West Bengal News Live Updates: ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারে, কাল পর্যন্ত চলবে সম্মেলন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা হল পালমোকন ২০২২-এ। সম্মেলনের উদ্যোক্তা ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চ। সল্টলেকের সুরেশ নেওটিয়া সেন্টারে আগামীকাল পর্যন্ত চলবে সম্মেলন।
মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। বালুরঘাট প্রায় ২ কিমি রাস্তা জুড়ে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। সুকান্ত-মিঠুনকে স্বাগত জানিয়ে বিজেপির ব্যানার। ছেঁড়ার অভিযোগ। বালুরঘাটে সার্কিট হাউস না পাওয়ায় আমরা-ওরার অভিযোগ বিজেপির। সরকারি অফিসাররা কী ঘর ছেড়ে ফুটপাথে থাকবেন? পাল্টা খোঁচা তৃণমূলের।
মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। বালুরঘাট প্রায় ২ কিমি রাস্তা জুড়ে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। সুকান্ত-মিঠুনকে স্বাগত জানিয়ে বিজেপির ব্যানার। ছেঁড়ার অভিযোগ। বালুরঘাটে সার্কিট হাউস না পাওয়ায় আমরা-ওরার অভিযোগ বিজেপির। সরকারি অফিসাররা কী ঘর ছেড়ে ফুটপাথে থাকবেন? পাল্টা খোঁচা তৃণমূলের।
বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিত্সকের দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। খোঁজ মিলছে না তাঁর বন্ধুর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি, দু’ জোড়া জামা। দুর্ঘটনা, না কি মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।
আজ থেকে টালা ব্রিজে শুরু হল যান চলাচল। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে।
বাঁশ দেখালে হাত-পা কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। ‘বালা পরে বসে নেই তৃণমূল কংগ্রেস, হাত খসিয়ে দেওয়া হবে’, গাজোলে বিরোধীদের উদ্দেশে তৃণমূল জেলা সভাপতির দাওয়াই। ‘পঞ্চায়েত নির্বাচনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকব, প্রতিরোধ গড়ে তুলব। লাঠির বদলে লাঠি, বুথে বুথে তৈরি আছি', হুঙ্কার আব্দুর রহিম বক্সির ।
নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির লাগাতার আক্রমণের মুখে, এবার জ্বালানির দাম নিয়ে পাল্টা পথে তৃণমূল। কেন্দ্রের চড়া শুল্কের কারণেই অগ্নিমূল্য জ্বালানি। এই অভিযোগ তুলে, রাজ্য জুড়ে পেট্রলপাম্পে বিক্ষোভ দেখাল তৃণমূলের যুব সংগঠন। বিক্ষোভ কর্মসূচি জুড়ে রইল বিগেস্ট ‘পাপ্পু’ কটাক্ষ। পুরোটাই নাটক, পাল্টা বিঁধেছে বিজেপি।
বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। অন্য কয়েকটি সংগঠনকেও উসকানি দিচ্ছে তাতে। এই অভিযোগ তুলে দিনহাটায় উদয়ন গুহর নেতৃত্বে মহামিছিল করল তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উন্নয়নে তৎপর হলে আজ এই মিছিল করতে হত না। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।
উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। কিন্তু, কেন? পুরসভার পরিসংখ্যান বলছে ফাঁকা জমি থেকে নর্দমা, কুয়ো...মশার বংশবিস্তারের জন্য সেফ জোন বলে যা পরিচিত, তার আধিক্য উত্তরের তুলনায় দক্ষিণে ঢের বেশি। পুরসভার আশা, নগরায়ণ যেভাবে বাড়ছে, তাতে দক্ষিণ কলকাতার এই ছবি দ্রুত পাল্টে যাবে।
কলকাতার পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ও সুরক্ষাবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা, খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। শনিবার ৭টি মণ্ডপে যান বিনীত গোয়েল।
মধ্যমগ্রামে মহিলার গলা কাটা দেহ উদ্ধার। বেশ কিছু দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার পচাগলা দেহ। পরিত্যক্ত ইট ভাটা থেকে উদ্ধার হয় দেহ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মৃতার প্রেমিক।
কালনায় কলেজ ছাত্রর বাড়িতে সিবিআই হানা। কালনার নাদনহাটে কলেজ পড়ুয়ার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি। নবদ্বীপ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রর বাড়িতে হানা। বাজেয়াপ্ত করা হয়েছে পড়ুয়ার ল্যাপটপ, মোবাইল ফোন। অনলাইনে শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ। নেট মাধ্যমে শিশু-পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দেশজুড়ে তল্লাশি। দেশের ৫৬ জায়গায় একযোগে ‘অপারেশন মেঘ চক্র’ সিবিআইয়ের।
কুড়মিদের ইন্ধন জোগানো হচ্ছে। রাস্তা আটকে দেওয়া হয়েছে।যারা ওদের রাস্তায় নামিয়েছিল, তাদের এখন সরে গিয়েছে। কেন্দ্র বিষয়টি দেখছে। কুড়মি-বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
