর্তি বোমা উদ্ধার। বোমা বাঁধার সময় ৫ জন হাতেনাতে গ্রেফতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। ধৃত পাঁচ জনের  মধ্যে  একজন হাসন ২নং গ্রাম পঞ্চায়েতের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী। 

WB News Live : জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল বিজেপি

 



জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নামল বিজেপি। কল্যাণীতে শুভেন্দু অধিকারী, মায়াপুরে দিলীপ ঘোষ, কুলতলিতে সুকান্ত মজুমদার। শনিবার একইসঙ্গে তিন জেলায় তিন নেতার নির্বাচনী সভা। 


West Bengal News Live : ভোটের আগে দেওয়াল দখল সংঘর্ষ, জামুড়িয়ায় তৃণমূল-বিজেপি হাতাহাতি,

ভোটের আগে দেওয়াল দখল সংঘর্ষ জারি। জামুড়িয়ায় তৃণমূল-বিজেপি হাতাহাতি। উত্তর ২৪ পরগনার ঘোলায় বিজেপির দেওয়াল লিখুন মুছে ফেলায় উত্তেজনা।

WB News Live : মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি

পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। চলল ইটবৃষ্টি। বীরভূমের মাড়গ্রামে উদ্ধার বোমা।

West Bengal News : বঙ্গে ফের বোমার বলি

পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি। এবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। শুরু কংগ্রেস তৃণমূল চাপানউতোর।

West Bengal Weather Live : আজ রাজ্যজুড়েই বৃষ্টি, সঙ্গে থাকছে বাজ পড়ার আশঙ্কা

আজ রাজ্যজুড়েই বৃষ্টি হবে। সঙ্গে থাকছে বাজ পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে। রবি ও সোমবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

WB News Live : পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের রানিনগরে বোমাবাজি

পঞ্চায়েত ভোটের মুখে ফের মুর্শিদাবাদের রানিনগরে বোমাবাজি। গতকাল দুপুরে চাকরানপাড়ার পর রাতে গোধনপাড়ায় মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে চলল ইট ছোড়াছুড়ি। ২ তৃণমূল কর্মীর মাথা ফাটে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের দুষকৃতীরা হামলা চালায়। তৃণমূল কর্মীরা তাড়া করলে তারা বোমা ছুড়তে ছুড়তে পালায়। পাল্টা কংগ্রেসের দাবি, তাদের দলের এক কর্মী রাজমিস্ত্রির কাজে গেলে তাঁকে তাড়িয়ে দেয় তৃণমূল কর্মীরা। এই নিয়েই তর্কবিতর্ক।

WB News Live : বীরভূমে মাড়গ্রামে বোমা বাঁধার সময় হাতেনাতে পাকড়াও ৫ দুষ্কৃতী

বীরভূমে মাড়গ্রামে বোমা বাঁধার সময় হাতেনাতে পাকড়াও ৫ দুষ্কৃতী। গতকাল রাতে বাহিরগোরা গ্রামে ঘটনাস্থল থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা। প্রায় ৪০টির মতো বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। 

Panchayat Poll News 2023 : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। ৮২২ কোম্পানি চেয়ে রিক্যুইজিশন কমিশনের। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। ২০১৩-র মডেল মানলে বাহিনী দেওয়া সম্ভব, হাইকোর্টে জানাল কেন্দ্র। 

WB News Live : ঘোলায় বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে ফেলাকে করে উত্তেজনা

উত্তর ২৪ পরগনার ঘোলায় বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে ফেলাকে করে উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। দেওয়ালের লেখা মুছে দেওয়ার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী বিশ্বনাথ ধরের অভিযোগ, তাঁর নামে লেখা দেওয়ালে চুন লেপে দেয় তৃণমূলের দুষকৃতীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী প্রবীর রাজবংশী। বিজেপির তরফে ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

WB News Live : 'রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে' রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে। পাটনার বিরোধী বৈঠক শেষে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর। 
বললেন, 'রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে। নিজের ইচ্ছামতো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হচ্ছে'

West Bengal News : খড়গপুরে এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী

গতকাল রাতে ঝাড়গ্রাম থেকে বাসে করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডা ফাঁড়িতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ।

প্রেক্ষাপট

কমিশনের রিপোর্ট তলব  : মনোনয়ন চলাকালীন ক্য়ানিংয়ে অশান্তির ঘটনায় সোমবারের মধ্য়ে রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? বিস্মিত প্রধান বিচারপতি।

'বিদ্রোহী' গিয়াসউদ্দিন : পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূলের অন্দরে বিদ্রোহ আরও জোরাল হল। বিধায়ক আবদুল করিম চৌধুরী, হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার সরব হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর অভিযোগ, দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে, তাই ৫০-৫০ ভাগ হয়েছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব।


চোপড়া 'সিদ্ধান্ত' কমিশনের : চোপড়ায় যাঁরা মনোনয়ন দিতে পারেননি তাঁদের মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিক আদালত। কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের ভার রাজ্য় নির্বাচন কমিশনের উপরই ছাড়ল হাইকোর্ট। সোমবারের মধ্য়ে কমিশনকে উপযুক্ত ব্য়বস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।


CBI নির্দেশে স্থগিতাদেশ :  মনোনয়নপত্র বিকৃত করেছেন বিডিও। উলুবেড়িয়ার সিপিএম প্রার্থীদের আনা এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। সোমবার পর্যন্ত অর্ন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

কমিশনকে তদন্ত-নির্দেশ: হজের জন্য় গত ৪ জুন ভারত ছাড়েন মিনাখাঁর তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। হাইকোর্টে জানাল অভিবাসন দফতর। তাহলে কী করে ১২ জুন মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী? রাজ্য় নির্বাচন কমিশনকে তদন্ত করে ২৮ জুনের মধ্য়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।

ভাঙল ২ দশকের ধারাবাহিকতা :  দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেলবন্দি তমলুকের পদুমপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপ-প্রধান। ওই আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। নেতৃত্বের সাফাই, দলীয় নেতা গ্রেফতার হয়েছেন বলে কেউ ওই আসনে প্রার্থী হতে চাননি। নির্দলকে সমর্থন করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।



নির্দলকে বহিষ্কার :
গঙ্গাজলঘাটিতে টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিদায়ী পঞ্চায়েত প্রধান। কিন্তু তাঁকে প্রকাশ্য সভায় দল থেকে বহিষ্কার করলেন তৃণমূলের ব্লক সভাপতি! টিকিট না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েতের নির্দল প্রার্থী! দলের নির্দেশেই বহিষ্কার করা হয়েছে বলে দাবি ব্লক সভাপতির।



তৃণমূল নেতা খুনে ধৃত ২ :
 আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার করা হল কংগ্রেসের এক প্রার্থী-সহ ২ জনকে। দলীয় নেতাকে খুনের প্রতিবাদে গতকাল আদ্রা স্টেশন রোডে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.