West Bengal News Live: মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, বালকের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, বালকের মৃত্যু। সন্ধে সওয়া ৭টা নাগাদ বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একাধিক বাইক।
আগুনে পুড়ে গ্যারাজের ভিতরে থাকা বালকের মর্মান্তিক মৃত্যু।
মুর্শিদাবাদে ফের শ্যুটআউট, এবার ডোমকলে। যুবকের পেটে গুলি, অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি যুবক। বাইক আরোহী দুই দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি । ৪ দিনে দু'বার, মুর্শিদাবাদে ফের চলল গুলি।
আবারও কুমিরের দেখা মিলল ফরাক্কায়। ফরাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আছুয়া গঙ্গা ঘাটের পর এ বার ফারক্কার শঙ্করপুর সংলগ্ন ফিটার ক্যানেলের এলাকায় দেখা মিলল বিশালাকার এই কুমিরের। শুক্রবার দুপুরে স্থানীয়রা গঙ্গার ধারে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। ক্যামেরাবন্দিও করেন অনেকে। কাছে যেতেই কুমিরটি গঙ্গার জলে নেমে যায়।
জমির পর এবার নোবেল নিয়ে অমর্ত্য সেনকে নিশানা করলেন বিশ্বভারতীর উপাচার্য। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাননি, দাবি বিদ্য়ুৎ চক্রবর্তীর। উপাচার্যের মন্তব্য় নিয়ে সমালোচনার ঝড় বইছে।
বীরভূমে ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি, তাঁদের অভিযোগ জানাতে বাধা দেন তৃণমূলেরই কর্মীরা। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘিতে উপনির্বাচন। সেই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হল। কংগ্রেস প্রার্থী হলেন বাইরন বিশ্বাস। বহরমপুরে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করলেন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী।
বাগনানে (Bagnan) ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। এই নিয়ে গ্রেফতার (Arrest) সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। মোহিত কুমার নামে ওই দুষ্কৃতীকে রাঁচি থেকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। হাওড়া জেলা গ্রামীন পুলিশের সুপার স্বাতি ভাঙ্গালিয়া বলেন মোহিত কুমার নামে ওই দুষ্কৃতী খুনের অস্ত্র সরবরাহ করেছিল। অস্ত্রটি উদ্ধারের জন্য তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
জেএনইউয়ের পরে এবার প্রেসিডেন্সি। গুজরাত নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন ঘিরে উত্তপ্ত প্রেসিডেন্সি। এসএফআইয়ের উদ্যোগে তথ্যচিত্র দেখানোর সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ।
বকেয়া ডিএ-র দাবিতে পথে সরকারি কর্মচারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিল । সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যৌথ মঞ্চের নেতৃত্বে মিছিল। আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ ও সরকারি পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে পথে নামছেন তাঁরা।
ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে সংযুক্ত মোর্চার তরফে প্রতিবাদ মিছিল। বকুলতলা থানার নতুনহাট থেকে প্রিয়োর মোড় পর্যন্ত মিছিলে রয়েছেন সিপিএম এবং আইএসএফ কর্মীরা। সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সংযুক্ত মোর্চার মিছিল
কাঁথিতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে পুলিশকে আক্রমণ, শুভেন্দুর প্রশংসায় শিশির অধিকারী। 'কাঁথিতে বাস করতে হলে নাকি পুলিশকে স্যালুট করে চলতে হয়! কেউ অন্য দল করলে তাঁর বাড়িতে গিয়ে হাজির হচ্ছে, ডেকে আনছে পুলিশ', মন্তব্য তৃণমূল সাংসদ শিশির অধিকারীর
পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রচুর টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ।
কোচবিহারের জাটিগাড়া মাধবচন্দ্র বিদ্যাপীঠে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। স্কুলের হাল দেখে সরাসরি ফোন করলেন স্কুলের প্রধান শিক্ষক তথা বিজেপি বিধায়ক বরেণ বর্মনকে। এরপর শিক্ষা প্রতিমন্ত্রীকেও ফোন করে স্কুলের অবস্থার কথা জানান তৃণমূল বিধায়ক। সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
যদিও স্কুলের এই বেহাল দশার জন্য রাজ্য সরকারের নীতিকেই দায়ী করলেন বিজেপি বিধায়ক
তথা প্রধান শিক্ষক বরেণ বর্মা।
বীরভূমে ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তার গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।
নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি দফতরে ফের হাজিরা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের
এই নিয়ে তৃতীয়বার তলব হুগলির পূর্ত কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতাকে
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে জমির দখল ঘিরে ফের সামনে এসে পড়ল তৃণমূলের বিবাদ। দুবরাজপুরে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির অনুগামীরা। জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। নোটিস দেওয়া হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে। জানালেন বিএলএলআরও।
চা শ্রমিকদের একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ির সামনে, চার দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC।
বালি পাচার রুখতে তৎপর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বীরভূমের ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ও খটঙ্গা বালিঘাটে অভিযান চালায় সিউড়ি থানার পুলিশ। কোথাও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কিনা খতিয়ে দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়।
চাঁদার নামে 'জুলুমবাজি'র অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পায়ের নীচে মাটি নেই বলেই এমন অভিযোগ তুলছে কংগ্রেস, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। চাঁদা তোলা বন্ধ না হলে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
রাজ্যপালের বাংলায় 'হাতেখড়ি'কে এবার তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
বকেয়া ডিএ-র দাবিতে পথে সরকারি কর্মচারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত প্রতিবাদ মিছিল । সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যৌথ মঞ্চের নেতৃত্বে মিছিল। আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ ও সরকারি পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে পথে নামছেন তাঁরা।
বীরভূমে ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তার গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদায় কেন্দ্রীয় প্রতিনিধি দল
এবার কি আরও একটা নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা? রেল সূত্রে তেমনই দাবি করা হয়েছে। সূত্রের খবর, আগামী মাসেই হাওড়া থেকে পুরী চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। চলতি বছরের শুরুতেই হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। যাত্রা শুরুর পর থেকেই কখনও বর্ধমান, কখনও বিহার, কখনও বা হুগলিতে, একাধিকবার ট্রেন লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেনিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। সেই আবহেই এবার নতুন একটি রুটে বন্দে ভারত পেতে পারে বাংলা।
বোর্ডের পরীক্ষার আগে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী। ৩৪ লক্ষের বেশি প়ড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
রাজ্যপালের হাতেখড়ি ঘিরে তুঙ্গে তরজা। হাতেখড়ি হয় নিরক্ষরদের, এতে রাজভবনের সম্মান বাড়বে না। অনুষ্ঠানে গরহাজির থেকে মন্তব্য শুভেন্দুর।
মর্যাদার কথা মনে ছিল না ধনকড়ের সময়ে? প্রশ্ন কুণালের।
হাওড়ার শ্যামপুরে আক্রান্ত ছাত্রীর বাড়িতে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মৃতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। পড়াশোনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। দোষীদের কড়া শাস্তির দাবি করেন মৃতের স্ত্রী।
গভীর রাতে কয়লা পাচারের চেষ্টা, টন টন কয়লা উদ্ধার করল পুলিশ
নিয়োগ-দুর্নীতির মামলায় আজ ফের তলব হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে
'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না' তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
রাজ্যপালের বাংলায় 'হাতেখড়ি'কে এবার তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
রাজ্য়পালের হাতেখ়ড়ি অনুষ্ঠানে অনুপস্থিত থেকে, এনিয়ে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
জগদীপ ধনক়ড় রাজ্য়পাল থাকাকালীন, মাঝে মাঝেই তাঁর কাছে অভিযোগ জানাতে যেতেন বিরোধী দলনেতা। কিন্তু, রাজ্য়পাল বদলের পর, বদলেছে সমীকরণ। এর নেপথ্য়ে বিশেষ কারণ রয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
পঞ্চায়েত ভোটের আগে অব্যাহত হুমকি হুঁশিয়ারি। এবার নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সিপিএমের আমলেই মানুষ ভোট দিতে যেতে পারত না, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
দিল্লিতে নিশ্চয়ই কিছু লোক আছেন, যাঁরা আমাকে পছন্দ করেন না! জমি বিতর্কে এবার কার্যত ঘুরিয়ে তাঁর প্রতি মোদি সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন নোবেলজয়ী অমর্ত্য সেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্যপালের হাতেখড়ি ঘিরে তুঙ্গে তরজা। হাতেখড়ি হয় নিরক্ষরদের, এতে রাজভবনের সম্মান বাড়বে না। অনুষ্ঠানে গরহাজির থেকে মন্তব্য শুভেন্দুর।
চিংড়িঘাটার সুকান্তনগরে বাড়িতে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৭ জন।
দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
প্রেক্ষাপট
চিংড়িঘাটার সুকান্তনগরে বাড়িতে আগুন (Fire)। গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৭ জন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
রাজ্যপালের হাতেখড়ি ঘিরে তুঙ্গে তরজা। হাতেখড়ি হয় নিরক্ষরদের, এতে রাজভবনের সম্মান বাড়বে না। অনুষ্ঠানে গরহাজির থেকে মন্তব্য শুভেন্দুর।
মর্যাদার কথা মনে ছিল না ধনকড়ের সময়ে? প্রশ্ন কুণালের।
রাজ্যপালের মুখে জয় বাংলা। ওটা বাংলাদেশের স্লোগান, আক্রমণে শুভেন্দু। দিল্লি গেলেন সিভি আনন্দ বোস। কেন? জল্পনা বাড়ল বিরোধী দলনেতার মন্তব্যে।
দিল্লিতে নিশ্চয়ই কিছু লোক আছেন, যাঁরা আমাকে পছন্দ করেন না! ঘুরপথে তাঁর প্রতি মোদি সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন অমর্ত্যর। জমি বিতর্কে নোবেলজয়ীকে নিশানা বিশ্বভারতীর উপাচার্যর।
পঞ্চায়েত ভোটের আগে নাম না করে তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
বাড়িতে কীভাবে নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছত কোন প্রভাবশালীর হাতে? হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -