West Bengal News Live Updates: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 26 Dec 2023 10:22 PM
West Bengal News LIVE: বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের 

পাখির চোখ লোকসভা ভোট, বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের 

WB News LIVE: মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি কমাল রাজ্য সরকার

 মহিলা পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি (WB JEE Fee) কমাল রাজ্য সরকার (West Bengal Government)। অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি কমে ৩০০ টাকা। ২০০ টাকা কমে অসংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা । ১০০ টাকা কমে সংরক্ষিত মহিলা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। ২৮ এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, ২৮ ডিসেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন। 

West Bengal News LIVE: কলকাতায় এসে দফায় দফায় বৈঠকে শাহ-নাড্ডা

পাখির চোখ লোকসভা ভোট। কলকাতায় এসে দফায় দফায় বৈঠকে অমিত শাহ, জে পি নাড্ডা। নিউটাউনের হোটেলে বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতেও বৈঠক।

WB News LIVE: বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে নীতীশের মাস্টারস্ট্রোক


বাংলায় চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায়, বিহারে নীতীশের মাস্টারস্ট্রোক। লোকসভা ভোটের মুখে বিহারে শিক্ষক নিয়ে মাস্টারস্ট্রোক নীতীশ কুমারের। প্রায় ৪ লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাস করলেই সরকারি কর্মীর তকমা। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহার মন্ত্রিসভার। 

West Bengal News LIVE: এবিভিপি-র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার

 দুর্নীতির অভিযোগে এবিভিপি-র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রাক্তন ভিসি অনিল ভুঁইমালি সহ একাধিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তদন্ত না করায় রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এবিভিপি-র

WB News LIVE: শাহর বঙ্গ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল

 স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্যের জের , অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল। 

West Bengal News LIVE: বঙ্গ সফরে অমিত শা-জে পি নাড্ডা

লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শা-জে পি নাড্ডা। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদোয়ারায় অমিত শাহ ও জে পি নাড্ডা।প্রাথর্নার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ ও জেপি নাড্ডা। বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শাহ-নাড্ডা। তৈরি করে দেন ইলেকশন ম্যানেজমেন্ট টিম। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির দুই হেভিওয়েট নেতা । 

WB News LIVE: ৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন মোহন ভাগবত।

৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন মোহন ভাগবত। ডিসেম্বরেই ২দিনের কলকাতা সফরে আসছেন সঙ্ঘপ্রধান। ২দিনের সফরে নিউটাউনে এক ব্যবসায়ীর বাড়ি যাবেন মোহন ভাগবত। বিজেপি নেতা তথা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বাড়ি যাবেন ভাগবত। ৩০ ডিসেম্বর সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়ি যাবেন মোহন ভাগবত। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে এরকম সৌজন্য সাক্ষাৎ হয় বলে আরএসএস সূত্রে । ডিসেম্বরের পর ২২ জানুয়ারি ফের কলকাতায় আসবেন মোহন ভাগবত। 

West Bengal News LIVE: বছর শেষে ফের করোনা আতঙ্ক, কলকাতায় আক্রান্তের হদিশ

বছর শেষে ফের করোনা আতঙ্ক, কলকাতায় আক্রান্তের হদিশ। কলকাতায় খোঁজ মিলল করোনা আক্রান্ত আরও ৫জনের । ২জন বেলভিউ, ৩জন ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি । 

WB News LIVE: নিয়োগ-দুর্নীতিতে নিতাই-যোগ

 বাড়ি থেকে মিলেছে ৭ পাতার নথি। নিয়োগ দুর্নীতিতে জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত, দাবি ইডি-র। চাকরি পেয়েছেন নিতাই দত্তর স্ত্রী ও ভাই, দাবি তদন্তকারী সংস্থার। 

West Bengal News LIVE: কলকাতায় শাহ-নাড্ডা

 কলকাতায় শাহ-নাড্ডা। গীতা না ফুটবল বিতর্কে ক্ষমা চাইতে হবে সুকান্তকে। দাবি তুলে পথে যুব তৃণমূল। শ্যামবাজারে মিছিল। 
 

WB News LIVE: লোকসভায় ৩৫ আসনের লক্ষ্যে কমিটি শাহ-নাড্ডার

 



 লোকসভায় ৩৫ আসনের লক্ষ্যে কমিটি শাহ-নাড্ডার। 

প্রেক্ষাপট


  •   টার্গেট লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন। শুভেন্দু, সুকান্তদের নিয়ে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়লেন শাহ নাড্ডা। দলে ৫ কেন্দ্রীয় নেতাও।
     
    ৪ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, সুভাষ, শান্তনু, বার্লা ছাড়াই বঙ্গে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়লেন শাহ-নাড্ডা। টিমে আছেন দিলীপ-লকেট। ঠাঁই হল রাহুল সিন্হার। নেই মিঠুন। ডাক পেলেন না অনুপম।
     

  •   বঙ্গে ভোট-সফরে এসে সাতসকালে জোড়াসাঁকোর গুরুদোয়ারায় প্রার্থনা শাহ-নাড্ডার। আধঘণ্টা কাটিয়ে গেলেন কালীঘাটে। দিলেন পুজো।
     

  •  কলকাতায় শাহ-নাড্ডা। গীতা না ফুটবল বিতর্কে ক্ষমা চাইতে হবে সুকান্তকে। দাবি তুলে পথে যুব তৃণমূল। শ্যামবাজারে মিছিল। 
     
     অর্জুন-সোমনাথ শ্যাম বিতণ্ডায় হস্তক্ষেপ তৃণমূল নেতৃত্বের।  

  •  বাড়ি থেকে মিলেছে ৭ পাতার নথি। নিয়োগ দুর্নীতিতে জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত, দাবি ইডি-র। চাকরি পেয়েছেন নিতাই দত্তর স্ত্রী ও ভাই, দাবি তদন্তকারী সংস্থার।
    নিয়োগ-দুর্নীতিতে নিতাই-যোগ!

  •   চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিতে বিহার যোগ। ৫ ডাকাতের মধ্যে ২ দুষ্কৃতী বিহারের বাসিন্দা, ২ জন উত্তর দিনাজপুরের, সন্দেহ পুলিশের। 
     

  • পাঁচ ডাকাতের পাঁচ মিনিটের নিখুঁত অপারেশনে কি পরিচিত কারও হাত? সেই সম্ভাবনাও ওড়াচ্ছে না পুলিশ। সোনার দোকানের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ। খোঁজ মেলেনি কোনও দুষ্কৃতীর।

  •  রাত হলেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে মদের আসর। যোগ দিচ্ছে পুলিশও। অভিযোগ ঘিরে উলুবেড়িয়ায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে মারধর, লাঠিচার্জের অভিযোগ।
     

  •  দু'দিন ধরে গর্জন, চারদিকে পায়ের ছাপ। অবশেষে জঙ্গলে পাঠানো গেল পাথরপ্রতিমার রয়্যাল বেঙ্গলকে, দাবি বন দফতরের। আতঙ্কর পর স্বস্তির নিঃশ্বাস এলাকায়।
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.