West Bengal News Live Updates: চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি, ভাইরাল ভিডিও

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 26 Aug 2023 11:58 PM
West Bengal News LIVE Updates : বানতলা লেদার কমপ্লেক্সে আগুন

বানতলা লেদার কমপ্লেক্সে আগুন। লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের কাছে আগুন। বানতলা লেদার কমপ্লেক্সে রাসায়নিকের গুদামে আগুন।ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন ।

WB News LIVE Updates : মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু তরজা

বাংলায় কাজ নেই বলেই কি ভিনরাজ্যের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছেন অনেকে? সেইজন্যই কি বাংলায় পরিযায়ী শ্রমিকের বাড় বাড়ন্ত? মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার ২৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল।  

West Bengal News LIVE Updates : সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ! অবশেষে অভিযুক্ত আটক

সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে ! অবশেষে অভিযুক্ত আটক। অভিযুক্ত এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক কাজি সাদেক হোসেনকে আটক করল পুলিশ।

WB News LIVE Updates : চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি, ভাইরাল ভিডিও

চলন্ত ট্রেনে রেলকর্মী ও জিআরপি-র মধ্যে হাতাহাতি। ২৪ অগাস্ট আপ সরাইঘাট এক্সপ্রেসের ঘটনা। অভিযোগ, জোর করে ট্রেনের পাওয়ার কেবিনে ওঠেন জিআরপি কর্মী। কেবিনে থাকা রেলকর্মী বাধা দিলে দু'জনের মধ্যে হাতাহাতি। গুয়াহাটি জিআরপিতে অভিযোগ দায়ের রেলকর্মীর। ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । 

West Bengal News LIVE Updates : 'জবাব সন্তোষজনক নয়' ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

জবাব সন্তোষজনক নয়। এই কথা জানিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নেওয়া হচ্ছে আইনি পরামর্শও।

WB News LIVE Updates: যাদবপুরে যুব মোর্চা কর্মীদের জুতো প্রদর্শন, বিজেপির অন্দরেই সমালোচনার সুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে বিজেপির যুব মোর্চা কর্মীদের জুতো প্রদর্শন! এবিভিপির জমায়েতে গোলি মারো স্লোগান! এই দুই ঘটনা ঘিরে রাজ্য-রাজনীতি সরগরম! বিষয়টি নিয়ে গেরুয়া ব্রিগেডের কড়া সমালোচনা করছে বিরোধীরা। এমনকি, জুতো প্রদর্শনের বিষয়টি নিয়ে বিজেপির অন্দর থেকেই উঠেছে সমালোচনার সুর।

West Bengal News LIVE Updates : হাওড়ার জগৎবল্লভপুরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার

হাওড়ার জগৎবল্লভপুরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম পুষ্পবালা কোলে। পরিবারের দাবি, আজ ভোরে পাশের বাড়ির বাগানে ফুল তুলতে যান বছর ৫৩-র ওই মহিলা। সাপে কামড়ানোর পর, তাঁকে তড়িঘড়ি জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

WB News LIVE Updates: ইডিকে চাপে রাখতে এসব করা হচ্ছে, দাবি শুভেন্দু

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান ঘিরে অভিযোগ, অনুসন্ধানে লালবাজার। ইডিকে চাপে রাখতে এসব করা হচ্ছে, দাবি শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখে কোটি কোটি টাকা তুলেছেন ভাইপো, অভিযোগ শুভেন্দুর।

West Bengal News LIVE Updates: মিজোরামের পর এবার গাজিয়াবাদ, ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকদের 

ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকদের । মিজোরামের পর এবার গাজিয়াবাদে মৃত্যু বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের । গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের। মৃতদের মধ্যে ২জনের বাড়ি সামশেরগঞ্জে, একজনের বাড়ি ফরাক্কায়। একসঙ্গে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের ৩ শ্রমিক ।

WB News LIVE Updates: বন‍্ধে ভাল প্রভাব পড়ল দার্জিলিংয়ে

শিলিগুড়ির মাটিগাড়ায় সকুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও সিপিআরএমের ডাকা বন‍্ধে ভাল প্রভাব পড়ল দার্জিলিংয়ে। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট, বাজার, হাট। রাস্তায় যান চলাচলও ছিল কম।   

West Bengal News LIVE Updates: সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ

আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। এর ফলে গত ৬ মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। 

WB News LIVE Updates: সল্টলেকে মিছিল শাসক দলের

মণিপুরকাণ্ডে ফের পথে তৃণমূল, মণিপুরে অশান্তি ও নারী নির্যাতনের প্রতিবাদে তৃণমূলের মিছিল। সল্টলেকে মিছিল শাসক দলের, বিজেপিকে নিশানা তৃণমূলের। 

West Bengal News LIVE Updates: হানি ট্র্যাপের মাধ্যমে পাক চরকে ভারতীয় সেনা ছাউনির ছবি তোলা ও তথ্য পাচারের অভিযোগ

হানি ট্র্যাপের মাধ্যমে পাক চরকে ভারতীয় সেনা ছাউনির ছবি তোলা ও তথ্য পাচারের অভিযোগ। একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম ভক্তবংশী ঝা, বাড়ি বিহারে। ওই যুবকের সঙ্গে পাক চরদের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি । মধ্য কলকাতার রিপন স্ট্রিট থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । ধৃতের কাছ থেকে ভারতের নিরাপত্তা লঙ্ঘনকারী একাধিক চ্যাট ভিডিয়ো মিলেছে, দাবি পুলিশের। 

WB News LIVE Updates: লোকসভায় সব বুথ ফাঁকা করার হুঙ্কার শুভেন্দুর

১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ, হাইকোর্টের অনুমতিতে সভা শুভেন্দুর। আর সেই সভা থেকেই গ্রাম পঞ্চায়েতের ইস্যুতে 'দলবদল' নিয়ে শাসকদলকে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, 'কারসাজি করে জনকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া হয়েছে। কোথাও আমরা বিরোধী আসনে, কোথাও আমরা দায়িত্ব পেয়েছি। পূর্ব মেদিনীপুরে ৮৪জন বিজেপির প্রার্থী প্রধান হয়েছেন। এত কিছুর পরেও ১৪টি জেলা পরিষদ আসনে বিজেপি জিতেছে। ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকার বিনিময়ে ২জন প্রার্থীকে তুলেছে তৃণমূল। দল পরিবর্তন করতে গেলে, আগে পঞ্চায়েত সমিতি থেকে ইস্তফা দেওয়া উচিত। আমি পদত্যাগ করে দলবদল করেছি, এরকম হলে আপত্তি ছিল না।'

West Bengal News LIVE Updates: স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়

শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়। আজ ২৪ ঘণ্টা পাহাড় বন‍্ধের ডাক। বন‍্ধের ডাক দিয়েছে বিমল গুরুংয়ের গোর্খা। 

WB News LIVE Updates: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান ঘিরে অভিযোগ

লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান ঘিরে অভিযোগ, তদন্তে লালবাজার। বেআইনিভাবে সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউললোড করার অভিযোগ। লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্টের অভিযোগে তদন্ত শুরু পুলিশেরর। লিপস অ্যান্ড বাউন্ডসের ২ কম্পিউটার বাজেয়াপ্ত করে তদন্তে পুলিশ।  
 

West Bengal News LIVE Updates: ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে

৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ। সিআইডিকে তদন্ত বন্ধ করতে বলে সিবিআই-ইডি-কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সংস্থাটিতে ২১ হাজার ১৬৩ জন প্রায় ৫০ কোটি টাকা জমা রেখেছিলেন
সেই টাকা থেকে ঋণও দিয়েছিল সংস্থাটি। অভিযোগ আমানতকারীদের টাকা ফেরাতে টালবাহানা শুরু করে মহিলা ঋণদান সমবায় সমিতি। টাকা নয়ছয়ের অভিযোগে CBI ও ED-র হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা হয়। 

West Bengal News LIVE Updates : হাইকোর্টের অনুমতিতে আজ খেজুরিতে শুভেন্দুর সভা

হাইকোর্টের অনুমতিতে আজ খেজুরিতে শুভেন্দুর সভা। কাঁথিতে ১৪৪ ধারা জারি করেছিলেন মহকুমাশাসক। ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করে সভার অনুমতি দেয় হাইকোর্ট

WB News LIVE Updates: আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল

আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। এর ফলে গত ৬ মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News LIVE Updates: যাদবপুরকে তৃতীয় নোটিস পাঠাল কমিশন

জবাব সন্তোষজনক নয়, ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের নোটিসের জবাব দেওয়ার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। 

West Bengal News LIVE Updates : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার প্রাক্তনী জয়দীপ ঘোষ ছাড়াও দুই পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার প্রাক্তনী জয়দীপ ঘোষ ছাড়াও দুই পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ। মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। খুন ও সংগঠিত অপরাধের পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধাদানের ধারা যোগ। হস্টেলের নিরাপত্তারক্ষীর বয়ানের ভিত্তিতে ২ পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের ধারা যোগ। সূত্রের খবর, ঘটনার দিন হস্টেলের গেটে পুলিশকে আটকে দেন প্রাক্তনী জয়দীপ ঘোষ। তাঁর সঙ্গে মনোতোষ ও দীপশেখরও ছিলেন বলে পুলিশের দাবি। হস্টেলের নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই দুই পড়ুয়ার নাম জানতে পারেন তদন্তকারীরা। আজ আলিপুর আদালতে তোলা হবে মনোতোষ ও দীপশেখরকে। তাঁদের বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার ধারা যুক্ত করার আবেদন জানানো হবে। অন্যদিকে গতকাল এবিভিপি-র মিছিল থেকে ৬৪জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের তোলা হয় আদালতে
এই ৬৪ জনের মধ্যে ৭ জনকে হেফাজতে চেয়েছে পুলিশ।

WB News LIVE Updates: গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থী

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থী (Panchayat Winner Candidate)। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে (Job fraud Case) গ্রেফতার রামপদ সিংহ। ধৃতের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু। বোর্ড গঠনে অংশ নিতে দেবে না বলে রাজনৈতিক চক্রান্ত, অভিযোগ ধৃতের।

West Bengal News LIVE Updates: মিজোরামের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার মালদার বাসিন্দার

রোজগারের আশায় নিজের পরিবারকে ছেড়ে পাড়ি দিয়েছিলেন মিজোরামে।  কাজ পেয়েছিলেন রেলের সেতু তৈরির। কিন্তু অর্থের আশায় গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছেন মালদার আব্দুস সালাম ও নাজিম হোসেন। চোখের সামনে মৃত্যু হয়েছে একাধিক সহকর্মীর। নিজেরাও শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন। সেই সব ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আব্দুস ও নাজিম। 


 

WB News LIVE Updates: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ। কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।

West Bengal News LIVE Updates: অটোয় ধাক্কা মেরে, নয়ানজুলিতে পড়ে গেল সরকারি বাস

কোচবিহার থেকে সিতাই যাওয়ার পথে, অটোয় ধাক্কা মেরে, নয়ানজুলিতে পড়ে গেল সরকারি বাস। চলন্ত অটো থেকে পড়ে, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যাত্রীর। বাসের ১০ জন যাত্রীও আহত হন। সকাল সাড়ে ৮টা নাগাদ কোচবিহার শহর থেকে ৮ কিলোমিটার দূরে গারোপাড়ায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস অটোর পিছনে ধাক্কা মারে। পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক অটো যাত্রীর। স্থানীয়রাই আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

WB News LIVE Updates: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় দুই পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার প্রাক্তনী জয়দীপ ঘোষ ছাড়াও দুই পড়ুয়ার বিরুদ্ধে পুলিশকে বাধাদানের অভিযোগ। মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর বিরুদ্ধে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। খুন ও সংগঠিত অপরাধের পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধাদানের ধারাও প্রয়োগ করতে চলেছে পুলিশ

West Bengal News LIVE Updates: সিজিও কমপ্লেক্স যেন মশার আতুড়ঘর

সিজিও কমপ্লেক্স যেন মশার আতুড়ঘর। মশা নিধনের আবেদন জানিয়ে বিধাননগর পুরসভাকে চিঠি । অভিযানে এসে সিজিও কমপ্লেক্সের ভিতরে মিলল ডেঙ্গির লার্ভা। পরিত্যক্ত আসবাব, ফুলের টবের জমা জলে মিলল ডেঙ্গির লার্ভা


 

WB News LIVE Updates: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ। কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। মেট্রো স্টেশনে নামতেই তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ

West Bengal News LIVE Updates: ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ

৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির মামলায়, সিআইডিকে তদন্ত বন্ধ করতে বলে CBI-EDকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News LIVE Updates: রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে তিনজনের রক্তাক্ত দেহ

রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে তিনজনের রক্তাক্ত দেহ। পাশে পড়ে রয়েছে ভাঙাচোরা মোটরবাইক। সাতসকালে এই দৃশ্য দেখে চমকে ওঠেন মুর্শিদাবাদের ডোমকলের মেহেদিপাড়ার বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কের ওপর মেহেদিপাড়া মোড়ে টার্নিং নেওয়ার সময়, নিয়ন্ত্রম হারিয়ে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যান তিন বাইক আরোহী। মৃত ১৯ বছরের মুস্তাহিদ মণ্ডল, ২১ বছরের সরিফুল মণ্ডল ও ৩১ বছরের সেন্টু মণ্ডল জলঙ্গির ঝাউদিয়া 
এলাকার বাসিন্দা। 

West Bengal News LIVE Updates: ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা, গ্রেফতার মাস্টারমাইন্ড

ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। এক বছর পর গ্রেফতার ইন্টারন্যাশনাল কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড অভিযুক্ত কুণাল গুপ্তাকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। গতকালই আদালতের নির্দেশে ইডি দফতরে হাজিরা দিয়েছিল কুণাল গুপ্তা। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে

WB News LIVE Updates: বীরভূমের ইলামবাজারে ভেঙে পড়ল অজয়ের ফেরিঘাট

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বীরভূমের ইলামবাজারে ভেঙে পড়ল অজয়ের ফেরিঘাট। এর ফলে জয়দেব থেকে দুর্গাপুর যাওয়ার জলপথ পরিবহণ সম্পূর্ণ বন্ধ। আজ ভোররাতে জলের তোড়ে ভেঙে পড়ে অজয়ের ফেরিঘাট। ইলামবাজারের এই ফেরিঘাটের মাধ্যমে বীরভূম থেকে খুব অল্প সময়ে দুর্গাপুর ও আসানসোল পৌঁছনো যায়। ফেরিঘাট ভেঙে যাওয়ায় জয়দেব গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন। ইলামবাজার দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। 

West Bengal News LIVE Updates: সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ

আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরে সমবায় দুর্নীতির অভিযোগ উঠল। ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, সোনারপুরের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গন্ডগোলের বিষয়টি নজরে আসে। এর ফলে গত ৬ মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। এর আগে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। 

WB News LIVE Updates: যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল

যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল। একমাস পর, সাফাই কর্মীরা পরিষ্কার করতে এসে প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী উদ্ধার করেন। ১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল। তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এরপর আজ বিশ্ববিদ্যালের ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার হল প্রচুর খালি মদের বোতল। 

West Bengal News LIVE Updates: শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়

শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় উত্তপ্ত পাহাড়। আজ ২৪ ঘণ্টা পাহাড় বন‍্ধের ডাক দিয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডসের হামরো পার্টি ও কম্যুনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট, CPRM। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে বন‍্ধের ভালই প্রভাব পড়েছে। পাহাড়ে বেশিরভাগ স্কুলই বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। রাস্তায় যান চলাচলও কম। তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল করছে। কালিম্পং মোটর স্ট্যান্ড শুনশান। বন্ধ শনিবারের হাট। ওষুধ, দুধের গাড়ি-সহ বেশ কিছু জরুরি পরিষেবাকে বন‍্ধের আওতার বাইরে রাখা হয়েছে। 

WB News LIVE Updates: ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস

ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় নোটিস পাঠাল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কমিশন। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তৃতীয় নোটিসে তা জানতে চেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 

West Bengal News LIVE Updates: বিধানসভায় 'বেতন' তরজা

১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না ইসরোর বিজ্ঞানীদের একাংশ। বিধানসভায় অভিযোগ করলেন অরূপ বিশ্বাস। প্রসঙ্গ উত্থাপন করতেই বিদ্যুৎমন্ত্রীকে থামিয়ে দেন অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। রাজ্য়ের সরকারি কর্মীদের ডিএর প্রসঙ্গ তুলে পাল্টা তোপ দেগেছে বিজেপি।

WB News LIVE Updates: বিরল অঙ্গ প্রতিস্থাপন

এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রপচার। এক রোগীর শরীরে একইসঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়া বসিরহাটের বাসিন্দার অঙ্গ প্রতিস্থাপন করা হল কালিকাপুরের এক বাসিন্দার শরীরে।   

West Bengal News LIVE Updates: বর্ষা শেষেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়বে বিজেপি

পাখির চোখ ২০২৪। বর্ষা শেষেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়বে বিজেপি। তার আগে কার্যত ওয়ার্ম আপ চলছে। শুক্রবার সুখিয়া স্ট্রিটে প্রচার কর্মসূচি সারলেন সুকান্ত মজুমদার। মোদি সরকারের নয় বছরের কাজের খতিয়ান লিফলেটে তুলে ধরে প্রচার করেন রাজ্য বিজেপি সভাপতি। কলকাতার ২৬ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। রাজ্য বিজেপির করুণ অবস্থা। নেতা চেনাতে ফ্লেক্স দিয়ে প্রচার করতে হবে! পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তাপস রায়। 

WB News LIVE Updates: মালদার মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল

মিজোরামে সেতু-বিপর্যয়ে মালদার মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। আজ ভোরে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে শিয়ালদায় নামেন সি ভি আনন্দ বোস। কর্মসংস্থান কমে যাওয়ার কারণেই কি রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, এটা নিয়ে ভাবার সময় এসেছে। 

West Bengal News LIVE Updates: শিলিগুড়িতে একযোগে বিজেপির জেলা কমিটি থেকে পদত্যাগ

জেলা কমিটি ঘিরে অসন্তোষ। শিলিগুড়িতে একযোগে বিজেপির জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন ৩০ জন। তালিকায় রয়েছেন ফাঁসিদেওয়ার বিধায়কও। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

WB News LIVE Updates: যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা

যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা। মালদা যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ওয়ার্ক অর্ডারে সই হলেও, শুরু হল না কাজ। 

West Bengal News LIVE Updates: ক্য়াম্পাসে 'জংলা-পোশাক' বিতর্ক

সেনার জংলা পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে ঢোকার ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নোটিস পাঠাল পুলিশ। তলব করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকেও। অন্যদিকে, লালবাজার সূত্রে খবর,
অভিযুক্ত সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক সাদেক হোসেন বেপাত্তা। তাঁর মোবাইল ফোন সুইচড অফ। বাড়িতে নোটিস দিতে গেলে, তা গ্রহণ করেননি অভিযুক্তের স্ত্রী, দাবি পুলিশ সূত্রে। 

WB News LIVE Updates: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।

West Bengal News LIVE Updates: র‍্যাগিং রুখতে ইসরো?

যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা। মালদা যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ওয়ার্ক অর্ডারে সই হলেও, শুরু হল না কাজ। 

প্রেক্ষাপট

কলকাতা: গোলি মারো (Goli Maro) স্লোগান উঠল! ক্যাম্পাস লক্ষ্য করে জুতো প্রদর্শন হল! বিরোধী দলনেতা আড়ং ধোলাইয়ের হুঙ্কার দিলেন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের মৃত্যুর ঘটনায় গেরুয়া ব্রিগেডের কর্মসূচি ঘিরে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।  যুব মোর্চার বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন অধ্যাপকরা। সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।
   


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-


সেনার জংলা পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে ঢোকার ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের (Police)। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে নোটিস পাঠাল পুলিশ। তলব করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকেও। অন্যদিকে, লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক সাদেক হোসেন বেপাত্তা। তাঁর মোবাইল ফোন সুইচড অফ। বাড়িতে নোটিস দিতে গেলে, তা গ্রহণ করেননি অভিযুক্তের স্ত্রী, দাবি পুলিশ সূত্রে। 


রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।


তল্লাশির সময় বেআইনিভাবে ১৬টি ফাইল ডাউনলোড করা হয়েছিল। করা হয়েছে তথ্যের হেরফের। সে বিষয়ে কাউকে জানানোও হয়নি। সিজার লিস্টেও ছাল না কোনও উল্লেখ। এই মর্মে এবার লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট। অভিযোগপত্র মিলেছে। অনুসন্ধান করে দেখা হচ্ছে, জানানো হয়েছে লালবাজার সূত্রে। 


মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। ১৮ জনের মৃতদেহ নিয়ে আসা হল গ্রামে। চতুর্দিকে শুধু স্বজনহারানোর হাহাকার। এবারই প্রথম নয়, ৪ মাস আগে, মিজোরামেই এক ব্রিজ দুর্ঘটনায় পা হারান মালদার রতুয়ার এক পরিযায়ী শ্রমিক। সকলেরই এখন একটাই দাবি, এ রাজ্য়ে কাজের সুযোগ করে দিক সরকার। 


যাদবপুর-সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে নেওয়া হবে ইসরোর প্রযুক্তির সহায়তা। মালদা যাওয়ার পথে ট্রেনেই ইসরোর চেয়ারম্যান ও যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। পরে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি কথা বললেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ওয়ার্ক অর্ডারে সই হলেও, শুরু হল না কাজ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.