West Bengal News Live Updates: 'পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
জেলা কমিটি ঘিরে অসন্তোষ। শিলিগুড়িতে একযোগে বিজেপির জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন ৩০ জন। তালিকায় রয়েছেন ফাঁসিদেওয়ার বিধায়কও। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।
'পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু সিবিআইয়ের কোনও নোটিস পাননি। সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, সিবিআইয়ের এরকম কোনও নোটিস পাননি', দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ৩১ অগাস্ট পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে তলব, সিবিআই সূত্রে খবর । ৩১ অগাস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে সুজিত বসুকে তলব, সিবিআই সূত্রে খবর। আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি, দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর।
এবার এবিভিপির মিছিলে উঠল গোলি মারো স্লোগান। গ্রেফতার করা উচিত, আক্রমণ কুণালের। ঘুম ভাঙুক রাজ্যের, পাল্টা বিজেপি।
রাজ্য় সরকারের নীতি শ্রমিকদের পরিযায়ী হওয়ার ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে। মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই মন্তব্য় করলেন রাজ্য়পাল। উনি উপ রাষ্ট্রপতির দৌড়ে আছেন, কটাক্ষ করেছে তৃণমূল। নিহতদের পরিবার পিছু ১ জনের চাকরির দাবিতে এদিন রাজ্য়পালের কাছে ডেপুটেশন দেয় কংগ্রেসের প্রতিনিধি দল।
এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রপচার। এক রোগীর শরীরে একইসঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়া বসিরহাটের বাসিন্দার অঙ্গ প্রতিস্থাপন করা হল কালীকাপুরের বাসিন্দা রোগীর শরীরে।
যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা। মালদা যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ওয়ার্ক অর্ডারে সই হলেও, শুরু হল না কাজ
এবার এবিভিপির মিছিলে 'গোলি মারো' স্লোগান। এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিলে 'গোলি মারো' স্লোগান। ২০২০-তে শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনকারীদের আক্রমণে 'গোলি মারো' স্লোগান শোনা গিয়েছিল অনুরাগ ঠাকুরের গলায় ।
যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। '৯ অগাস্ট রাতে র্যাগিং হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে'
'প্রায় র্যাগিং হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে, র্যাগিং রোধে কর্তৃপক্ষের পদক্ষেপে খামতি রয়েছে', বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য: সূত্র। অন্তর্বর্তীকালীন রিপোর্ট আজ জমা পড়ল উপাচার্যর কাছে। প্রায় ১৪০ জনের বয়ান রেকর্ড করেছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, খবর সূত্রের। ক্যামেরাবন্দি করা হয়েছে বয়ান, উত্তর নেওয়া হয়েছে লিখিত আকারেও, খবর সূত্রের।
বিধানসভায় বাকবিতণ্ডায় জড়ালেন অরূপ বিশ্বাস ও অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিধানসভায় অরূপ-অগ্নিমিত্রা তর্কাতর্কি।আসানসোলে লোডশেডিংয়ের অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হন বিজেপি বিধায়ক। রাজ্যে কোথাও এক মিনিটের জন্যও লোডশেডিং হয় না, পাল্টা দাবি অরূপ বিশ্বাসের । 'পুজোর আগে লাইন মেরামতির জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল', সেটাও আগাম মানুষকে জানানো হয়, আপনি এলাকায় থাকেন না বলে জানেন না, অগ্নিমিত্রাকে জবাব অরূপের । আজ নদীর পাড় দখলের অভিযোগ নিয়ে বিধানসভায় বক্তব্য পেশ করছিলেন অগ্নিমিত্রা। সে সময় গতকালের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রাকে আক্রমণ অরূপ বিশ্বাসের। 'অগ্নিমিত্রা গতকাল অভিযোগ করেছিলেন, আসানসোলে বিদ্যুৎ থাকে না, ওখানে কাজের জন্য কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল', উনি নানা কাজে ব্যস্ত থাকেন, ওনার দেখার সময় হয় না, বিধানসভায় বলেন অরূপ বিশ্বাস। আমি বলেছিলাম বিদ্যুৎ থাকে না, তাহলে সেটা মেনে নিলেন আপনি, পাল্টা জবাব অগ্নিমিত্রার। রাজ্য বিদ্যুৎ উৎপাদনে এক নম্বরে রয়েছে, আপনারা স্বীকার করেন না, পাল্টা অরূপ বিশ্বাস ।
শক্তিগড়ে ফের শ্য়ুটআউট। গাংপুরে, জাতীয় সড়কের গায়ে সোনার দোকানে ঢুকে গয়না লুঠের চেষ্টা। বাধা দিলে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি চালায় দুষকৃতীরা। সূত্রের খবর, বুকে গুলি লেগেছে তাঁর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। তবে এখনও ধরা পড়েনি দুই দুষ্কৃতী। তাদের খোঁজে শুরু হয়েছে নাকা চেকিং।
দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যমৃত্যুতে নতুন মোড়। হস্টেলের ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল, দাবি কলেজ কর্তৃপক্ষের। আত্মহত্যা নয়, নেপথ্যে অন্য কোনও রহস্য থাকতে পারে, দাবি মৃতের বাবার।
লিপস অ্য়ান্ড বাউন্ডসে কেন্দ্রীয় এজেন্সির ইডির তল্লাশি ঘিরে এবার নতুন মোড়। তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। যার সঙ্গে লিপস অ্য়ান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। এই চাঞ্চল্য়কর অভিযোগে লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল লিপস অ্য়ান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি তল্লাশির পর ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি করা হয়, লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
ফের শহরে মরণোত্তর দেহদানের নজির। পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হয় বসিরহাটের ব্যবসায়ী জগদীশ মণ্ডলের। এরপরেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। জগদীশ মণ্ডলের ৬টি অঙ্গ দানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ১টি কিডনি ও লিভার দান করা হয়েছে এসএসকেএম-এর এক রোগীকে। স্কিন এবং কর্নিয়া সংরক্ষিত থাকবে এসএসকেএম-এর ব্যাঙ্কে। হৃদযন্ত্র পাঠানো হচ্ছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।
দমদম চিড়িয়া মোড়ে পুলিশ কোয়ার্টারে ট্রাফিক সার্জেন্টের রহস্যমৃত্যু। দরজা ভেঙে ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার । মৃত ট্রাফিক সার্জেন্টের নাম সৌরভ দত্ত, কর্মরত ছিলেন ইস্ট ট্রাফিক গার্ডে ।
বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। গন্ডগোলের জেরে জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনের কাজ শিকেয়। জেলা পরিষদে ৫৬টির মধ্যে ৫৫টি আসন জিতেছে তৃণমূল। তাও জেলা পরিষদ গঠন করতে হিমসিম তৃণমূলের। ৯টি স্থায়ী সমিতির মাথায় কে বসবেন, তা নিয়ে চলছে দড়ি টানাটানি। আজ সমিতির কর্মাধ্যক্ষদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। আমন্ত্রণ সত্ত্বেও হাজির হননি অধিকাংশ সদস্য। বিক্ষুব্ধদের অভিযোগ, কর্মাধ্যক্ষ কে হবেন তা আগে ঠিক করতে হবে। নাম দেখে তবে হাজির হবার প্রশ্ন, বলছেন বিক্ষুব্ধরা। জেলা পরিষদ গঠন না হওয়ায়, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। এর আগে জেলা পরিষদে সভাধিপতি, সহ-সভাধিপতি নিয়োগ নিয়েও বেঁধেছিল গোলমাল। তখনকার মতো আলোচনার ভিত্তিতে সমস্যা মিটলেও, এখন কর্মাধ্যক্ষ নিয়ে নতুন জটিলতা।
শুভেন্দুকে নিশানা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহার। 'যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন ? সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না?' আলিপুর কোর্ট থেকে বেরনোর সময় প্রশ্ন ধৃত তৃণমূল বিধায়কের ।
ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। 'তদন্তের অগ্রগতি কোথায়? একমাস আগে শেষ রিপোর্ট দিয়েছিলেন' একমাস ধরে কি আর কোনও তদন্ত হয়নি? সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। জেলে একজন বন্দিকে রাখতে সরকারের কত খরচ হয় জানেন ? সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারকের ।
বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এবিভিপির। আটক বেশ কয়েক জন এবিভিপি সমর্থক। গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল ।
যাদবপুরের ঘটনায় তিন ছাত্র ইউনিয়নকে পার্টি করে নোটিস। ছাত্রদের বক্তব্য শুনতে ছাত্র ইউনিয়নকে মামলায় পার্টি করতে নোটিস হাইকোর্টের। কিছুক্ষণ আগে তিন ইউনিয়নের নামে পাঠানো হয়েছে নোটিস
বিজেপির 'যাদবপুর বাঁচাও' মিছিল। পথে বিজেপি যুবমোর্চা ও এবিভিপি। গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল
ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। আরও একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা । কোনওমতে রক্ষা ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে বিপত্তি। সকাল ৮ টা ৫০ নাগাদ আলিপুরদুয়ার জংশনের দিকে যাওয়ার সময় কাফলিং ছিঁড়ে এগিয়ে গেল ইঞ্জিন। ১৪ বাই ১৬ নম্বর পিলারের কাছে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ই়ঞ্জিন। মেরামতির পর প্রায় আধ ঘণ্টা বাদে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। হাই স্পিডে চলতে চলতে হঠাৎ থমকে যায় ট্রেন। চূড়ান্ত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য়ে।
ছাত্রমৃত্যুর ১৫ দিন পরও যাদবপুরে বসল না সিসিটিভি। আজ সিসিটিভি বসানোর প্রস্তুতি শুরুর কথা থাকলেও কোথায় ক্যামেরা?এমন আবহাওয়ায় কবে সিসিটিভি বসবে জানি না, মন্তব্য যাদবপুরের রেজিস্ট্রারের।আজ এসেছি, ওয়ার্ক অর্ডারে সই করব, দেখা যাবে, মন্তব্য রেজিস্ট্রারের।ছাত্রমৃত্যুর পরও সিসিটিভি বসানো নিয়ে টালবাহানা কেন? উঠছে প্রশ্ন।
মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে় বাংলার ২৪ জন শ্রমিকের মৃত্যু। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ভাবনা রাজভবনের, জানালেন সিভি আনন্দ বোস।
ইডির নজরে এবার কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তা (Fraud Case)। ইডি সূত্রে দাবি, কলকাতায় কল সেন্টার প্রতারণা চক্রের চাঁই কুণাল গুপ্তা। দীর্ঘদিন দুবাইতে ছিল অভিযুক্ত। তাঁর নামে লুক আউট সার্কুলারও জারি করে রেখেছিল ইডি (ED)।
আলিপুরদুয়ারে সমবায়ে দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ। সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'মহিলা ঋণদান সমবায় সমিতি'তে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়, তদন্তে নামে সিআইডিও, গ্রেফতার করা হয় ৬ জনকে। সিবিআই-ইডির হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের অভিযোগকারীদের। সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। আরও একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা । কোনওমতে রক্ষা ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে বিপত্তি। সকাল ৮ টা ৫০ নাগাদ আলিপুরদুয়ার জংশনের দিকে যাওয়ার সময় কাফলিং ছিঁড়ে এগিয়ে গেল ইঞ্জিন। ১৪ বাই ১৬ নম্বর পিলারের কাছে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ই়ঞ্জিন। মেরামতির পর প্রায় আধ ঘণ্টা বাদে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। হাই স্পিডে চলতে চলতে হঠাৎ থমকে যায় ট্রেন। চূড়ান্ত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য়ে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বিভিন্ন এলাকায় ধস নেমে বিপত্তি। ধসে বিপর্যস্ত পাতাবুং। ধস নেমেছে তুকভার টি এস্টেট এলাকাতেও। ধসে চাপা পড়ে মৃত্যু হল বাবুলাম রাই নামে স্থানীয় বাসিন্দার।
১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক। অভিযোগ, সভার অনুমতিও দেয়নি পুলিশ। এই অবস্থায়, কলকাতা হাইকোর্ট থেকে খেজুরিতে সভা করার অনুমতি নিল বিজেপি। রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন যে, বিরোধীদের আটকাতে কেন বাচ্চাদের মত যুদ্ধ করছেন?
মোবাইল ফোন, হার্ড ডিস্কের পর এবার ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লিপস অ্যান্ড বাউন্ডস তদন্তে এবার ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি-র নজরে। এই সব অ্যাকাউন্টগুলির মধ্যে ৪ থেকে ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংস্থার নিজস্ব। বাকি অ্যাকাউন্টগুলি তাঁদের, যাঁরা বিভিন্ন সময় সংস্থার কর্ণধার ছিলেন। এই ১৪টি অ্যাকাউন্টের স্টটমেন্ট সংগ্রহ করেছে ইডি। প্রতিটি অ্যাকাউন্টের লেনদেন খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। কোনও সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ভুয়ো সংস্থার সঙ্গে লেনদেন হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রেললাইনে ধসের জেরে ব্যাহত রেল চলাচল। শিয়ালদা- বনগাঁ শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা। সকাল ৮ টা নাগাদ মছলন্দপুর ও হাবড়া স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরার দাবিতে সরব হলেও, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কলেজে বিরোধিতায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। আসবাব, সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। পড়ুয়াদের দাবিকে সমর্থন করেছেন তৃণমূল বিধায়ক।
র্যাগিং রুখতে এবার রাজ্য়ের বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে ইসরোর প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্য়োগ। মালদা যাওয়ার পথে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা রাজ্যপালের। চলন্ত ট্রেন থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথা, বোসের কথায় এটাই মোবাইল রাজভবন। রাজ্য়ে বিভিন্ন বিশ্ববিদ্য়ালয়ে কীভাবে প্রযুক্তির সাহায্য়ে র্যাগিং রোখা যায়, তা নিয়ে গতকালই কথা ইসরোর সঙ্গে। রাজভবন সূত্রে জানানো হয়েছে, ইসরো এই ব্যাপারে প্রযুক্তিগত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির মামলায়, CBI-EDকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, তিন বছর ধরে তদন্ত করছে সিআইডি। কিন্তু কাদের টাকা নিয়ে, কাদের ঋণ দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার থেকেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার সকালের হাওড়া-এনজেপি বন্দে ভারতের যাত্রা ঘিরে বিঘ্ন। বন্দে ভারতের যাত্রীদের নিয়ে রওনা দিল যুবা এক্সপ্রেস। স্পেশাল ট্রেন হলেও, বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ। বেশি টাকা দিয়ে টিকিট কেটেও কেন মিলবে না পর্যাপ্ত পরিষেবা? কেন দেওয়া হবে নিম্নমানের কোচ? প্রশ্ন যাত্রীদের। যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস নয়, জানাল রেল। কোচ পল্টালেও বাকি পরিষেবা একই থাকবে, আশ্বাস রেলের।
পরামর্শ দেওয়ার নামে কোম্পানির থেকে কোটি কোটি টাকা নিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। কোন পরামর্শের নামে এত টাকা লেনদেন ? আদৌ অস্তিত্ব আছে কোম্পানিগুলির ? খতিয়ে দেখছে ইডি।
২০১৬ থেকে পুর নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য সিবিআইয়ের হাতে। কী ভূমিকা ছিল দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান সুজিত বসু ও পুরপ্রধানের?
শান্তিপুর, কৃষ্ণনগর পুরসভার পর এবার দক্ষিণ দমদম পুরসভা। অয়ন শীলের সংস্থাকে কীভাবে পুর নিয়োগের টেন্ডার ? জানতে চায় সিবিআই।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের মন্ত্রীকে তলব। ৩১ অগাস্ট নিজাম প্যালেসে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের। চিঠি পেলে যাব, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
প্রেক্ষাপট
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রাজ্যের মন্ত্রীকে তলব। ৩১ অগাস্ট নিজাম প্যালেসে দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের। চিঠি পেলে যাব, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের।
- শান্তিপুর, কৃষ্ণনগর পুরসভার পর এবার দক্ষিণ দমদম পুরসভা। অয়ন শীলের সংস্থাকে কীভাবে পুর নিয়োগের টেন্ডার ? জানতে চায় সিবিআই।
- ২০১৬ থেকে পুর নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য সিবিআইয়ের হাতে। কী ভূমিকা ছিল দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান সুজিত বসু ও পুরপ্রধানের?
- পরামর্শ দেওয়ার নামে কোম্পানির থেকে কোটি কোটি টাকা নিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। কোন পরামর্শের নামে এত টাকা লেনদেন ? আদৌ অস্তিত্ব আছে কোম্পানিগুলির ? খতিয়ে দেখছে ইডি।
- কনসালটেন্সি ফার্মের আড়ালে অন্য খেলা ? নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে উদ্ধার হার্ড ডিস্কে বেশ কিছু কোম্পানির নাম, খবর ইডি সূত্রে।
- এথিক্যাল হ্যাকারের মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্ডসের ওয়েবসাইট থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি সুকান্তর। ইডি প্রতিহিংসাপরায়ণ কেন্দ্রের এজেন্ট, পাল্টা সৌগত।
- স্ট্রংরুমে ব্যালটে কারচুপির অভিযোগে মামলা, সিসিটিভি ফুটেজ সরেজমিনে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে মেখলিগঞ্জে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
- মাটিগাড়ায় সকুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। যোগীরাজ্যের মতো এনকাউন্টার দাওয়াই শুভেন্দুর। অরাজকতা তৈরির চেষ্টা, পাল্টা জয়প্রকাশ।
- খেজুরিতে শুভেনদুর সভা বাতিল করে প্রশ্নের মুখে পুলিশ। ১৪৪ ধারা জারির নির্দেশিকা খারিজ। বিরোধীদের আটকাতে বাচ্চাদের মত যুদ্ধ কেন? প্রশ্ন বিচারপতির। ২৬ অগাস্ট সভার অনুমতি।
- যাদবপুরকাণ্ডের পর এবার এসএসকেএমের লেডিস হস্টেলে নার্সিং পড় ুয়ার রহস্যমৃত্যু। শৌচাগার থেকে দেহ উদ্ধার। আজ ভবানীপুর থানায় তলব মৃতার বন্ধুকে।
- দুর্গাপুরে বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ছাত্রের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার। নেপথ্যে কোনও রহস্য? তদন্তে নিউটাউনশিপ থানার পুলিশ।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির দাবিতে সরব, স্বরূপনগরে বিরোধিতায় তাণ্ডব তৃণমূল ছাত্র পরিষদের! ভাঙচুর আসবাব, সিসি ক্যামেরা। পড়ুয়াদের দাবিতে সমর্থন তৃণমূল বিধায়কের!
- যাদবপুরকাণ্ডে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে প্রাক্তনী জয়দীপ ঘোষ। খারিজ জামিনের আবেদন। পুলিশকে বাধা ও গেট আটকানোর অভিযোগ। তথ্য গোপন করছেন জয়দীপ, খবর পুলিশ সূত্রে।
- যাদবপুরকাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে পৃথক তদন্ত করা যায় ? উপাচার্যকে দেখতে বললেন রাজ্যপাল। আজ থেকে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু, জানালেন উপাচার্য।
- র্যাগিংয়ের অভিযোগে কড়া পদক্ষেপ বিশ্বভারতীর। ৩ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার। ২ সেমেস্টার সাসপেন্ড। বিশ্ববিদ্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত।
- নির্বাচন না করার জের। ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করল বিশ্ব কুস্তি সংস্থা। সিদ্ধান্তের কথা জানিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি। বিপাকে ভারতীয় কুস্তিগিররা।
- এবার ভারতে নেইমার! এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ISL টিম মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে সৌদির আল হিলাল। আল হিলালের হয়েই এদেশে খেলবেন ব্রাজিলিয় তারকা।
- ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সুজিত সরকারের 'সর্দার উধম' মোট পাঁচটি বিভাগে সম্মানিত। ছটি বিভাগে সেরা আরআরআর। সেরা বাংলা ছবি কালকক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -