WB News LIVE Blog: ‘যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাবো’, পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে, জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
‘যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাবো’, সুতাহাটার সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ‘এদের সঙ্গে কেউ নেই, পুলিশ বাবা পার করেগা’, পুলিশের সঙ্গে তৃণমূলের উদ্দেশ্যেও হুঙ্কার শুভেন্দু অধিকারীর। ‘মিথ্যে মামলায় এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে।
‘পুলিশ বাবারা যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়ে পা ধরাবো। যদি পা না ধরাতে পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়’, সুতাহাটায় প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর।
হাওড়া ব্যাঁটরায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। আগুন লাগার কথা জানতে পেরে এলাকাবাসী দমকল ও ব্যাঁটরা থানা আধিকারিকদের খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট জানা যায়নি।
কালীপুজোর রাতে রণক্ষেত্র হয়ে উঠল বর্ধমানের নির্মল ঝিল মহাশ্মশান এলাকা। দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই।
মন্দির একটিমাত্র, ভিতরে মূর্তি তিনটি। তা দেখতে প্রতি বছর ভিড় করেন হাজার হাজার মানুষ। বীরভূমের ঐতিহ্যপূর্ণ কালীপুজোগুলির মধ্যে অন্যতম লাভপুরের এই দোনাইপুরের মা কালী। পুজোর বয়স প্রায় ২৫০ বছর।
৫ নভেম্বর নবান্নে মুখোমুখি অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ নভেম্বর নবান্নে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। নবান্নের বৈঠকে মুখোমুখি হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীর। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
মালদার হরিশ্চন্দ্রপুরে এক তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আহত অবস্থায় ওই তৃণমূলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত কংগ্রেস কর্মী। কংগ্রেস যদিও ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে দাবি করেছে। ঘটনায় গ্রেফতার হয়েছে ৩ জন।
কেটেছে দুর্যোগের ঘনঘটা। সকাল থেকেই রোদ্দুর। মনোরম আবহাওয়া। উত্সবের দিনগুলোতে ছুটির আনন্দে মেতেছে পর্যটকরা। ফের মিলেছে সমুদ্র-স্নানের অনুমতি। বকখালি, দিঘা, মন্দারমণিতে, সমুদ্রে নামতে পেরে, বেজায় খুশি হয়েছেন পর্যটকরা।
আমেরিকা থেকে চোখে অস্ত্রোপচারের পরে কলকাতায় ফেরার পরের দিনই কালীঘাটে পুজো দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল রাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়।
নবম-দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিট। সিবিআইয়ের চার্জশিটে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সিবিআইয়ের চার্জশিটে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক-সহ ১২জন।
বিসিসিআই থেকে অপসারণের পরে ফুটবল প্রশাসনে সৌরভের কামব্যাক। বিসিসিআই থেকে অপসারণের পর ফের এটিকে মোহনবাগানে সৌরভ। এটিকে মোহনবাগানের ডিরেক্টর হয়ে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান ক্লাবে গিয়ে ঘুরে দেখলেন, কথা বললেন কর্তাদের সঙ্গে।
পূর্ব বর্ধমানের জামালপুরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের মতবিরোধ। বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে ব্লক সভাপতিকে ক্লাস ফোর পাস বলে কটাক্ষ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। প্রতিক্রিয়া দিতে চাননি জামালপুরের ব্লক সভাপতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে কটাক্ষ করেছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি।
কালীপুজোর দিন অশোক ভট্টাচার্যর বাড়িতে দুই বিজেপি নেতা। গতকাল শিলিগুড়ির প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত।
ছেলের হাতে বাবা খুন। ঘটনাটি ঘটেছে সিঁথির কেদারনাথ দাস লেনে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাবার নাম উৎপল কুমার রায়। ছেলের নাম উদ্দীপ্ত রায়। প্রতিবেশীদের দাবি ছেলে নেশায় আসক্ত। প্রায় প্রতিদিনই রাতে বাড়ি ফেরার পর বাবার সঙ্গে তাঁর অশান্তি হত। গতকালও গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন উৎপল কুমার রায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাঁর সারা দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে আজ সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ উদ্দীপ্ত রায়কে গ্রেফতার করেছে।
জামিনের আর্জি খারিজ, ২৮ অক্টোবর পর্যন্ত মানিকের জেল হেফাজত। ‘মৃত ব্যক্তির সঙ্গে কেন মানিক ভট্টাচার্যের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট!’ নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
সূর্যাস্তের আগে কিছুক্ষণের জন্য গ্রহণ দেখা যাবে কলকাতায়। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৫টা ৩ মিনিটে। অর্থাৎ কলকাতায় মাত্র ১১ মিনিট গ্রহণ দেখা যাবে। সূর্যের সর্বাধিক ৪ শতাংশ ঢাকা পড়বে খণ্ডগ্রাস গ্রহণে। ভারতে ৩০ শতাংশ পর্যন্ত দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। প্রথম অমৃতসরে দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।
আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেশের নানা প্রান্ত থেকে দেখা যাবে গ্রহণ। সূর্যাস্তের আগে গ্রহণ দেখা যাবে কলকাতাতেও। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৫টা ৩ মিনিটে। অর্থাৎ কলকাতায় মাত্র ১১ মিনিট গ্রহণ দেখা যাবে। সূর্যের সর্বাধিক ৪ শতাংশ ঢাকা পড়বে খণ্ডগ্রাস গ্রহণে।
‘মৃত ব্যক্তির সঙ্গে কেন মানিক ভট্টাচার্যের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট!’ নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে বিস্ফোরক দাবি ইডির। ‘২০১৬-এ মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট’! কে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তী? কেন তার সঙ্গে মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্ট? ‘৬ বছর আগে মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, এখনও কেন অ্যাকাউন্টে ৩ কোটি?’ মানিকের বাড়িতে ৪ হাজার প্রার্থীর নাম, তার মধ্যে আড়াই হাজারের চাকরি’, তৃণমূল বিধায়কের ১০ কোটির সম্পত্তির হদিশ পাওয়ার দাবি ইডির।
লালগোলায় টাকা দিয়ে চাকরি না পাওয়ার অভিযোগে যুবক আত্মঘাতী, ধৃত মূল অভিযুক্ত। তারাপীঠ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত কান্দির বাসিন্দা দিবাকর কোনাই। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু। গত ২৭ সেপ্টেম্বর, বাড়ির কাছ থেকে উদ্ধার হয় আব্দুর রহমানের দেহ। উদ্ধার হয় সুইসাইড নোট। নোটে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে সাড়ে ৬ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ।
দুর্গাপুজোর পর কালীপুজোও কেটেছে রাস্তায় বসে। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ৫৯০ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না। উত্সবের মরশুমেও ওঁদের জীবনে শুধুই অন্ধকার। পরিবার-পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন। তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় এসএসসি চাকরিপ্রার্থীরা।
ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। সেদিক না দেখে, এখানে শিক্ষক দরদী হচ্ছেন। এমন দ্বিমুখী রাজনীতি চলবে না, কটাক্ষ কুণাল ঘোষের।
পরিত্যক্ত ঘর থেকে কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় গাইঘাটা থানার ধর্মপুর গোপুলের ঘটনা
আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাসও দেন নিশীথ। এলাকায় দেখা যায় না বিজেপি সাংসদকে, পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
লালগোলায় টাকা দিয়ে চাকরি না পাওয়ার অভিযোগে যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনা মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর, বাড়ির কাছ থেকে উদ্ধার হয় আব্দুর রহমানের দেহ। উদ্ধার হয় সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে যুবক দাবি করেন, প্রাথমিকে শিক্ষক পদে চাকরি পেতে সাড়ে ৬ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। সেই সূত্র ধরে প্রথমে মিডলম্যান রেহেসান শেখকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত কান্দির বাসিন্দা দিবাকর কোনাইকে। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়েছে।
আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাসও দেন নিশীথ। এলাকায় দেখা যায় না বিজেপি সাংসদকে, পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
কালীপুজোর রাতে তুবড়ি ফেটে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। উৎসবের রাতে শোকের ছায়া উত্তর ২৪ পরগনার মিনাখাঁর আবাদ মালঞ্চ মাঝেরপাড়ায়। মৃতের নাম সায়ন পাত্র। স্থানীয় সূত্রে খবর, তুবড়ি জ্বালানো মাত্র টুকরোগুলো সায়নের গলায় ঢুকে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুজোর আগে এক কুইন্টালেরও বেশি বেআইনি বাজি উদ্ধার করে মিনাখাঁ থানার পুলিশ। গ্রেফতার করা হয় ২ জনকে। তারপরও লুকিয়ে বেআইনি বাজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের মজুত করা বোমা বিস্ফোরণ কাঁকিনাড়ায়। অভিযোগ সুকান্ত মজুমদারের।
অমাবস্যা থাকায়, তারাপীঠেও আজ পুজো চলছে। তবে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণের জন্য বিকেল ৪টের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। গ্রহণ শেষ হলে, মাকে স্নান করিয়ে, রাজবেশ পরিয়ে সন্ধ্যারতি হবে। তারপর পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন।
কালীপুজোর দিন অশোক ভট্টাচার্যর বাড়িতে দুই বিজেপি নেতা। গতকাল শিলিগুড়ির প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত। স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাই ওঁরা দেখা করতে এসেছিলেন, প্রতিক্রিয়া অশোক ভট্টাচার্যর। বিজেপি-সিপিএম-কংগ্রেস যড়যন্ত্র করছে, আক্রমণ কুণাল ঘোষের
গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা। আসানসোল জেল থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। জেল সূত্রে খবর, এটা রুটিন চেক আপ।
১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এরপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে ইডি। সূত্রের খবর, জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন জানাবে ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হবে। খবর সূত্রের। এর আগে সুপ্রিম কোর্টেও মানিকের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল ইডি।
তৃণমূলের প্রশ্রয়েই দুষ্কৃতী দৌরাত্ম্য। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বাংলা জুড়ে বোমা বন্দুকের রাজত্ব, আক্রমণ সুজনের। প্রশাসনের দিকে আঙুল, বিজেপি বিধায়ক পবন সিংহর।
প্রশ্নে পুলিশ প্রশাসন
আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যাবে। সূর্যাস্তের আগে কিছুক্ষণের জন্য গ্রহণ দেখা যাবে কলকাতায়। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হবে ৫টা ৩ মিনিটে। অর্থাৎ কলকাতায় মাত্র ১১ মিনিট গ্রহণ দেখা যাবে। সূর্যের সর্বাধিক ৪ শতাংশ ঢাকা পড়বে খণ্ডগ্রাস গ্রহণে
পূর্ব বর্ধমানের জামালপুরে প্রকাশ্যে তৃণমূলের দুই সংঘাত। দলের ব্লক সভাপতিকে পরিবর্তনের দাবিতে তৃণমূল প্রধানের নেতৃত্বে পথ অবরোধ করেন কর্মীদের একাংশ। এমনকি, বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে ব্লক সভাপতিকে ক্লাস ফোর পাস বলে কটাক্ষও করেন প্রধান। জামালপুরের চকদিঘি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রধান গৌরসুন্দর মণ্ডলের দাবি, বিজয়া সম্মিলনী বানচাল করতে বাস, গাড়ি, ট্রেকারে করে কর্মীদের আনা যাবে না বলে রীতিমতো হুইপ জারি করেন ব্লক সভাপতি। এই প্রসঙ্গেই দলীয় কর্মীদের সমর্থন নিয়ে ব্লক সভাপতিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল প্রধান। প্রতিক্রিয়া এড়িয়েছেন ব্লক সভাপতি মেহমুদ খান। গোষ্ঠীদ্বন্দ্ব বলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দুর্যোগ কাটল দক্ষিণবঙ্গে। পরিষ্কার কলকাতার আকাশ। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। উপকূলে দুপুর পর্যন্ত বইবে ঝোড়ো হাওয়া। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যু। কাঁকিনাড়া স্টেশনের কাছে বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু শিশুর। বিস্ফোরণে জখম আরও এক শিশু
মজুত রাখা বোমা থেকে বিস্ফোরণ কিনা খতিয়ে দেখা হচ্ছে
কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যু
কাঁকিনাড়া স্টেশনের কাছে বিস্ফোরণ
আলোর উৎসবে মাতোয়ারা বাংলা। গতকাল বৃষ্টি মাথায় নিয়েই চলে দেবীর দর্শন।
আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বিকেল ৪টে ৫২ মিনিটে শুরু । শেষ ৫টা ৩ মিনিটে। কলকাতায় মাত্র ১১ মিনিট। দেখা যাবে গ্রহণ
প্রায় ১৪ ঘণ্টা পর বানতলা লেদার কমপ্লেক্সে চামড়ার ব্যাগের কারখানায় আগুন নিয়ন্ত্রণে। সকাল ৭টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। কারখানার দোতলা, তিনতলা ও চারতলার বেশিরভাগ অংশ ভস্মীভূত। পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানায় মজুত থাকা সামগ্রী। গতকাল দুপুর ২টো নাগাদ চামড়ার ব্যাগ তৈরির কারখানার নীচতলায় গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কার্যত জতুগৃহে পরিণত হয় গোটা কারখানা। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আজ ভোর ৪টে নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাজি বা মোমবাতি থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। যদিও বাজি থেকেই আগুন লাগে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে কারখানা কর্তৃপক্ষের।
অমাবস্যার জন্য কালীপুজোর পরের দিনও কামাখ্যা মন্দিরে পুণ্যার্থীদের ভিড় রয়েছে। আজও চলবে বিশেষ পুজো। মনস্কামনা পূরণে চলছে যজ্ঞ।
বাংলাদেশে ল্যান্ডফলের পরেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। গতকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। সিত্রাংয়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে বাংলাদেশে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বরগুনা, নড়াইল, সিরাজগঞ্জ ও ভোলা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের পর আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে। আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। যদিও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। আজ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা।
অভিনব চিন্তাভাবনা, নজরকাড়া থিমের জন্য কলকাতার বেশকিছু পুজো জিতে নিল এবিপি আনন্দর সেরা সম্মান।
বাড়ির কালী পুজোয় মুখ্যমন্ত্রী। হাত লাগালেন ভোগ রান্নায়। আমেরিকা থেকে ফিরেই গেলেন অভিষেক। গেলেন সস্ত্রীক রাজ্যপাল।
প্রেক্ষাপট
তারাপীঠ, কামাখ্যা থেকে ঠনঠনিয়া, করুণাময়ী, বেলুড় (Diwali 2022)। শ্যামা আরাধনায় মাতোয়ারা বাংলা। বারাসাত (Barasat) থেকে নৈহাটির বড়মার পুজো বৃষ্টির মধ্যেই চলল দেবী দর্শন।
বাড়ির কালী পুজোয় মুখ্যমন্ত্রী (Kali Puja 2022)। হাত লাগালেন ভোগ রান্নায় (Mamata Banerjee)। আমেরিকা থেকে ফিরেই গেলেন অভিষেক। গেলেন সস্ত্রীক রাজ্যপাল।
এবার পাখির চোখে শ্যামা দর্শন। এবিপি আনন্দে আকাশপথে দেখে নেওয়া কালীপুজো। মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনে উপচে পড়া ভিড়।
উত্তর থেকে দক্ষিণ। কোথাও থিমের চমক, কোথাও সাবেকি প্রতিমা। আলোক আনন্দ সম্মান ছিনিয়ে নিল একের পর এক পুজো।
আলোর উৎসবে ফের শব্দদানবের তাণ্ডব। দেদার ফাটল বাজি। শহরজুড়ে অভিযান পুলিশের। ৮০জন আটক।
বেহালায় ডোনার বাড়ির পুজোয় গেলেন সৌরভ। বেলেঘাটায় কৌশানীর বাড়িতে বনি। বাড়ির পুজোয় অপরাজিতা। বাঁকুড়ার পৈত্রিক বাড়িতে কল্যাণ।
আলোর উৎসবেও আঁধার। অব্যাহত উচ্চ প্রাথমিক, এসএসসির গ্রুপ সি-গ্রুপ ডির ধর্না। পথ নাটিকায় প্রতিবাদ।
বৃষ্টি মাথায় নিয়েই চাকরিপ্রার্থীদের ধর্না। পাশে থাকার বার্তা সেলিমের।ত্রিপুরায় শিক্ষকদের চাকরি হারানোর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণে কুণাল।
এবার ভারতীয় বংশোদ্ভূতের হাতে ব্রিটেনের রাশ। ট্রাসের ইস্তফা পর নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ২৮ অক্টোবর শপথ। ২৯শে নতুন ক্যাবিনেট।
প্রাক্তন অর্থমন্ত্রীর উপরেই আস্থা কনজারভেটিভ পার্টির। অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলার আশ্বাস সুনকের। শুভেচ্ছা জানালেন মোদি।
ব্রিটেনে এবার ঋষি-রাজ। জন্ম সাউদাম্পটনে হলেও ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -