West Bengal News Live: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে বিপুল টাকার হদিশ, উদ্ধার প্রচুর সোনা ও দলিল

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

abp ananda Last Updated: 27 Jul 2022 11:56 PM
West Bengal News Live: বাংলার মাথা নত হয়ে গিয়েছে: দিলীপ ঘোষ

'বাংলার মাথা নত হয়ে গেছে, এর শিকড় কতদূর জানি না',  কোটি কোটি টাকা নগদ উদ্ধার নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

WB News Live Updates: 'আমি নির্দোষ, কেন এই কথা বলতে পারছেন না', প্রশ্ন কুণালের

'এই নৈতিকতা নেই যে আমি নির্দোষ, এই শব্দটা কেন সুযোগ থাকা সত্ত্বেও তিনি বলছেন না। তিনি যদি মনে করেন, এত কিছুর পরেও,  মন্ত্রিত্ব আঁকড়ে রেখেও প্রভাবশালী তকমা এড়ানো রণকৌশল তাঁদের জানা। সেটা তাঁদের ব্যাপার।' বিস্ফোরক কুণাল ঘোষ

West Bengal News Live: উদ্বেগজনক, টাকা উদ্ধার নিয়ে মন্তব্য কুণালের

'যথেষ্ট উদ্বেগজনক ছবি, এটা কাম্য ছিল না', টাকা উদ্ধার নিয়ে বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

WB News Live Updates: টাকা উদ্ধার নিয়ে টুইট-কটাক্ষ শুভেন্দু অধিকারীর

গোটা ঘটনায় টুইট করে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ বেলঘরিয়া না টালিগঞ্জ?’

WB News Live Updates: টাকা উদ্ধার নিয়ে টুইট-কটাক্ষ শুভেন্দু অধিকারীর

গোটা ঘটনায় টুইট করে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে?’ বেলঘরিয়া না টালিগঞ্জ?’

West Bengal News Live: এখনও চলছে টাকা গোনা

চারটি মেশিনে মিনিটে গোনা হচ্ছে ৪ হাজার করে নোট।

WB News Live Updates: উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনাও

অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার: ইডি সূত্র

West Bengal News Live: আরও টাকার হদিশ অর্পিতার অন্য ফ্ল্যাট থেকে

টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ১৫ কোটিরও বেশি টাকা উদ্ধার, খবর ইডি সূত্রের।

WB News Live Updates: কত টাকা রয়েছে?

অর্পিতার ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? চলছে টাকা গোনা।

West Bengal News Live: ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, তিনদিনের মধ্যে দ্বিতীয়বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও ফের গোটা ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেন তিনি। যা নিয়ে কটাক্ষ ছুড়েছেন বিরোধীরা।

WB News Live Updates: আনা হয়েছে টাকা গোনার আধুনিক মেশিন

রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকেছে ইডি। টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি, খবর সূত্রের। আনা হয়েছে টাকা গোনার আধুনিক মেশিন। প্রতি ৩ সেকেন্ডে ১০০ নোট গুনতে পারে এই মেশিন। সূত্রের খবর, ৮ বালিগঞ্জ প্লেস ইস্টেও লকার খোলার চেষ্টা ইডির।

West Bengal News Live: এবার কলেজেও নিয়ম বহির্ভুতভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

স্কুলের পর, এবার কলেজেও নিয়ম বহির্ভুতভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ। এরকম ১২২ জনের একটি তালিকা নিয়ে, এদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসেন ২০১৮ সালের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়কদের আত্মীয়-ঘনিষ্ঠদের পাশাপাশি, কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকের আত্মীয় ও রাজ্যের শাসকদলের অধ্যাপক সংগঠনের নেতাদের চাকরি দেওয়া হয়েছে।

WB News Live Updates: টাকা গোনার জন্য আনা হচ্ছে ৫টি কাউন্টিং মেশিন

টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হচ্ছে ৫টি কাউন্টিং মেশিন। টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি, খবর সূত্রের।

West Bengal News Live: অনর্থক বিতর্ক, দাবি ব্রাত্য বসুর

‘একটি পুরনো ভিডিও নিয়ে জলঘোলা করে অনর্থক বিতর্ক তোলা হচ্ছে। পুরনো ভিডিও নিয়ে অনর্থক বিতর্ক, বিষয়টি আবার বিচারাধীন। যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময়ে আমি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলাম না। তাই এব্যাপারে মন্তব্য করা অনধিকার চর্চা করা হবে।’ বিজেপির পোস্ট করা ভিডিও নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

WB News Live Updates: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিজেপির নিশানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বিজেপির নিশানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করে বিজেপির ফেসবুক পোস্ট।

West Bengal News Live: বিস্ফোরক অভিযোগ পুরুলিয়া কংগ্রেসের জেলা সভাপতির

নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার শিক্ষক-বদলিতেও দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। ‘শিক্ষক বদলি নিয়ে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে পুরুলিয়ায়’, বিস্ফোরক অভিযোগ পুরুলিয়া কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতোর

WB News Live Updates: ইডি ও কোর্টের দ্বারস্থ হচ্ছে জেলা বিজেপি নের্তৃত্ব

ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারি তো চুনোপুঁটি। হাজারো অনন্তদেব অধিকারি ঘুরে বেড়াচ্ছে। ইডি সিবিআই এদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুক। এই দাবিতে ইডি ও কোর্টের দ্বারস্থ হচ্ছে জেলা বিজেপি নের্তৃত্ব।

West Bengal News Live: ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঢুকে পড়ল সাপ

হাসপাতালে ঢুকে পড়ল সাপ। হুলুস্থুল কান্ড ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। দুপুর সময় তাই হাসপাতালে প্রচণ্ড রোগীদের ভিড় ছিল। হাসপাতালের প্রতিটি বিভাগে, অনেকেই অন্বেষা বিভাগে কাউন্সিলিং করাতে এসেছিলেন। তেমনই একজন রোগী অন্বেষা বিভাগে এসেছিলেন কর্তব্যরত  স্বাস্থ্য কর্মীদের সাথে আলাপ করতে, সে সময় আচমকাই লক্ষ্য করেন যে স্বাস্থ্য কর্মীর টেবিলের তলা থেকে কোনও একটা প্রাণী উঁকি মারছে, ভালো করে দেখতেই বুঝতে পারেন আসলে সেটি সাপ।

WB News Live Updates: রঘুনাথপুর মহকুমায় নজরদারি বাড়াতে উদ্বোধন সাবডিভিশন সিসিটিভি কন্ট্রোল রুমের

রঘুনাথপুর মহকুমা জুড়ে প্রতিটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়াতে উদ্বোধন হল সাবডিভিশন সিসিটিভি কন্ট্রোল রুমের। বুধবার রঘুনাথপুর থানা ভবনের মধ্যে একটি ঘরে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন।

West Bengal News Live: অর্পিতার ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি

বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। আবাসনে মিলেছে অর্পিতার ২টি ফ্ল্যাটের হদিশ।

WB News Live Updates: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বামেদের মিছিল

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ৫০০ দিনে চাকরিপ্রার্থীদের আন্দোলন। শিয়ালদা, পার্ক সার্কাস, হাওড়া থেকে বামেদের মিছিল, গন্তব্য ধর্মতলা।

West Bengal News Live: তছরুপের অভিযোগে গ্রেফতার পোস্ট মাস্টার

লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে বাঁকুড়ার ইন্দাস থেকে পোস্ট মাস্টারকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ।

WB News Live Updates: জাল আধার কার্ড-সহ গ্রেফতার এক বাংলাদেশি

জাল আধার কার্ড-সহ গ্রেফতার এক বাংলাদেশি। হবিবপুর থানার টিকিয়াপাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মেহেদি হাসান শেখ নামে ওই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭৪০ টাকার ভারতীয় মুদ্রা, দুশো দশ টাকার বাংলাদেশি মুদ্রা, কুড়ি টাকার নেপালি মুদ্রা এবং একটি জাল আধার কার্ড।

Mamata Banerjee Live: অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে ইডি আধিকারিকরা

অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে ইডি আধিকারিকরা। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় তিনটি গাড়িতে ইডি আধিকারিকরা। অর্পিতার মায়ের সঙ্গে কথা কাটাকাটি ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের বাধা অর্পিতার মায়ের। মায়ের বাধা সত্ত্বেও অর্পিতার পৈতৃক বাড়িতে ঢুকল ইডি। 

WB News Live Updates: ‘২০২৪-এ বিজেপি আসবে না', স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না। বিরোধীদের বেলায় অতি সক্রিয়, নিজেদের বেলায় ঘুমিয়ে থাকে। আমি বিত্তবানদের পক্ষে নেই, বিবেকবানদের পক্ষে। ব্যক্তি অন্যায় করলে ছাড় পাবেন না।’ হুঙ্কার মমতার।

Mamata Banerjee Live: কেউ ভুল করলে অ্যাকশন হবে: মঞ্চ থেকে মমতার আশ্বাস

‘একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবে। ২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ?’ র রাতে কেন হানা?’ ইডির হানা প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: 'শিল্পের জন্য আমরা অনেক কিছু করেছি, সামাজিক প্রকল্পেও অনেক কাজ করা হয়েছে'

‘শিল্পের জন্য আমরা অনেক কিছু করেছি। সামাজিক প্রকল্পেও অনেক কাজ করা হয়েছে। দেশে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে, রাজ্যে ৪৫ শতাংশ বেকারত্ব কমেছে। ৪ গুণ বেড়েছে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ।’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Partha Chatterjee Live : জোকা ইএসআই থেকে বেরোলেন পার্থ-অর্পিতা

২ ঘণ্টার বেশি সময় মেডিক্যাল পরীক্ষার পর জোকা ইএসআই থেকে বেরোলেন পার্থ-অর্পিতা । সকাল ১১.২০ নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন পার্থ-অর্পিতা । সকালে কড়া নিরাপত্তার মধ্যে দু’জনকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই-তে
মেডিক্যাল পরীক্ষার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করবে ইডি । সিজিও কমপ্লেক্সে হবে জিজ্ঞাসাবাদ। 

Partha Chatterjee Live : জোকা ইএসআই থেকে মেডিক্যাল টেস্ট করে বেরোলেন পার্থ

জোকা ইএসআই থেকে মেডিক্যাল টেস্ট করে বেরোলেন পার্থ । তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। সেখানে আবার হবে জিজ্ঞাসাবাদ। 

Arpita Mukherjee Investigation : বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতে হানা ইডি-র

বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতে হানা ইডি-র । ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টের বাড়িতে ইডি-র ৮ জন আধিকারিক । 
বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে হানা ইডি আধিকারিকদের । 

West Bengal News Live: কমিউনিটি হল তৈরির নামে অর্থ তছরুপের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত এগরা পুরসভা

কমিউনিটি হল তৈরির নামে অর্থ তছরুপের অভিযোগ। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল পরিচালিত এগরা পুরসভা। বিজেপির তোলা অভিযোগ ওড়াল শাসক দল। দ্রুত কমিউনিটি হল তৈরিতে উদ্যোগ নিক পুরসভা, আবেদন স্থানীয় বাসিন্দাদের।

WB News Live Updates: রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা 'ইচ্ছে এন্টারটেনমেন্ট'-এর অফিসেও তল্লাশি ইডি-র

কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই সংস্থার সঙ্গে জড়িত অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।  

West Bengal News Live: ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী, এলেন কলকাতায়

ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী। কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। আজ হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

WB News Live Updates: উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হয়েছে ইডি-র টিম

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হয়েছে ইডি-র টিম। তবে ফ্ল্যাটের দরজা বন্ধ। ইডি অফিসাররা দাঁড়িয়ে আছেন বন্ধ দরজার সামনে।  ফ্ল্যাটের চাবি আনানোর চেষ্টা করছেন ইডি’র অফিসাররা।   

West Bengal News Live: সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর

SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তত্‍পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর। আজ বেলা ১২টা নাগাদ তাঁকে ইডি তলব করলেও তিনি সকাল ৯টা ৪৪ নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে।  

WB News Live Updates: সকাল ১১.২০ নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন পার্থ-অর্পিতা

জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন পার্থ-অর্পিতা। সকাল ১১.২০ নাগাদ পৌঁছলেন পার্থ-অর্পিতা। আগে ইএসআই হাসপাতালে ঢোকেন অর্পিতা মুখোপাধ্যায়। তারপরেই গাড়ি থেকে নেমে রক্ষীদের কাঁধে হাত দিয়ে ঢুকলেন পার্থ। সকালে আলাদা গাড়িতে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। 

West Bengal News Live: বেলা ১২টায় তলব করলেও ১০টার অনেক আগেই সিজিও কমপ্লেক্সে হাজির মানিক ভট্টাচার্য

টেট দুর্নীতি মামলায় তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি বেলা ১২টায় তলব করলেও ১০টার অনেক আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মানিক। তাঁকে সকাল ১১টায় জিজ্ঞাসাবাদ করার কথা। অন্যদিকে, ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি।

WB News Live Updates: কনভয়ের সামনে ও পিছনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি

আলাদা গাড়িতে মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। কনভয়ের সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি। তারপরের গাড়িতেই রয়েছেন অর্পিতা। অর্পিতার গাড়ির পিছনেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। পিছনেও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি।  

West Bengal News Live: মেডিক্যাল পরীক্ষার জন্য বার করা হল পার্থ-অর্পিতাকে

মেডিক্যাল পরীক্ষার জন্য বার করা হল পার্থ-অর্পিতাকে। সিজিও কমপ্লেক্স থেকে বার করা হল পার্থ-অর্পিতাকে। 

WB News Live Updates: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, গতকাল রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান। সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। 

West Bengal News Live: পরিবহণ দফতরের চালু করা স্লট বুকিং ব্যবস্থা বাতিলের দাবিতে সরব বনগাঁর স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা

রোজগার কমেছে। এই দাবিতে পরিবহণ দফতরের চালু করা স্লট বুকিং ব্যবস্থা বাতিলের দাবিতে সরব হলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা। গত ২৩ জুলাই চালু হয়েছে এই নতুন ব্যবস্থা। এর সাহায্যে আগে থেকে অন লাইনে স্লট বুকিং করে পণ্য পরিবহণ হচ্ছে। তাতে মিটছে যানজটের সমস্যা।

WB News Live Updates: মুকুটমণিপুরের রাস্তা থেকে উদ্ধার হল বাঁকুড়ার গয়না ব্যবসায়ীর মৃতদেহ

মুকুটমণিপুরের রাস্তা থেকে উদ্ধার হল বাঁকুড়ার গয়না ব্যবসায়ীর মৃতদেহ। শুভঙ্কর দে নামে, ওই ব্যবসায়ীর মোটর বাইকটি মিলেছে ৫০ কিলোমিটার দূরে, বাঁকুড়া শহর থেকে। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।  

West Bengal News Live: তদন্তে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কালো ডায়েরির ওপর বিশেষ নজর ইডি-র

তদন্তে এখন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কালো ডায়েরির ওপর বিশেষ নজর ইডি-র। সূত্রের খবর, শুধু কালো ডায়েরি নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোট ৩টি ডায়েরি। ইডি সূত্রে দাবি, ডায়েরিগুলির বেশ কিছু জায়গায় সাঙ্কেতিক ভাষা ব্যবহার করা হয়েছে।

WB News Live Updates: মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার, ED-র সিজার লিস্টে উল্লেখ

জেরায় অর্পিতা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে দাবি ইডি সূত্রে। ইডি-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে।  

West Bengal News Live: ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি,  স্কুলে নিয়োগ দুর্নীতিতে রয়েছে অদৃশ্য হাত

স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, 
স্কুলে নিয়োগ দুর্নীতিতে রয়েছে অদৃশ্য হাত। টাকা পৌঁছেছে সেই হাতেও। 


 

WB News Live Updates: টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে হাজির হতে হবে CGO কমপ্লেক্সে। অন্যদিকে, ED-র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি।

West Bengal News Live: বাঁধ তৈরির জন্য বিজেপি বিধায়কের তহবিলের টাকা নিতে চাইছে না, তৃণমূল পরিচালিত জেলা পরিষদ!

বাঁধ তৈরির জন্য বিজেপি বিধায়কের তহবিলের টাকা নিতে চাইছে না, তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। এমনই অভিযোগ তুললেন কোচবিহারের বিজেপি সভাপতি ও বিধায়ক সুকুমার রায়ের। বিধায়ক তহবিলের টাকা দিয়ে কীভাবে বাঁধ মেরামতের খরচ উঠবে? পাল্টা প্রশ্ন তুলল তৃণমূল।

WB News Live Updates: ভুবনেশ্বর থেকে এনে CGO কমপ্লেক্সের অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে

ভুবনেশ্বর থেকে আনার পরই, CGO কমপ্লেক্সের অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার তৃণমূল মহাসচিবকে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্যদিকে, একই বিল্ডিংয়ে, ED’র লক আপে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।

West Bengal News Live: মাধ্যমিকের স্ক্রুটিনিতে নম্বর বদল হল সাড়ে ১১ হাজার উত্তরপত্রের

মাধ্যমিকের মূল্যায়ণের ত্রুটি। স্ক্রুটিনিতে নম্বর বদল হল সাড়ে ১১ হাজার উত্তরপত্রের। এর ফলে, প্রথম দশের মেধাতালিকায় ঢুকে পড়ল আরও ১৮ জন।

WB News Live Updates: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সময়সীমা বেঁধে দিল জাতীয় পরিবেশ আদালত

১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সময়সীমা বেঁধে দিল জাতীয় পরিবেশ আদালত। গতকাল এক নির্দেশে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, ৬ মাসের মধ্যে সমস্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে।

West Bengal News Live: এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে ইডির তলব

এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে ইডির তলব। নিয়োগে দুর্নীতির অভিযোগ, আজ বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। 

প্রেক্ষাপট

এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে ইডির (ED) তলব। নিয়োগে দুর্নীতির (SSC Scam) অভিযোগ, আজ বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ। 


পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পরে শুনশান নাকতলা (Naktala)। জল্পনা বাড়িয়ে ফেরত দিলেন পরিষদীয় মন্ত্রীর গাড়ি। ফেরানো হল ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের। 


স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। উল্লেখ ইডির সিজার লিস্টে।


চাকরির জন্য বিধায়কদের ৫ জন করে নাম দিতে বলেছিলেন পার্থ। লেটারহেডে সুপারিশপত্র পাওয়ার পরেই দাবি অনন্তদেবের। 


ভুবনেশ্বর থেকে এনেই সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লকআপে (Lock Up) পার্থ। দুর্নীতির নেপথ্যে অদৃশ্য হাতের খোঁজে ইডি। বারবার জেরাতেও মুখে কুলুপ।


জেরায় সহযোগিতা করছেন অর্পিতা (Arpita Mukherjee)। নিয়োগ দুর্নীতিতে এমনই দাবি ইডির। কালো ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় কাদের নাম? বাড়ছে রহস্য। 


কলকাতা-সহ একের পর এক বাংলো ঘিরে রহস্য। পার্থর বাড়িতে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল মিলেছে, দাবি ইডির সিজার লিস্টে। 


উলুবেড়িয়ার পর পাঁচলাতেও বাতিল শুভেন্দুর কর্মসূচি। কাল মুরলীধর সেন লেনে বিজেপির কালী পুজো বাতিল। নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মিছিলের ডাক। 


বাণিজ্যিক গাড়ির সঙ্গে এবার বাতিল করতে হবে ১৫ বছরের পুরনো ব্যক্তিগত গাড়িও। ৬ মাসের মধ্যে রাজ্য জুড়ে কার্যকরের নির্দেশ গ্রিন ট্রাইবুনালের। 


অরুণলালের পর এবার বাংলার কোচ লক্ষ্মীরতন। সহকারী কোচ সৌরাশিস। ব্যাটিং পরামর্শদাতা ডব্লুভি রমন। অগাস্টের শুরুতে অনুশীলন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.