West Bengal News Live: দুর্নীতি ইস্যুতে বিজেপির ডেপুটেশন ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার
West Bengal news live updates : রাজ্যের প্রতিটি জেলার খবর এক ক্লিকে
হিরণের অভিযোগ প্রসঙ্গে ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এই ধরণের বক্তব্যকে তিনি গুরুত্ব দিতে নারাজ। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দুর্নীতি ইস্যুতে বিজেপির ডেপুটেশন ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার। এসডিও অফিসে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। বাধা দিলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, লাঠিচার্জ।
ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন শান্তনু-ঘনিষ্ঠ আকাশ ও নিলয়। সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ ও নিলয় মালিকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। শান্তনুর সম্পত্তির বিষয়ে দু-জনকে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের।
অমিত শাহ, জে পি নাড্ডা, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চায়েত ভোটের আগে বৈঠক ঘিরে তুমুল জল্পনা। আগে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছিলেন শুভেন্দু। রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারেন শুভেন্দু। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বাংলার বিজেপি সাংসদদের। সেই বৈঠকেও থাকতে পারেন শুভেন্দু অধিকারী।
সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল চাকরি কেনাবেচা। বাঙালি অফিসার নীলাদ্রি দাসকে পেয়ে দুর্নীতির কাজ আরও সহজ হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যের। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। আসল ডেটা শিটেও নম্বর বদলে কারচুপি লুকোতে নেওয়া হত ব্যবস্থা, দাবি তদন্তকারী সংস্থার।
রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে গোলাম রব্বানিকে সরিয়ে উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী করা হল। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।
দলনেত্রীর নির্দেশের পরেও অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। এবার দলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জন নেতা, কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নানুর ব্লকের সভাপতি রিঙ্কু চৌধুরী।
হয়ত উনিও চাকরি কেলেঙ্কারিতে জড়িত, তাই নিজের দোষ ঢাকতে বাবাকে টেনে আনছেন। উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন, তা পরিবারের কেউ বিশ্বাস করেন না। বললেন বিজেপি নেত্রী। মামার পদত্যাগেরও দাবি করেছেন তিনি।
তৃণমূলের কর্মিসভায় উপস্থিত বিডিও। সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক। শনিবার কেতুগ্রাম ১ নম্বর ব্লক অফিসের সভাঘরে শহিদ মিনার সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল। ভাইরাল ছবিতে দেখা যায়, সভায় হাজির বিডিও পূর্ণেন্দু সান্যাল। তাঁর পাশেই বসে রয়েছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ ও যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার।
পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে তৃণমূল শিবিরে ধাক্কা। যুব তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৪ জন বুথ সভাপতি। পদত্যাগীরা সকলেই তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের যুব তৃণমূলের সভাপতি। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে কমিটি গঠনে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করেছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি মানিক বর্মন।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। তাঁকে নাগরিক সম্বর্ধনা দিয়েছে রাজ্য় সরকার। কিন্তু এই অনুষ্ঠান ঘিরে পিছু ছাড়ল না বিতর্ক। এদিন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির কোনও প্রতিনিধিকে।
বকেয়া DA-র দাবিতে এবার অভিনব প্রতিবাদ। ৩৬% হারে DA-র দাবিতে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা খাতে ৩৬ টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। ১ এপ্রিল থেকে এই কর্মসূচি চালু হতে চলেছে।
তিলজলাকাণ্ডে মৃতের পরিবারকে আড়াই লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্য সরকারের।
দুদিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি। নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সম্বর্ধনা রাজ্য সরকারের। সম্বর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী।
শিশুকন্যা খুনে রণক্ষেত্র তিলজলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সৌমিত্র খাঁ। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে হস্তক্ষেপ দাবি। 'দিনের পর দিন জ্বলছে বাংলা', রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি। কলকাতায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি।
বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।
ব্রিজের উপর পুলিশের গাড়িতে আগুন। বিস্ফোরণ হল পুলিশের গাড়িতে।
বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসেল শেল ফাটায় পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র পুরো এলাকা। তিলজলা উড়ালপুলে সম্পূর্ণ বন্ধ যান চলাচল।
পরপর বাইকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় একটি গাড়িও। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি।
শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় রণক্ষেত্র তিলজলা। বন্ডেল রোড , পিকনিক গার্ডেনে একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, ইটবৃষ্টি
তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন, প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ।
কৌস্তভ বাগচীর গ্রেফতারি মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভপ্রকাশ । ক্ষোভপ্রকাশ বিচারপতি রাজাশেখর মান্থার। 'কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়', মত বিচারপতির। 'রিপোর্টে কৌস্তভ বাগচীর বাড়িতে পুলিশি অভিযান যুক্তিগ্রাহ্য বলছেন কমিশনার', বিস্ময়প্রকাশ বিচারপতির।
কম্বল বিলিকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ। আসানসোল উত্তর থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ বিজেপির।
তান্ত্রিকের নির্দেশেই খুন তিলজলার শিশুকন্যা। ধৃত অলক সাউকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি পুলিশের। সন্তান নেই, বেশ কয়েকবার স্ত্রী-র গর্ভপাত হয়, জেরায় দাবি অলকের, খবর পুলিশসূত্রে। তান্ত্রিকের নির্দেশ মেনেই প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা। ধৃতের দাবির সত্যতা যাচাই করে তান্ত্রিকের সন্ধান চালাবে তিলজলা থানার পুলিশ।
এসপি সিনহার মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারকের। 'একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন আপনারা, কেন বলছেন জেল হেফাজত চাই ?', প্রশ্ন বিচারকের।
দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি হওয়ার পর এটাই দ্রৌপদী মুর্মুর প্রথম বঙ্গ সফর, রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল, তাঁকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি গেলেন রেসকোর্সে।
নিয়োগ-দুর্নীতি নিয়ে ভবিষ্যতে তদন্ত হতে পারে তা আগেভাগে বুঝে জাল বিছিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য। গাজিয়াবাদের OMR শিট মূল্যায়নকারী সংস্থার বাঙালি অফিসার নীলাদ্রি দাসকে পেয়ে চাকরি-বিক্রির চক্রের কাজ আরও সহজ হয়েছিল। সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল কোটি কোটি টাকায় চাকরি কেনাবেচা।চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই।
দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
দু’দিনের সফরে আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
তিলজলায় ৭ বছরের শিশুকে খুনের আগে যৌন নির্যাতন। যৌন নির্যাতনের পর খুন, কবুল করেছে অভিযুক্ত, দাবি পুলিশের। ধৃতের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল তিলজলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তিলজলা থানায় ইট ছুড়লেন স্থানীয় বাসিন্দারা।
ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া কেতুগ্রামের বিজেপি কর্মীর খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই । এবার সেই পরিবারকে 'খুনের হুমকি' দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর মা ও সেই ঘটনায় সিবিআইকে যারা সাক্ষী দিয়েছিল, তাদের তৃণমূলের দুষ্কৃতীরা নানান ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ইচ্ছা পূরণ হতে চলেছে ইছামতীর। উত্তর ২৪ পরগনার তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ভোটের মুখে নদী সংস্কারের কাজ শুরু করায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
তৃণমূল অফিসে তালা। তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরেও নানুরে তৃণমূলের কোন্দলে কার্যত বিরাম নেই! এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে সতর্ক করা হল নানুরের ব্লক সভাপতি ও স্থানীয় তৃণমূল বিধায়ককে। অনুব্রত মণ্ডলের দেখানো পথেই বীরভূমে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে একমত হয়েছে জেলা তৃণমূলের কোর কমিটি।
আজ কলকাতায় দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও, জানালেন ডিএ-আন্দোলনকারীরা।
প্রেক্ষাপট
তিলজলায় নাবালিকাকে অপহরণ করে খুনের (Murder Case) অভিযোগ। পাশের আবাসনের ফ্ল্যাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার, গ্রেফতার ১। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানার সামনে বিক্ষোভ (Agitation)।
নাবালিকা খুনের অভিযোগে তিলজলা থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা, ভাঙচুর গাড়ি-বাইক, থানা লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশের। আটক বেশ কয়েকজন।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) পরপর গ্রেফতার। ফের বাম জমানাকে নিশানা উদয়নের। বাম জমানায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক উদয়ন গুহ।
বাবাকে ঢাল করে তৃণমূলের দুর্নীতি (Scam) ঢাকতে পারবেন না, আক্রমণ সিপিএমের। পিসি-ভাইপোর কাছে ভাল হতে প্রয়াত বাবাকেও ছাড়ছেন না, কটাক্ষ শুভেন্দুর।
বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তালিকা তৈরি করছে তৃণমূল (TMC)। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত নম্বর বিকৃত হলে তথ্য পাঠান। মেল আইডি দিয়ে ফেসবুকে পোস্ট দেবাংশুর।
শিক্ষামন্ত্রী কেন তালিকা প্রকাশ করছেন না ? তৃণমূল জমানায় সবাই সৎ ? পাল্টা খোঁচা সুজনের। ক্ষমতায় আসার পর এতদিন কেন চুপ ? কটাক্ষ কংগ্রেসের।
পলিটেকনিক কলেজে বাম আমলে ২০০ অধ্যাপকের বেআইনি নিয়োগ। মন্দিরে পুরোহিত চোর হলে দেবতা চোর নয়। আক্রমণ শোভনদেবের। মানুষ দেবতা, দোষী পুরোহিত, পাল্টা সুজন ।
নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু ঘনিষ্ঠ অয়নের অফিসের দুই কর্মীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির (ED)। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, সূত্রের খবর।
নীলাদ্রির ফোনে নিয়োগ-দুর্নীতির নীল নকশা! অযোগ্যদের চাকরি দিতে, কাদের ওএমআর বিকৃত করতে হবে, মেসেজ যেত এসএসসি কর্তার নম্বর থেকে, বিস্ফোরক দাবি সিবিআইয়ের।
চাকরিপ্রার্থীদের তালিকা, রোল নম্বর নীলাদ্রির মোবাইলে। সিবিআই নজরে এসএসসি কর্তাদের সঙ্গে চ্যাট। লুকনো তথ্যের হদিশ পেতে ফরেন্সিকে যাচ্ছে ধৃত নাইসা কর্তার ফোন।
দুর্নীতি ইস্যুতে হিরণের নিশানায় দেব-বনি-সায়নী।
হিরণের মন্তব্যে গুরুত্বে নারাজ তৃণমূল সাংসদ দেব। প্রতিক্রিয়া মেলেনি সায়নী, বনির। শুভেন্দুর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না ইডি-সিবিআই ? পাল্টা কুণাল।
বকেয়া ডিএ (DA Agitation) চেয়ে ধর্মঘটে সামিল। কর্মীদের একদিনের বেতন কাটল নবান্ন। জঙ্গলমহলে বদলি ছয়। মামলার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। রুটিন বদলি, দাবি প্রশাসনের।
আজ কলকাতায় দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও, জানালেন ডিএ-আন্দোলনকারীরা।
রাহুলের সাংসদ খারিজের প্রতিবাদে সঙ্কল্প সত্যাগ্রহ কংগ্রেসের। মোদিকে তীব্র আক্রমণে প্রিয়ঙ্কা।
মহিলা বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় ভারতের নিখাত জারিন ও লাভলিনার। ভারত গর্বিত, ট্যুইট প্রধানমন্ত্রীর। সাফল্যের উড়ান অব্যাহত, ট্যুইট মমতার।
নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের নিশানা, ফের ছেলের কাঠগড়ায় বাবা! ‘বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজিয়ে দলনেত্রীকে দক্ষিণা’, উদয়নকে খোঁচা সুজন-শুভেন্দুর।
দুর্নীতি নিয়ে একযোগে দেব-সায়নী-বনিকে আক্রমণ হিরণের। ‘শাখা সংগঠন CBI-EDকে দিয়ে তদন্ত করুক’, পাল্টা তৃণমূল।
OMR কাণ্ডে নতুন তথ্য? নাইসা কর্তা নীলাদ্রি ও এস পি সিনহাকে ফের কোর্টে পেশ। ‘পারলে আমাকেও গ্রেফতার করুন’, রাহুল ইস্যুতে এবার মোদিকে চ্যালেঞ্জ প্রিয়ঙ্কার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -