West Bengal News Live Updates: পল্লবী দে-র পর আরেক অভিনেত্রী, দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
সার্ভারে সাইবার হানা! দিনভর বিঘ্নিত স্পাইস জেটের উড়ান। চূড়ান্ত দুর্ভোগের জেরে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। অভিযোগ, বাগডোগরা থেকে তাঁদের বিমানের সোজা ব্যাঙ্গালোর যাওয়ার কথা থাকলেও আজ দুপুর আড়াইটে নাগাদ সেটিকে কলকাতায় নামানো হয়। তারপরই প্লেন ছেড়ে নেমে যান পাইলট ও কেবিন ক্রুরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ছাড়েনি উড়ান। জানানো হয়নি কোনও কারণও। তারপরই ট্যাক্সি বে-তে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। পরে উড়ান সংস্থা ট্যুইট করে দাবি করেছে, সার্ভারে র্যানসমওয়্যার হানার জেরেই এই বিভ্রাট। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে উড়ে যায় বিমানটি।
‘ম্যান টু ম্যান কনট্যাক্ট’। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন বাড়াতে কোচবিহারে এই কৌশল নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই জেলার ৬ বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন মণ্ডল সভাপতিরা। যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
পল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় বিদিশার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু ? তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।
ব্যারাকপুরে এবার অর্জুন-শুভেন্দুর দ্বৈরথ। অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর, শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে বিজেপি। বুধবার শ্যামনগরে প্রথম কর্মিসভা করেন তিনি। অর্জুন সিংয়ের দলত্যাগে বিজেপির কোনও ক্ষতি হবে না বলেও দাবি করেন শুভেন্দু। অন্যদিকে, তাঁর কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, এসএসসিতে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে অনলাইন পরীক্ষা চালু করা হবে। দলের মহিলা মোর্চার বৈঠকে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি।
৩০ মে প্রকাশিত হবে হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। ওই দিন বেলা ১২টায় মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে ফলপ্রকাশ করা হবে। ৩০ মে বেলা ১২টা থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে।
নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। অধীর চৌধুরীর সভার আগে হাতাহাতিতে জড়ালেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। হাতাহাতিতে জড়ালেন ব্লক সভাপতির অনুগামীরা।
উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ৫ বাঙালির মৃত্যু। সোনারপুর, ব্যারাকপুর, নৈহাটির ৫ বাঙালির মৃত্যু। খাদে পড়ে যাওয়ার পরে গাড়িতে আগুন। সোনারপুরের এক পরিবারের ৩জনের মৃত্যু। তেহরি-গাড়োয়ালের ধরাসু হাইওয়েতে দুর্ঘটনা।
বাংলা থেকে আরও নিষ্ক্রিয় করা হল দিলীপ ঘোষকে ? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আন্দামানে বুথ ভিত্তিক সংগঠনের দায়িত্বে দিলীপ ঘোষ।
৮ ঘণ্টা পার, এখনও সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে পার্থকে নিয়ে যাওয়া হল এসপির কাছে।
স্কুলের পর এবার কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে। >>
SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
কল্যাণীতে বিজেপির পার্টি অফিস ভাঙার অভিযোগ পুরসভার বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামল বিজেপি। ব্যারাকপুরের বৈঠকের আগে কল্যাণীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে যোগ দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
দায়িত্ব নেওয়ার পর, আজ অর্জুন-গড়ে প্রথম সাংগঠনিক সভা শুভেন্দু অধিকারীর। তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। গোটাটাই তৃণমূলের চক্রান্ত, দাবি বিজেপি জেলা সভাপতির। ঘটনায় তৃণমূল-যোগ উড়িয়ে দিয়েছেন সদ্য বিজেপিত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তনের পর ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংহকে সম্বর্ধনা। এদিকে, দায়িত্ব পাওয়ার পরে আজই ব্যারাকপুর যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ। ২০১২ সালে জিটিএ-র প্রথম ও শেষ নির্বাচন হয়। এরপর ২০১৭-য় জিটিএ থেকে পদত্যাগ করে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামেন বিমল গুরুঙ্গ। রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় সাড়ে তিনমাস স্তব্ধ হয়ে পড়ে পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরে। মোর্চার একাংশকে জিটিএ-তে প্রশাসক হিসেবে রেখে এতদিন কাজ চালানো হচ্ছিল। বিমল গুরুঙ্গ প্রায় তিনবছর আত্মগোপন করেছিলেন। গত বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সঙ্গে আপস করে পাহাড়ে ফেরেন। তাঁর দাবি, এখনও তিনি রাজ্য সরকারের পাশেই আছেন। তবে গুরুঙ্গের দাবি, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান।
৪ ঘণ্টা পার। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। কার নির্দেশে বেআইনি নিয়োগ। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা।
দক্ষিণ ২৪ পরগনায় মাতলার দুই পাড়ে জোড়া খুন। ক্যানিংয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ৬৫ বছরের বৃদ্ধকে শাবলের বাড়িতে হত্যার অভিযোগ। বাসন্তীতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার নিহতের জামাই।
কাজ হারানোর প্রতিবাদে করোনাকালে নিযুক্ত স্বেচ্ছাসেবক ও কোভিড-যোদ্ধাদের বিক্ষোভ। এদিন স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। করোনাকালে চুক্তিভিত্তিক স্বেচ্ছাসেবক ও কোভিড-যোদ্ধাদের নিয়োগ করে রাজ্য সরকার।চিকিত্সা ও নার্সিং পরিষেবা ছাড়া কোভিড ওয়ার্ডের যাবতীয় কাজ সামলাতেন তাঁরা। মাসিক ১০ হাজার টাকার চুক্তিতে রাজ্যজুড়ে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও কোভিড-যোদ্ধা নিয়োগ করা হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, এবার কাজের দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবক ও কোভিড-যোদ্ধারা।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু রাজমিস্ত্রীর । তিনি মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম ডেনি শেখ(২৪)।
ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার। পুলিশের দাবি, জেলে বসেই বিরিয়ানির দোকানে হামলা চালানোর ছক কষে শ্যুটার সুজিত রায়। জেল থেকেই বিরিয়ানির দোকানের মালিককে বন্দুকের ছবি দেওয়া হুমকি-মেসেজ পাঠায় সুজিত। ইতিমধ্যেই জেলবন্দি ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ওই শ্যুটার। বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।
বিকল হাসপাতালের জেনারেটর। বিল বকেয়া থাকায় ভাড়া করা জেনারেটরও চলে না। এই অবস্থায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে যায় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল। ভোগান্তির শিকার রোগীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকল হাসপাতালের নিজস্ব জেনারেটর। পাশাপাশি, জেনারেটর ভাড়া বাবদ হাসপাতালের কাছে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার বিল বকেয়া রয়েছে খড়গপুরের একটি সংস্থার। সেই কারণে ওই সংস্থা চলতি বছরের জানুয়ারি মাস থেকে জেনারেটর পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনেও রাতে অস্ত্রোপচার করা যাচ্ছে না। সমস্যার কথা মানছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। ছোট হাসপাতালের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জেনারেটরের ব্যবস্থা করা হয়, দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।
দায়িত্ব নেওয়ার পর, আজ অর্জুন-গড়ে প্রথম সাংগঠনিক সভা শুভেন্দু অধিকারীর। তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। এই নিয়ে তৃণমূল অথবা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ওড়িশার গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা।
সিবিআই সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, SSC-র উপদেষ্টা কমিটি গড়লেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান, উপদেষ্টা কমিটির ওপর কার নিয়ন্ত্রণ ছিল, কার নির্দেশে নিয়োগ হয়েছিল। এই সব প্রশ্নের জবাব পেতেই আজ পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয় বার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয় বার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সকাল ১১টা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। তার আগে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। সিবিআইয়ের তলবে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার। SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
ওড়িশার গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস।
দায়িত্ব নেওয়ার পর, আজ অর্জুন-গড়ে প্রথম সাংগঠনিক সভা শুভেন্দু অধিকারীর। তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। এই নিয়ে তৃণমূল অথবা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কলকাতায় আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। শুক্রবার তা কেরলে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরও ভাঙন? সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল করবে না, সেদিন আমি তৃণমূলে ফিরে আসতে পারি, মন্তব্য সৌমিত্রর।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর গ্রেফতারি চেয়ে রানিকুঠিতে বিজেপির বিক্ষোভ। সল্টলেক-শিলিগুড়িতে এসইউসির অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি
SSC’র নিয়োগ-দুর্নীতির মামলায় আজ ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে আগেরবারের জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে সদুত্তর মেলেনি। তাই ফের তলব।
IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে SSC’র চেয়ারম্যান করার কথা বলা হলেও, সেই দায়িত্ব নিতে তিনি নারাজ বলে সূত্রের খবর। আপাতত পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেই কাজ চালানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
১০ দিন কেটে গেছে। এখনও খোঁজ মেলেনি মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী আবদুল বারিকের। তবে অপহরণের অভিযোগে মূল অভিযুক্ত তৃণমূল নেতা আবদুল বাসির-সহ ৫ জনকে গতকাল বিহার থেকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, ১৪ মে রাতে বাড়ি থেকে অপহৃত হন তৃণমূল কর্মী আবদুল বারিক। মারধর করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম (Morning Headlines) ( সকাল ৬ টা )
- এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee ) সিবিআই (CBI) তলব। আগের জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলার ফের হাজিরার নির্দেশ
- এসএসসি (SSC)-দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল আমলের প্রথম এসএসসি চেয়ারম্যান। চাপের কাছে নতি স্বীকার না করতেই ইস্তফা, দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, উদ্দেশ্য নিয়েই প্রশ্ন কুণালের। প্রতিক্রিয়া মেলেনি পার্থর।
- প্যানেলের মেয়াদ শেষের পরেও নিয়োগপত্র পেয়েছিলেন ১৫জন। ওয়েটিং লিস্টেও নাম ছিল না ৭জনের। এসএসসি-কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট বাগ কমিটির।
- পুনর্মূল্যায়ন ছাড়াই কীভাবে একাধিক প্রার্থীর নম্বর বৃদ্ধি? ওএমআর শিট মূল্যায়নে বোর্ড মিটিং ছাড়াই সংস্থা বদল? বাগ কমিটির রিপোর্টে একাধিক প্রশ্ন।
- দুর্নীতির বিরুদ্ধে আপ সরকারের কড়া পদক্ষেপ। টেন্ডার পাইয়ে দিতে কমিশন চাওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার। ওএসডিও-ও হেফাজতে।
- বিজেপিতে কি আরও ভাঙন? সৌমিত্রকে নিয়ে অর্জুনের মন্তব্য ঘিরে জল্পনা। আলোচনা শুরু হতেই সৌমিত্রকে নতুন দায়িত্ব বিজেপির। দেখবেন শ্রমিক আন্দোলন।
- অর্জুনের পরে আরও ভাঙনের আশঙ্কা। দরজা খোলা, কেউ যেতে চাইলে যাক, মন্তব্য লকেটের। দরজা খুললে বিজেপিই উঠে যাবে, খোঁচা কুণালের।
- আপত্তি সত্ত্বেও ২৬ জুন জিটিএ ভোট, গণনা ২৯ জুন। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে গুরুঙ্গের? আজ থেকে অনশনের হুঁশিয়ারি। জল্পনা বাড়িয়ে সুর নরম বিজেপির।
- মেট্রোর কাজের জন্য বউবাজারে পরপর বাড়িতে ফাটল। বিপজ্জনক অবস্থায় ৯টি বাড়ি। পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা।
- এবার কি দাম কমবে ভোজ্য তেলের? অপরিশোধিত সয়াবিন-সূর্যমুখী তেল আমদানিতে শুল্ক ছাড়। চিনির দাম নিয়ন্ত্রণে জুন থেকে রফতানিতে কড়াকড়ি।
- মাঙ্কি পক্সের পর টম্যাটো ফ্লু। শিশুদের মধ্যে ভাইরাল জ্বর নিয়ে আতঙ্ক।বাংলাতেও উপসর্গ মিললেও, উদ্বেগের কিছু নেই বলে আশ্বাস চিকিৎসকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -