West Bengal News Live: দুর্নীতিকে আড়াল করার চেষ্টা, বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন, আক্রমণে শুভেন্দু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ব্যারাকপুরে ধুন্ধুমার
ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভাল করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, ‘কেমতি আছন্তি’। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, ‘কেমতি আছন্তি’?
জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ। গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।
১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিলের নির্দেশ। ৬ মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের নির্দেশ গ্রিন ট্রাইব্যুনালের।
১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির! অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তির দাবি ইডির। আরও ১০দিন ইডি হেফাজতে পার্থ-অর্পিতা।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ব্যারাকপুরে ধুন্ধুমার।
আদিবাসীদের বিক্ষোভের জেরে থমকে পুরুলিয়ার বাঘমুণ্ডিক টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্প হলে এলাকার পরিবেশের ক্ষতি হবে, দাবি ‘প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ’ নামে স্থানীয় সংগঠনের। আলোচনায় জট কাটানোর আশ্বাস দিয়েছেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক। আদিবাসীদের আন্দোলনের পাশে থাকার দাবি বিজেপির।
মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোট নয়, খবর নির্বাচন কমিশন সূত্রে
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজে মাছের সঙ্কট। সেভাবে মাছ আসছে না।
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য।‘পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি’, সিজার লিস্টে উল্লেখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
দমদম-নোয়াপাড়ার মধ্যে সিগন্যালিংয়ের সমস্যা। দমদম-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা ব্যাহত। বেলা ১২.৪০ থেকে ব্যাহত মেট্রো পরিষেবা।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে ব্যারাকপুরে ধুন্ধুমার।
নির্মীয়মান আবাসন থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার চুৃঁচুড়ায়। মৃতের নাম রাজীব সেনগুপ্ত।
মানিকচক, গাজোলের পর এবার রতুয়া। ১০০ দিনের কাজে মালদায় ফের উঠল দুর্নীতির অভিযোগ।
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে ২৮ জুলাই সংসদ ভবনে শুনানি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য চিঠি
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজে মাছের সঙ্কট। সেভাবে মাছ আসছে না। দামোদর নদেও মাছের পরিমাণ কম। ফলে মাছ ধরাই যাঁদের জীবিকা, ব্যারাজের দু’পাশের সেই মত্স্যজীবীরা পড়েছেন চরম সঙ্কটে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
আদিবাসীদের বিক্ষোভের জেরে থমকে পুরুলিয়ার বাঘমুণ্ডিক টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্প হলে এলাকার পরিবেশের ক্ষতি হবে, দাবি ‘প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ’ নামে স্থানীয় সংগঠনের। আলোচনায় জট কাটানোর আশ্বাস দিয়েছেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক। আদিবাসীদের আন্দোলনের পাশে থাকার দাবি বিজেপির।
ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি করে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভাল করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসতো, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, ‘কেমতি আছন্তি’। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, ‘কেমতি আছন্তি’?
ঘোষণা করেও ২৮ তারিখ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরের সামনে কালীপুজো বাতিল করা হল। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি দলের বিক্ষোভ মিছিল হবে। তবে পুজো কেন বন্ধ করা হল, এনিয়ে মুখে কুলুপ এঁটেছে দলীয় নেতৃত্ব।
দমদম-নোয়াপাড়ার মধ্যে সিগন্যালিংয়ের সমস্যা। দমদম-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা ব্যাহত। বেলা ১২.৪০ থেকে ব্যাহত মেট্রো পরিষেবা।
সনিয়া গাঁধীকে ইডির জিজ্ঞাসাবাদ। দিল্লির পাশাপাশি কলকাতাতেও প্রতিবাদে সরব কংগ্রেস কর্মী-সমর্থকরা।
নির্মীয়মান আবাসন থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার চুৃঁচুড়ায়। মৃতের নাম রাজীব সেনগুপ্ত।
১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির! অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তির দাবি ইডির। আরও ১০দিন ইডি হেফাজতে পার্থ-অর্পিতা।
