WB News LIVE Blog: দীপাবলিতে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা মমতার , দমকা হাওয়ায় রাজ্যের একাধিক পুজো প্যান্ডেল ক্ষতিগ্রস্ত

Get the latest West Bengal News and Live Updates: দিনভর রাজ্যজুড়ে কোথায় কী ঘটছে, জেনে নিন গুরুত্বপূর্ণ খবরের সমস্ত আপডেট

ABP Ananda Last Updated: 24 Oct 2022 11:12 PM
West Bengal News Live: ২৬৩ বছরে পা দিল টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের পুজো

টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এবার ২৬৩ বছরে পা দিল এখানকার পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে করুণাময়ী কালীমন্দির।

WB News Live Updates: মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে

শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

West Bengal News Live: ভাটপাড়ায় কালীপুজোর মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে লক্ষ্য করে গুলি

ভাটপাড়ায় কালীপুজোর মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রাজ পাণ্ডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। তাঁর হাতে গুলি লেগেছে। গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে গুলি চলে।কাউন্সিলরের অভিযোগ, ৩টি বাইকে চড়ে এসে মণ্ডপে বসে থাকা তাঁর ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হামলার কারণ জানা যায়নি।  

WB News Live Updates: প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির

প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির। জনশ্রুতি, করলা নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভবানী পাঠক। দেবী চৌধুরানি ছিলেন বাংলাদেশের জমিদার বংশের মেয়ে, বিয়ের পর শ্বশুরবাড়ি তাঁকে মেনে না নেওয়ায় তিনি চলে আসেন ভবানী পাঠকের মন্দিরে। স্থানীয়দের দাবি, শক্তির উপাসনার পর ডাকাতি করতে বেরোতেন দেবী চৌধুরানি। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে দেবী চৌধুরানির এই মন্দিরে কালীপুজো চলবে সারা রাত ধরে। প্রথমে মূল পুজো, তারপর হবে বলি। ভোগ হিসেবে নিবেদন করা হবে সাদা ভাত, পাঁচ রকম ভাজা, শাক ভাজা, শোল, বোয়াল মাছ, পায়েস, চাটনি ও মিষ্টি। 

West Bengal News Live: বাড়ির কালীপুজোয় ভোগও রাঁধলেন মমতা

সারা বছর তুমুল ব্যস্ততা৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে৷ এসবের মাঝেই বাড়ির কালীপুজোয় নিজে দাঁড়িয়ে থেকে পুজোর তদারকি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাঁধলেন ভোগও৷

WB News Live Updates: মোকাবিলায় প্রস্তুত পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দীপাবলিতেও দুর্যোগ। মোকাবিলায় প্রস্তুত পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি সরেজমিনে কন্ট্রোলরুমে যান তিনি। 

West Bengal News Live: ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা মমতার

কালীপুজোর মাঝেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং । এই দুর্যোগের আশঙ্কার মাঝে বাংলাদেশে ল্যান্ডফল হওয়ার কথা উল্লেখ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৫ অক্টোবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দনবন-সহ যেসকল এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সকল এলাকায় সরকারের তরফে বন্দ্যোবস্ত করা হয়েছে। সেগুলিকে পুরোপুরি সহযোগিতা করতে এদিন সবাইকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী । এদিন মমতা বলেন,  'একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সুতরাং সকলে কালীপুজোতে আনন্দ করুন, দীপাবলি করুন। কিন্তু দেখে রাখবেন, ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো। অল্প বৃষ্টি হলে, ঠিক আছে, আপনি গেলেন, ঘুরলেন, চলে আসলেন। তবে ওয়েদারটা কাল ভোর থেকে আরও বেশি খারাপ হবে। '

WB News Live Updates: প্রবল হাওয়ায় হেলে পড়ল কালীপুজোর প্যান্ডেল

প্রবল হাওয়ায় হেলে পড়ল কালীপুজোর প্যান্ডেল। আলিপুরদুয়ার সবুজ সঙ্ঘের পুজো প্যান্ডেল ক্ষতিগ্রস্ত। সরিয়ে নেওয়া হয়েছে দুই প্রতিমা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।


 

West Bengal News Live: ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা

অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তী। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা।যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল। 

WB News Live Updates: ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল

কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দির। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। জনশ্রুতি, ঠনঠনিয়া কালীমন্দিরে আসতেন শ্রী রামকৃষ্ণ। কালীপুজো উপলক্ষ্যে বিশেষ পুজো নয়, প্রতিদিনের মতো নিত্যপুজোই হয় ঠনঠনিয়া কালীমন্দিরে। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা।

West Bengal News Live: আসছে সিত্রাং, নৈহাটিতে ভেঙে পড়ল কালীপুজোর প্যান্ডেলের গেট

আসছে সিত্রাং, জেলায় জেলায় বৃষ্টি, বাড়ছে হাওয়ার গতি।উল্লেখ্য, হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকেই চার জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার। তার মধ্যেই নৈহাটিতে  ভেঙে পড়ল কালীপুজোর প্যান্ডেলের গেট। 

WB News Live Updates: ৪০০ বছরেরও বেশি সময় ধরে দেবীর পুজো হয়ে আসছে পূর্ব বর্ধমানে

কালী ঠাকুরেরা চার বোন। থাকেন বর্ধমানের এক গ্রামে। 'কালী গ্রাম' নামেই পরিচিত এই গ্রাম। বড়মা, মেজমা, সেজমা, ছোটমা। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে ৪০০ বছরেরও বেশি সময় ধরে এই নামে দেবীর পুজো হয়ে আসছে। এই চার বোন ছাড়াও গোটা গ্রামে রয়েছে কমবেশি ১০০ টি কালী। সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, ক্ষ্যাপা মা, আনন্দময়ী মা ইত্যাদি ভিন্ন নামে মা কালী এখানে পূজিত হন। এই জন্য এই গ্রাম মানুষের কাছে 'কালী গ্রাম' নামেই পরিচিত।

West Bengal News Live: উৎসবের মধ্যেই বানতলা লেদার কমপ্লেক্সে আগুন

উৎসবের মধ্যেই বানতলা লেদার কমপ্লেক্সে আগুন, ১১জন উদ্ধার। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। ছাদে আটকে পড়া ১১ জনকে উদ্ধার করল দমকল।

WB News Live Updates: সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা

সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা। দমকা হাওয়ায় মাছের বাজারে প্রায় ২০ টি দোকানের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। ৬ জন আহত হন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় আরও অনেকে বাজারে ছিলেন। ফলে বড়সড় বিপদ ঘটতে পারত। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটির কাছে বারবার জানানো সত্ত্বেও মাছের বাজারের ছাউনি সারানো হয়নি। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ হাওয়ার দাপটে দুর্বল ছাউনিগুলো ভেঙে পড়ে। 

West Bengal News Live: রায়গঞ্জের করুণাময়ী আদি কালীবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনি, লোকশ্রুতি

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করুণাময়ী আদি কালীবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনি, লোকশ্রুতি। এখানে পুজো করেন সাধক বামাক্ষেপার বংশধরেরা। এবছরও পুজো উপলক্ষে ভক্ত সমাগম হয় করুণাময়ী আদি কালীবাড়ির মন্দিরে।  

WB News Live Updates: প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির

প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির। জনশ্রুতি, করলা নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভবানী পাঠক। দেবী চৌধুরানি ছিলেন বাংলাদেশের জমিদার বংশের মেয়ে, বিয়ের পর শ্বশুরবাড়ি তাঁকে মেনে না নেওয়ায় তিনি চলে আসেন ভবানী পাঠকের মন্দিরে। স্থানীয়দের দাবি, শক্তির উপাসনার পর ডাকাতি করতে বেরোতেন দেবী চৌধুরানি। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে দেবী চৌধুরানির এই মন্দিরে কালীপুজো চলবে সারা রাত ধরে। প্রথমে মূল পুজো, তারপর হবে বলি। ভোগ হিসেবে নিবেদন করা হবে সাদা ভাত, পাঁচ রকম ভাজা, শাক ভাজা, শোল, বোয়াল মাছ, পায়েস, চাটনি ও মিষ্টি। 

West Bengal News Live: দাঁতনে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির নির্মীয়মাণ অংশে বিস্ফোরণের ঘটনা ঘটল

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির নির্মীয়মাণ অংশে বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল দেওয়াল। পাশের বাড়ির দেওয়ালেও ফাটল ধরে। তৃণমূলের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও। কী থেকে বিস্ফোরণ, তদন্ত শুরু করেছে পুলিশ। 

WB News Live Updates: সরশুনার ত্রিভুবন ক্লাব, এবারের পুজো পা দিল ৩৮ বছরে

সরশুনার ত্রিভুবন ক্লাব। এবারের পুজো পা দিল ৩৮ বছরে। পুজোর থিম ওঁ শান্তি। অশান্ত পৃথিবীতে শান্তি স্থাপন হোক, এটাই কামনা ক্লাব সদস্যদের। আলোক আনন্দ সম্মানে ভূষিত ত্রিভুবন ক্লাব।

West Bengal News Live: স্বর্ণসাজে সজ্জিতা দেবী। মায়ের গায়ে কোটি কোটি টাকার গয়না

স্বর্ণসাজে সজ্জিতা দেবী। মায়ের গায়ে কোটি কোটি টাকার গয়না। কালীপুজোয় এভাবেই সেজে ওঠেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষেপি মা। ৪ কেজি সোনার গয়না ও ৫ কেজি রুপোর গয়না পরিয়ে এদিন মাকে সাজানো হয়। পুলিশি পাহারায় ব্যাঙ্কের লকার থেকে আনা হয় গয়না। কথিত আছে, প্রায় ৪০০ বছর আগে এই এলাকায় জঙ্গল ছিল। দস্যুরা মা কালীর পুজো শেষে ডাকাতি করতে যেত। ডাকাতের হাত ধরে শুরু হওয়া পুজো, এখন পরিণত হয়েছে সর্বজনীন পুজোয়। 

WB News Live Updates: দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা

দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে করুণাময়ী কালীর আরাধনা। সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু হয়। রাতভর পুজো চলবে। রীতি মেনে ফল বলির আয়োজন করা হয়েছে। চৈত্র সংক্রান্তি ও কালীপুজো, বছরে এই দু’দিন লেক কালীবাড়িতে ঘট বিসর্জন হয়। সন্ধেয় নতুন ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো হবে। এটাই লেক কালীবাড়ির বৈশিষ্ট্য।কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লেক কালীবাড়িতে ভক্তের ঢল।

West Bengal News Live:কালীপুজোয় সেজে ওঠেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষেপি মা।

স্বর্ণসাজে সজ্জিতা দেবী। মায়ের গায়ে কয়েক কোটি টাকার গয়না। কালীপুজোয় এভাবেই সেজে ওঠেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষেপি মা। দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। ডাকাতদের হাত ধরে যে পুজোর শুরু, তাই এখন সর্বজনীন হয়ে উঠেছে।

WB News Live Updates: ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে উচ্চ প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের ধর্নার ১২৫ দিন

কালীপুজো উপলক্ষ্যে শহরজুড়ে যখন আলোর রোশনাই,  ওঁদের জীবনে তখন শুধুই অমাবস্যার অন্ধকার। দীপাবলি কাটছে আঁধারেই। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে উচ্চ প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের ধর্না এদিন ১২৫ দিনে পড়ল। রিলে অনশন চলছে ৭০ দিন ধরে। আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। এর পাশেই রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ। এদিন তাঁরা নাটকের মাধ্যমে নিয়োগ দুর্নীতি ও চাকরি-বঞ্চনার প্রতিবাদ জানাবেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ৬৮ দিনে পড়ল গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। 

West Bengal News Live: তারাপীঠে শক্তির আরাধনা

তারাপীঠে শক্তির আরাধনা৷ রীতি মেনে পুজো৷ আলোর মালায় সেজেছে গোটা মন্দির৷ পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো৷ মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। কালীপুজোর দিন তারা মাকে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন করা হয়৷ ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি৷ আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।


 

WB News Live Updates: কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল

কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দির। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। জনশ্রুতি, ঠনঠনিয়া কালীমন্দিরে আসতেন শ্রী রামকৃষ্ণ। কালীপুজো উপলক্ষ্যে বিশেষ পুজো নয়, প্রতিদিনের মতো নিত্যপুজোই হয় ঠনঠনিয়া কালীমন্দিরে। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা।

অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা

অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকাল ৭টার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা। কথিত আছে, এখানে না এলে তন্ত্রসাধনা সম্পূর্ণ হয় না। কলিযুগের স্বর্গ হিসেবে পরিচিত মা কামাখ্যার মন্দির। মায়ের মূল মন্দির তৈরি করেছিলেন কোচবিহারের মহারাজা নরনারায়ণ। বাকি অংশের নির্মাণ করেন অহম রাজারা। কামাখ্যা মন্দিরে এদিন রাত পর্যন্ত মহাযজ্ঞ চলে। মন্দিরের মধ্যে দশটি নামী আখড়ায় প্রথা মেনে যজ্ঞের আয়োজন করা হয়। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় কামাখ্যায় যজ্ঞ করেছিলেন। পুজো ও যজ্ঞ দেখতে ভক্তের সমাগম মন্দিরে। 

WB News Live Updates: সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা

সল্টলেকের বৈশাখী বাজারে দুর্ঘটনা। ঝোড়ো হাওয়ায় দাপটে মাছের বাজারে প্রায় ২০টি দোকানের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। ৬ জন আহত হন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় আরও অনেকে বাজারে ছিলেন। ফলে বড়সড় বিপদ ঘটতে পারত। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার কমিটির কাছে বারবার জানানো সত্ত্বেও মাছের বাজারের ছাউনি সারানো হয়নি। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ হাওয়ার দাপটে দুর্বল ছাউনিগুলো ভেঙে পড়ে। বাজার কমিটির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: স্বর্ণসাজে সজ্জিতা দেবী। মায়ের গায়ে কোটি কোটি টাকার গয়না

স্বর্ণসাজে সজ্জিতা দেবী। মায়ের গায়ে কোটি কোটি টাকার গয়না। কালীপুজোয় এভাবেই সেজে ওঠেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ক্ষেপি মা। ৪ কেজি সোনার গয়না ও ৫ কেজি রুপোর গয়না পরিয়ে এদিন মাকে সাজানো হয়। পুলিশি পাহারায় ব্যাঙ্কের লকার থেকে আনা হয় গয়না। কথিত আছে, প্রায় ৪০০ বছর আগে এই এলাকায় জঙ্গল ছিল। দস্যুরা মা কালীর পুজো শেষে ডাকাতি করতে যেত। ডাকাতের হাত ধরে শুরু হওয়া পুজো, এখন পরিণত হয়েছে সর্বজনীন পুজোয়। 

WB News Live Updates: আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে

আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো।

West Bengal News Live: দুর্যোগের আশঙ্কা নিয়েই আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা

দুর্যোগের আশঙ্কা নিয়েই আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। আলোর উৎসবে মাতোয়ারা তিলোত্তমা কলকাতাও। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও থিমের হিড়িক। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

WB News Live Updates: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির

একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল উদয়পুরের মাতারবাড়ির এই মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২২ বছরের পুরনো মন্দিরকে ঘিরে প্রতিবার দীপাবলি উত্সব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। 

West Bengal News Live: সাগর থেকে ৪৩০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সিত্রাং

সাগর থেকে ৪৩০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সিত্রাং। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ। ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় সিত্রাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 

WB News Live Updates: একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির

একান্ন পীঠের অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। কথিত আছে, এখানে মায়ের গলার নলি পড়েছিল। আজ নলাটেশ্বরী মাকে রাজবেশে সাজিয়ে ভোরবেলায় মঙ্গলারতি করা হয়। এরপর মায়ের পুজো শুরু। সারাদিন ধরে পুজো চলে।কালীপুজোর দিন দূর-দূরান্ত থেকে নলাটেশ্বরী মন্দিরে ভিড় করেছেন ভক্তরা।

West Bengal News Live: টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির, এবার ২৬৩ বছরে পা দিল এখানকার পুজো

টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এবার ২৬৩ বছরে পা দিল এখানকার পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে করুণাময়ী কালীমন্দির।

WB News Live Updates: কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল

কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে ঠনঠনিয়া কালীমন্দিরে ভক্তের ঢল। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দির। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। জনশ্রুতি, ঠনঠনিয়া কালীমন্দিরে আসতেন শ্রী রামকৃষ্ণ। কালীপুজো উপলক্ষ্যে বিশেষ পুজো নয়, প্রতিদিনের মতো নিত্যপুজোই হয় ঠনঠনিয়া কালীমন্দিরে। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা।

West Bengal News Live: অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা

অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে প্রতিবারের মতো এবারও মায়ের সাড়ম্বর আরাধনা। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। শ্রেষ্ঠ সতীপীঠ হিসেবে পরিচিত কামাখ্যা। একান্ন পীঠের অন্যতম কামাখ্যায় মায়ের যোনি পড়েছিল বলে কথিত। সারা দেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এদিন দেবী মাকে মহাস্নান করিয়ে, ষোড়শপচারে ভোগ নিবেদন করা হয়। এরপর মহা বলিদান। মাছ ভোগ ও বলিদানের মহপ্রসাদ ভোগও নিবেদন করা হয় মাকে। সকাল ৭টার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এখানে শুধু দর্শন নয়, মাকে স্পর্শ করে পুণ্যলাভ করতে আসেন ভক্তরা।

WB News Live Updates: তারাপীঠে শক্তির আরাধনা৷ রীতি মেনে পুজো

তারাপীঠে শক্তির আরাধনা৷ রীতি মেনে পুজো৷ আলোর মালায় সেজেছে গোটা মন্দির৷ পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। এদিন চুনরি পরানো হল মাকে।এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো৷ মাকে দেওয়া হয় শীতল ভোগ। মশ

West Bengal News Live: দুর্যোগ-আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে

দুর্যোগ-আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। এই মুহূর্তে  অবস্থান করছে সাগর দ্বীপের ৫০০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের বরিশাল থেকে ৬৫০ কিলোমিটার দূরে। আগামী ১২ ঘণ্টায় এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 

WB News Live Updates: গোষ্ঠীবিবাদ নিয়ে বিস্ফোরক বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি

<<বিরোধীরা নয়, দলে যারা আছে, তারাই এখন শত্রু! দলের গোষ্ঠীবিবাদ নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি। যে মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জলঘোলা। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতা কর্মীদের ভাবমূর্তি ঠিক রাখার বার্তা দিলেন রাজ্যের আরও এক মন্ত্রী

এবার পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতা কর্মীদের ভাবমূর্তি ঠিক রাখার বার্তা দিলেন রাজ্যের আরও এক মন্ত্রী। কে কোথা থেকে দাঁড়াবেন ঠিক করবে নেতৃত্ব, জানিয়ে দিলেন রথীন ঘোষ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রেক্ষাপট

কলকাতা: আজ কালীপুজো।  দক্ষিণেশ্বর, তারাপীঠ, কামাখ্যায় বিশেষ পুজো। উত্‍সবের মেজাজে দেশবাসী। সরয়ূ তীরে ২০ লক্ষ প্রদীপ, গিনেস বুকে অযোধ্যার দীপোৎসব। 


 ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ধেয়ে আসছে উপকূলের দিকে, ল্যান্ডফল বাংলাদেশে। কালীপুজো ও পরের দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।


ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় বন্ধ ফেরি সার্ভিস। পর্যটন কেন্দ্রে বন্ধ বিনোদন বন্ধ।


চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য খাদ্যমন্ত্রীর।পাল্টা আন্দোলনকারীরা।


তৃণমূলকে টাকা দেওয়াই কি বিশেষ পদ্ধতি ? খোঁচা বিকাশের। প্রক্রিয়া আগে ছিল, এখন শুধু চুরি, আক্রমণ সুকান্তর। টাকা দিলেই চাকরি, কটাক্ষ অধীরের। 


নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপসকে ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। ক্রস ভেরিফিকেশন পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ। 


গরুপাচার মামলায় দিল্লিতে জেরা সায়গলকে। ইডিকে চার্জশিট সহ ৫০০ পাতার নথি তুলে দিল সিবিআই। খতিয়ে দেখা হবে আর্থিক লেনদেনের অভিযোগ।


গরুপাচার তদন্তের মধ্যেই ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা। শীতলকুচিতে পাচার রুখল বিএসএফ। ডোমজুড়ে গরুচোর সন্দেহে পোস্টে বেঁধে বেধড়ক মার।


স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দেওয়ার বার্তা খাদ্যমন্ত্রীর।


দুর্নীতির দায় তৃণমূলের সুপ্রিমোকেই নিতে হবে। কটাক্ষ বিজেপির। মমতাকে সামনে রেখেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চেয়েছেন, প্রতিক্রিয়া কুণালের।


সিউড়িতে দুই তৃণমূল কাউন্সিলের সঙ্গে ছবি পোস্ট শুভেন্দু অধিকারীর। বিজেপিতে নয়, তৃণমূলেই আছি। দাবি কাউন্সিলর উজ্জ্বলের। প্রতিক্রিয়া মেলেনি কুন্দন দের।


সিএবির ভোটে লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ দিনেও জমা দিলেন না মনোনয়ন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.