নবান্ন অভিযানে অশান্তি, ধৃত বিজেপি কর্মী-সমর্থকদের অবিলম্বে মুক্তির দাবিতে ধর্মতলায় ডেপুটি কমিশনার সেন্ট্রালের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। হিন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিল বিজেপির।
নবান্ন অভিযানে অশান্তি, ধৃত বিজেপি কর্মী-সমর্থকদের অবিলম্বে মুক্তির দাবি ধর্মতলায় ডেপুটি কমিশনার সেন্ট্রালের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। হিন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিল বিজেপির। নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট। দিল্লিতে নাড্ডার কাছে রিপোর্ট পেশ কেন্দ্রীয় দলের।
১০০ ঘণ্টা পার, টানা অবরোধে একের পর এক ট্রেন বাতিল। বাতিল রাঁচি-খড়গপুর এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর এক্সপ্রেস। বাতিল টাটানগর-খড়গপুর স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দীষ বাতিল হাওড়া-টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস। বাতিল আদ্রা-পুরুলিয়া প্যাসেঞ্জার, আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার। বাতিল চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার, পুরুলিয়া-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার।
বাতিল জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস। বাতিল আনন্দ বিহার-ভুবনেশ্বর, আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস।
রাত পোহালেই মহালয়া। প্যান্ডেল থেকে কুমোরপাড়ায়, জোর কদমে চলছে শেষ মহূর্তে প্রস্তুতি৷ নিরাপত্তা ও সুরক্ষাবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে পথে নেমেছে পুলিশ-প্রশাসন। কলকাতার বিভিন্ন পুজো-মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে বোসপুকুর, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, বেহালা নতুন দল ও কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ-কর্তারা।
দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করতে কেন্দ্রের তরফে কলকাতায় অনুষ্ঠান।ভারতীয় জাদুঘরে অনুষ্ঠান কেন্দ্রের তরফে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন। উপস্থিত কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, মন্ত্রী সুভাষ সরকার। অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হল প্রতিমা ও মণ্ডপশিল্পী, অলঙ্কারশিল্পী, ঢাকি, পুরোহিতদের।
মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত আমির খান। গতকাল রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেক্টর ফাইভের অলিভ কাউন্টি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর আজই কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ই-নাগেটস মোবাইল অ্যাপের মালিক আমির খানকে।
এর আগে ২০২১-এর ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিট থানায় আমিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়। গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচের শাহি আস্তাবল লেনে আমির খানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র তল্লাশিতে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।
মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত আমির খান। গতকাল রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেক্টর ফাইভের অলিভ কাউন্টি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর আজই কলকাতায় ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ই-নাগেটস মোবাইল অ্যাপের মালিক আমির খানকে।
এর আগে ২০২১-এর ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিট থানায় আমিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়। গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচের শাহি আস্তাবল লেনে আমির খানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র তল্লাশিতে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।
পুজোর আগে কুড়মি-আন্দোলন উঠলেও দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি অব্যাহত ।প্রায় ১ সপ্তাহ ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত।
শাসক দলের পতাকা নিয়ে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি জারি। দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত সরকারি বাস পরিষেবা। পুজোর মুখে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। দিঘা থেকে দুর্গাপুর, কলকাতা থেকে কাকদ্বীপ, মানুষের ভোগান্তি অব্যাহত।
গোপন সূত্রে খবর পেয়ে ২৩ টন কয়লা সহ একজনকে আটক করল রামপুরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে একটি লরি করে ঝাড়খণ্ড থেকে কয়লা নিয়ে আসছিল। সেই সময় রামপুরহাট মুনসুবা মোড়ে আটক করে রামপুরহাট থানার পুলিশ।ধৃতের নাম রবিন মাল ( ২৮)। বাড়ি ঝাড়খন্ডে জামতারা। কোনও বৈধ কাগজ না দেখাতে পারিনি সে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত করছে দেখছে পুলিশ।
বিজেপি প্রাক-পুজো সম্মেলনে এসে এদিন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, 'ঝড় এলেও বিজেপির দুর্গাপুজো হবেই।' পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতি ইস্যুতেও নিশানা করেন তিনি।
আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ করল পুলিশ , ৭২ টি মোবাইল ও ৫৭১০ বাংলাদেশি টাকা- সহ দুজনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। অভিযুক্তদের আজকে পুলিশি হেফাজতে আনার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
দুর্গাপুজোর আগে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করল মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ। এদিন সকালে ছেড়ুয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়।
ফেসবুকে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার (Samir Panja) ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই প্রতিক্রিয়া বিজেপির। এই ইস্যুতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল কংগ্রেস এখন দুইভাগে ভাগ হয়ে যাচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক বা মমতা পন্থী, তাঁরা আস্তে আস্তে ব্রাত্য হয়ে যাচ্ছে দলে। গুরুত্ব পাচ্ছে, অভিষেকের', সমর্থকরাই বলে ব্যাখ্যা দেন তিনি। তিনি আরও বলেন, যতো এই ভাবে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতারা এই ভাবে হতাশ হয়ে যাবেন, ততই বিভিন্ন জায়গা থেকে বিদায়ের গান শোনা যাবে বলে দাবি রাহুল সিনহার।
ফেসবুকে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার (Samir Panja) ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই প্রতিক্রিয়া তৃণমূলের। এদিন সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'একটা কোনও গ্যাপ হচ্ছে নিশ্চয়ই। সেই গ্যাপটা যাতে পূরণ হয়ে যায়, এই সমস্যাটা যাতে না হয়, এটা আমি অবশ্য়ই আশা করব। দলের নের্তৃত্বের সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও কথা বলবো। এবং দলের নের্তৃত্বের কাছেও আমার অনুরোধ, সমীরের সঙ্গে কথা বলে, এই সমস্যাটা যাতে মিটে যায়।'
' কুড়মিদের ইন্ধন জোগানো হচ্ছে। রাস্তা আটকে দেওয়া হয়েছে।যারা ওদের রাস্তায় নামিয়েছিল, তাদের এখন সরে গেছে। কেন্দ্র বিষয়টা দেখছে। ' কুড়মি-বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারকে নিশানা দিলীপ ঘোষের।
১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার কুড়মি সম্প্রদায়। পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছিল। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ । অবরোধের জেরে জাতীয় সড়কে ট্রাক, লরি, বাসের কয়েক কিলোমিটার লম্বা লাইন।
ফাঁক তৈরি হয়েছে,দেখা উচিত নেতৃত্বের, বিধায়কের পোস্ট নিয়ে মন্তব্য সমবায়মন্ত্রী অরূপ রায়ের। শাসক দলের অনেকেই এই পরিবেশ মানাতে পারছে, খোঁচা সুকান্তর।
আমার যাবার সময় হল, দাও বিদায়। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। দলে গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ ৩ বারের তৃণমূল বিধায়কের।। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। দলে গুরুত্ব পাচ্ছেন না বলে অভিযোগ ৩ বারের তৃণমূল বিধায়কের।
গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার আমির খান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশের জালে মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে মূল অভিযুক্ত। আনা হচ্ছে কলকাতায়।
গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার আমির খান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশের জালে মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে মূল অভিযুক্ত। আনা হচ্ছে কলকাতায়।
আজ বিজেপির প্রাক্-পুজো সম্মিলনী। হেস্টিংসে রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। আগামীকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় পুজো উদ্বোধন করবেন মিঠুন। তার আগে বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘরোয়া আলাপচারিতা। আগামীকাল সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী।
খড়দার বিলকান্দায় একটি সভায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ। সৌগত রায়ের দাবি, তৃণমূলের দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল। যদিও শাসকদলের নেতার এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন বিরোধীরা।
মঙ্গলবার থেকে কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটা ও চাণ্ডিল-আসানসোল সেকশনে ব্যাহত ট্রেন চলাচল। আজ পর্যন্ত আড়াইশোর কাছাকাছি ট্রেন বাতিল করা হয়েছে।
পাঁচদিনে পড়ল কুড়মিদের বিক্ষোভ-আন্দোলন। তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ।
পাঁচদিনে পড়ল কুর্মিদের বিক্ষোভ-আন্দোলন। তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ অব্যাহত। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ।
বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পর, এবার অনুব্রত মণ্ডলের কন্যা পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলকে বাড়িতে গিয়ে নোটিস ধরাল CBI। উদ্দেশ্য, সুকন্যার নামে থাকা কোটি টাকার সম্পত্তির রহস্য উদ্ঘাটন। সিবিআই সূত্রে খবর, সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্ট, ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এর আগে নথি চাওয়া সত্ত্বেও জমা দেননি অনুব্রত-কন্যা। সিবিআই সূত্রে দাবি, সুকন্যা মণ্ডলের ব্যবসার টাকার উত্স কী, তা জানার জন্যই নথি চাওয়া হয়েছে।
দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
অনুব্রতর বাড়িতে কর্মরতদের অ্যাকাউন্টে ঢুকেছিল বড় অঙ্কের টাকা ? খোঁজ পেতে বীরভূমের তৃণমূল সভাপতির রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রিয়ঙ্কা সাউ নামে আরও এক চাকরিপ্রার্থী। অভিযোগ, তাঁর থেকেও কম নম্বর পেয়ে স্কুলে চাকরি পেয়েছেন অনেকে। কিন্তু তিনি নিয়োগপত্র পাননি। আদালতের নির্দেশে SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন মামলাকারী।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় একটি গরু পাচারের মামলায় এবার, তিহাড় জেলে গিয়ে এনামুল হককে জেরা করার অনুমতি পেল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। এর পাশাপাশি, এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ডিসেম্বরের মধ্যে রাজ্যে হবে প্রাথমিক টেট। নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মধ্যেই আশার আলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সেপ্টেম্বরের মধ্যে টেট নেওয়া যাচ্ছে না। পরীক্ষার দিন ঠিক করতে, সরকারের সঙ্গে বৈঠক করতে হবে, জানাল পর্ষদ।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম :
- ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। পরীক্ষার দিন নির্ধারণে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি।
- নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ এবিভিপির।
- সুবীরেশের পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সিপিএমের। জলপাইগুড়িতে বাম মিছিলে ধুন্ধমার।
- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে। ডিভিশন বেঞ্চের অপসারণ বহাল নির্দেশকে চ্যালেঞ্জ মানিকের। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস। ২৭ সেপ্টেম্বর শুনানি।
- ববিতার পর প্রিয়ঙ্কা সাউ। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দ্বারস্থ হাইকোর্টের। নথি পুনরায় খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ বিচারপতির।
- সিবিআই নজরে বিদেশি মুদ্রায় লেনদেন। গরুপাচারের টাকা কি বিদেশের অ্যাকাউন্টে ? কোন কোন প্রভাবশালীর যোগ ? তথ্য পেতে সুকন্যার বাড়িতে গিয়ে নোটিস।
- অনুব্রতর বাড়িতে কর্মরতদের অ্যাকাউন্টে ঢুকেছিল বড় অঙ্কের টাকা ? খোঁজ পেতে বীরভূমের তৃণমূল সভাপতির রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
- গরুপাচার মামলায় সিবিআইয়ের পাশাপাশি সক্রিয় সিআইডি। এনামুল হককে তিহাড় জেলে জেরার অনুমতি পেল সিআইডি। ইংরেজবাজারে এনামুলের ভাগ্নের গুদাম সিল।
- ইডেজসিসিতে তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো। থিম নিয়োগ দুর্নীতি থেকে নারী নির্যাতন। পুজোর নামে রাজনীতি, কটাক্ষ তৃণমূলের।
- তিনদিনের সফরে রাজ্যে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
- হৃষিকেশে রিসেপশনিষ্ট অঙ্কিতা ভাণ্ডারীর মৃত্যুতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতার ছেলে সহ ৩। খালে উদ্ধার মৃতদেহ। জেরায় অপরাধ স্বীকার, পুলিশ সূত্রে খবর।
- সল্টলেক এফডি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে দুর্গন্ধ পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কৃষ্ণা-সুজিতকে ধমক সত্বেও বদলানো না ভ্যাট-যন্ত্রণার ছবি। যত্রতত্র পড়ে আবর্জনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -