West Bengal News Live Updates: ববিতা সরকারকে ২৭ জুনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Jun 2022 11:45 PM
WB News Live Updates: সোমবার থেকে রাজ্যে খুলছে স্কুল

অবশেষে শেষ হচ্ছে গরমের ছুটি! কোভিড বিধি মেনে সোমবার থেকে রাজ্যে খুলছে স্কুল। শনিবার থেকেই স্কুলে আসতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। রবিবারের মধ্যে পঠনপাঠনের উপযোগী করে তুলতে হবে স্কুলকে। বিজ্ঞপ্তি স্কুলশিক্ষা দফতরের।>>

West Bengal News Live Updates: জমি দালালি নিয়ে অশোকের তোপে তৃণমূল

সমান্তরাল সরকার চালাচ্ছে জমি দালালরা। তৃণমূল তাদের টিকিয়ে রাখতে চাইছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের মুখে, এভাবেই শাসকদলকে নিশানা করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। পাল্টা কটাক্ষ তৃণমূলের। 

WB News Live Updates: আত্মহত্যা নয়, খুনের অভিযোগ ছাত্রের পরিবারের

বাঁকুড়ার ছাতনায় শুশুনিয়া কৃষি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মৃত ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ধনেশ্বরপুরে। ‘আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সুপ্রকাশ বেরাকে’, অভিযোগ পরিবারের
‘মাস ছয়েক আগে র‍্যাগিংয়ের শিকার হন ছাত্র। হস্টেলের নিরাপত্তা থাকলেও কীভাবে বাইরে বেরোলেন ছাত্র?’ প্রশ্ন সুপ্রকাশ বেরার পরিবারের

West Bengal News Live Updates: ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছাত্রের

রেললাইন থেকে উদ্ধার বাঁকুড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দেহ। ট্রেনে কাটা পড়ে মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আদ্রা-খড়গপুর শাখায় ছাতনা স্টেশনের কাছে উদ্ধার মৃতদেহ।
মৃত ছাত্রের নাম সুপ্রকাশ বেরা।

WB News Live Updates: পিংলায় আত্মঘাতী তৃণমূলের বুথ সভাপতি

পশ্চিম মেদিনীপুরের পিংলায় আত্মঘাতী তৃণমূলের বুথ সভাপতি। আত্মঘাতী খিরাই অঞ্চলের মিরুপুরের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী তপন বেরা, পরিবার সূত্রে খবর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

West Bengal News Live Updates: হাইকোর্টের নির্দেশে নিয়োগ-নথি সংগ্রহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের

২০১৪’র প্রাথমিক টেটে দুর্নীতির অভিযোগে শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে ২৬৯ জনকে। সেই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের ৩০ জন। হাইকোর্টের নির্দেশে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত জেলায় যতজনের নিয়োগ হয়েছে, তাঁদের নথি সংগ্রহের কাজ শুরু করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: নাবালিকাকে ধর্ষণে মৃত্যুদণ্ডেের নির্দেশ মহকুমা আদালতের

পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার দায়ে  যুবকের মৃত্যুদণ্ড দিল কাটোয়া মহকুমা পসকো আদালতের বিচারক। সাজা প্রাপ্তের পরিবার উচ্চ আদালতে আবেদন করবেন। 

West Bengal News Live Updates: বৃষ্টিতে জলমগ্ন এলাকা, প্রতিবাদে কড়াই উনুন নিয়ে পথ অবরোধ

বৃষ্টিতে জলমগ্ন এলাকা। দেখা নেই স্থানীয় কাউন্সিলর বা পুরসভার প্রতিনিধিদের। প্রতিবাদে কড়াই উনুন নিয়ে পথ অবরোধ শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অবরোধের ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার একটি রাস্তা বন্ধ হয়ে রয়েছে দীর্ঘক্ষন। এলাকায় পুরসভার আধিকারিক এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

WB News Live Updates: প্রায় ২কোটি বেতনের চাকরির সুযোগ যাদবপুরের ছাত্রের

বাবা চাষবাস করেন, মা অঙ্গনওয়াড়ি কর্মী। সেই বাড়িরই ছেলে পেলেন প্রায় ২ কোটি টাকার চাকরি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাখ মণ্ডল, বাড়ি রামপুরহাটে। যাদবপুরে বসে জানালেন, ফেসবুক, গুগল, অ্যামাজন থেকে চাকরির অফার এসেছে। যাদবপুরে প্লেসমেন্ট আধিকারিক জানালেন, এই বেতনের পরিমাণ আরও বাড়বে।

West Bengal News Live Updates: কলেজের অধ্যাপককে মানহানির নোটিশ

অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগে ১৪জুন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স চত্বরে স্লোগান দেন অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীদের একাংশ। সেই প্রেক্ষিতে, এবার কলেজের ২ অধ্যাপক ও ১ অধ্যাপিকাকে মানহানির নোটিস পাঠালেন অধ্যক্ষের আইনজীবী।

WB News Live Updates: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-গ্রাফ

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ছশো পার, একদিনে সংক্রমিত ৬৫৭ জন। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ কমলেও করোনা সংক্রমিত হয়ে মৃত ২। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু।

West Bengal News Live Updates: হাওড়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

হাওড়া শহর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। গতকাল রাতে ডোমজুড় থানার পুলিশ মৌখালী শেখপাড়া থেকে রিপন হাওলাদার ওরফে রঞ্জিত মন্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক, সুদীপ্ত-মন্তব্যে টুইট দেবাংশুর

‘সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?’ ট্যুইট যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর।

West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়।

WB News Live Updates: শুভেন্দু অধিকারী গ্রেফতারের দাবি তৃণমূলের

কেন শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না? সারদাকর্তার অভিযোগের পরেই তোপ তৃণমূলের। 

West Bengal News Live Updates: সারদাকর্তা সুদীপ্ত সেনের নিশানায় শুভেন্দু অধিকারী

‘চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি’,  বিধাননগর এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে বিস্ফোরক ধৃত সারদাকর্তা। ‘শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম’ প্রশ্নের উত্তরে দাবি সারদাকর্তা সুদীপ্ত সেনের।

WB News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে কোভিড-থাবা

কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে ফের করোনা সংক্রমণ। করোনা আক্রান্ত মেডিক্যালের ৪ জন পড়ুয়া। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৪ পড়ুয়া। আরও কয়েকজন পড়ুয়ার করোনার উপসর্গ রয়েছে। হস্টেলেই কোয়ারেন্টিনে করোনার উপসর্গ থাকা পড়ুয়ারা।

West Bengal News Live Updates: মুর্শিদাবাদের লালগোলায় ডেঙ্গিতে মৃত্যু একজনের

একে করোনায় রক্ষা নেই, দোসর ডেঙ্গি! মুর্শিদাবাদের লালগোলায় ডেঙ্গিতে মৃত্যু একজনের। চলতি বছরে মুর্শিদাবাদ জেলায় প্রথম ডেঙ্গিতে মৃত্যু। ভর্তি ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

WB News Live Updates: অঙ্কিতার জমা দেওয়া টাকার পুরোটাই পাবেন ববিতা

অঙ্কিতা যেদিন কাজে যোগ দিয়েছিলেন সেইদিন থেকে প্রাপ্য সব সুবিধা দিতে হবে ববিতাকে। অঙ্কিতার জমা দেওয়া ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত করা হয়েছিল। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: ববিতা সরকারকে ২৭ জুনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ

মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের। ‘মামলাকারী ববিতা সরকারকে ২৭ জুনের মধ্যে সুপারিশপত্র দিতে হবে পর্ষদকে।

WB News Live Updates: WBSETCL ও WBSEDCL-এর কর্তাদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় বিদ্যুত্‍ পর্ষদের দুই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। WBSETCL ও WBSEDCL-এর কর্তাদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। জিএম, সিএমডি-র বেতন বন্ধের নির্দেশ। কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে’। যা টাকা দেওয়া হয়েছে তা দিয়ে বাদাম খাওয়াও হয় না’।কর্মী ছাড়া সংস্থা চলে না, ঠিকমত ব্যবহার করুন, বার্তা সংস্থার কর্তাদের। বকেয়া ডিএ-র পাঁচভাগের একভাগ না দেওয়া পর্যন্ত বেতন বন্ধ, জানাল আদালত। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, অভিযোগ ছিল ২ সংস্থার কর্মীদের। বকেয়া মহার্ঘ ভাতার সময় বেঁধে দিয়েছিল আদালত। সময় পেরিয়ে যাওয়ায় এবার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। ১৫ জুলাইয়ের মধ্যে নির্দেশ পালনের সুযোগ দেওয়া হল আদালতের তরফে।

West Bengal News Live Updates: মায়াপুরে ঘি ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

নদিয়ার মায়াপুরে এক ঘি ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। গত বছরের ফেব্রুয়ারিতে নিজের অফিসেই খুন হন ব্যবসায়ী রিপন দাস। ওই ঘটনায় যে দুজনকে সিআইডি গ্রেফতার করেছে, তাদের একজন শার্প শ্যুটার।  পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন হন ওই ব্যবসায়ী।

WB News Live Updates: কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে খুলছে স্কুল

কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে খুলছে স্কুল। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। কোভিড বিধি পালনের জন্য অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ। আগামীকাল থেকে স্কুলে আসতে নির্দেশ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। স্কুলগুলিকে পঠন-পাঠনের উপযুক্ত করে তোলার নির্দেশ। এই বিষয়ে জেলাশাসককে বিজ্ঞপ্তি পাঠালেন স্কুল শিক্ষাসচিব।

West Bengal News Live Updates: ই এম বাইপাসে মেট্রোপলিটানের কাছে রাস্তার একাংশ বসে গিয়ে বিপত্তি

মেট্রোর পাইলিংয়ের কাজ চলাকালীন ই এম বাইপাসে মেট্রোপলিটানের কাছে রাস্তার একাংশ বসে গিয়ে বিপত্তি। আজ সকালে ওই ঘটনা ঘটে। এর জেরে তৈরি হয়েছে ফাটল। জায়গাটি ঘিরে দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। রাস্তা বসে গিয়ে এই বিপত্তির জন্য ওই জায়গায় যানজটও তৈরি হয়। সূত্রের খবর, সোমবার মেরামতির কাজ শেষ হতে পারে। 

WB News Live Updates: বৃষ্টিতে জলমগ্ন এলাকা, দেখা নেই কাউন্সিলরের ; প্রতিবাদে কড়াই-উনুন নিয়ে অবরোধ শিলিগুড়িতে

বৃষ্টিতে জলমগ্ন এলাকা। দেখা নেই স্থানীয় কাউন্সিলর বা পুরসভার প্রতিনিধিদের। প্রতিবাদে কড়াই উনুন নিয়ে পথ অবরোধ শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অবরোধের ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার একটি রাস্তা বন্ধ হয়ে রয়েছে দীর্ঘক্ষণ। এলাকায় পুরসভার আধিকারিক এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

West Bengal News Live Updates: গরু পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল সায়গল হোসেনকে

গরু পাচার মামলায় আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এই মামলায় তাঁকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। সায়গল হোসেনের মুর্শিদাবাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির অভিযোগ উঠেছে। এই মামলায় অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

WB News Live Updates: গ্রামে বিদ্যুত্‍ না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ হবিবপুরে

গ্রামে বিদ্যুত্‍ না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এই ঘটনা মালদার হবিবপুরের। বিক্ষোভকারীদের অভিযোগ, হুড়াবাড়ি, গোপালনগর সহ ৫টি গ্রামে গত ৫ দিন ধরে বিদ্যুত্‍ নেই। বিদ্যুত্‍ না থাকায় মিলছে না পানীয় জল। অবিলম্বে বিদ্যুত্‍ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজ সকালে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে হবিবপুর থানার পুলিশ। বিদ্যুত্‍ দফতরের দাবি, বিদ্যুতের তার চুরি যাওয়ায় এই বিপত্তি।  

West Bengal News Live Updates: আদালতে হাজিরা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় উপযুক্ত রিপোর্ট না পাওয়ায় এসএসসি চেয়ারম্যানকে তলব। গত ২ জুন হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা।
আদালতে হাজিরা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ‘ডেটারুম সিবিআই-এর হাতে, শুধু ঢোকার অনুমতি দিলেই রিপোর্ট দেওয়া সম্ভব নয়’। ‘ফের ইনস্টল করতে হবে হার্ডডিস্ক ও সফটওয়্যার’। ‘একটি ইউপিএস কাজ করছে না, আরেকটি ইউপিএস-এর মাধ্যমে কাজ হচ্ছে’। ‘কাজ করছে না তিনটি সার্ভারের মধ্যে একটি’। আদালতে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

WB News Live Updates: মহারাষ্ট্রে জোট সরকারের সঙ্কটে বিজেপির কোনও ভূমিকা নেই, দাবি দিলীপের

মহারাষ্ট্রে জোট সরকারের সঙ্কটে বিজেপির কোনও ভূমিকা নেই। আজ এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ওদের সরকার ওরা ভাঙছে। তবে বিজেপির কাছে কেউ সাহায্য চাইলে তা দেওয়া হবে বলে জানান তিনি।

West Bengal News Live Updates: গরু পাচার মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, গত মঙ্গলবার দিল্লিতে ইডি-র দফতরে তলব করা হয় দেবকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে। সে বিষয়ে দেবের বয়ান রেকর্ড করা হয়। যাচাই করা হয় তথ্য। এর আগে সিবিআই-ও জিজ্ঞাসাবাদ করেছে দেবকে।

WB News Live Updates: ফের দাম বাড়ল মুরগির মাংস ও ডিমের

ফের মুরগির মাংস ও মুরগির ডিমের দাম বাড়ল। আজ কলকাতার খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি ২৬০ থেকে ২৭০ টাকা। ডিমের দামও সাড়ে ৬ টাকা ছুঁয়েছে। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে। 

West Bengal News Live Updates: দুর্বল মৌসুমী বায়ু, আপাতত ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গকে

বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ, দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

WB News Live Updates: নিয়োগ বিতর্কের মধ্যেই কল্যাণময়ের মেয়াদ আর বাড়াল না সরকার

নিয়োগ বিতর্কের মধ্যেই কল্যাণময়ের মেয়াদ আর বাড়াল না সরকার। নতুন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গঠিত নতুন কমিটি। 

West Bengal News Live Updates: স্বেচ্ছাচারিতার অভিযোগ, মেদিনীপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই পঞ্চায়েত সদস্যদের

স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই পঞ্চায়েত সদস্যরা। তা নিয়ে সরগরম মেদিনীপুরের শিরোমণি গ্রাম পঞ্চায়েত। কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। আলোচনার মাধ্যমে অসন্তোষ মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

WB News Live Updates: ফের নাম বদল বিতর্ক, মালদায় গনিখান চৌধুরীর তৈরি করা পার্কের নাম বদলে দিল রেল

ফের নাম বদল বিতর্ক। মালদায় প্রাক্তন প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরীর তৈরি করা পার্কের নাম বদলে দিল রেল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে কিছু বলতে নারাজ মালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। 

West Bengal News Live Updates: আম আদমি পার্টিতে যোগ দিতে চান প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ

সাড়া দেয়নি তৃণমূল। এবার আম আদমি পার্টিতে যোগ দিতে চান প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। একাধিক দল ঘুরে এবার আপে যাওয়ার মনস্থির করায় লক্ষ্মণ শেঠকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল-বিজেপি। আপ জানিয়েছে, লক্ষ্ণণ শেঠ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

WB News Live Updates: নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এবার নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ। বিদেশিদের প্রতারণা, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস।
বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টাকা।

প্রেক্ষাপট

কলকাতা : ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! ‘কুলটির (Kulti) প্রতি ওয়ার্ড থেকে ২টি করে বাস ভর্তি লোক আনতে হবে। যে কাউন্সিলর করতে পারবে না, তার ওয়ার্ডে কাজ বন্ধের ব্যবস্থা হবে’, কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির (TMC Block President) হুমকির ভিডিও ভাইরাল (Video Viral)। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি। 


Paresh Adhikari : বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ। নাম না করে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান মন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন কোচবিহারের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। যদিও প্রতিক্রিয়া মেলেনি পরেশ অধিকারীর।


Purba Medinipur : প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে আধুনিকমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে তোলা হচ্ছে ৩৯৫টি সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের রোগীদের কথায় কথায় যাতে জেলা, মহকুমা বা ব্লক হাসপাতালে দৌড়তে না হয়, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কিন্তু তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।


Kalyanmoy Ganguly : কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন। নিয়োগ বিতর্কের মধ্যেই অপসারিত কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনায় নতুন কমিটি ঘোষণা। বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়। 


Narendrapur : এবার নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ। বিদেশিদের প্রতারণা, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস, গ্রেফতার ৪ । বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টাকা। 


West Bengal Police : ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের উন্নয়নে পদক্ষেপ। তৈরি হবে WBPS ওয়েলফেয়ার ফোরাম। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভাতা বৃদ্ধি, পদোন্নতি-সহ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.