West Bengal News : পার্কিং নিয়ে বিবাদ, বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল
West Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন খোদ শিক্ষামন্ত্রী। শ্রীচৈতন্যর সঙ্গে তুলনা করে পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, শ্রীচৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও সবাইকে সঙ্গে নিয়ে চলেন। শিক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা বিরোধীদের।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস কি সিপিএমের সঙ্গে জোট করবে? ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগে সে বিষয়ে স্পষ্টতা চাইছে রাজ্যের সিপিএম নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, এই বিষয়ে কংগ্রেসের অবস্থান জানেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', ৫দিনেই বন্ধ হাওড়ার কার্নিভাল। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় 'ক্রিসমাস কার্নিভাল'। ২২ ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। পুরসভার উদ্যোগে পার্কিংয়ের ব্যবস্থা, 'আপত্তি' ক্রীড়াপ্রতিমন্ত্রীর। বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে মন্ত্রীর ঘনিষ্ঠদের 'তাণ্ডব'। পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে আটকে রাখারও অভিযোগ। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত পুরসভার। অনভিপ্রেত ঘটনা, কার্নিভাল বন্ধ করে প্রতিক্রিয়া হাওড়া পুরসভার প্রশাসকের। পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ করেও, মেলা বন্ধে মুখে কুলুপ মনোজ তিওয়ারির।
শ্যাম-অর্জুনের সংঘাত মেটাতে সক্রিয় তৃণমূল, যাচ্ছেন সুব্রত বক্সী। সাংসদ-বিধায়কের বিরোধ মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব খবর সূত্রের। শনিবার নৈহাটির পার্টি অফিসে সোমনাথ-অর্জুনের সঙ্গে বৈঠক হতে পারে সুব্রত বক্সীর। কোথায় সমস্যা, আলোচনা করে মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
পদ খুইয়ে মধ্যরাতে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার। পদ থেকে সরাবার ঠিক তিন ঘণ্টার মধ্যেই বার্তা তাঁর। 'কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির অনুপমের। '২ দিনের জন্য হিমালয়ে যাচ্ছি, ফিরে যা বলার বলব', প্রতিক্রিয়া অনুপম হাজরার।
এবার বিজেপির উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে সঙ্গীত উৎসবের। বঞ্চিত শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম করে দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। সঙ্গীত উৎসবের আয়োজক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। উৎসবের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
ভিকি যাদব খুনে পাপ্পু সিংহের গ্রেফতারির বিরোধিতায় ফের সরব অর্জুন সিংহ। পাপ্পুকে ফাঁসানো হয়েছে, ১০০ শতাংশ চক্রান্ত, অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। পাপ্পুকে হেনস্থা করা হচ্ছে, চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে, অভিযোগ অর্জুন সিংহের। ধৃত পাপ্পু সিংহের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ফের ফাঁসানোর অভিযোগ পাপ্পু সিংহের। ভিকি যাদব খুনে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যারাকপুর আদালতে পেশের সময় ফের সোমনাথ শ্যামকে নিশানা করেন অর্জুন সিংহর আত্মীয়।
শ্যাম-অর্জুনের সংঘাত মেটাতে সক্রিয় তৃণমূল, যাচ্ছেন সুব্রত বক্সী। সাংসদ-বিধায়কের বিরোধ মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব খবর সূত্রের। শনিবার নৈহাটির পার্টি অফিসে সোমনাথ-অর্জুনের সঙ্গে বৈঠক হতে পারে সুব্রত বক্সীর। কোথায় সমস্যা, আলোচনা করে মেটাতে সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
দুর্নীতি নিয়ে তৃণমূলে সরব, বামেদের নিয়ে তুলনায় নরম অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, 'মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূল আসার পর মানুষ ভেবেছিল বাংলায় পরিবর্তন হবে, কিন্ত দিদি এমন শাসন চালিয়েছেন, এখন মানুষ ভাবছে এর চেয়ে বাম জমানাই ভাল ছিল'।
রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনই বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'আমার মতো নির্দোষকে যেন কারও নির্দেশে বলি দিতে দেবেন না, কারও না কারও নির্দেশে বলি দিলে, পরের দিনে ভগবান ভাল করেন না, রাজীব কুমার দক্ষ পুলিশ অফিসার, মাঝে কিছু ঘটনা ঘটেছিল'।
বারুইপুরের সভা থেকে বাম-কংগ্রেস-তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর। 'সিপিএম ৩৪ বছরে রাজ্যকে ধ্বংস করেছে, তৃণমূল খাদের কিনারায় নিয়ে গিয়েছে, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে এখানে নাটক করছে সিপিএম, সিপিএম নেতা ও তাঁদের আত্মীয়দের চিরকুটে চাকরি দিয়েছে, তৃণমূল চাকরি বেচেছে, তৃণমূল জমানায় যাঁরা টাকা দিতে পেরেছেন, তাঁদেরই চাকরি হয়েছে', বারুইপুরের সভা থেকে আক্রমণে শুভেন্দু অধিকারী।
রাজ্য পুলিশের নতুন ডিজিপি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর আজই মেয়াদ শেষ। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর রাজ্য পুলিশের নতুন ডিজিপি হলেন রাজীব কুমার।
শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনের জের। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। ঘটনা নিয়ে কুণাল-সজল চরমে সংঘাত। কুণাল ঘোষকে আক্রমণ বিজেপি নেতা সজল ঘোষের। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আক্রমণ, পাল্টা আক্রমণ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
দলের নির্দেশে সোমনাথ শ্যামের নাম মুখে না আনলেও ফের সরব অর্জুন সিংহ। জগদ্দলের সভা থেকে দলেরই একাংশকে নিশানা ব্যারাকপুরের সাংসদের। 'কিছু মানুষ দলের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে রাখবেন, তারা কারও অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমরা আপনাদের পাশে আছি', জগদ্দলের সভা থেকে মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর।
লোকসভা ভোটে মালদা দক্ষিণ ও বহরমপুর আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছে তৃণমূল? মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদের দাবি ঘিরে জল্পনা। 'মালদা দক্ষিণ ও বহরমপুর আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়'। ইন্ডিয়া জোটের আসন রফার আগেই দাবি কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর।
শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনের জের। দলের কোপে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। পদ থেকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। সুবলের শিশির-স্তুতিতে বেজায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
বিজেপিতে পদ হারানো অনুপমের ভূয়সী প্রশংসায় বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ।
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ফের ফাঁসানোর অভিযোগ পাপ্পু সিংহর। ভিকি যাদব খুনে পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যারাকপুর আদালতে পেশের সময় ফের সোমনাথ শ্যামকে নিশানা করেন অর্জুন সিংহর আত্মীয়।
পদ খুইয়ে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার। কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হয়ে যাবে। অপসারণের ৩ ঘণ্টার মধ্যে বার্তা এসেছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি বিজেপি নেতার।
মেদিনীপুর পৌরসভার তৃণমূলের পৌরপ্রধানের বিরুদ্ধে ধর্নায় তৃণমূলের কাউন্সিলরদেরই একাংশ। মেদনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানের বিরুদ্ধে তৃণমূলেরই ১০ জন কাউন্সিলর অবস্থানে বসল আজ সকাল থেকে । তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্রতি বিমাতৃ সুলভ আচরণ করছেন মেদনীপুর পৌরসভার তৃণমূলেরই পুরপ্রধান । এরকমই অভিযোগ কাউন্সিলরদের ।
বঙ্গ নেতৃত্বকে লাগাতার নিশানা। এবার কেন্দ্রীয় পদও হারালেন অনুপম হাজরা। শাহ-নাড্ডার সফরের মধ্যেই ঘোষণা। শর্ত মানলে সব ফিরবে, মিলেছে বার্তা, চাঞ্চল্যকর দাবি অনুপমের।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ সত্বেও শ্যামনগরে দলের সভায়নাম না করে ফের সোমনাথ শ্যামকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং| এখানে মানুষের সমর্থন সবথেকে বড় ব্যাপার আছে |কিছু কিছু মানুষ দলের ক্ষতি করার চেষ্টা করছে সেই মানুষগুলিকে চিহ্নিত করে রাখবেন , সেই মানুষ কোন মানুষের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করলে আমরা কিন্তু আপনাদের পাশে আছি , আপনাদের সঙ্গে থাকবো বলে জানান তিনি |
পদ খুইয়ে মধ্যরাতে তাৎপর্যপূর্ণ দাবি অনুপম হাজরার। 'পদ থেকে সরাবার ঠিক তিন ঘণ্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির অনুপমের
শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনের জের। দলের কোপে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। পদ থেকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। সুবলের শিশির-স্তুতিতে বেজায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
তৃণমূল বিধায়ককে চোর, তোলাবাজ, জমি মাফিয়া আখ্যা দিয়ে ব্যানার, তাও আবার তৃণমূলেরই নামে! আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ে। ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্য়াণ ঘোষের বিরুদ্ধে পড়েছে এমনই সব ব্যানার
ব্রিগেডের পর এবার দিঘা।জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ১০ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগকে সমর্থন তৃণমূলের। জানালেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি।
নতুন বছর শুরুর মুখে দীর্ঘ হচ্ছে করোনা সংক্রমণের ছায়া। বেসরকারি সূত্রে খবর, কলকাতায় আরও দু'জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন পঞ্চান্ন বছরের মহিলা। তিনি ভর্তি রয়েছেন মুকুন্দপুরের একটি হাসপাতালে। বাহাত্তর বছরের একজন বৃদ্ধ ভর্তি রয়েছেন আনন্দপুরের একটি হাসপাতালে।
পার্টির সিদ্ধান্ত। আমাকেও সরিয়ে দিয়েছে এক সময়। অমিত শাহ ও জে পি নাড্ডার বঙ্গ সফরের মধ্যে, অনুপম হাজরার পদ খোয়ানো নিয়ে এমনই প্রতিক্রিয়া শোনা গেল দিলীপ ঘোষের মুখে।
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও! এ বছর যে আর শীতের ফেরার সম্ভাবনা নেই, আগেই সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তাদের পূর্বাভাস, বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
টার্গেট লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন জয়। ৫ কেন্দ্রীয় নেতা সহ ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করলেন অমিত শাহ-জে পি নাড্ডা। টিমে নেই ৪ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও।
শ্যামের সঙ্গে সংঘাতে কি নাম না করে আক্রমণে যাওয়ার কৌশল নিলেন অর্জুন? গতকাল শ্যামনগরে একটি দলীয় সভায় ব্যারাকপুরের সাংসদ বলেন, কিছু কিছু মানুষ দলের ক্ষতি করার চেষ্টা করছে। সেই সব মানুষদের চিহ্নিত করে রাখারও পরামর্শ দেন তিনি। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন অর্জুন সিংহ। আর এতেই রাজনৈতিকমহলে প্রশ্ন উঠেছে, দলের শীর্ষ নেতৃত্ব মুখে লাগাম পরানোর পরে, তিনি কি নাম না করে কৌশলী আক্রমণের রাস্তায় হাঁটলেন?
উত্তর ২৪ পরগনায় ফের ধান কেনায় অনিয়মের অভিযোগ। কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধানের দাম বাদ দিতে হবে। উত্তর ২৪ পরগনার ভুরকুন্ডা, শ্রীকৃষ্ণপুর, বাশপুল ও বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কৃষকের দাবি, মঙ্গলবার এমনই শর্ত দেওয়া হয় দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে। বেআইনি কাজ যে হচ্ছে, তা অভিযুক্ত রাইস মিলের কর্মী নিজেও এদিন স্বীকার করে নেন।
দীর্ঘ আন্দোলনের জেরে, প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার সরকার। তবে তাঁর আগে পাস করতে হবে 'কমপিটেন্সি এগজামিনেশন'। যা সর্বোচ্চ দেওয়া যাবে তিনবার। নিয়োগ চেয়ে বাংলায় যখন যোগ্যপ্রার্থীদের রাস্তায় দিন কাটাতে হচ্ছে, তখন পড়শি রাজ্যে খুশির হাওয়া।
প্রেক্ষাপট
- পাখির চোখ লোকসভা ভোট ( Loksabha Poll ) । রণকৌশল ঠিক করতে কলকাতায় এলেন অমিত শাহ ( Amit Shah ) , জেপি নাড্ডা ( J P Nadda ) । ভোট স্ট্র্যাটেজি নিয়ে বৈঠকের পাশাপাশি, কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। লাল কার্পেটে অভ্য়র্থনা জানানো হয় তাঁদের।
- বাংলায় কাটমানি তুলে, তা দিয়ে বিদেশে প্রাসাদ কেনা হয়। আর সেই লোকেরাই এখানে হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ান। সূত্রের দাবি, ন্য়াশনাল লাইব্রেরির বৈঠকে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah ) । তার আগে, নিউটাউনের হোটেলেও রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন অমিত শাহ-জেপি নাড্ডারা
- দীর্ঘ আন্দোলনের জেরে, প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার সরকার। তবে তাঁর আগে পাস করতে হবে 'কমপিটেন্সি এগজামিনেশন'। যা সর্বোচ্চ দেওয়া যাবে তিনবার। নিয়োগ চেয়ে বাংলায় যখন যোগ্যপ্রার্থীদের রাস্তায় দিন কাটাতে হচ্ছে, তখন পড়শি রাজ্যে খুশির হাওয়া।
- একাধিক দফতরে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে এবার আন্দোলন! মুদিয়ালিতে PSC দফতরের বাইরে বিক্ষোভ দেখাল দুর্নীতি মুক্ত মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস-সহ অন্য়ান্য় যে পরীক্ষা হয়েছে, দ্রুত তার ফলপ্রকাশ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।
- ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। লক্ষ প্রদীপে সেজে উঠেছে সরযূর তীর। তার আগে ৩০ তারিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর ছাড়াও রেলের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা।
- মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় সামনে আসছে বিহার যোগ। দুষ্কৃতীদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা বলে অনুমান করছে পুলিশ। সোমবারের এই ঘটনা উসকে দিচ্ছে, ৬ মাস আগে হওয়া মালদারই মালতীপুরে সোনার দোকানে ডাকাতির স্মৃতি।
- এবার বিজেপির উদ্যোগে কলকাতায় গঙ্গার ধারে আয়োজন করা হচ্ছে সঙ্গীত উৎসবের। বঞ্চিত শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম করে দিতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। সঙ্গীত উৎসবের আয়োজক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। উৎসবের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
- পুলিশ ব্য়ারাকের ভিতর রহস্য়জনকভাবে মৃত্য়ু হল কনস্টেবলের। আত্মহত্য়া বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নদিয়ার বাসিন্দা ওই কনস্টেবল ধার-দেনায় জর্জরিত ছিলেন। আগেও আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে খবর।
- আপাতত স্বস্তি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় লোকালয়ে ঘুরে বেড়ানো রয়্যাল বেঙ্গলকে জঙ্গলে ফেরত পাঠানো গেছে বলে দাবি করল বন দফতর। গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। জাল টাঙিয়ে জঙ্গল ঘিরে ফেলার পাশাপাশি, বন দফতর খাঁচাও পাতে। সেই ফাঁদে পা না দিয়ে শেষপর্যন্ত জঙ্গলেই ফিরে গিয়েছে সুন্দরবনের রাজা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
- - - - - - - - - Advertisement - - - - - - - - -