West Bengal News Live Updates:হুইলচেয়ারে বেরোলেন SSKM থেকে, বাড়ির পথে গাড়ি নিলেন মুখ্যমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 27 Jun 2023 11:38 PM
WB News LIVE Updates:ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক।সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তরে

ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক।সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তরে।

WB News LIVE Updates:মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচিতে ৫০০ জন  নেতা-কর্মী  তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন

মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। এই যোগদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন  নেতা-কর্মী  তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। 

WB News LIVE Updates:'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর

'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর

WB News LIVE Updates:ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি

ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। গুলিবিদ্ধ দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাচল এসডিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

WB News LIVE Updates:হুইলচেয়ারে এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী

হুইলচেয়ারে এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। 

WB News LIVE Updates:ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট।

ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট।

WB News LIVE Updates:লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট, SSKM-এ ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের, নারাজ মমতা

লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট, SSKM-এ ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের, নারাজ মমতা

WB News LIVE UpdatesSSKM থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

SSKM থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News LIVE Updates:স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ রায় খুনের মামলায় ধৃত উত্তম কুমার উপাধ্যায়ের পুলিশি হেফাজতের আর্জি

স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ রায় খুনের মামলায় ধৃত উত্তম কুমার উপাধ্যায় ওরফে উত্তম প্রসাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি পেশ ব্যারাকপুর মহকুমা আদালতে।

WB News LIVE Updates:ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক

ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক।সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তরে।

WB News LIVE Updates:'মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?', মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গ বললেন মহম্মদ সেলিম

'মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?', মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গ বললেন মহম্মদ সেলিম

WB News LIVE Updates:'ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী?', বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়, কটাক্ষ সুকান্ত মজুমদারের। 

'ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী?', বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়, কটাক্ষ সুকান্ত মজুমদারের। 

WB News LIVE Updates:মুখ্যমন্ত্রী সুস্থ আছেন দেখে স্বস্তি রাজ্যপালের, জানালেন ট্যুইটে

মুখ্যমন্ত্রী সুস্থ আছেন দেখে স্বস্তি রাজ্যপালের, জানালেন ট্যুইটে

WB News LIVE Updates:পুরীতে প্রোমোটার, বেআইনি নির্মাণ ভাঙা ঠেকালেন তৃণমূল কাউন্সিলর

পুরীতে প্রোমোটার, বেআইনি নির্মাণ ভাঙা ঠেকালেন তৃণমূল কাউন্সিলর! তৃণমূল কাউন্সিলরের বাধার মুখে ফিরতে হল পুলিশ-পুরসভার কর্মীদের! বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনিতে ৩তলা বেআইনি নির্মাণের অভিযো

WB News LIVE Updates:দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার, নামতে গিয়ে পা-কোমরে চোট। মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের। 

দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার, নামতে গিয়ে পা-কোমরে চোট। মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের। 

WB News LIVE Updates:বিজেপি-র পতকা খুলে ড্রেনে ফেলে দেওয়া নিয়ে বিতর্ক, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি,  উত্তেজনা সিউড়িতে

বিজেপি-র পতকা খুলে ড্রেনে ফেলে দেওয়া নিয়ে বিতর্ক, তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি,  উত্তেজনা সিউড়িতে

WB News LIVE Updates:'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর

'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর

WB News LIVE Updates:'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন?', হাঁসখালির জনসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন?', হাঁসখালির জনসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ' তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না', সংযোজন তৃণমূল সাংসদের। 

WB News LIVE Updates: অচ্ছে দিনের গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বিজেপি: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন ?'হাঁসখালির জনসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়।' তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে'।'বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না'। 'অচ্ছে দিনের গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বিজেপি'। ' আপনাদের টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদি, মেহুল চোকসিরা'।'তৃণমূল কথা দিয়ে কথা রাখে'। ' বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে'। 'দল-মত নির্বিশেষে সবার কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল'

WB News LIVE Updates: জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার

দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের।সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার

WB News LIVE Updates: দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার

দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈঠুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল। ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার

WB News LIVE Updates: ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়

ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতা, অভিযোগ গ্রামবাসীদের। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। বীরভূমে নিজের কেন্দ্রে সিউড়ি ও খয়রাশোলেও ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়।

WB News LIVE Updates: ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়

ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতা, অভিযোগ গ্রামবাসীদের। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। বীরভূমে নিজের কেন্দ্রে সিউড়ি ও খয়রাশোলেও ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়।

WB News LIVE Updates: আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

'বিএসএফ-এর গুলিতে কোচবিহারে অনেকে মারা গেছে'।'বিএসএফ-কে বলব নিরপেক্ষভাবে কাজ করতে'।' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে''আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে'।'যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন'। 'দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার '।' টোম্যাটোর দাম  কেজিতে একশ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি-মুম্বাই-এ '।' বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না'।' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে'।' কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার'।'কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন'। ' পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে'।' শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে'। 'আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন'। ' এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না'।' রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না'
' শিল্প তৈরির জন্য উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে'।' একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব'।' ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল'।' সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না'। 'বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'।'আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি'।' দেশে এনআরসি করছে, এনকাউন্টার করে মানুষকে মারছে'।' বিদেশে গিয়ে নাম কুড়োনোর জন্য অন্য কথা বলছে'।' কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে', মালবাজারের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

WB News LIVE Updates: আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

'বিএসএফ-এর গুলিতে কোচবিহারে অনেকে মারা গেছে'।'বিএসএফ-কে বলব নিরপেক্ষভাবে কাজ করতে'।' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে''আজকেও সীমান্তে গুলিতে একজন মারা গেছেন, তার জন্য অ্যাকশন নেওয়া হবে'।'যিনি মারা গেছেন তাঁর পরিবারের একজন হোম গার্ডের চাকরি পাবেন'। 'দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার '।' টোম্যাটোর দাম  কেজিতে একশ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি-মুম্বাই-এ '।' বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না'।' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে'।' কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার'।'কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন'। ' পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে'।' শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে'। 'আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন'। ' এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না'।' রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না'
' শিল্প তৈরির জন্য উত্তরবঙ্গে অর্থনৈতিক করিডর তৈরি হচ্ছে'।' একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব'।' ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল'।' সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না'। 'বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'।'আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি'।' দেশে এনআরসি করছে, এনকাউন্টার করে মানুষকে মারছে'।' বিদেশে গিয়ে নাম কুড়োনোর জন্য অন্য কথা বলছে'।' কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে', মালবাজারের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

West Bengal News LIVE Updates: আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

'আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি',' বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাগান খোলার, কিন্তু ওরা করেনি তৃণমূল করেছে',' চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব',' চা-বাগানের শ্রমিকদের আমরা চা-বাগানের পাট্টা দেব, কাজ শুরু হয়ে গেছে',' সিপিএম-বিজেপি উত্তরবঙ্গের জন্য কিচ্ছু করেনি','জলপাইগুড়িতে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে',' মানুষের অভিয়োগের নিষ্পত্তির জন্যই দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী করা হয়েছে',মালবাজারের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

West Bengal News LIVE Updates: আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি: মমতা বন্দ্য়োপাধ্য়ায়

'আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি',' বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বাগান খোলার, কিন্তু ওরা করেনি তৃণমূল করেছে',' চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব',' চা-বাগানের শ্রমিকদের আমরা চা-বাগানের পাট্টা দেব, কাজ শুরু হয়ে গেছে',' সিপিএম-বিজেপি উত্তরবঙ্গের জন্য কিচ্ছু করেনি','জলপাইগুড়িতে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে',' মানুষের অভিয়োগের নিষ্পত্তির জন্যই দুয়ারে সরকার, সরাসরি মুখ্যমন্ত্রী করা হয়েছে',মালবাজারের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট, বিএসএফকে নিশানা মমতার

কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট, বিএসএফকে নিশানা মমতার। 'খবর আছে, বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ'।'বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না'। 'ভয় পেয়ে বসে থাকবেন না, অভিযোগ জানাবেন'। গতকাল কোচবিহারের সভায় মন্তব্য করেন মমতা

West Bengal News LIVE Updates: কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটায় গুলি

কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটায় গুলি। দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে জখম আরও ৫ তৃণমূল কর্মী। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতাল ও এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় গুলি, ১ তৃণমূলকর্মীর মৃত্যু

পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় গুলি, ১ তৃণমূলকর্মীর মৃত্যু। পঞ্চায়েত হিংসায় এই নিয়ে গোটা রাজ্যে ১৯ দিনে মৃত ১১। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। 

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় গুলি, ১ তৃণমূলকর্মীর মৃত্যু

পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় গুলি, ১ তৃণমূলকর্মীর মৃত্যু। পঞ্চায়েত হিংসায় এই নিয়ে গোটা রাজ্যে ১৯ দিনে মৃত ১১। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। 

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি

পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি।  ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস। ২এরপর, ১৫ই জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা ও ২ তৃণমূল কর্মী রশিদ মোল্লা ও রাজু নস্কর। ওইদিনই, মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ১৭ জুন, কোচবিহারের দিনহাটায়, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করা হয়। ওইদিনই মালদার সুজাপুরে পিটিয়ে মারা হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোস্তাফা শেখকে। ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলি চলে। গুলিবিদ্ধ হন ২১ বছরের সিপিএম কর্মী মনসুর আলম। ২১ জুন তাঁর মৃত্যু হয়। পরের দিন ২২ জুন, পুরুলিয়ায় রেলশহর আদ্রায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। ২৪ জুন, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষকৃতী আলিম বিশ্বাসের। এই তালিকায় এবার জুড়ল কোচবিহারের দিনহাটা। গীতালদহে বাংলাদেশ সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী বাবু হকের।

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি

পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি।  ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস। ২এরপর, ১৫ই জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা ও ২ তৃণমূল কর্মী রশিদ মোল্লা ও রাজু নস্কর। ওইদিনই, মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ১৭ জুন, কোচবিহারের দিনহাটায়, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করা হয়। ওইদিনই মালদার সুজাপুরে পিটিয়ে মারা হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোস্তাফা শেখকে। ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলি চলে। গুলিবিদ্ধ হন ২১ বছরের সিপিএম কর্মী মনসুর আলম। ২১ জুন তাঁর মৃত্যু হয়। পরের দিন ২২ জুন, পুরুলিয়ায় রেলশহর আদ্রায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। ২৪ জুন, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষকৃতী আলিম বিশ্বাসের। এই তালিকায় এবার জুড়ল কোচবিহারের দিনহাটা। গীতালদহে বাংলাদেশ সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী বাবু হকের।

WB News LIVE Updates: দুষ্কৃতীদের হামলায় প্ররোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের, অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার

গতকালই বিদেশ থেকে ফিরেছেন। তার পরই দুষ্কৃতীদের হামলায় প্ররোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের, অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার।

WB News LIVE Updates: কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি

কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। জখম আরও ৫ তৃণমূল কর্মী। আহতরা দিনহাটা মহকুমা হাসপাতাল ও এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি। 


ভারত-বাংলাদেশ সীমান্তে ধরলা নদী দিয়ে ঘেরা দিনহাটার জারি ধরলা গ্রাম। বাংলাদেশের সঙ্গে কাঁটাতার নেই। ভারতের সঙ্গে এই গ্রামের যোগাযোগ নদী পথে। সেখানেই আজ সকালে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলি চলে। পুলিশের অনুমান, এক্ষেত্রে স্থানীয় নেতারা বাংলাদেশি দুষকৃতীদের কাজে লাগিয়েছে।


এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ভেটাগুড়িতে নিজের বাড়িতে ফিরেই বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। পঞ্চায়েত ভোটের আবহে বাংলায় এই নিয়ে গত ১৯ দিনে ১১ জনের মৃত্যু হল। 

WB News LIVE Updates: বাংলা জুড়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফিরহাদের

বাংলা জুড়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফিরহাদের। অভিযোগ উড়িয়ে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ করেছে সিপিএম।

WB News LIVE Updates: বাংলা জুড়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফিরহাদের

বাংলা জুড়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফিরহাদের। অভিযোগ উড়িয়ে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ করেছে সিপিএম।

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় মৃত্যু

পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় মৃত্যু। তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ। ৬ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে

West Bengal News LIVE Updates: বিধানসভায় সোমবার এক ফ্রেমে ধরা পড়লেন দুই চির প্রতিদ্বন্দ্বী

বিধানসভায় সোমবার এক ফ্রেমে ধরা পড়লেন দুই চির প্রতিদ্বন্দ্বী। হাসি মুখে সৌজন্য বিনিময়ও হল ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। একে অপরকে দাদা-ভাই বলে সম্বোধন করলেও, চলল কটাক্ষও! 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাাগাতার অশান্তি

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাাগাতার অশান্তি। এবার ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। অন্য়দিকে, রাজ্য় নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরও এক আইনজীবী।

প্রেক্ষাপট

অভিষেকের (Abhishek Bnaerjee) রোড শোয়ের (Road Show) আগে ফের উত্তপ্ত ডোমকল (Domkol)। সিপিএম-তৃণমূল সংঘর্ষে (CPM-TMC Clash) গুলিবিদ্ধ ৪ কর্মী, দাবি তৃণমূলের (TMC)। শাসকেরই দ্বন্দ্ব, দাবি বামেদের।



একটা দল বলুক, যে দলে একটাও মস্তান নেই। যে দল বলতে পারবে, তাদের অফিসে গিয়ে দারোয়ানি করব। শাসক দলের বিরুদ্ধে বেনজির সন্ত্রাসের অভিযোগের মধ্য়েই, এমন সাফাই দিলেন,  শোভনদেব চট্টোপাধ্যায়। গুণ্ডা-সংস্কৃতি তো তৃণমূলেরই আমদানি, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। আগে নিজের পার্টিটা দেখুন। অন্য় পার্টির কথা পরে ভাববেন, শোভনদেবকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। কৃষিমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি ISF বিধায়কও।


নিউ ব্যারাকপুরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকরা। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা। বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও ২ ভাইকে। পরিবারের সদস্যদের একাংশের সঙ্গে তৃণমূল চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে, অভিযোগ তুলেছেন বিজেপি নেতা!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.