West Bengal News Live : সল্টলেকে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ
West Bengal News : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর একনজরে।
ভরসা নেই এসএসকেএম-এ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কিনা জানতে মেডিক্যাল বোর্ড গড়বে ইএসআই। নির্দেশ কোর্টের। এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের।
সল্টলেকে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ। হাজরায় চাকরির দাবিতে ফের বিক্ষোভ।
বড়বাজারের কটন স্ট্রিটে দোকানে আগুন
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে অভিযোগপত্র শুভেন্দুর। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি।
একের পর এক মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল সরকার। পরপর সামনে আসা দুর্নীতির অভিযোগ এবং তাতে নেতাদের গ্রেফতারি নিয়ে, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে মুখপাত্রদের অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন কুণাল ঘোষ। এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে তিনি বলেন, মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন!
এক্সকারশনে গিয়ে রহস্যমৃত্যু আশুতোষ কলেজের পড়ুয়ার। 'সেলফি তুলতে গিয়ে জলে পড়ে যান দুই ছাত্র। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও সাঁতার না জানায় তলিয়ে যান তারাশঙ্কর' জানিয়েছেন তারাশঙ্করের বন্ধুরা, দাবি পরিবারের
ভাটপাড়ায় ভিকি যাদব খুনে রহস্য বাড়াল নিহত তৃণমূল কর্মীর ঘনিষ্ঠের আত্মহত্যা। গতকাল বিকেলে বাড়ি থেকে উদ্ধার হয় হরেরাম সাউয়ের ঝুলন্ত দেহ। 'ভিকি খুনের পর ধৃত অঙ্কিতকুমার সিংহর সঙ্গে কথা ফোনে কথা হয় হরেরামের', তদন্তে উঠে আসতেই হরেরামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ, খবর সূত্রের
চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে অভিযোগপত্র শুভেনদুর। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি।
নিয়োগের দাবিতে, সল্টলেকের করুণাময়ীতে অনশন-আন্দোলনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তিনদিন ধরে খোলা আকাশের নীচে চলছে লড়াই। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে আলোচনায় বসার কোনও প্রস্তাব মেলেনি বলে চাকরিপ্রার্থীদের দাবি। তাঁদের দাবি ন্যায্য, কিন্তু সরকার বা কমিশন তার সুরাহা করতে পারছে না। এটা বাংলার লজ্জা বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার থেকে সল্টলেকের করুণাময়ীতে অনশন-অবস্থানে বসেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
'তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে তো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই' এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক
বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি শিক্ষামন্ত্রকের। শুভেন্দু অধিকারীর কথায় সিলমোহর দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 'কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ রিপোর্টেও উঠে এসেছে মিড ডে মিলে গরমিলের তথ্য', দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কি না, খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন ESI হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালত।
ফের রেফার-রোগ। খাস কলকাতার বাসিন্দা, হৃদরোগে আক্রান্ত রোগিণীকে নিয়ে রাতভর এম আর বাঙুর, SSKM, NRS, কলকাতা মেডিক্যাল ও হাওড়ার বেসরকারি হাসপাতাল, পাঁচ-পাঁচটি হাসপাতালে ঘুরে বেড়াল পরিবার।
'প্রতিটি নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ দুর্নীতিতে ডুবে আছে। বাড়িতে তল্লাশি হচ্ছে। অগণিত সম্পত্তি পাওয়া যাচ্ছে। তারপরেও উনি বলবেন, প্রতিহিংসা?' নেতাজি ইন্ডোরের সভায় মুখ্য়মন্ত্রীর চারের বদলে আট জনকে গ্রেফতার মন্তব্য়ের প্রেক্ষিতে কটাক্ষ দিলীপ ঘোষের।
এতদিন যে ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ করে এসেছে তৃণমূল, আগামী ২৯ নভেম্বর সেখানেই সভা করবে বিজেপি। শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত বহাল রাখল ডিভিশন বেঞ্চ। অনুমতি দেওয়া নিয়ে রাজ্যের আপত্তি খারিজ তো হলই, উল্টে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি। এ নিয়ে একতরফা শুনানি রুখতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করেছে গেরুয়া শিবির।
তৃণমূলের চারের বদলে বিজেপির ৮ জনকে গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়ে চিঠি শুভেন্দু অধিকারীর। হেয়ার স্ট্রিট থানার ওসি-কে ইমেল করে অভিযোগ পত্র পাঠালেন বিরোধী দলনেতা। ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ এফআইআর না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি।
অ্য়ান্টিবায়োটিকের যথেচ্ছ ব্য়বহারে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। ফলে চিকিৎসার খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনF রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বৈঠকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য় স্বাস্থ্য দফতর।
নিয়োগের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য় অনশন-আন্দোলনে বসল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে, খোলা আকাশের নীচে শুরু হয়েছে তাঁদের চাকরির দাবিতে লড়াই।
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের অভিযোগ নিতে বাঁকুড়ায় ড্রপ বক্সের ব্য়বস্থা করল বিজেপি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ১২০টি অঞ্চলে ড্রপ বক্স রাখা থাকবে। সেখানে জমা হওয়া অভিযোগপত্র কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিয়ে যাওয়া হবে। ড্রপ বক্স নয়, ওটা ঢপ বক্স, বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
বাংলাদেশ থেকে যারা এসেছেন, ভোটার তালিকায় তাদের নাম তুলতে আহ্বান। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপার্সনের ভাইরাল বক্তব্য ঘিরে জোর বিতর্ক। তৃণমূলের আমলে ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, কটাক্ষ করেছেন শুভেনদু অধিকারী। বিতর্কের মুখে সাফাই দিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপার্সন।
প্রেক্ষাপট
- বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের( Kunal Ghosh ) মেগা কর্মসূচির মঞ্চে অভিষেকের ছবি না থাকায় বিস্ফোরক কুণাল।
- 'জুটিটাকেই রাখতে হবে, অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) পারবেন না, এটা কথা নয়। আবার অভিষেক তৃণমূল না করলে অভিষেকের চলবে না সেরকমও ব্যাপার নয়।, মন্তব্য কুণালের।
- 'মমতা বনাম অভিষেক নয়, মমতা এবং অভিষেক.... অভিষেকের ছবি কেন নেই, বলতে পারবে রাজ্য কমিটি' দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
- 'অনেকে দিদির কাছে ভালো সাজতে চাইছে। সুব্রত বক্সী, ফিরহাদ-অরূপ শীর্ষ নেতা। মমতার ছবি তোলার সময় যাঁরা একফ্রেমে, সিস্টেম চালাতে তাঁদেরই দায়িত্ব নিতে হবে।' দাবি কুণালের।
- শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ' শুভেন্দু মমতাদির প্রোডাক্ট, মামার বাড়ির আদর যত্নে একের পর এক পদ' বললেন তিনি।
- নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে কেন হার মমতার ? কোথায় হারের ময়নাতদন্ত ? কী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে ? প্রশ্ন কুণাল ঘোষের।
- 'শুভেন্দুর সঙ্গে তো আমার কোনও ব্য়ক্তিগত বন্ধুত্বও নেই, ব্য়ক্তিগত শত্রুতাও নেই' বললেন কুণাল। আগামীর জন্য নতুন কোনও ইঙ্গিত ? প্রশ্ন রাজনৈতিক মহলে।
- 'দেহত্যাগ না করলে পদত্যাগ নয়, দলটা যেন সিপিএমে পরিণত না হয়। রাজনীতি মানেই সাংসদ-বিধায়ক নয়, সংগঠন করুন।' মমতার নবীন-প্রবীণ প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
- সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলেই ২৯ নভেম্বর বিজেপির সভার অনুমতি। থাকার কথা অমিত শাহের।
- ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হলে স্তব্ধ হবে শহর। সওয়াল রাজ্যের। অযথা রাজনৈতিক রং, তাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিচ্ছি। হুঁশিয়ারি প্রধান বিচারপতির।
- অযথা সমস্যা তৈরি করে অনুষ্ঠানকে জনপ্রিয় করে দেওয়া হচ্ছে। আগে ১০ হাজার আসলে, এখন ১ লক্ষ মানুষ আসবে। বিজেপির সভাকে অনুমতি দিয়ে মন্তব্য হাইকোর্টের।
- বিজেপির সভার বিরোধিতা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। 'বিজেপিকে বারো আনার প্রচার দেওয়া হল। কারা ওপরমহলকে পরামর্শ দেয়? '
- শীর্ষনেতৃত্বে রিভিউ করুক, ডাকা হোক রাজ্য কমিটির বৈঠক। হাইকোর্টে রাজ্যের বারবার ধাক্কা নিয়ে বিস্ফোরক কুণাল। লজ্জার শেষ নেই রাজ্য সরকারের, কটাক্ষ শুভেন্দুর।
- পরপর আদালতে ধাক্কা, দুর্নীতি ইস্যুতে গ্রেফতারি নিয়ে বাড়ছে বিরোধীদের চাপ। মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হচ্ছে, কীভাবে বারবার দলকে বাঁচাব ? প্রশ্ন কুণাল ঘোষের।
- চারের বদলে আটজনকে গ্রেফতারির মন্তব্য। মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআরের দাবি জানিয়ে ওসিকে অভিযোগপত্র শুভেন্দুর। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি।
- রাজ্যে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের তদন্তে কি এবার সিবিআই ? নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, দাবি শুভেনদুর। টাকা বাঁচায় রাজ্য, রিপোর্ট দিয়েছে কেন্দ্রই, পাল্টা ব্রাত্য।
- ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তুলতে আহ্বান বারাসাতের শাসকনেত্রীর। তৃণমূলের আমলে ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। বিতর্কের জেরে সাফাই রত্না বিশ্বাসের।
- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়ার। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারির সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের।
- উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের ১৩ দিন। আটকে থাকা ৪১ জনকে উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান। টানেলে লোহা-ইস্পাতের টুকরো, ক্ষতিগ্রস্ত 'অগার' মেশিন, বন্ধ ড্রিলিংয়ের কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -