West Bengal News Live: অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম তুফানগঞ্জ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jun 2022 11:45 PM
West Bengal News Live: অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম তুফানগঞ্জ

অসমের বিজেপি রাজ্য সভাপতিকে লেখা একটি ভাইরাল চিঠি ঘিরে সরগরম কোচবিহারের তুফানগঞ্জ। পরিচয় গোপন করে পড়শি রাজ্যের পদ্ম শিবিরের সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি, অভিযোগ তৃণমূলেরই একাংশের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। চিঠি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

WB News Live Updates: মালদার কালিয়াচকে দু’জায়গায় হানা এনআইএ-র, উদ্ধার ৩ লক্ষ ৪৬ হাজার টাকার জাল নোট

মালদার কালিয়াচকে দু’জায়গায় হানা এনআইএ-র। জাল নোট উদ্ধারে তল্লাশি এনআইএ-র। ধৃত দুজনের কাছ থেকে ৩ লক্ষ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার। জাল নোট উদ্ধারের পর তল্লাশি এনআইএ-র। তল্লাশিতে বাজেয়াপ্ত মোবাইল ফোন, সিমকার্ড। 

West Bengal News Live: কে কে-র মৃত্যুর ২৫ দিন পর নজরুল মঞ্চে সোনু নিগমের গানের অনুষ্ঠান

কে কে-র মৃত্যুর ২৫ দিন পর নজরুল মঞ্চে সোনু নিগমের গানের অনুষ্ঠান। অনুষ্ঠান হল লালবাজারের SOP মেনেই। ছিল আটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। ছিল ৩টি অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি।

WB News Live Updates: শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

দমদমের স্মৃতি উসকে দিল হরিদেবপুর। শহরে ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জমা জলের মধ্যে রাস্তার পাশে ল্যাম্প পোস্টে হাত দিতেই সব শেষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার।

West Bengal News Live: অনুব্রত মণ্ডলের পর এবার সুব্রত ভট্টাচার্য, আত্মসমালোচনায় নানুর ব্লক তৃণমূল সভাপতি

অনুব্রত মণ্ডলের পর এবার সুব্রত ভট্টাচার্য। গত পঞ্চায়েত ভোট নিয়ে আত্মসমালোচনার সুর নানুর ব্লক তৃণমূল সভাপতির মুখে। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

WB News Live Updates:কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হিতেন বর্মন

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হিতেন বর্মন। হিতেন বর্মনের জায়গায় এলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক। 

West Bengal News Live: নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণ করার অভিযোগ গৃহকর্তা ও তাঁর ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। ২ নাবালক সহ ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

WB News Live Updates: কলকাতার তালতলায় পরিত্যক্ত বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু পথচারীর

পরিত্যক্ত বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল এক পথচারীর। আজ সকালে কলকাতার তালতলা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর পরিত্যক্ত বাড়িটিই ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা। 

West Bengal News Live: নকশালবাড়িতে ভোট দেওয়া নিয়ে বিভ্রান্তি, ভোটই দিলেন না অনেকে

একই বাড়ির বাসিন্দা। অথচ পরিবারের এক সদস্য ভোট দিলেন জিটিএতে, কারও আবার শিলিগুড়ি মহকুমা পরিষদে! দার্জিলিঙের নকশালবাড়ির শতাধিক পরিবার এমন সমস্যার মুখে পড়েছেন। বিভ্রান্তিতে পড়ে অনেকে ভোটই দিলেন না। কেউ ক্ষোভ উগরে দিলেন।

WB News Live Updates: শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ঘিরে ঝরল রক্ত

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ঘিরে ঝরল রক্ত। কোথাও নির্দল প্রার্থী, তো কোথাও কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। অন্যদিকে, উপনির্বাচনে দমদমে ভোট দিতে আসার পর আগেই পড়ে গেল ভোট। ভাটপাড়ায় ছাপ্পা ভোটের অভিযোগ, দক্ষিণ দমদমে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

West Bengal News Live: দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম রতন সামন্ত। পুলিশ সূত্রে খবর, গতকাল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে দিঘায় আসে ২৫ জনের একটি দল। ৫ বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে দলের সঙ্গে আসেন রতন।

WB News Live Updates: পশ্চিম বর্ধমানে বিজেপিতে ভাঙন, সদলবলে তৃণমূলে যোগ দিলেন সুশান্ত মণ্ডল

মুখ্যমন্ত্রীর সফরের মুখে পশ্চিম বর্ধমানে বিজেপিতে ভাঙন। পদ্ম শিবির ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দিলেন আসানসোল পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত মণ্ডল।

West Bengal News Live: প্রসূন যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত, বললেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক

প্রসূন যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। মন্তব্য ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের।

WB News Live Updates: জয়ের পরেও কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে, ক্ষোভ উগরে দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ফের সরব প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরেও কেন দলত্যাগীদের ফেরানো হচ্ছে, প্রশ্ন তোলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ। ক্ষোভ উগরে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা দলটাকে শেষ করতে গিয়েছিলেন, কেন তাঁদের ফেরানো হচ্ছে, আমার প্রতিবাদ জারি থাকবে। এ নিয়ে তৃণমূল অথবা বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: দমদমে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী মৌসুমী সেনের তোলা অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, উত্তপ্ত মাটিগাড়া-নকশালবাড়ি

ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাগডোগরা গার্লস স্কুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত বিজেপি প্রার্থীর এজেন্ট। মেরে গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোটাটাই নাটক, কটাক্ষ শাসকদলের।

West Bengal News Live: পানিহাটিতে বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা, রিপোর্ট চাইল কমিশন

পানিহাটির বিবেকানন্দ বিদ্যামন্দিরে রাজ্য নির্বাচনের কমিশনের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় পুলিশ। নিজেদের আচরণবিধি দেখান খড়দা থানার আইসি রাজকুমার সরকার। একইভাবে পানিহাটির বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বরেও বাধা দেওয়া হয় সাংবাদিকদের। ঘটনার রিপোর্ট চাইল কমিশন।

WB News Live Updates: দক্ষিণবঙ্গে আপাতত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি

সকাল থেকে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে আপাতত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে পরশু থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live: কলকাতা মেডিক্যাল কলেজে নতুন করে করোনা আক্রান্ত ১০ পড়ুয়া

শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন ৪জন। আরও ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ। কাল এমবিবিএসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। আলাদা ঘরে পরীক্ষা দেবেন করোনা পজিটিভরা। বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশ। খবর সূত্রের।

WB News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার আতঙ্ক

কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার আতঙ্ক। নতুন করে করোনা আক্রান্ত ১০জন ডাক্তারি পড়ুয়া। শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন ৪জন। আরও ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ। 

West Bengal News Live: দুপুর ১টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়ল?

দুপুর ১টা পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়ল ৪৬ শতাংশ। ঝালদায় ভোট পড়ল ৬২ শতাংশ। দমদমে ভোট পড়ল ৪৭ শতাংশ। দক্ষিণ দমদমে ভোট পড়ল ৪৩ শতাংশ। ভাটপাড়ায় ভোট পড়ল ৩৮ শতাংশ। পানিহাটিতে ভোট পড়ল ৩২ শতাংশ। চন্দননগরে ভোট পড়ল ৪৪ শতাংশ। জিটিএ-তো ভোট পড়ল ৩৯ শতাংশ।

WB News Live Updates: পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুরে মহিলা খুন, সঙ্গী উধাও

পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুরে মহিলা খুন, সঙ্গী উধাও। শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয় বলে সন্দেহ। বাইরে থেকে দরজা বন্ধ, দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার। নিহত মহিলার লিভ-ইন পার্টনারের খোঁজে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্রে তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ। 

West Bengal News Live: ফাঁসদেওয়ায় ‘আক্রান্ত’ কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার মণ্ডল

ফাঁসদেওয়ায় ‘আক্রান্ত’ কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার মণ্ডল। ডোমগড়ের ১৬৭ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। নিজেদের মধ্যে গণ্ডগোল, অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল। 

WB News Live Updates: বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী মৌসুমী সেনের তোলা অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live: ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীকে হেনস্থা

ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লা খালকোকে হেনস্থা, মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। 

WB News Live Updates: যাত্রী তোলা নিয়ে বচসা! টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ

যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসার জেরে জনবহুল এলাকায় টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ। হাওড়ার আমতার নারিট বাজার এলাকার ঘটনা। অভিযুক্ত আরেক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: উপ নির্বাচনে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সৌজন্যের ছবি

উপ নির্বাচনের দিন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সৌজন্যের ছবি। পাশাপাশি বসে কংগ্রেস, তৃণমূল ও বিজেপি প্রার্থী। 

WB News Live Updates: সকাল ৯টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়ল?

সকাল ৯টা পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়ল ১৩ শতাংশ। ঝালদায় ভোট পড়ল ২৩ শতাংশ। দমদমে ভোট পড়ল ১৬ শতাংশ। দক্ষিণ দমদমে ভোট পড়ল ৯ শতাংশ। ভাটপাড়ায় ভোট পড়ল ১২ শতাংশ। পানিহাটিতে ভোট পড়ল ৯ শতাংশ। চন্দননগরে ভোট পড়ল ১৫ শতাংশ। 

West Bengal News Live: ভাটপাড়ার সেন্ট্রাল স্কুলের বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ

ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল স্কুলের বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। বিরোধী এজেন্টদের অভিযোগ, পরিচয়পত্র ছাড়াই অনেকে ভোট দিচ্ছেন। পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: সাংবাদিকদের বুথ চত্বরে ঢুকতে বাধা পুলিশের, রিপোর্ট চাইল কমিশন

সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথে ঢুকতে বাধা সাংবাদিকদের। খবর সম্প্রচারের পর মিলল অনুমতি। গোটা ঘটনার রিপোর্ট চাইল কমিশন।

West Bengal News Live: পানিহাটিতে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের বুথ চত্বরে ঢুকতে বাধা পুলিশের

নিজেদের আচরণবিধি দেখান খড়দা থানার আইসি রাজকুমার সরকার। একইভাবে পানিহাটির বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বরেও বাধা দেওয়া হয় সাংবাদিকদের।

WB News Live Updates: পানিহাটিতে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের বুথ চত্বরে ঢুকতে বাধা পুলিশের

পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পল্লিতে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের বুথ চত্বরে ঢুকতে বাধা পুলিশের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বাধা, দাবি পুলিশ কর্মীর।

West Bengal News Live: ফাঁসিদেওয়ার ৩৬ নম্বর বুথে তৃণমূল-নির্দল সমর্থকদের সংঘর্ষ

ফাঁসিদেওয়ার ৩৬ নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এক নির্দল সমর্থক আহত হয়েছেন। 

WB News Live Updates: শিলিগুড়ির খড়িবাড়িতে মুষলধারে বৃষ্টি, ভোটারদের উৎসাহ প্রবল

সকাল থেকে শিলিগুড়ির খড়িবাড়িতে মুষলধারে বৃষ্টি। ভোটারদের উৎসাহ প্রবল। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা ভোট দিতে যাচ্ছেন।

West Bengal News Live: হামরো পার্টির ক্যাম্প দেখতে পেয়ে সরিয়ে দিল পুলিশ

দার্জিলিঙের সেন্ট জোসেফ কলেজে বুথের কাছে হামরো পার্টির ক্যাম্প। দেখতে পেয়ে সরিয়ে দিল পুলিশ। 

WB News Live Updates: শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার

শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২টি পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট। ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার, নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৫ হাজার পুলিশকর্মী।

West Bengal News Live: ১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন, ভোট হবে ৪৫ আসনে

১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন। ভোট হবে ৪৫ আসনে। লড়াই চতুর্মুখী। বয়কট গুরুঙ্গ-পন্থী মোর্চার। ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদেও। 

প্রেক্ষাপট

১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন (GTA Election)। ভোট হবে ৪৫ আসনে। লড়াই চতুর্মুখী। বয়কট গুরুঙ্গ-পন্থী মোর্চার। ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদেও। 


ঝালদা ও পানিহাটির ২ নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তর ওয়ার্ডে আজ উপনির্বাচন (By Election)। ভোট দমদম (DumDum), দক্ষিণ দমদম (South DumDum), চন্দননগর (Chandannagar) ও ভাটপাড়ার (Bhatpara) একটি করে ওয়ার্ডেও।


নারদ ও সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর (Suvendu Adhikari) গ্রেফতারির দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্সের (CGO Complex) সামনে সভা তৃণমূলের। মঙ্গলবার রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল।


যেখানে ইচ্ছা যাক, কোনও সমস্যা হবে না। প্রতিক্রিয়া শুভেন্দুর। প্রতিবাদ যেন মাঝপথে হারিয়ে না যায়, কটাক্ষ সুজনের। তৃণমূলের বাকি নেতারা সাধু নন, আক্রমণ অধীরের।


প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম-লোগো সঠিকভাবে দেখাতে হবে। বিডিওদের নির্দেশ ডিএম-দের। ট্যুইটে দাবি শুভেন্দুর। ইন্দিরা আবাস যোজনার নাম কেন পাল্টানো হল, পাল্টা কুণাল।


শেষরক্ষা হল না। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু রোগীর। রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।


দেড়ঘণ্টা ধরে কার্নিসে রোগী। হাজির দমকল, পুলিশ, হাইড্রলিক ল্যাডার। কেন উদ্ধার করা গেল না ? গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ভাঙা হয়েছিল গ্রিলের বোল্ট, দাবি কর্তৃপক্ষের।


রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা ২। একদিনে আক্রান্ত ২৩৫ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক ২৭ শতাংশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.