West Bengal News Live: হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 25 Jan 2024 10:32 PM
West Bengal News Live: হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল

হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল। মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ বদল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেল সব মামলা। বিচারপতি সৌমেন সেনের শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের বদলে শুনবেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ। সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা শুনবেন বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। 

WB News Live Updates: বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল মামলা

বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল মামলা। সব মামলা শুনবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ।

West Bengal News Live: এবার জেলাতেও অখিল গিরির বিরুদ্ধে বিদ্রোহ তৃণমূল নেতার

এবার জেলাতেও অখিল গিরির বিরুদ্ধে বিদ্রোহ তৃণমূল নেতার। 'অখিল গিরি যে ভাবে রাজনীতি করছেন, তাতে কোনও ভদ্রলোক তাঁর নেতৃত্বে কাজ করতে পারবে না। হিটলারি নেতৃত্ব চালাচ্ছেন অখিল ও তাঁর ছেলে', কারামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রামনগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। 

WB News Live Updates: জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব

জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব। নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হল পরিচয়পত্র। 

West Bengal News Live: রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড

রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড। দোষীসাব্যস্ত ৪ ডাকাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টের। গতবছর ২৯ অগাস্ট দিনেদুপুরে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়। গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। পুলিশ কুন্দন যাদব, ছোটু পাসোয়ান, রাজু পাসোয়ান ও রিকি পাসোয়ানকে গ্রেফতার করে। অপর দুষ্কৃতী মণিকান্ত যাদবের পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। 

WB News Live Updates: শিলিগুড়িতে রাহুল গাঁধীর সভা ঘিরে জটিলতা

শিলিগুড়িতে রাহুল গাঁধীর সভা ঘিরে জটিলতা। পরীক্ষার কারণ দেখিয়ে রাহুলের শিলিগুড়ির সভায় 'না'। ২৮ জানুয়ারি শিলিগুড়িতে রাহুলের সভায় অনুমতি দিচ্ছে না পুলিশ। দার্জিলিং অফিসে অধীরের সঙ্গে বৈঠকে কংগ্রেস নেতৃত্ব। 

West Bengal News Live: রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড

রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড। দোষীসাব্যস্ত ৪ ডাকাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টের। গতবছর ২৯ অগাস্ট দিনেদুপুরে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়।

WB News Live Updates: খুঁজে পাচ্ছে না পুলিশ, শেখ শাহজাহান কোথায় জানেন কারামন্ত্রী?

খুঁজে পাচ্ছে না পুলিশ, শেখ শাহজাহান কোথায় জানেন কারামন্ত্রী? ২০ দিন পার, কোথায় সন্দেশখালির মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? 'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান। অসুস্থ শেখ শাহজাহান, চিকিৎসার জন্য ভিন রাজ্যে', বলছেন অখিল গিরি।

West Bengal News Live: পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগ, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগ, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। মুদিয়ালিতে রাস্তায় বসে অবস্থান। 

WB News Live Updates: শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে উদ্ধার প্রচুর সংখ্যক নির্বাচনী সার্টিফিকেট, দাবি ইডির

শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে উদ্ধার প্রচুর সংখ্যক নির্বাচনী সার্টিফিকেট, দাবি ইডির। 'শেখ শাহজাহানের নির্দেশেই ভোটে জেতার পর নির্বাচনী সার্টিফিকেটের কপি জমা দিই। সন্দেশখালির প্রায় ৩০০ পঞ্চায়েত সদস্যর নির্বাচনী সার্টিফিকেটের কপি জমা রেখেছিলেন শেখ শাহজাহান', দাবি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মণ্ডলের। 

West Bengal News Live: ৫ ঘণ্টা পার, এখনও সিবিআইয়ের কাছে তৃণমূলের ২ কাউন্সিলর

৫ ঘণ্টা পার, এখনও সিবিআইয়ের কাছে তৃণমূলের ২ কাউন্সিলর। বাড়িতে তল্লাশির পরে তৃণমূলের ২ কাউন্সিলরকে সিবিআই-জিজ্ঞাসাবাদ। প্রাথমিক নিয়োগে 'দুর্নীতি', বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। 

WB News Live Updates: প্রেমিকাকে খুন করে রান্না ঘরে পুঁতে দেওয়ার অভিযোগ

গ্রেফতার অভিযুক্ত প্রেমিক ও তাঁর দিদি। বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক সন্দেহে মহিলাকে খুন, পুলিশ সূত্রে দাবি। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 

West Bengal News Live: প্রেমিকাকে খুন করে রান্না ঘরে পুঁতে দেওয়ার অভিযোগ

প্রেমিকাকে খুন করে রান্না ঘরে পুঁতে দেওয়ার অভিযোগ। ৮ মাস পর মাটি খুঁড়ে উদ্ধার কঙ্কাল, চাঞ্চল্য বাদুড়িয়ায়। 

WB News Live Updates: সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গাঁধী

সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গাঁধী। কোচবিহার খাগড়াবাড়িতে আজকের মত শেষ হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। খাগড়াবাড়ি থেকে হাসিমারা বাগডোগরা হয়ে দিল্লি পাড়ি রাহুলের। ফের ২৮ তারিখ ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন রাহুল, খবর কংগ্রেস সূত্রে। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র

আগামীদিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতেই হবে, কড়া বার্তা ডিজি-র। গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে আসায় চালক ব্রেক কষেন, আহত হন মুখ্যমন্ত্রী। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিওয়, মুখ্যমন্ত্রীকে কপালে হাত দিয়ে বসে থাকতেও দেখা যায়।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র

মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র। দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে এসপি-দের সঙ্গে কথা ডিজি ও পুলিশকর্তাদের। দুর্ঘটনা প্রসঙ্গে আলাদা করে কথা পূর্ব বর্ধমানের এসপি-র সঙ্গে। 

West Bengal News Live: রাজ্যের ক্রীড়াবিদদের খেলাশ্রী প্রকল্পে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ক্রীড়াবিদদের খেলাশ্রী প্রকল্পে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী। বল করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

WB News Live Updates: ডিভিসির মাইথন ড্যাম চত্বরে ধুন্ধুমার

ডিভিসির মাইথন ড্যাম চত্বরে ধুন্ধুমার
উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
আহত বেশ কয়েকজন বিক্ষোভকারী, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি

West Bengal News Live: বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এবার মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করল ED

SSC নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এবার মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করল ED। সূত্রের খবর, প্রসন্ন ED-কে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে CBI দফতরে যাবেন। তাই ED-র দফতরে যেতে পারছেন না। ED সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। তাঁর সামনেই প্রসন্নর মোবাইল ফোন খোলা হবে ED সূত্রে খবর। ED-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর কাছে জানতে চাওয়া হবে, ট্রাভেল এজেন্সির ব্যবসা করে কীভাবে সাড়ে চারশোরও বেশি সম্পত্তির মালিক হলেন প্রসন্ন? নিয়োগ দুর্নীতির টাকাই কি ঘুরপথে বিনিয়োগ করা হয়েছে? সেই টাকায় বেনামে কেনা হয়েছে প্রভাবশালীদের সম্পত্তি? ED-র প্রশ্ন, নিয়োগ দুর্নীতির টাকা মিডলম্যানের হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির মানি ট্রেল খুঁজে বার করাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উদ্দেশ্য। 

WB News Live Updates: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা

নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা। বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ বিজেপির। অনুমতি নেই জানিয়ে শ্যামবাজার, জোড়াসাঁকো, বাগুইআটি, চুঁচুড়ায় বাধা পুলিশের।

West Bengal News Live: জামিনের আবেদন মঞ্জুর, অবশেষে স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খুনের চেষ্টার মামলায় অবশেষে স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে নিম্ন আদালতে
আত্মসমর্পণ করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। ২০১৮-য়
দিনহাটায় গুলি চালানোর ঘটনায় নিশীথ প্রামণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা ফেরত পাঠায়। আজ নিশীথ প্রামাণিকের আগাম জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল সার্কিট 
বেঞ্চ।

WB News Live Updates: খাগড়াবাড়িতে আজকের মতো শেষ ভারত জোড়ো ন্যায় যাত্রা, তড়িঘড়ি দিল্লির পথে রাহুল

খাগড়াবাড়িতে আজকের মতো শেষ ভারত জোড়ো ন্যায় যাত্রা। তড়িঘড়ি দিল্লির পথে রাহুল। ফের ২৮ তারিখ যোগ দেবেন যাত্রায়। বিহারে রাহুলের সঙ্গী হবেন না বলে জানিয়ে দিলেন নীতীশ।

West Bengal News Live: সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গাঁধী

সফর কাটছাঁট করে তড়িঘড়ি দিল্লি ফিরছেন রাহুল গাঁধী। কোচবিহার খাগড়াবাড়িতে আজকের মত শেষ হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারার উদ্দেশে রওনা দিলেন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন রাহুল গাঁধী। 

West Bengal News Live: মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি 'দুর্নীতি' মামলায় সিবিআইয়ের এফআইআর খারিজ

মেডিক্যাল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি 'দুর্নীতি' মামলায় সিবিআইয়ের এফআইআর খারিজ
সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ
আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে সিবিআইকে নির্দেশ
গতকাল প্রথমে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ
কিন্তু ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরও ,সিবিআই-কে অবিলম্বে এফআইআরের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
সেই মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ ডিভিশন বেঞ্চের

WB News Live Updates: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা সরাসরি সম্প্রচারে মিলল না পুলিশের অনুমতি

নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা সরাসরি সম্প্রচারে মিলল না পুলিশের অনুমতি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে LED স্ক্রিন লাগিয়ে আজ প্রধানমন্ত্রীর বার্তা সম্প্রচারের উদ্যোগ নেয় বিজেপি যুব মোর্চা। লালবাজার সূত্রে খবর, গতকালই কলকাতা পুলিশ অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়। অনুমতি ছাড়াই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সম্প্রচারের উদ্যোগ নেয় বিজেপি যুব মোর্চা। বাধা দেয় শ্যামপুকুর থানার পুলিশ।

West Bengal News Live: অসম থেকে বাংলায় রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা

অসম থেকে বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। সকালে অসমের ধুবড়ি থেকে ন্যায় যাত্রা শুরু হয়। এরপর কোচবিহারের বক্সীরহাট এলাকা দিয়ে বাংলায় ঢুকল রাহুলের বাস। সূচি অনুযায়ী, যাত্রার দ্বাদশ দিনে কোচবিহারের খাগড়াবাড়ি চকে আজ জনসভা করবেন কংগ্রেস সাংসদ। এরপর মা ভবানী মোড় থেকে ১৫ কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে রাহুলের। আজ আলিপুরদুয়ারের ফালাকাটা পর্যন্ত যাবে ন্যায় যাত্রা। ২৬ ও ২৭ জানুয়ারি যাত্রার বিরতি। দু’দিন বিশ্রামের পর, ২৮ জানুয়ারি আবার ফালাকাটা থেকেই ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল।  

WB News Live Updates: SSC নিয়োগ দুর্নীতি মামলায় আজ মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করেছে ED

SSC নিয়োগ দুর্নীতি মামলায় আজ মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করেছে ED। বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় ফের প্রসন্নকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। ED-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর কাছে জানতে চাওয়া হবে, ট্রাভেল এজেন্সির ব্যবসা করে কীভাবে সাড়ে চারশোরও বেশি সম্পত্তির মালিক হলেন প্রসন্ন? 
নিয়োগ দুর্নীতির টাকাই কি ঘুরপথে বিনিয়োগ করা হয়েছে? সেই টাকায় বেনামে কেনা হয়েছে প্রভাবশালীদের সম্পত্তি? ED-র প্রশ্ন, নিয়োগ দুর্নীতির টাকা মিডলম্যানের হাত ধরে কার কার পকেটে গিয়েছিল? কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে? প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির মানি ট্রেল খুঁজে বার করাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উদ্দেশ্য। 

West Bengal News Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের ২ কাউন্সিলরকে তলব

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দুই কাউন্সিলরকে এবার তলব করেছে সিবিআই। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তকে আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। দেবরাজ CBI দফতরে যাচ্ছেন বলে জানালেও, বাপ্পাদিত্যর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 
---

WB News Live Updates:রাহুলের ন্যায় যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার উত্তরে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রী বলছেন ওঁর অনুমতি নেওয়া হয়নি। জোটসঙ্গী রাজ্যে ঢুকতে পারবে না! রাহুলের ন্যায় যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার উত্তরে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News Live: ফের বঙ্গ সফরে অমিত শাহ, রবিবার রাতে আসছেন কলকাতায়

ফের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার রাতে আসছেন কলকাতায়। সোমবার থাকবেন মেচেদার কর্মী সম্মেলনে। বিকেলে সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডের ২০ দিন পরেও অধরা শেখ শাহজাহান

সন্দেশখালিকাণ্ডের ২০ দিন পরেও অধরা শেখ শাহজাহান। তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি-অভিযানে গিয়ে কিছুই পায়নি ED। পাওয়া গেছে শুধু ফাঁকা ব্রিফকেস, আলমারিও খালি। ED-র ওপর হামলাকাণ্ডের উনিশ দিন পর, এই অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

West Bengal News Live: বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবে না তৃণমূল, সাফ জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী

বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবে না তৃণমূল। সাফ জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বললেন বাংলায় একা চলব। মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপির গোপন বোঝাপড়া, এই ভাষাতেই কটাক্ষ করেছে কংগ্রেস ও সিপিএম। ইন্ডিয়া জোট এমন একটি নৌকা, যার কোনও নাবিক নেই, কটাক্ষের সুর বিজেপি রাজ্য সভাপতির গলায়। 

WB News Live Updates: জোট নিয়ে মমতার হুঙ্কার

জোট নিয়ে মমতার হুঙ্কার। বিশ্বাসঘাতক বলে আক্রমণে প্রদেশ কংগ্রেস। 
পাল্টা দ্বিচারিতার অভিযোগ কুণাল। জোটের কফিনে পেরেক, কটাক্ষ বিজেপির। 

West Bengal News Live: গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মমতার কড়া বার্তার পরের দিনই অশান্ত বীরভূম

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মমতার কড়া বার্তার পরের দিনই অশান্ত বীরভূম। ক্রিকেট ম্যাচ খেলাকে ঘিরে নানুরে সংঘর্ষ, অন্তত ৮জন তৃণমূলকর্মী আহত। নানুরে ২ পক্ষের ব্যাপক সংঘর্ষ, গুলি-বোমাবাজিরও অভিযোগ। কাজল শেখ ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ কেষ্ট-অনুগামীদের। হামলার দায় উড়িয়ে পাল্টা বামেদের বিরুদ্ধে অভিযোগ কাজল শেখ ঘনিষ্ঠদের

WB News Live Updates: মেডিক্যালে ভর্তি-দুর্নীতিতে সিবিআই

মেডিক্যালে ভর্তি-দুর্নীতিতে সিবিআই। ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশ দেখাতে পারলেন না সরকারি আইনজীবী। অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 

West Bengal News Live: অসম থেকে আজ বাংলায় ঢুকছে রাহুলের ন্যায় যাত্রা

অসম থেকে আজ বাংলায় ঢুকছে রাহুলের ন্যায় যাত্রা। একবারও না জানানোর অভিযোগ মমতার। সবাই জানে শুধু উনি ছাড়া, কটাক্ষ বাম-কংগ্রেসের।

WB News Live Updates: মাথায় চোট নিয়েই রাজভবনে মুখ্যমন্ত্রী

মাথায় চোট নিয়েই রাজভবনে মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে হঠাৎ কনভয়ে গাড়ি। 

প্রেক্ষাপট

মাথায় চোট নিয়েই রাজভবনে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে হঠাৎ কনভয়ে গাড়ি।


গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মমতার কড়া বার্তার পরের দিনই অশান্ত বীরভূম (Birbhum)। কাজলের গড় নানুরে সংঘর্ষ, কেষ্ট-অনুগামী-সহ ৮জন আহত। গুলি-বোমাবাজির অভিযোগ। 


অসম থেকে আজ বাংলায় ঢুকছে রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রা। একবারও না জানানোর অভিযোগ মমতার। সবাই জানে শুধু উনি ছাড়া, কটাক্ষ বাম-কংগ্রেসের।


বিশ বাঁও জলে বাংলায় জোট। রাহুলের বার্তা সরাসরি খারিজ করে একলা চলোর ডাক মমতার।


জোট নিয়ে মমতার হুঙ্কার। বিশ্বাসঘাতক বলে আক্রমণে প্রদেশ কংগ্রেস। পাল্টা দ্বিচারিতার অভিযোগ কুণাল। জোটের কফিনে পেরেক, কটাক্ষ বিজেপির। 


বাংলার পর পাঞ্জাব, কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মমতার পর ঘোষণা ভগবন্ত মানের। ১৩টা লোকসভাতেই জিতব, হুঙ্কার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।


 ১৯দিন পরে সন্দেশখালির বেতাজ বাদশার ডেরায় ইডির ২৫ গাড়ির কনভয়। তালা ভেঙে বাড়িতে ঢুকল ১২৫জন জওয়ানকে নিয়ে। সোমবার হাজিরার সমন। 


আশঙ্কাই হল সত্যি! শাহজাহানের বাড়িতে তল্লাশিতে কিছুই পেল না ইডি। মিলল শুধু ফাঁকা ব্রিফকেস, আলমারি। বাড়ি সিল করে খালি হাতে ফিরল এজেন্সি। 


আরও এক দুর্নীতির তদন্তে সিবিআই (CBI)। মেডিক্যালে ভর্তি-দুর্নীতি নিয়ে ২ বেঞ্চে টানাপোড়েন। ১ ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।


মেডিক্যালে ভর্তি-দুর্নীতিতে সিবিআই। ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশ দেখাতে পারলেন না সরকারি আইনজীবী। অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 


মেডিক্যালে ভর্তি দুর্নীতির মামলাতেও উঠল শেখ শাহজাহান প্রসঙ্গ। দুর্নীতিগ্রস্তদের আখড়া রাজ্য। পুলিশ গ্রেফতার করতে পেরেছে? বললেন বিচারপতি। 


শিক্ষক-নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য। নিয়োগ-জটের জন্য বিরোধীদের দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী। গোটা শিক্ষা দফতরই তো জেলে, পাল্টা সিপিএম। 


ফের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার রাতে আসছেন কলকাতায়। সোমবার থাকবেন মেচেদার কর্মী সম্মেলনে। বিকেলে সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।


 


রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতি। ১৪৯দিনের মাথায় ৪জন দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা। আদালতে ৩৫জনের সাক্ষ্যগ্রহণ। এখনও ফেরার ৩ ডাকাত। 


গার্ডেনরিচের পাম্পিং স্টেশনে মেরামতি। শনিবার সকাল ১০টা থেকে বন্ধ থাকবে পরিশ্রুত জলের সরবরাহ। স্বাভাবিক হবে রবিবার সকালে, জানাল পুরসভা।


আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের বয়সের নিয়মের বেড়াজালে আটকে গেলেন মেরি কম। বক্সিং-কে বিদায় জানিয়ে ৪১ বছর বয়সেই গ্লাবস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নের।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.