West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে

WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 27 May 2023 11:47 PM
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে শালবনিতে বললেন মমতা। এদিকে, হামলার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বে একমত হয়েও সিবিআই তদন্তের দাবি তোলা হল কুড়মিদের তরফে। 

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে

কোটি কোটি টাকা ছড়িয়ে আদিবাসী ও কুর্মিদের মধ্যে লড়াই লাগাতে চাইছে বিজেপি। শালবনির সভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জাতপাতের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেছেন শুভেনদু অধিকারীও। পঞ্চায়েত ভোটের আগে বাংলায় জাতপাতের রাজনীতিতে শান? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

West Bengal News Live : বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে

বিদেশেও এবার থিম পুজো। বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে। বিশেষ ভাবনায় দুর্গা পুজো আয়োজনে উদ্য়োগী হয়েছে আমেরিকার নিউজার্সির দুর্গা পুজো উদ্যোক্তা উৎসব। শিল্পী ভরতোষ সুতার ফুটিয়ে তুলছেন ভাবনা।  

WB News Live : দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের

ফের বেপরোয়া গতির বলি দুই। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আহত হন ৩ জন। গতকাল রাত ৯টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। তিন আত্মীয় মিলে একটি বাইকে চড়ে কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টো দিক থেকে আসা আরেকটি বাইক ও মোটরভ্যানে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে মাইল স্টোনে ধাক্কা মেরে বাইক থেকে ছিটক পড়েন তিন আরোহী। হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথম বাইকের এক আরোহী, দ্বিতীয় বাইকের চালক ও মোটরভ্যান চালক হাসপাতালে ভর্তি। 

West Bengal News Live : ব্যারাকপুরে শ্যুটআউটের পর, চরমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের বাগযুদ্ধ

ব্যারাকপুরে শ্যুটআউটের পর, চরমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের বাগযুদ্ধ। আজ অর্জুন সিং বলেন, জুটমিল নিয়ে খবরই রাখেন না সৌগত রায়। পাল্টা, জবাব দিয়েছেন সৌগত রায়ও।

WB News Live : সাইবার-প্রতারণার শিকার খোদ কলকাতা পুলিশের এসিপি-র আত্মীয়া

সাইবার-প্রতারণার শিকার খোদ কলকাতা পুলিশের এসিপি-র আত্মীয়া। বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

West Bengal News Live : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে সপ্তমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের তরজা

সপ্তমে উঠেছে অর্জুন সিং ও সৌগত রায়ের তরজা। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং। যার, জবাব দেন সৌগত রায়। এদিন এই ইস্যুতে ফের সৌগত রায়কে কটাক্ষ করেছেন অর্জুন সিং।

WB News Live : লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল তাজা বোমা

বারুদের স্তূপে বীরভূম। এবার লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল তাজা বোমা। ২০১৭ সালে এই লাভপুরেই বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live : হুগলির সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে

হুগলির সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ডানলপ কারখানার আবাসন থেকে উদ্ধার হল হাঁটু মোড়া অবস্থায় হাত বাঁধা দেহ। খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মূল অভিযুক্ত পলাতক।

WB News Live : আক্রমণ মমতার, পাল্টা শুভেন্দুর

দিল্লিতে বদল থেকে এনআরসি। শালবনির সভা থেকে মোদি সরকারকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদার সভা থেকে পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live : 'আগে ছিল ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক, এখন তা বেড়ে ৪৫ লক্ষ' আক্রমণ শুভেন্দুর

কালিয়াগঞ্জে বিজেপি কর্মী খুন, এগরায় বিজেপি নেতা খুন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি, দাঁড়িয়েছে বিজেপি। এখন বাংলার এই অবস্থা, মানিকচকের সভায় হুঙ্কার শুভেন্দুর। 'আগে ছিল ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক, এখন তা বেড়ে ৪৫ লক্ষ, শুধু সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে তৃণমূল', আক্রমণ শুভেন্দু অধিকারীর।

WB News Live : 'আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই' শালবনির সভায় এনআরসি প্রসঙ্গ তুলে ফের আক্রমণ মমতার

'কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি দিয়ে টাস্ক ফোর্স করতে বলছে। আমাকে বলছে, তুমিই একমাত্র টাস্ক ফোর্স করোনি। আমি টাস্ক ফোর্স করলে তাকে কাজে লাগাবে বাড়ি বাড়ি ঘুরে কে কোন সম্প্রদায়ের মানুষ খুঁজে দেখতে। ওদের তালিকা থেকে হিন্দু, মুসলমান, মতুয়া, শিখ কেউ বাদ যায়নি। আগুন লাগালে সবার ঘরে লাগে, তাই আগুন লাগাতে নেই', শালবনির সভায় এনআরসি প্রসঙ্গ তুলে ফের আক্রমণ মমতার। 

West Bengal News Live : আর তো ৬ মাস, আর একটু কষ্ট সহ্য করুন, তার পরে দিল্লি বদলাবে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

'দিল্লি আমাকে চমকায়, কিন্তু আমি চোখ রাঙানি কেয়ার করি না। আমি বলি আর তো ৬ মাস, আর একটু কষ্ট সহ্য করুন, তার পরে দিল্লি বদলাবে, তারপরে মানুষের হারানো অধিকার আমরাই ফিরিয়ে দেব', শালবনিতে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live : 'কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে' আক্রমণ মমতার

'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে', আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূলনেত্রীর ।'কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে', অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অভিযোগ মমতার। 

West Bengal News Live : দয়া করে গ্রেফতার করিনি, সিপিএমকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

'অনেক সময় সিপিএম বলে আমাদের গ্রেফতার করেনি কেন? দয়া করে গ্রেফতার করিনি, সিপিএমকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'সুব্রতদা বলেছিলেন, সপ্তাহে একদিন ধরে পেটাই দেওয়া উচিত, কথাটা আমার মনে পড়ে, কিন্তু আমরা কাউকে মারব না, পাপের মার এমনিতেই হবে', শালবনিতে সিপিএমকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live : 'মোদির কাছে রিমোট কন্ট্রোল থাকলে, জনগণের কাছেও ইভিএম আছে' বার্তা অভিষেকের

'মোদির কাছে রিমোট কন্ট্রোল থাকলে, জনগণের কাছেও ইভিএম আছে। বুথে বুথে গিয়ে বলুন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে', জনগণকে সংগঠিত করতে হবে, শালবনির সভায় বার্তা অভিষেকের । 


 

West Bengal News Live : নদিয়ার হাঁসখালিতে মৃত বিজেপি নেতার বাড়িতে এসসিএসটি কমিশন

নদিয়ার হাঁসখালিতে মৃত বিজেপি নেতার বাড়িতে এসসিএসটি কমিশন। কীভাবে মৃত্যু? সরেজমিনে এসসিএসটি কমিশনের ভাইস চেয়ারম্যান। ঘটনাস্থল থেকে নিহত নকুল হালদারের বাড়িতে গিয়ে কথা। সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হলে সিবিআই, দাবি কমিশনের ভাইস চেয়ারম্যানের। আত্মহত্যা নয়, তৃণমূলের হাতেই খুনের অভিযোগ পরিবারের, সিবিআই দাবি । মৃত্যু হলেই দায় চাপানোর চেষ্টা, অভিযোগ উড়িয়ে পাল্টা  দাবি তৃণমূলের ।মঙ্গলবার বাড়ি থেকে কিছু দূরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি নেতার দেহ। 

WB News Live : শালবনি হাসপাতালের পরিষেবায় খুশি, চিকিৎসক-নার্সদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

শালবনি হাসপাতালের পরিষেবায় খুশি, চিকিৎসক-নার্সদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনীয় সরকারি সাহায্য করার আশ্বাসও। হাসপাতালে ঝটিকা সফর সেরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live : শালবনি হাসপাতালে মুখ্যমন্ত্রী, কথা চিকিৎসক-রোগীদের সঙ্গে

সরেজমিনে শালবনি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কথা বললেন চিকিৎসক-রোগীদের সঙ্গে।

WB News Live : চক্রান্ত দেখছেন কুড়মি আন্দোলনকারীরা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় তাঁরা জড়িত নন। ঘটনার নেপথ্যে চক্রান্ত দেখছেন কুড়মি আন্দোলনকারীরা। 

West Bengal News Live : দুবরাজপুরে বিস্ফোরণের ৫ দিন পর ঘটনাস্থলে ফরেন্সিক দল

দুবরাজপুরে বিস্ফোরণের ৫ দিন পর ঘটনাস্থলে ফরেন্সিক দল। ঘোড়াপাড়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। বিস্ফোরণের ৫দিন পর কেন ফরেন্সিক দল? প্রশ্ন স্থানীয়দের।

WB News Live : 'নিজের ব্যর্থতা ঢাকতে অন্য রাজ্যের ঘাড়ে দায় ঠেলছেন', এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের

নিজের ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের ঘাড়ে দায় ঠেলছে। ওঁর পুলিশ কি শুধু তোলা তুলতে আছে? পুলিশ-প্রশাসন সব জানে। গরিব মহিলাদের কাজ দিয়ে মুখ বন্ধ রাখা হত। এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর ঝাড়খণ্ড-যোগের দাবি নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News Live : ‘সঠিক সময়ে ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটত না’, এগরাকাণ্ডে গোয়েন্দা ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী

এগরা বিস্ফোরণকাণ্ডে গোয়েন্দা ব্যর্থতা মানলেন মুখ্যমন্ত্রী। ‘সঠিক সময়ে ইন্টেলিজেন্স কাজ করলে এটা ঘটত না’। খাদিকুলের সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। ‘বেআইনি বাজি তৈরি হলে ওসিকে রিপোর্ট করুন’। ‘ব্যবস্থা না নিলে আমার ওপর ছেড়ে দিন, ২দিনে বদলি করে দেব’। ‘এখানকার ওসিকেও বদলি করা হয়েছে’। ‘ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে অনেক অস্ত্র ঢুকছে’। ‘সীমানা এলাকায় নজরদারি বাড়াতে হবে’। ‘সীমানা সিল করতে হবে’। খাদিকুলের সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।

WB News Live : অভিষেকের কনভয়ে হামলার পর তৎপর পুলিশ, বিক্ষোভের আগেই আটক ৩ কুড়মি আন্দোলনকারী

গতকাল অভিষেকের কনভয়ে হামলার পর তৎপর পুলিশ। আজ বিক্ষোভের আগেই আটক ৩ কুড়মি আন্দোলনকারী। আজ খেমাশুলিতে অভিষেকের কনভয় থামিয়ে বিক্ষোভের পরিকল্পনা ছিল তাঁদের। গতকালের ঘটনার পর অভিষেকের কনভয় ঘিরে কড়া নিরাপত্তা।

West Bengal News Live : খড়গপুরে অভিষেকের রোড শো, কনভয় ঘিরে কড়া নিরাপত্তা

খড়গপুরে অভিষেকের রোড শো। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের জনসংযোগ যাত্রা। গতকাল গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলা। হামলার পর অভিষেকের কনভয় ঘিরে কড়া নিরাপত্তা।

WB News Live : খাদিকুলে গিয়ে বিস্ফোরণকাণ্ডের জন্য চাইলেন ক্ষমা মুখ্যমন্ত্রী

এগরাকাণ্ডের ১১ দিন পর খাদিকুলে মুখ্যমন্ত্রী। খাদিকুলে গিয়ে বিস্ফোরণকাণ্ডের জন্য চাইলেন ক্ষমা। ‘মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি’। খাদিকুলের সভায় ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live : অভিষেকের কনভয়ে হামলা, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের; আটক ৪

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু । মামলা রুজু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ৪ জনকে আটক করা হয়েছে। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু । খেমাশুলিতে অভিষেকের কনভয় থামিয়ে দাবি-দাওয়া পেশের পরিকল্পনা নিয়েছিলেন কুড়মিরা। তার আগেই আদিবাসী কুড়মি সমাজের ৩ জনকে আটক করল পুলিশ।

WB News Live : এগরায় নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য়, পরিবারের ১জনকে হোমগার্ডের চাকরি

‘বিস্ফোরণে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য়’। ‘নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি’। খাদিকুলের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live : বারুদের স্তূপে বীরভূম, এবার লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল বোমা

বারুদের স্তূপে বীরভূম। এবার লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল তাজা বোমা। গতকাল রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। এর আগে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়।


 

WB News Live : ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুর ও পলতায় সোনার দোকান বন‍্ধের ডাক

ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুর ও পলতায় সোনার দোকান বন‍্ধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। এর পাশাপাশি, আনন্দপুরী এলাকায় সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার ভরসন্ধেয় আনন্দপুরী এলাকায় সোনার দোকানে লুঠে বাধা দেওয়ায় ডাকাতদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে নীলাদ্রি সিংহর। খুনের পর ২ দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live : খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে ফের বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূম। ফের উদ্ধার হল বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর। বীরভূমেরই দু'জায়গায় উদ্ধার হয়েছে বোমাও। মুর্শিদাবাদেও মিলেছে বোমা।  এনিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।

West Bengal News Live : মালদায় তৃণমূলে ভাঙন, বুথ সভাপতি-সহ প্রায় ২০০ জন যোগ দিলেন কংগ্রেসে

অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জনসংযোগ যাত্রা শেষ করে যাওয়ার ৩ সপ্তাহের মাথায় মালদায় তৃণমূলে ভাঙন। এক বুথ সভাপতি সহ প্রায় দু'শো তৃণমূল কর্মী শুক্রবার যোগ দিলেন কংগ্রেসে। অন্যদিকে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় হাজারেরও বেশি কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন অধীর চৌধুরী।    

WB News Live : গত মঙ্গলবারও কুড়মি আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে

এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগে গত মঙ্গলবারও কুড়মি আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। সেদিন বাঁকুড়ার জায়গায় জায়গায় থমকে যায় তাঁর কনভয়। প্রথমে বনকাটি মোড়ে থমকায় অভিষেকের গাড়ি। সেখানে গাড়িতে বসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অভিষেক। এরপর পুখুড়িয়া মোড়ে ফের বাধার মুখে পড়ে অভিষেকের কনভয়। তাঁর গাড়ি বেরিয়ে গেলেও, আন্দোলনকারীদের ক্ষোভের জেরে কনভয়ের বাকি গাড়িগুলি আটকে পড়ে। খাতরার জামদায়, কুড়মিদের ক্ষোভের জেরে ফের দাঁড়িয়ে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। 

West Bengal News Live : বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় আজ এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। খাদিকুল বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এগরার পরে আগামিকাল পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও যাবেন মমতা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

WB News Live : শনিবারের সভা স্থগিত হলেও, ১২ জুন হবিবপুরে সভা করবে বিজেপি

শনিবার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি পুলিশ। সংঘাতের আবহে এবার তৃণমূলের বিরুদ্ধে দলীয় ভোটে পুলিশকে ব্যবহারের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেছেন তিনি। এদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, হবিবপুরে শনিবারের সভা স্থগিত হলেও, ১২ জুন সেখানে সভা করবে তারা। 

West Bengal News Live : পুলিশের সামনে কীভাবে অভিষেকের কনভয়ে হামলা, প্রশ্ন সিপিএমের

পুলিশের সামনে কীভাবে অভিষেকের কনভয়ে হামলা, প্রশ্ন সিপিএমের। কুড়মি আন্দোলন বিপথগামী করার চেষ্টা, দাবি বিজেপির। নেপথ্যে বিজেপির উস্কানি, পাল্টা তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা : ঝাড়গ্রামে (Jhragram) অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলল তৃণমূল। 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির (BJP) মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কুর্মিদের (Kurmi) সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুর্মি এই কাজ করবেন না', ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।


বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায়।জানা গিয়েছে, তিন মদ্যপ ব্যক্তি শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ থাকলেও ওই নড়বড়ে বাঁশের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করেন তাঁরা বলে দাবি স্থানীয়দের। স্থানীয় ঘাট মালিক তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা তাঁর কথা না শুনে ওই ব্রীজ দিয়েই পাড় হওয়ার চেষ্টা করে। নদীর মাঝখানে যেতেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ে যায় যাত্রী-সহ গাড়িটি। মুহুর্তেই গাড়িটি চূর্ণী নদীর জলে তলিয়ে যায়।স্থানীয়দের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। 


রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। কালিয়াগঞ্জ, শীতলকুচির পর ভাটপাড়ায় পুলিশের উপর হামলার অভিযোগ। গতকাল বিকেলে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হয় পুলিশ। হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গেলে হামলা করা হয় বলে অভিযোগ। এক এএসআই ও র‍্যাফের ৩ কর্মীকে আঁচড়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


জনৈক এক ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালতের দিল্লির বেঞ্চ। এই রায়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। যেখানে ছট পুজো বন্ধ করা হয়েছিল, সেখানে কী করে যজ্ঞ করার অনুমতি দিল দিল্লির বেঞ্চ। চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সুভাষ দত্তের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.