WB News Live Updates: রানাঘাট থেকে শান্তিপুর, তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়াল নদিয়ার একাধিক পুর এলাকায়
Get the latest West Bengal News and Live Updates: ২৩ জেলার সব খবরের চটজলদি আপডেট
রানাঘাট থেকে শান্তিপুর। বীরনগর থেকে চাকদা। তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়াল নদিয়ার একাধিক পুর এলাকায়। কোথাও রাস্তায় নেমে চলল বিক্ষোভ, কোথাও আবার প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় করা হল তীর্যক পোস্ট। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর
দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত। বরফের চাদরে ঢাকল টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। কলকাতাতেও একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন রামপুরহাটের বিদায়ী উপ প্রশাসক। কর্মীদের নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুরসভার বিদায়ী উপ প্রশাসক। রামপুরহাট পুরসভার বিদায়ী উপ প্রশাসক আব্বাস হোসেন।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা সত্বেও, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দুই বিধায়কের। প্রার্থী হবেন না বলে জানিয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের একাধিক সদস্য থাকায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
রাজ্যে টানা ২২দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, রাজ্যে একদিনে ৩১জনের মৃত্যু।রাজ্যে একদিনে করোনায় ১ হাজার ৩৪৫জন আক্রান্ত।দৈনিক মৃত্যুতে ফের শীর্ষে কলকাতা, দ্বিতীয়স্থানে দার্জিলিং।কলকাতায় একদিনে করোনায় ৮জনের মৃত্যু, ১৫৯জন সংক্রমিত। দার্জিলিঙে একদিনে করোনায় ৫জনের মৃত্যু, ৯১জন সংক্রমিত।উঃ ২৪ পরগনায় একদিনে ২২৩জন সংক্রমিত, ৪জনের মৃত্যু
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একাংশের ক্ষোভ। ১৯টি জেলায় ছড়িয়েছে বিক্ষোভ। এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দল থেকে বেরিয়ে গেলে, বিদ্রোহ করলে কোনও ফল হবে না। স্পষ্ট বার্তা ফিরহাদ হাকিমের।
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই বর্ধমান, কোচবিহার-সহ এখনও পর্যন্ত ১৯টি জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষের ছবি ধরা পড়েছে।
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের মাঝেই মেদিনীপুরে দলবদল। মেদিনীপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ২ প্রাক্তন কাউন্সিলর।শতাধিক অনুগামীকে নিয়ে কংগ্রেসে ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের মাঝেই মেদিনীপুরে দলবদল। মেদিনীপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ২ প্রাক্তন কাউন্সিলর।শতাধিক অনুগামীকে নিয়ে কংগ্রেসে ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের মাঝেই মেদিনীপুরে দলবদল। মেদিনীপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ২ প্রাক্তন কাউন্সিলর।শতাধিক অনুগামীকে নিয়ে কংগ্রেসে ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
পুরভোটে প্রার্থী নিয়ে বিক্ষোভ ছড়াল এবার উলুবেড়িয়ায়। ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে প্রার্থী না করায় পার্টি অফিসের সামনে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ।
প্রার্থী নিয়ে অসন্তোষ, কামারহাটিতে কার্যত ‘ধর্মঘট’,। বাস-টোটো-অটো বন্ধ করে দিল আইএনটিটিইউসি।১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে প্রতিবাদ
প্রার্থী বদল না করলে কাল কারখানাও বন্ধের হুঁশিয়ারি
উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই বর্ধমান, কোচবিহার-সহ এখনও পর্যন্ত ১৮টি জেলায় তৃণমূলের পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ-অসন্তোষের ছবি ধরা পড়েছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানালেন কানাইয়ালাল আগরওয়াল।
মহেশতলায় প্রার্থী নিয়ে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের প্রতিবাদ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে কেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন। রবীন্দ্রনগর থানায় বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ।
পূর্ব মেদিনীপুরের এগরায় তৃণমূলের পুরপ্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চরমে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। যোগ্য প্রার্থীকে টিকিট না দেওয়া হলে দল ছাড়ারও হুঁশিয়ারি অনেকের। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়।
প্রার্থী পছন্দ না হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও বিক্ষোভ তৃণমূলের কর্মীদের একাংশের
ভাটপাড়া পুরসভায় প্রার্থী বিক্ষোভ। ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন তরুণ সাউ। প্রার্থী বদলের দাবিতে কাঁকিনাড়া বাজারে ঘোষপাড়া রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। কামারহাটিতেও তৃণমূলের পথ অবরোধ।
তৃণমূলের প্রার্থী বিক্ষোভের জেরে বারাসাতের কাজিপাড়ায় ১ নম্বর রেলগেটের কাছে যশোর রোড অবরোধ। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিলন সর্দারকে বহিরাগত ও দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্তর ব্যারাকপুর পুরসভায় তৃণমূলের প্রার্থী বিক্ষোভ। ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবীন ভট্টাচার্যকে মানতে না চেয়ে ব্যারাকপুরের মণিরামপুরে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি হয়। পরে অবরোধ তুলে দেয় পুলিশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। সদ্য দলে যোগ দিয়ে টিকিট পাওয়ায় ক্ষোভ, দাবি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। রাতের পর বিক্ষোভ সকালেও। রাতে নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেও, পরে উল্টোসুর মৎস্যমন্ত্রীর।
সরস্বতী বন্দনার দিন বাজারে আগুন। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। টোপা কুল দেড়শো, নারকেল কুল ২০০, আপেল, পেয়ারা দেড়শো, বেদানা ২০০, শসা ও শাঁকালু ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোটা সেদ্ধর সবজির জন্য ছোট বেগুন ৮০, রাঙা আলু ৮০, সাদা সিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়। ৩০০-৪০০ টাকা কেজি সজনে ফুল। সরস্বতী পুজোয় দাম বেড়েছে ফুলের বাজারেও।
নদিয়ার একাধিক জায়গায় তৃণমূলের প্রার্থী-বিক্ষোভ। রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে মানসিক ভারসাম্যহীন ও দুর্নীতিগ্রস্ত অ্যাখ্যা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। পোস্ট ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
তালিকা প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই খড়গপুরে তৃণমূলের প্রার্থী বদল। পুলিশের সামনেই ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল প্রার্থী-সহ কর্মী, সমর্থকদের। গাড়ি ভাঙচুর। ঘটনার সূত্রপাত গতকাল সন্ধেয়। তৃণমূলের তরফে খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে শৈলেন্দ্র সিংয়ের নাম ঘোষণা করা হয়। তাঁর অভিযোগ, রাতে প্রার্থী বদলের কথা জানতে পারেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতার অনুগামীরা।
সরস্বতী বন্দনার দিন বাজারে আগুন। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। টোপা কুল দেড়শো, নারকেল কুল ২০০, আপেল, পেয়ারা দেড়শো, বেদানা ২০০, শসা ও শাঁকালু ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ধারাল অস্ত্র দিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ। রাত দেড়টা নাগাদ সিআইটি রোডে ঘটনাটি ঘটে। অভিযোগ, মহম্মদ সাজিদ নামে বছর তিরিশের যুবককে মাথা, পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় কোপায় দুষ্কৃতীরা।
ফের রাতের শহরে দুর্ঘটনা। বাঘাযতীন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্ক মোড়ে পরপর দুটি পুলিশের গাড়িকে ধাক্কা বেপরোয়া গাড়ির। গাড়ি চালককে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, প্রথমে পুলিশ কিয়স্কে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। এরপর কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকা পরপর দুটি পুলিশের গাড়িতেও ধাক্কা মারে। গাড়িতে চালক ছাড়াও ৪ জন ছিলেন। এদের মধ্যে ২ জন আহত হন। অভিযোগ, চালক মত্ত অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটে।
বরানগরে তৃণমূলের প্রার্থী হতে মহিলা তৃণমূল কর্মীর বিক্ষোভ
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে সামান্য কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ মৎস্যমন্ত্রী অখিল গিরির। প্রার্থী তালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিক্ষোভ। মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের একাংশের। কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ। ‘আমরা যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, তা দল অনুমোদন দেয়নি, সেই কারণেই দলের মধ্যে ক্ষোভ বেড়েছে। ‘প্রার্থীতালিকায় বিজেপির একজন-দুজন জায়গা পেয়েছেন, তাঁরা দাদার অনুগামী হিসেবে পরিচিত, এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে’, প্রার্থীতালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া অখিল গিরির।
প্রেক্ষাপট
কলকাতা : ১০৮টি পুরসভায় তৃণমূলের প্রার্থীতালিকা ঘিরে বিভ্রান্তি। সাংবাদিক বৈঠকে দেখানো প্রার্থীতালিকা এবং ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীতালিকায় একাধিক অমিল। পরে দলের একাংশের তরফে দাবি করা হয়, সাংবাদিক বৈঠকে দেখানো প্রার্থীতালিকাই চূড়ান্ত। ওয়েবসাইটে প্রার্থীতালিকা আপলোড করেছিল ভোটকুশলী সংস্থা। কিন্তু, সেই তালিকা চূড়ান্ত নয়। পাশাপাশি দেখে নিন, আজকের হেডলাইনস
২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোট। দার্জিলিং ছাড়া প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। তালিকায় নেই কোনও বিধায়ক। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। জানালেন পার্থ।
মহেশতলা পুরসভায় বিধায়ক দুলাল দাস, উত্তরপাড়ায় সস্ত্রীক দিলীপ যাদব, বৈদ্যবাটি পুরসভায় চাঁপদানির বিধায়ককে টিকিট তৃণমূলের। পরিবারতান্ত্রিক দল, কটাক্ষ বিজেপির।
প্রার্থী ঘোষণার পরেই জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। ইংরেজবাজার পুরসভার প্রার্থী নিয়ে পিকের সংস্থার বিরুদ্ধে ক্ষোভ কৃষ্ণেন্দুর।
প্রার্থী নিয়ে কাঁথিতে বিক্ষোভ। নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ মৎস্য মন্ত্রীর।
প্রার্থী তালিকায় নেই নাম, ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ পুরুলিয়ার বিদায়ী কাউন্সিলরের। সোশ্যাল মিডিয়ায় লাইভে কেঁদে ভাসালেন চন্দ্রকোণার তৃণমূল নেতা।
পুরভোটের প্রার্থী-তালিকা প্রকাশের আগেই রাজপুর-সোনারপুরে তৃণমূল বিধায়ক-টাউন সভাপতি সংঘাত। আলোচনা ছাড়াই তালিকা, অভিযোগ তৃণমূল নেতার। দলবিরোধী কাজ, পাল্টা লাভলি।
' সবাই ফার্স্টবয় হতে পারে না। তৃণমূলের ঠিক করে দেওয়া প্রার্থীকেই সমর্থন করতে হবে। ' প্রার্থী নিয়ে অসন্তোষ আশঙ্কায় দলীয় নেতা-কর্মীদের বার্তা তৃণমূলের মহাসচিবের।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীক ধমক। পুলিশের মেরুদণ্ডে আঘাত। আইএএস-আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের।
কার মেরুদণ্ড সোজা মানুষ দেখছেন। রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল। জানালেন পার্থ। রাষ্ট্রনেতার মতো আচরণ করুন, মত জয়প্রকাশের।
সংবিধান নয়, শাসকের শাসন চলছে। রাজ্য-রাজ্যপাল সংঘাতে কটাক্ষ দিলীপের। কেন্দ্র অথবা রাজ্য চাপে পড়লেই রাজ্য রাজ্যপাল যুদ্ধ যুদ্ধ নাটক হয়। কটাক্ষ শমীক লাহিড়ির।
তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ। রাজসভায় সরব ডিএমকে। বাংলা নিয়ে সরব তৃণমূলও। আলোচনার দাবি না মানায় ওয়াকআউট।
ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু নিষ্প্রদীপ। খারাপ আবহাওয়ার জন্য নিভিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতি নেই, ব্যাখ্যা সংস্কৃতি মন্ত্রকের। নেতাজিকে অপমান, পাল্টা তৃণমূল।
৬ থেকে ৮ সপ্তাহের জন্য পিছিয়ে গেল স্নাতকোত্তর মেডিক্যাল পরীক্ষা। গত বছরের কাউন্সেলিং একই দিনে পড়ায় পিছিয়েছে পরীক্ষা, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের।
১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কয়েকটি বেসরকারি স্কুলের। ভ্যাকসিন না হওয়াদের জন্য থাক ভার্চুয়াল ক্লাসও। দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে।
রত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ দর্শকশূন্য ইডেনেই। বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সিদ্ধান্ত বোর্ডের। আইপিএলও সম্ভবত দর্শকশূন্য।
শেষ পর্যন্ত কি ভ্যাকসিন নিচ্ছেন জকোভিচ? তাঁকে টপকে নাদাল ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পরই সম্ভবত মত-বদল, দাবি জকোর জীবনীকার ড্যানিয়েল মাকশের।
১৬। সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে সামান্য কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -