হিন্দোল দে, কলকাতা : গত কয়েকদিন ধরেই পারাপতন অব্যাহত কলকাতায়। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা। নভেম্বরের লাস্ট ল্যাপে কী জাঁকিয়ে পড়বে শীত? বড় বার্তা দিল আবহাওয়া দফতর। সকালের দিকে হালকা কুয়াশা ঘিরে রাখবে মহানগরকে। পাঁচটি জেলাতেই থাকবে মাঝারি কুয়াশা। তারপর বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কয়েকদিন পরপর তাপমাত্রা নামলেও এখনই কলকাতায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমের জেলাগুলিতে পারদপতন হয়েছে অনেকটাই। কাঁটার মতো বিঁধছে ভোরের ঠান্ডা। বুধের সকালে পুরুলিয়াতে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ। শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি। যদিও কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশেই। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে পারদ।। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। সবমিলিয়ে রাজ্যজুড়েই শীতের আমেজ রয়েছে। বুধবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারদ। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪ - ৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।
আবহাওয়া দফতর বলছে, এখন দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বৃহস্পতিবার। তবে তার প্রভাব বঙ্গে পড়ার আশঙ্কা নেই তেমন। অন্যদিকে পশ্চিম অসমের উপর রয়েছে আরেকটি একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ তামিলনাডু এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।
আবহাওয়া দফতরের পূর্সবাভাস, সপ্তাহভর শীতের আমেজ এমনই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পার্বত্য এলাকাতেও মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর। সকালের দিকে কুয়াশার চাদর ঢেকে রাখবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরকে।
আরও পড়ুন :
বিবাহবিচ্ছেদ হচ্ছে AR রহমানের ! ২৯ বছরের দাম্পত্য জীবনে ফাটল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।