‘গ্রুপ ডি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়কে ৫ জনের নাম সুপারিশ করেছিলাম’ মানলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
পার্থর গ্রেফতারির পরে মুখ খুললেন বৈখাশীও
অর্পিতার বাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা কোথা থেকে এল! দানা বাঁধছে রহস্য়। তদন্তে ইডি। বিদেশি মুদ্রা আইনেও হতে পারে মামলা।
কলকাতা, শান্তিনিকেতন থেকে হুগলির জাঙ্গিপাড়া। পার্থ-অর্পিতার গ্রেফতারির পরে একের পর এক সম্পত্তি নিয়ে সন্দেহ।
সিজিও কমপ্লেক্সের সাততলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডি-র। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কেও। দু’জনকে মুখোমুখই বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর, তাঁকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি জানালেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
১৭ হাজার চাকরি তৈরি আছে বলে আগেই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কোথায় কত শূন্যপদ আছে, এবং সেখানে নিয়োগের ক্ষেত্রে আদালতের কোন নিষেধাজ্ঞা রয়েছে, সেই তথ্য এবার জম্য দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। আর এরপরেই আশার আলো দেখছেন প্রায় ৫০০ দিন ধরে আন্দোলন করা চাকরিপ্রার্থীরা।
মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৪ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের নয়াপট্টি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কেষ্টপুরের বাসিন্দা বছর তেত্রিশের যুবক গতকাল নয়াপট্টি বাজারে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। অভিযোগ, মদের আসরে বচসার জেরে তাঁর ওপর চড়াও হয় বন্ধুরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।৪ বন্ধুর বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
দুর্গাপুরে উপ সংশোধনাগার থেকে পালালেও ধরা পড়ে গেল এক বিচারাধীন বন্দি
মানিকচক, গাজোলের পর এবার রতুয়া। ১০০ দিনের কাজে মালদায় ফের উঠল দুর্নীতির অভিযোগ।
রেলের মতো এবার শ্মশানেও তত্কাল পরিষেবা। দ্বিগুণেরও বেশি টাকা দিলে দ্রুত সত্কারের ব্যবস্থা করা হচ্ছে হুগলির ত্রিবেণী শ্মশানে। বাঁশবেড়িয়া পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল বিধায়কের সঙ্গে মহিলার নাম জড়িয়ে কুরুচিকর ফেসবুক পোস্ট। তা নিয়ে কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে। আইসি-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব উদয়ন গুহ। সবটাই আইওয়াশ, পাল্টা জবাব বিজেপির। এবিষয়ে কোনও মন্তব্য করেননি দিনহাটার আইসি।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফিরল ইডি
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, বারুইপুরে ED’র নজরে একাধিক সম্পত্তি। এরমধ্যে রয়েছে, বারুইপুরের একটি বাগানবাড়ি। যার মালিকানা ঘিরে এখন জোর জল্পনা।
অর্পিতার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, শুধু অনুষ্ঠানে দেখা করার দাবি মমতার।
অসুস্থতা গুরুতর নয় বলে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না এইমস
প্রেক্ষাপট
ইডির (ED) বিশেষ আদালতে মিলল না স্বস্তি। আরও ১০দিন ইডি হেফাজতেই পার্থ-অর্পিতাকে। ফের খারিজ পার্থর জামিনের আবেদন।
অসুস্থতা গুরুতর নয় বলে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না এইমস 9AIIMS)। রাতে ভুবনেশ্বরে রেখে ভোরেই বিমানে পার্থকে নিয়ে কলকাতার পথে রওনা ইডির।
অর্পিতার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, শুধু অনুষ্ঠানে দেখা করার দাবি মমতার।
দুর্নীতিকে আড়াল করার চেষ্টা, বোঝাই যাচ্ছে ভয় পেয়েছেন। অর্পিতার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার পাল্টা দাবি করে আক্রমণে শুভেন্দু।
এবার নিয়োগ দুর্নীতিতেও ডায়েরির হদিশ। অর্পিতার বাড়িতে পাওয়া ৪০ পাতার কালো ডায়েরিতে লুকিয়ে কোন গোপন তথ্য? বাড়ছে রহস্য।
পার্থর পরে নিয়োগে দুর্নীতি মামলায় এবার নজরে দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডল। চাকরিপ্রাপক পরিবারের ১০জনকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের।
এসএসসি দুর্নীতির দায়ভার নিন মমতা। পার্থর অ্যারেস্ট মেমোয় নেত্রীর নামের প্রসঙ্গ টেনে আক্রমণে মালব্য। শুধুই মিথ্যাপ্রচার, পাল্টা আক্রমণে শান্তনু।
পার্থকে এইমস ফেরানোর পরেই এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন বিজেপির। রাজনৈতিক স্বার্থেই নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে, পাল্টা তৃণমূল।
১২০ কোটি টাকার দুর্নীতি, খোঁজ মিলেছে মাত্র ২০ কোটির! অর্পিতার সঙ্গে পার্থর যৌথ সম্পত্তির দাবি ইডির। সামনাসামনি বসিয়ে জেরার আবেদন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -