West Bengal News Live : মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED
West Bengal News Updates : পশ্চিমবঙ্গের সব জেলার গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে নজর রাখুন।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের তলব করল ED। যে ৬৫৪টি বেসরকারি D.EL.ED কলেজের সঙ্গে তাপস মণ্ডল যুক্ত ছিলেন, সেই কলেজগুলি সম্পর্কে তথ্য জমা দিতে বলা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটা বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায়ের। ভাইদের সঙ্গে একই সারিতে বসে ফোঁটা নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ট্যুইটারে সেই ছবি পোস্ট করলেন অভিষেকের বোন অগ্নিশা।
ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে জ্যোতিষের বইয়ের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মধ্যমগ্রামে। এ নিয়ে শোকজের মতো কড়া পদক্ষেপ করেছে ফরওয়ার্ড ব্লক। ঘটনা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের। এ নিয়ে ওই বাম দলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।
বাসন্তীতে বিজেপি নেতাকে মারধরের ঘটনায় তুঙ্গে রাজনীতি। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতে চাইছে তৃণমূল। মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। যদিও ঘটনার সঙ্গে রাজনীতির যোগ দেখছে না তৃণমূল।
কাটমানি মন্তব্য প্রসঙ্গে বড়ঞা থানার ওসি-র পাশেই দাড়িয়েছেন বিরোধীরা। তৃণমূল পরিচালিত প্রশাসনকে নিশানা করেছে বাম-কংগ্রেস। যদিও ওসি-র দাবি পুরোপুরি মানতে নারাজ তৃণমূল।
NCC’র ফান্ড বন্ধের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এনসিসি করলে কেউ মা-মাটি-মানুষের ঝান্ডা ধরবে না, জয় বাংলা স্লোগান দেবে না, তাই হয়ত ফান্ড বন্ধ। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
বরানগরে কাগজ কারখানায় আগুন। নারায়ণী সিনেমা হলের কাছে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের।
তৃণমূলকর্মী ও তাঁর পরিবারের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের আউশগ্রামে মানবাধিকারকর্মী সঙ্গীতা চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ। মারধরের জেরে তাঁর ডান হাতে চিড় ধরেছে। নেপথ্যে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত মানবাধিকারকর্মী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পাহাড়ে হামরো পার্টিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে জিটিএ-র শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অভিযোগ হামরো পার্টির প্রধানের। দলবদল করেছেন, এই অভিযোগে তাঁর দলের দুই জিটিএ সদস্যকে বহিষ্কার করেছেন অজয় এডওয়ার্ডস। যদিও দল ভাঙানোর অভিযোগ মানতে নারাজ অনীত থাপার দল।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়নের। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে’, দিনহাটার সভা থেকে হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।
ঝালদার পুরপ্রধানের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের মধ্যেই নতুন সমীকরণ? ঝালদা টাউন সভাপতির পদ থেকে ইস্তফা শীলা চট্টোপাধ্যায়ের। নির্দল কাউন্সিলর হিসেবে জিতে তৃণমূলে যোগ দেন শীলা চট্টোপাধ্যায়। আচমকা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা শীলা চট্টোপাধ্যায়ের। ১২ আসনের ঝালদা পুরসভায় বর্তমানে তৃণমূল ও কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ৫। ঝালদা পুরসভায় ২ জন নির্দল কাউন্সিলর। শীলা চট্টোপাধ্যায়ের সমর্থনে ঝালদায় বোর্ড গড়বে কংগ্রেস, দাবি নেপাল মাহাতোর। ব্যক্তিগত কারণে তৃণমূলের সব পদ ত্যাগ, দাবি নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের।
বিজেপি করায় বাইক কেড়ে নিয়ে, বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি বাজারে এই ঘটনা ঘটে
কৃষ্ণনগরে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় দমকল কর্মীকে কুপিয়ে খুন। শোভাযাত্রা চলাকালীন দমকল কর্মী তুহিন বসুকে এলোপাথাড়ি কোপ। তৃণমূলকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘কালীপুজোর বিসর্জনে তুহিন বসুকে কুপিয়েছে তৃণমূল কর্মীরা। মত্ত অবস্থায় দমকলকর্মীকে খুন করে তৃণমূল কর্মীরা।'
ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
কাটমানির বিরুদ্ধে সরব মুর্শিদাবাদের বড়ঞার ওসি। ব্লক প্রশাসনের পাশাপাশি আগের ওসি’দের বিরুদ্ধেও সরব ওসি সন্দীপ সেন। বড়ঞার ওসি-র বক্তব্যকে সমর্থন বড়ঞার বাসিন্দাদের। ওসি মিথ্যাবাদী, পাল্টা তৃণমূল। শাসক দলকে নিশানা বিজেপির।
শাহি বৈঠকে নেই মমতা। হরিয়ানায় সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক। হরিয়ানার সুরজকুণ্ডে ওই বৈঠকে গেলেন না মমতা। রাজ্যের প্রতিনিধি এডিজি পদমর্যাদার অফিসার।
এনসিসি-র ফান্ড বিতর্কে বিস্ফোরক শুভেন্দু অধিকারীর। ‘এনসিসি-কে ২০ লক্ষ আর ক্লাবগুলিকে দুর্গাপুজোয় ২৬০ কোটি কেন?' প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য সরকার ভিখারি হয়ে গেছে, দাবি শুভেন্দুর। কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হয়ে যাবে, দাবি বিরোধী দলনেতার।
‘অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত। শোভন মমতাদির খুব আদরের, মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের
ভাইফোঁটার দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুটি বাইকের দুই চালকের। এছাড়া গুরুতর আহত হন আরও দুই মোটরবাইক আরোহী। ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি থানার হলদিপাড়া এলাকায়। মৃত দুই বাইক আরোহীর নাম অরিন্দম সিকদার (২১) ও সুমন ঘোষ(১৮)।
ছেলের মৃতদেহ মর্গে রেখেই " দাদা" কে ভোট দিতে গিয়েছিলেন রেণুকা। সেই "বোন" এর হাতেই ভাইফোঁটা নিলেন অধীর চৌধুরী।
ঠাকুরপুকুর জোকার কাছে বেসরকারি বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে নটা নাগাদ। বাইক চালকের নাম দিপ্তেন্দু পাত্র বয়স ৪১ বাড়ি সোনারপুর এলাকার কোদালিয়ায়। পৈলানের দিক থেকে বাইকে করে ঠাকুরপুকুরের দিকে আসছিলেন দিব্যেন্দু বাবু। ঠাকুরপুকুর দিকে থেকে জোকার দিকে 12C রুটের একটি বেসরকারি বাস যাচ্ছিল। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে বাসের সামনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে বাইক চালক, বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, বাইক চালকের মাথায় হেলমেট পড়া ছিল।।
তারাপীঠে মা তারাকে পুজো দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতরের মন্ত্রী প্রতিমা ভৌমিক। আজ সাড়ে দশটা নাগাদ তিনি তারাপীঠে পৌঁছান। তারপর মা তারাকে পুজো দেন তিনি। এদিন রামপুরহাটে একটি গণ ভাইফোঁটার অনুষ্ঠানেও যোগ দেন তিনি। । এদিন সেখানে অগ্নিবীর প্রকল্পে যোগদানে ইচ্ছুক প্রার্থীদের একটি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ।
বুধবার রাতে কালী প্রতিমা বিসর্জন চলাকালীন দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তুহিন বোস (৩৯)। তার বাড়ি কৃষ্ণনগর নেদেরপাড়া এলাকায়। গতকাল রাত আড়াইটা নাগাদ কৃষ্ণনগরের চৌরাস্তার নুড়ি পাড়া মোড়ে ওই ব্যক্তিকে কয়েকজন দুষ্কৃতী মারধর করে। এরফলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিস।
রাজ্যের সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে তৃণমূলের দুই নেতার দুই মত। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দেদার প্রশংসা তৃণমূল পুরপ্রধানের। ‘আমার ছেলে বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে। তার স্মার্টনেস দেখলে রাজ্যের সরকারি স্কুল লজ্জা পাবে’। বিধায়কের সামনেই মন্তব্য কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর। একই মঞ্চে দাঁড়িয়ে সরকারি স্কুলকেই মান্যতা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের। ভাল পড়াশুনো হয় সরকারি স্কুলে, দাবি তৃণমূল বিধায়কের
ভাইফোঁটার দিন নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে খোঁচা দিলীপ ঘোষের। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ‘যাঁরা ফোঁটা নিচ্ছেন, তাঁরা বোনেদের সম্মান রক্ষার দায়িত্ব নিন’। ‘রাজ্য সরকারের উপর দায়িত্ব দিলে আরও একটা বগটুই হবে’। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
বিজেপি করায় বাইক কেড়ে নিয়ে, বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি বাজারে এই ঘটনা ঘটে। আক্রান্ত বিজেপির ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি অমল মণ্ডল। অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সপরিবারে এলাকাছাড়া ছিলেন বিজেপি নেতা। পুলিশের আশ্বাসে ঘরে ফিরলেও, বারবার তৃণমূলের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। গতকাল বাজারের মধ্যে বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত নেতাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের কথা স্বীকার করলেও, ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়নের। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে।' দিনহাটার সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। ‘কেউ অশান্তি করতে এলে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করব।’ হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।
কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত ৯৭৪ জন। সন্তান প্রসবের দেড় দিনের মধ্যে মৃত্যু হল প্রসূতির। মারাত্মক রক্তক্ষরণ, যমে মানুষে টানাটানি! শেষমেশ, এসএসকেএমে হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় ভবানীপুরের বধূর।
চিটফান্ড মামলায় এবার তৃণমূল নেতা রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল CBI। ধৃত সঞ্জয় সিং ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’এর অন্যতম ডিরেক্টর ছিলেন। তাঁকে ৩ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
রাত ২টোর সময় বাড়ির সামনে বসে মদ্যপান করছিল স্থানীয় ৩ যুবক! প্রতিবাদ করায়, দম্পতির ওপর হামলা। ঘুষি মারা হয় চোখে! পাটুলির ঘটনায় অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মাল নদীতে কালীপুজোর বিসর্জন নিয়ে বাড়তি সতর্কতা নিল প্রশাসন। প্রতিমা ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দিচ্ছেন সিভিক ভলান্টিয়াররাই। নদীর কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকেই।
রাস্তা তৈরিতে কাটমানি নিয়ে, এবার প্রকাশ্যে সরব, এক পুলিশ অফিসার! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতেও! অন্যদিকে OC’র বক্তব্য নিয়ে তৃণমূলের অন্দরেই শোনা গেছে দুই সুর।
ব্যবসায়ীকে অপহরণ (Kidnap) করে, ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ! ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় আগেও এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করেই অভিযুক্তের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি।
প্রেক্ষাপট
- রাজ্যের বিরুদ্ধে এবার এনসিসির ফান্ড বন্ধের অভিযোগ। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে চিঠি।
- খয়রাতিতে টাকা দিয়ে ভাঁড়ার শেষ, তাই ফান্ডে কোপ। বলছেন বিরোধীরা। কেন্দ্রের টাকা কেন বকেয়া? অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল।
- কাটমানি নিয়ে বিস্ফোরক বড়ঞা থানার ওসি।
- কাটমানি নিয়ে সরব ওসি। তৃণমূলেই ভিন্নসুর। ২ বিধায়কের ভিন্নসুর।
- ডিএলএড কলেজে ছাত্র পিছু ৫ হাজার করে তোলা নিতেন মানিক। কলেজের কত ছাত্রের কাছ টাকা আদায়? তাপসের কাছে তথ্য তলব ইডির।
- চাকরির দাবিতে টানা আন্দোলন। ধর্নামঞ্চে ভাইফোঁটা নিলেন সেলিম। উচ্চ প্রাথমিকের মঞ্চে দিলীপ। ঘোলাজলের রাজনীতি, কটাক্ষ তৃণমূলের। ধর্নামঞ্চেই ভাইফোঁটা ।
- দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ডিসেম্বরে টেট। পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ঘড়ি-গয়না। সার্টিফিকেটের বৈধতা লাইফটাইম। পরীক্ষায় বসা যাবে একাধিকবার।
- পাখির চোখ পঞ্চায়েতের মহিলা ভোট, ১ নভেম্বর থেকেই তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। পঞ্চায়েতি সভা, বুথ ভিত্তিক প্রচারের পরিকল্পনা।
- এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি ওপড়ানোর দাওয়াই উদয়নের। শুধুই দম্ভ, পাল্টা বিজেপি।
- কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত ২৪ঘণ্টায় আক্রান্ত ৯৭৪। প্রসবের ২দিনের মধ্যে ভবানীপুরে বধূর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত অভিনেতা আবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -