West Bengal News Live Updates: পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
কেন্দ্রীয় এজেন্সির পরে এবার বিচারকের ভূমিকাতেও সন্দেহ বিচারপতির!
পুজোর বাকি ২২ দিন, বেহাল রাস্তা সারাতে চিঠি কলকাতা পুলিশের। রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৯টি সংস্থা ও দফতরকে চিঠি পুলিশের
কলকাতার ৩৩০টি বেহাল রাস্তা চিহ্নিত। পুজোয় বেহাল রাস্তায় যানজটের জেরে দুর্ভোগের আশঙ্কা। জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতির জন্য চিঠি লালবাজারের।
রাজ্য়ে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে, মঙ্গলবার স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক দেন বিজেপি বিধায়করা। কিন্তু গেটেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতা সহ বিধায়কদের। রীতিমতো ধস্তাধস্তি বাধে। কর্মসূূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী।
বুধবারও হচ্ছে না রানিনগরে স্থায়ী সমিতির নির্বাচন। ফের একবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন, লালবাগ উপ সংশোধনাগারে, ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলির সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
এদিকে, ২০ দিনের মাথায় এদিন জেল থেকে ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে মিথ্য়ে মামলায় ফাঁসানোর অভিযোগে ফের সরব হন কুদ্দুস আলি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের মামলাকারীর বাড়িতে গেল সিবিআই। প্রায় দেড় ঘণ্টা থেকে একাধিক নথিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। আর এদিনই জলপাইগুড়ি জেলায় আরেকটি সমবায়ে উঠল দুর্নীতির অভিযোগ। উঠল সিবিআই-ইডির তদন্তের দাবিও।
তৃণমূল কর্মীর জমিতে তৃণমূলেরই পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদ! শাসকদলের কর্মীকে খুনের অভিযোগ উঠল তাঁরই দলের কর্মীদের বিরুদ্ধে। বসিরহাটে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! যদিও এর সঙ্গে দলীয় যোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর।
ভাঙন নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোরের মধ্যেই মালদার মানিকচকে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। তলিয়ে যাচ্ছে গাছপালা, চাষের জমি। আতঙ্কিত গ্রামবাসীরা। ফরাক্কা ব্যারাজের জিএমের অফিস ঘেরাও করে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। পাল্টা রাজ্যের ঘাড়েই দায় ঠেলেছে বিজেপি।
ভারী বৃষ্টিতে বিপর্যয়, জলের নীচে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিভিন্ন জায়গা। বিপদসীমার ওপর দিয়ে বইছে টাঙ্গন ও পুনর্ভবা নদীর জল।
জলের নীচে হরিরামপুর ও কুশমণ্ডীর বিস্তীর্ণ এলাকা। ত্রাণ নিয়ে রাজনীতি করার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। বেহাল রাস্তা নিয়েও প্রশাসনকে নিশানা সুকান্ত মজুমদারের। 'সরকার পরিস্থিতির ওপর নজর রেখেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে', দাবি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের।
বিশ্ববিদ্যালয়ের ৮-৯ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত। এবার কি করোনা কালের মতো অনলাইনে ক্লাসে ফিরবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়? মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অস্থায়ী উপাচার্যের বক্তব্য়ে তেমন জল্পনাই জোরালো হচ্ছে। যদিও, উপাচার্যের ভিন্নমত প্রকাশ করেছেন রেজিস্ট্রার। শিক্ষামন্ত্রী অবশ্য় রেজিস্ট্রারের বক্তব্য়েই কার্যত সায় দিয়েছেন।
পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রি নিয়ে ইদ্রিশ আলির বিস্ফোরক অভিযোগের পর এবার কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল? শোভনদেব চট্টোপাধ্যায়ের উত্তরে জল্পনা। তবে ভগবানগোলার তৃণমূল বিধায়কের দাবি, তিনি যা বলেছেন সত্যি বলেছেন। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
এবার আদালতের প্রশ্নের মুখে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া। মেধাতালিকায় নম্বর বিভাজন না থাকা নিয়ে বিস্ময়প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রাস্তা ঢালাইয়ের কাজ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবার হাসপাতালে পরিদর্শনে এসে পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন তিনি। বিধায়কের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন পিডব্লিউডি কর্তারা।
১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ। দিল্লিযাত্রার আগে চিঠি সংগ্রহে নামল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, 'অন্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ আওয়াজ তুলছেন! রাজ্য সরকারের প্রাপ্য ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে বিজেপি।যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁরা নিজেদের প্রাপ্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন'।
জম্মুর রামবান জেলার বনিহালে কাজ করতে গিয়ে হুগলির কোন্নগরের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু। খুনের অভিযোগ মৃত যুবকের পরিবারের। ঘটনায় রাজ্য়ে কর্মসংস্থানের অভাবের অভিযোগে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। কাল, পূর্বনির্ধারিত রুটে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়েই হবে রাজ্য সরকারের গ্রুপ D-র চাকরিপ্রার্থীদের মিছিল। সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোবিন্দপুর গ্রামে অজ্ঞাতপরিচয় তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল। আজ সকালে গ্রামবাসীরা মাঠের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন। তরুণীর মুখে ওড়না চাপা দেওয়া, ধোঁয়া বেরোতে দেখা যায়। স্বরূপনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে। হাত-পা বেঁধে খুন করে, প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
সাগর দত্ত মেডিক্যাল কলেজে 'দালালরাজ', প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের। 'দালালরাজ নিয়ে কেন থানায় অভিযোগ দায়ের করেননি?'
এরপরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকতে পারবেন তো?', ফোনে সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হুমকি কামারহাটির বিধায়কের।
সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হাসপাতালে না পেয়ে ফোনে হুমকি মদনের।
ধনকড়ের পথেই বোস, স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে চিঠি। ধূপগুড়ির তৃণমূলের জয়ী প্রার্থীর শপথগ্রহণ নিয়ে সংঘাতে নতুন মোড়। 'স্পিকারকে বাদ দিয়ে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে প্রস্তাব', ডেপুটি স্পিকারকে শপথগ্রহণ করানোর প্রস্তাব দিয়ে বিধানসভায় চিঠি।
ডেপুটি স্পিকারকে দিয়ে শপথগ্রহণের রাজ্যপালের প্রস্তাবে নতুন করে সংঘাত
'বিধানসভার অধ্যক্ষের অসম্মানের অভিযোগ, শপথগ্রহণ করাব না, অতীতে যা করেছি, এবারও তা করব', স্পিকার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, দঃ কলকাতায় ফের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে বাঁশদ্রোণীর বাসিন্দা প্রিয়া রায়ের মৃত্যু। এম আর বাঙুর হাসপাতালে বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দার মৃত্যু। ডেঙ্গিতে এখনও পর্যন্ত আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে।
সমবায়ে দুর্নীতির তদন্তে ফের আলিপুরদুয়ারে সিবিআই
মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির তদন্তে ফের আলিপুরদুয়ারে সিবিআই
বাড়ি গিয়ে আমানতকারীর বয়ান রেকর্ড, নথি সংগ্রহ করল কেন্দ্রীয় এজেন্সি
পূর্বনির্ধারিত রুটেই হবে রাজ্য সরকারের গ্রুপ D-র চাকরিপ্রার্থীদের মিছিল
শোভাবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ১৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই হাতাহাতি। হাতাহাতিতে জড়ালেন শশী পাঁজা ও স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের অনুগামীরা। কাউন্সিলরের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন বিধায়ক অনুগামীরা। পাল্টা কাউন্সিলর অনুগামীদের অভিযোগ, এলাকায় পুরনো বাড়ি দখল করে প্রোমোটিং করতে চায় বিধায়কের লোকজন। বাধা দেওয়ায় গতকাল কাউন্সিলর অনুগামীদের মারধর ও ক্লাব ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শককে তার পদ থেকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ। জেলা স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি অন্য দফতরে চাকরি করতে পারেন, কিন্তু ওই পদে থাকার যোগ্য নন, মন্তব্য আদালতের। ২০২২ সালে সন্তানের অসুস্থতার জন্য বদলির আবেদন জানান মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনানী ঘোষ। তাঁর আবেদন মঞ্জুর করেননি জেলা স্কুল পরিদর্শক। এ নিয়ে জেলা স্কুল পরিদর্শকের দাখিল করা রিপোর্টে অখুশি আদালত। ৩ সপ্তাহের মধ্যে বনানী ঘোষকে বাড়ির কাছের স্কুলে বদলির নির্দেশ। ৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিভিন্ন ঠিকানায় চলছে তল্লাশি। হাওড়ার দাশনগর ও জগাছায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সংস্থার দুই অংশীদার পার্থ সেন ও কৌশিক মাজির বাড়িতে এদিন অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
বসিরহাট শহরের চরপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে। পতাকা লাগানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। গতকাল রাতে মধ্যমগ্রামের নার্সিংহোমে মৃত্যু হয় আহত তৃণমূল কর্মী সিরাজুলের। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। দলীয় যোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। জমি-বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের দাবি।
স্বাস্থ্যভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ। ডেঙ্গি নিয়ে ২২ জন বিধায়ককে নিয়ে স্মারকলিপি দিতে যান বিরোধী দলনেতা। গেটেই শুভেন্দু অধিকারীকে আটকে দিল পুলিশ। আগেভাগেই পুলিশ গেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শুভেন্দু। করোনার থেকেও ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, দাবি শুভেন্দু অধিকারীর।
সরকারের ডেঙ্গি নিয়ে বৈঠককে আইওয়াশ বললেন বিরোধী দলনেতা।
শোভাবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ১৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই হাতাহাতিতে জড়ালেন শশী পাঁজা ও স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের অনুগামীরা
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোবিন্দপুর গ্রামে অজ্ঞাতপরিচয় তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল। আজ সকালে গ্রামবাসীরা মাঠের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন। তরুণীর মুখে ওড়না চাপা দেওয়া, ধোঁয়া বেরোতে দেখা যায়। স্বরূপনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে। হাত-পা বেঁধে খুন করে, প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, জানালেন উপাচার্য
স্বাস্থ্যভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ। ডেঙ্গি নিয়ে ২২ জন বিধায়ককে নিয়ে স্মারকলিপি দিতে যান বিরোধী দলনেতা। গেটেই শুভেন্দু অধিকারীকে আটকে দিল পুলিশ। আগেভাগেই পুলিশ গেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শুভেন্দু।
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ
ফের প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', এবার ঘটনা বসিরহাট শহরের চরপাড়ায়। অভিযোগ, জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরেছেন দলেরই কর্মীরাই। মৃত তৃণমূল কর্মীর নাম সিরাজুল। দলীয় যোগের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।
বসিরহাট শহরের চরপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে। পতাকা লাগানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। গতকাল রাতে মধ্যমগ্রামের নার্সিংহোমে মৃত্যু হয় আহত তৃণমূল কর্মী সিরাজুলের
স্বাস্থ্যভবনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ। ডেঙ্গি নিয়ে ২২ জন বিধায়ককে নিয়ে স্মারকলিপি দিতে যান বিরোধী দলনেতা। গেটেই শুভেন্দু অধিকারীকে আটকে দিল পুলিশ। আগেভাগেই পুলিশ গেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শুভেন্দু
যাদবপুরে আজ সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট পেশ নিয়ে হবে আলোচনা, খবর সূত্রের। ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে থাকছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু
স্ত্রীকে ফিরে পেতে এবার শ্বশুরবাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জঙ্গলের মধ্যে জোড়া বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রাথমিক ভাবে খবর, বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। তাঁকে ফেরাতে না পেরে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের জানিয়েছেন স্ত্রী। অভিযুক্তের খোঁজ চলছে।
হাওড়াতেও ডেঙ্গির বাড়বাড়ন্ত। শহরের পাশাপাশি, গ্রামাঞ্চলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ হাওড়া পুরসভায় ডেঙ্গি নিয়ে বিশেষ বৈঠক। রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারি থাকবেন বৈঠকে
পুজোর মুখে ফের ভাঙনের কবলে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা।
এলাকা দখলকে কেন্দ্র করে শোভাবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই হাতাহাতি শশী পাঁজা ও স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের অনুগামীদের। কাউন্সিলর নিজে বিধায়ক অনুগামীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ। বিধায়ক অনুগামীদের অভিযোগ, তাঁদের বাড়ি সংস্কার হওয়ায়, লক্ষাধিক টাকা তোলা দাবি করেন কাউন্সিলরের অনুগামীরা। রাজি না হওয়ায় বিধায়ক অনুগামীদের মারধর করা হয়
পাল্টা বিধায়কের লোকজনের বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ তুলেছেন কাউন্সিলর অনুগামীরা।
ডেঙ্গি দমনে কড়া বার্তা দিল নবান্ন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট কষুব্ধ এবং উদ্বিগ্ন! চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভিন্ন পুরসভার তরফে জমা দেওয়া নথি দেখে সন্তুষ্ট নন তদন্তকারীরা। এমনটাই খবর ইডি সূত্রে।
লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির উৎস নিয়েও এদিন বিচারপতির একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল ইডি। এতদিনেও কেন সম্পত্তির খতিয়ান পাওয়া গেল না, সংস্থার আয়ের উৎসই বা কী, প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।
MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে তপশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তপশিলি জাতির পড়ুয়াকে ভর্তির অভিযোগ উঠল। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে তাঁদের ভর্তি বাতিল হবে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
কলকাতায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গির প্রকোপ। বাড়ছে মৃত্যু। কলকাতা লাগোয়া দক্ষিণ দমদম পুর এলাকার অবস্থাও খুব একটা ভাল নয়। ইতিমধ্যেই সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।
কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে দালাল-চক্রে অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এই নিয়ে পুলিশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। সন্ধেয় এই চক্রে জড়িত অভিযোগে মুকিম খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। কামারহাটি থানা সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
মদন মিত্র সরব হওয়ার পরেই দালালরাজ রুখতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ল পোস্টার। অন্যদিকে, পোস্টার লাগানোকে কেন্দ্র করে কামারহাটিতে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। নাম দেওয়া সত্ত্বেও দালালদের পুলিশ ধরতে পারছে না, এটা হয়? ফের বিস্ফোরক মদন মিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিছু ছাড়ছে না র্যাগিংয়ের আতঙ্ক। বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের সঙ্গে এক হস্টেলে থাকায় অনিচ্ছাপ্রকাশ করে অন্তর্বতী উপাচার্যকে চিঠি লিখলেন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন পড়ুয়া। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর UGC-র দেওয়া রিপোর্ট নিয়ে আচার্যের সঙ্গে বৈঠক করলেন উপাচার্য।
প্রেক্ষাপট
কলকাতা: মাত্র ৩টি বিমা, কোনও সম্পত্তি, অ্যাকাউন্ট নেই অভিষেকের (TMC MP Abhishek Banerjee)? নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার ইডির (ED) বিরুদ্ধে তথ্যগোপনের সন্দেহ হাইকোর্টের (Calcutta High Court)! উত্তরই দিতে পারলেন না সিটের প্রধান!
তদন্ত থেকে নিষ্কৃতি পেতে চান? প্রশিক্ষিত তো? অভিষেকের সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান দিতে না পারায় হাইকোর্টে ভর্ৎসিত ইডি।
কী চান? তদন্ত করতে না প্রমাণ ধ্বংসের জন্য অপেক্ষা করতে? অভিষেক-সহ সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির অসম্পূর্ণ খতিয়ান দেখে ইডির ভূমিকায় সন্দেহ হাইকোর্টের।
সাংসদের বেতন কোথায় ঢোকে? অভিষেকের অ্যাকাউন্ট নিয়ে ইডিকে প্রশ্ন বিস্মিত বিচারপতি সিন্হার (Justice Amrita Sinha)। আপনারা কি পোস্ট অফিস বলে তীব্র ভর্ৎসনা। কিছুই জানে না ইডি?
অভিষেকের পর এবার লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তথ্য তলব হাইকোর্টের। সবাই বুঝেছে সব ঠিক হচ্ছে না, ১৮ মাস পরেও ফলাফল কোথায়? প্রশ্ন বিচারপতির।
১৮৮এ হরিশ মুখার্জি রোড কার নামে? অভিষেকের বাড়ির ঠিকানা উল্লেখ করে প্রশ্ন কোর্টের। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে থাকা ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তথ্য না থাকায় প্রশ্ন।
কীসের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস? আয়ের উৎসই বা কী? ইডিকে প্রশ্ন বিচারপতির। কারখানা, যন্ত্রাংশ থেকে লাইসেন্স, শেয়ার সংক্রান্ত তথ্য তলব।
দালাল চক্রের নিয়ন্ত্রণ হাসপাতালের কর্মী আবাসনেই! এনআরএসের পর এসএসকেএম থেকে ৪জন গ্রেফতার। সাগরদত্ত মেডিক্যালে পাকড়াও আরও ১।
মদনের হুঁশিয়ারিই সার! দালালচক্রের বিরুদ্ধে পোস্টার দেওয়ার পরেই কামারহাটিতে তৃণমূলকর্মীর বাড়ি ভাঙচুর। (বাইট-মদন...পিছনে কেষ্ট-বিষ্টু রয়েছে)
ডেঙ্গিতে বাড়ছে মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৮ হাজার! চলতি সপ্তাহে আরও বাড়তে পারে সংক্রমণ, আশঙ্কা নবান্নেরই। সবচেয়ে হটস্পট উত্তর ২৪ পরগনায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -