West Bengal News Live: রাজ্যে ১০ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন শাহ-নাড্ডার, সঙ্গে থাকবেন ৫ কেন্দ্রীয় নেতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
চিনার পার্কে খাবারের দোকানে বিধ্বংসী আগুন। ভরদুপুরে অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক। দমকলের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টার্গেট লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন। রাজ্যে ১০ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন শাহ-নাড্ডার, সঙ্গে থাকবেন ৫ কেন্দ্রীয় নেতা। ৪ কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াই তৈরি ইলেকশন ম্যানেজমেন্ট টিম। ইলেকশন ম্যানেজমেন্ট টিমে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো ও সতীশ ধন্ড। টিমে নেই ৪ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও।
নিয়োগ দুর্নীতি তদন্তে কামারহাটি পুরসভায় খাজানার সন্ধান। এর আগে রিপোর্টে ইডি দাবি করে, পুরসভার অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত চাকরি পাওয়ার ৬ বছরের মধ্যে কোটিপতি হয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না, দাবি ইডি-র। মেলে তেরোশো পাতার সম্পত্তি-নথি। এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কামারহাটি পুরসভায় স্ত্রী ও ভাইকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।
লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শা-জে পি নাড্ডা। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদোয়ারায় অমিত শাহ ও জে পি নাড্ডা। প্রাথর্নার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ ও জেপি নাড্ডা। বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে রয়েছে বৈঠক। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির দুই হেভিওয়েট নেতা ।
ইডি-র নজরে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত, দাবি ইডি-র। কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী ও ভাই, বিস্ফোরক দাবি করল ইডি। নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে, দাবি তদন্তকারী সংস্থার।
ভরা পৌষে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১, স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়েছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে, সিকিমে বরফ পড়ার সম্ভাবনা । অন্যদিকে, দিল্লিতে ঘন কুয়াশার জেরে সকাল থেকে বিমান পরিষেবা ব্য়াহত।
আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে প্রায় ৩০টি বিমানের ওঠানামায় দেরি ।
রাত হলেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বসে মদের আসর। সেই আসরে যোগ দেয় পুলিশও। মত্ত অবস্থায় মহিলাদের কটূক্তি, মদের বোতল ভাঙাভাঙি, হই-হল্লা চলে রাতভর। এই অভিযোগে উলুবেড়িয়ার মল্লিকপোল জগদীশপুর এলাকায় উত্তেজনা ছড়াল। গ্রামবাসীদের অভিযোগ, গতকাল বড়দিনের রাতেও একই ঘটনা ঘটে। প্রতিবাদ করায় রাজাপুর থানার পুলিশ তাঁদের মারধর ও লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বন দফতর খাঁচা পাতলেও, ধরা দিল না রয়্যাল বেঙ্গল। পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের শনিবার থেকেই ঘুম উড়েছে। ঘন ঘন গর্জন আর এখানে-ওখানে পায়ের ছাপ দেখা গেলেও, দেখা মেলেনি বাঘের। গতকাল বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় পৌঁছে গেছেন অভিজ্ঞ বন কর্মীরা।
মালদার চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিতে বিহার-যোগ ! ৫ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের, ২ জন উত্তর দিনাজপুরের, ধারণা পুলিশের। অস্ত্র দেখিয়ে ৫ ডাকাতের তাণ্ডব, ৫ মিনিটের অপারেশন। হেলমেট, মাস্কে মুখ ঢেকে মারধর করে অবাধে লুঠপাট। সন্ধে ৬.৪৮: চাঁচলে ৫ ডাকাতের ৫ মিনিটের অপারেশন ! থানার নাকের ডগায় গান পয়েন্টে সোনার দোকানে ডাকাতি। হাঁটা পথে থানা থেকে সাড়ে ৫ মিনিটের দূরত্ব, তাও আঁধারে পুলিশ ! চাঁচলের একদিকে ইটাহার, একদিকে রায়গঞ্জ। চাঁচলের অন্যদিকে বিহারের কাটিহার, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ।
হাতিয়ার স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্য, অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই আন্দোলনে নামছে যুব তৃণমূল। অমিত শাহ-সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন। মিছিল করে, ফুটবল খেলে রাজ্য জুড়ে প্রতিবাদ জানাবে যুব তৃণমূল কংগ্রেস। 'সুকান্ত-বিতর্ক ঢাকতে রাজ্যে অমিত শাহ, চাইতে হবে ক্ষমা'। স্বামী বিবেকানন্দ নিয়ে অমিত শাহকে অবস্থান স্পষ্ট করার দাবি তৃণমূলের।
বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা! আজ দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি । লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। মঙ্গলবারের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলোর জন্য় নতুন স্ট্র্য়াটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্য়ে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভাল লড়াই দেওয়ার জন্য় তারা প্রস্তুত কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে।
খাদ্য ভবনের পুলিশ ব্যারাকে গুলি, কনস্টেবলের রহস্যমৃত্যু । সার্ভিস রিভলবার থেকে বুকে গুলি, কনস্টেবলের মৃত্যু । পুলিশ ব্যারাক থেকে হাইকোর্টে নাইট ডিউটিতে যাওয়ার সময় গুলি। আত্মহত্যা না দুর্ঘটনা? কনস্টেবলের মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা।
নিহত কলকাতা পুলিশের কনস্টেবল তপন পালের বাড়ি হরিণঘাটায়। কনস্টেবলের মৃত্যুর খবর পেয়েই ব্যারাকে যান পুলিশ কমিশনার ।
চাঁচলে থানা থেকে সাড়ে ৫মিনিট দূর গান পয়েন্টে সোনার দোকান ডাকাতি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।
প্রেক্ষাপট
কলকাতা : চাকরি পাওয়ার পর, মাত্র ৬ বছরে কামারহাটি পুরসভার (Kamarahati Municipality) অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। গত ৫ অক্টোবর, বাগুইআটির অর্জুনপুরে তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে। প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের আড়াই কেজি সোনা ও হিরের গয়না। এ ছাড়া, কামারহাটি পুরসভার ওই অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রায় তেরোশো পাতার সম্পত্তি-নথিও মিলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল ED (Enforcement Directorate)। কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে দাবি, ২০১৬ সালে কামারহাটি পুরসভায় অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তমাল দত্ত। তারপর থেকে পুর-নিয়োগ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পুরসভার একজন অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তি, বৈভব কীভাবে হল, তাঁর আয়ের উৎস কী, জানতে চায় ED।
মালদায় (Malda) টেট-এ ভুয়ো পরীক্ষার্থী সহ ৩ জন গ্রেফতার। অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেও হল না শেষরক্ষা। পরিদর্শকের সন্দেহ হওয়ায় হাতেনাতে পাকড়াও। ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা।পুষ্পাঞ্জলিকে জেরা করে গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমার। 'স্ত্রীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিহারের পুষ্পাঞ্জলির সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ', মিডলম্যান হিসেবে কাজ করে বিজয় কুমার, দাবি পুলিশ সূত্রের। বায়োমেট্রিক সত্ত্বেও কীভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকল ভুয়ো পরীক্ষার্থী, উঠছে প্রশ্ন।
বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডা (JP Nadda)! মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? তা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির। সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আইনে পরিণত হল ৩ সংহিতা বিল। ৩ সংহিতা বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশে প্রণয়ন হল ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য আইন। প্রায় বিরোধী শূন্য সংসদে পাশ করা হয় ৩ সংহিতা বিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -