নয়াদিল্লি: তিনি বিশ্ব ফুটবলের নয়নের মণি। তাঁকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। অনেকে বলেন, পেলে কিংবা দিয়েগো মারাদোনা নন, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার তিনিই।


সেই লিওনেল মেসিই (Lionel Messi) এবার হয়তো খেলবেন ভারতের মাটিতে। ১৪ বছর পর আবার ভারতে দেখা যেতে পারে মেসির পায়ের জাদু। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর কেরলে খেলতে আসতে পারেন লিওনেল মেসি।


২০২৫ সালে ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই দলে থাকার কথা মেসিরও। বুধবার এমনই জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন। কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলন করে কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'এই বড় ফুটবল ম্যাচ আয়োজন করতে আর্থিক সাহায্য করবেন রাজ্যের শিল্পপতিরা।' তবে মেসি ম্যাচের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী। 


সূত্রের খবর, শুধু কেরলে নয়, কলকাতাতেও আসতে পারেন মেসি। সেই কলকাতা, যে শহরে ২০১১ সালে খেলে গিয়েছিলেন আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ তারকা। যুবভারতী স্টেডিয়ামকে মোহিত করেছিলেন তাঁর প্রতিভার বিচ্ছুরণে। দীর্ঘদিন ধরেই মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছেন এক ক্রীড়া উদ্যোগপতি। যিনি কিছুদিন আগে মেসিদের ব্শ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় এনেছিলেন। মেসির সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলেই খবর। রোজারিওতে মেসির বাবার সঙ্গেও দেখা করে কথাবার্তা বলা হয়ছে।


 






২০১১ সালে দু'দিনের সফরে কলকাতায় এসেছিলেন মেসি। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল আর্জেন্তিনা। মেসিকে নিয়ে উত্তাল হয়েছিল শহর।


বুধবার ভারতীয় সময় ভোররাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ম্যাচ জিতেছে মেসির আর্জেন্তিনা। পেরুকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল লা আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কার্যত কনফার্ম করে ফেলল নীল সাদা শিবির। বুয়েনস আইরেসে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হয়ে গেল আর্জেন্তিনার।


আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।