West Bengal News Live Updates: আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, ২ দিনে ৪ জনের মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Sep 2022 11:49 PM
WB News Live : মৃত মাকে তিনদিন আগলে, রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া রামরাজাতলায়

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার হাওড়ার রামরাজাতলায়। মৃত মাকে  তিন দিন আগলে রাখলেন মেয়ে। আজ সন্ধেবেলায় পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর রামরাজাতলার নন্দীপাড়া লেনে দীর্ঘদিন ধরে বাস করতেন ৭৫ বছরের বৃদ্ধা মিনতি কুন্ডু। বাড়ির নাম ময়ূর ভবন। দীর্ঘদিন আগে তাঁর স্বামী মারা গেছেন। তিনি মেয়ে সুমনা কুণ্ডুর (৪৮) সঙ্গে ওই বাড়িতে থাকতেন। একমাত্র ছেলে সুদীপ্ত কুণন্ডু দীর্ঘদিন ওই বাড়ি ছেড়ে পাশের পাড়ায় থাকতেন।

WB News Live Update: কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিম্ন আদালতের পর এবার কলকাতা হাইকোর্ট। ফের কার্যত প্রশ্নের মুখে সিবিআইয়ের ভূমিকা! কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কার্যত সমালোচনার সুরও শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়।

WB News Live : মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন না পাওয়ার অভিযোগ

জেলায় জেলায় মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন না পাওয়ার অভিযোগ। গত মার্চ মাসের পর বেতন পাননি , অভিযোগ বীরভূম, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলার মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের। মৎস্য উৎপাদন না বাড়লে কিছু কর্মীকে বসিয়ে দিতে হবে, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মৎস্য মন্ত্রীর।

WB News Live Update: শিশির অধিকারীকে নোটিস পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি

সাংসদ শিশির অধিকারীকে নোটিস পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি। ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় তলব করা হয়েছে। গত মঙ্গলবারই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে দ্রুত শুনানির আর্জি তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

WB News Live : পুজো উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি

গড়িয়া মিতালি সংঘ নব দুর্গার পুজো উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি।

WB News Live Update: পুজোর মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি

পুজোর মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, ২দিনে ৪জনের মৃত্যু। পশ্চিম পুঁটিয়ারিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, সচেতনতায় জোর পুরসভার

WB News Live : মানিকের খোঁজে থানায় ডায়েরি

খোঁজ নেই মানিক ভট্টাচার্যের, যাদবপুর থানায় ডায়েরি। মানিকের খোঁজে যাদবপুর থানায় ডায়েরি হাইকোর্ট নিযুক্ত এসিপির। 

WB News Live Update: ডিসেম্বরের মধ্যে তৃণমূল সরকারের পতনের ইঙ্গিত সুকান্ত মজুমদারের

শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদার। এবার রাজ্য সরকারের মেয়াদ নিয়ে ভবিষ্যদ্বাণী বিজেপির রাজ্য সভাপতির। ডিসেম্বরের মধ্যে তৃণমূল সরকারের পতনের ইঙ্গিত সুকান্ত মজুমদারের। 

WB News Live : হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব

ফরেন্সিক বিভাগে ১৭টি শূন্যপদ, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। কেন নিয়োগ হয়নি ফরেন্সিক বিভাগের ১৭টি শূন্যপদে? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর। আর দেরি করা যাবে না, পুজোর আগেই শুরু করতে হবে ১০ জনের নিয়োগ প্রক্রিয়া। তা না হলে আদালত অবমাননার রুল জারি হবে। স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার উদ্দেশে মন্তব্য বিচারপতির। আজই PSC-র চেয়ারম্যানের সঙ্গে আলোচনার নির্দেশ।  বৃহস্পতিবারের মধ্যে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। দুপুর ২টোর মধ্যে PSC-র চেয়ারম্যান ও স্বরাষ্ট্রসচিবের আলোচনার নির্যাস জানানোর নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর। 

WB News Live : দত্তপুকুরের নেতাজিপল্লী থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

দত্তপুকুরের (Duttapukur) নেতাজি পল্লীতে বছর তিরিশের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে যুবকের নাম সুরজ মন্ডল। তাঁর বাড়ি বাদুড়িয়ায়। নেতাজিপল্লীতে এক বন্ধুর বাড়িতে এসেছিলেন সম্প্রতি। সেই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুরজ মন্ডল স্টুডিও পাড়ায় কাজ করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

WB News Live Update: সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের একদিনের রক্ষাকবচ

সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের একদিনের রক্ষাকবচ। কাল পর্যন্ত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নয়। মানিককে একদিনের রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কাল সুপ্রিম কোর্টে ফের মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি। নিয়োগে দুর্নীতি মামলায় মানিককে হাজিরার ডেডলাইন হাইকোর্টের
রাত ৮টার মধ্যে মানিককে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের।

WB News Live : জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশ

কয়লাপাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশ। কয়লাপাচার মামলায় হাইকোর্টে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি। সাক্ষী হিসেবে বিজেপি নেতাকে তলবের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ।

WB News Live : এসএসসিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগে তৈরি সরকার, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘এসএসসিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগে তৈরি সরকার’, স্কুলে নিয়োগ-দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ঘোষণা শিক্ষামন্ত্রীর। 

WB News Live : কয়লাপাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশ

কয়লাপাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশ --
কয়লাপাচার মামলায় হাইকোর্টে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি --
সাক্ষী হিসেবে বিজেপি নেতাকে তলবের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

WB News Live : মন্ত্রীর আশ্বাসকে গুরুত্ব না দিয়ে কর্মবিরতিতে পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা

 এক সপ্তাহ পার। মন্ত্রীর আশ্বাসকে গুরুত্ব না দিয়ে কর্মবিরতিতে পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা। লাগাতার দুর্ভোগে সাধারণ মানুষ। দিঘায় কর্মবিরতি তুলল পুলিশ, ধুন্ধুমার পরিস্থিতি।

WB News Live : অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ

 নিয়োগের দাবিতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থালা বাজিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে ৫০ থেকে ৬০ জনকে তুলল পুলিশ।

WB News Live : ২১ জন বিধায়কের সঙ্গে সরাসরি যোগ, ফের দাবি মিঠুনের

২১ জন বিধায়কের সঙ্গে সরাসরি যোগ, ফের দাবি মিঠুনের। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ৪১ জনের কম নাম থাকবে না, দাবি সুকান্তর। পরস্পরকে টেক্কা দিতে কাল্পনিক সংখ্যা বলছেন, কটাক্ষ কুণালের।

WB News Live : রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ

আইন মেনে ওএমআর শিট নষ্ট কিনা, দেখাতে পারেনি পর্ষদ। তাদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা। রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ।

TET News Live : অপরাধমূলক উদ্দেশ্যে নষ্ট প্রাথমিকের উত্তরপত্র, মন্তব্য বিচারপতির

অপরাধমূলক উদ্দেশ্যে নষ্ট প্রাথমিকের উত্তরপত্র। বাছাই করা সংস্থাকে দায়িত্ব। মন্তব্য বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিকে উত্তরপত্র নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ।

WB News Live : ফরেন্সিক বিভাগে শূন্যপদ, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব

ফরেন্সিক বিভাগে ১৭টি শূন্যপদ, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। 
কেন নিয়োগ হয়নি ফরেন্সিক বিভাগের ১৭টি শূন্যপদে, প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর। 
হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। 
‘আর দেরি করা যাবে না, পুজোর আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া’। 

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থালা বাজিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থালা বাজিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪-য় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। 

BJP News Live : আমার সঙ্গে ২১ জন তৃণমূল বিধায়কের সরাসরি যোগাযোগ: মিঠুন

‘আমার সঙ্গে ২১ জন তৃণমূল বিধায়কের সরাসরি যোগাযোগ’, ফের দাবি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। 

WB News Live : আজও সিউড়ি ও রামপুরহাটে সরকারি ডিপো থেকে কোনও বাস ছাড়েনি

হয়রানির ছবি বীরভূমেও। সপ্তাহ পার। আজও সিউড়ি ও রামপুরহাটে সরকারি ডিপো থেকে কোনও বাস ছাড়েনি। সিউড়ি থেকে প্রতিদিন ২২টি রুট বাস চলাচল করত। ফলে চরম দুর্ভোগে যাত্রীরা। অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কয়েকটি বাস চললেও, তাতে ঠাসা ভিড়। 

WB News Live : একসপ্তাহ পার, রাজ্যে পরিবহণ সঙ্কট অব্যাহত

একসপ্তাহ পার। রাজ্যে পরিবহণ সঙ্কট অব্যাহত। মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী বাস কর্মীরা। জেলায় জেলায় দুর্ভোগের শিকার যাত্রীরা। পুজোর মুখে বেড়েছে হয়রানি। 

WB News Live : তৃণমূল সরকার চাকরি দেবে না, দিলে আদালত দেবে : দিলীপ ঘোষ

তৃণমূল সরকার চাকরি দেবে না, দিলে আদালত দেবে। চাকরিপ্রার্থীদের লড়াইকে সম্মান জানালেও, অনুরোধ পুজোয় পরিবারকে সময় দিন। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বার্তা দিলীপ ঘোষের। 

Mamata Banerjee Live : দেবীপক্ষের প্রথম দিনে একাধিক পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দেবীপক্ষের প্রথম দিনে একাধিক পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার  বড়িশা ক্লাবের পুজো। ৩৪তম বছরে তাদের থিম সাঁঝবাতি। প্রদীপ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। হরিশ চ্যাটার্জী স্ট্রিটের কালীঘাট মিলন সংঘের মণ্ডপ তৈরি হয়েছে ধুনুচির আদলে। তাদের থিম পুজোর গন্ধ। এদিন আদি বালিগঞ্জের পুজোও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Dilip Ghosh Live : মনে হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, মদন মিত্রর তর্পণ প্রসঙ্গে খোঁচা দিলীপের

' নিজে জেল খেটেছেন। তারপর নোংরামি, চ্যাঁছড়ামি করছেন। এসব মনে হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। ' শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে মদন মিত্রর তর্পণ প্রসঙ্গে খোঁচা দিলীপ ঘোষের। 

Durga Puj 2022 : বেহালায় এক টুকরো ভুটান, প্যাগোডার আদলে তৈরি মণ্ডপ

বেহালায় এক টুকরো ভুটান। নাবালিয়া পাড়া ইউনাইটেড ক্লাবের পুজোয় চমক। প্যাগোডার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। দুর্গা মূর্তিতে রয়েছে বুদ্ধের আদল। ২৩তম বছরে পড়ল নাবালিয়া পাড়া ইউনাইটেড ক্লাবের পুজো।

West Bengal News Live : পুকুরে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, ভয়ংকর পরিণতির আশঙ্কা

সাতসকালে পুকুরে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। কয়েকজন যাত্রীর চাপা পড়ার আশঙ্কা। সকাল সাড়ে ৮টা নাগাদ হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে দুর্ঘটনা ঘটে। হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাস। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

WB News Live : 'কেউ কেউ ভাল দৃষ্টান্ত স্থাপন করছেন না' সরব হলেন বিধানসভার স্পিকার

মহালয়ায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তর্পণ মদন মিত্রর। কামারহাটির তৃণমূল বিধায়কের ওই কাণ্ড নিয়ে সরব হলেন বিধানসভার স্পিকার। বললেন, কেউ কেউ ভাল দৃষ্টান্ত স্থাপন করছেন না। এসব না করলে মদন মিত্র মদন মিত্রই থাকবেন। মহালয়া চলে গেছে। কিন্তু, তর্পণ-রাজনীতি নিয়ে বাগযুদ্ধের উত্তাপ এখনও কমছে না। 

WB News Live : ষষ্ঠীতে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বর্ষণ ?

এবারও পুজোয় বৃষ্টির ভ্রুকূটি। ষষ্ঠীতে ঘূর্ণাবর্ত। সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির আশঙ্কা। সম্ভাবনা উত্তরবঙ্গেও। 

Dengue Kolkata Update : ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী

পুজোর মধ্যে ফের ডেঙ্গির আতঙ্ক। একদিনে সল্টলেক-সোনারপুরে ৫বছরের শিশু ২জনের মৃত্যু। সবাইকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী। 

Bengal Recruitment Scam Update : ‘কারচুপি জানতেন সুবীরেশ’, দাবি সিবিআইয়ের

হেরফের করে নম্বর বাড়ানো হয়েছিল অযোগ্যদের। সার্ভার পরীক্ষায় মিলেছে কারচুপির প্রমাণ। জালে হাজারেরও বেশি গরমিল। কোর্টে দাবি সিবিআইয়ের।

WB News Live : প্রাথমিকে ২০২০-র শূন্য পদে প্রায় ৪ হাজার নিয়োগের নির্দেশ

পুজোর মুখে সুখবর। প্রাথমিকে ২০২০-র শূন্য পদে প্রায় ৪ হাজার নিয়োগের নির্দেশ। ১১ নভেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করে রিপোর্ট চাইল হাইকোর্ট। 

WB News Live : ইডির নজরে এবার পার্থর জামাই

 চাকরি বিক্রির কালো টাকাতেই কি পিংলায় ইন্টারন্যাশনাল স্কুল? ইডির নজরে এবার পার্থর জামাই। আমেরিকা থেকে ফিরতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 

প্রেক্ষাপট

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর



  • চাকরি বিক্রির কালো টাকাতেই কি পিংলায় ইন্টারন্যাশনাল স্কুল? ইডির নজরে এবার পার্থর জামাই। আমেরিকা থেকে ফিরতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 

  • ১১ ডিসেম্বর প্রাথমিকে টেট। আগের টেট উত্তীর্ণ ১১ হাজার নিয়োগেও পুজোর আগে বিজ্ঞপ্তি। এবার থেকে বছরে ২বার নিয়োগে ভাবনা পর্ষদের। 

  • কোর্টের নির্দেশের পর তৎপরতা। সরকারের কাছে জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা পেলেই পুজোর আগে বিজ্ঞপ্তি, জানাল এসএসসি। 

  • পুজোর মুখে সুখবর। প্রাথমিকে ২০২০-র শূন্য পদে প্রায় ৪ হাজার নিয়োগের নির্দেশ। ১১ নভেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করে রিপোর্ট চাইল হাইকোর্ট। 

  • টেটে প্রশ্ন ভুল। ১৮৫ জনের পর আরও ৬৫ জনকে চাকরির নির্দেশ বিচারপতির। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ।

  • হেরফের করে নম্বর বাড়ানো হয়েছিল অযোগ্যদের। সার্ভার পরীক্ষায় মিলেছে কারচুপির প্রমাণ। জালে হাজারেরও বেশি গরমিল। কোর্টে দাবি সিবিআইয়ের।

  • সুবীরেশকে ফের হেফাজতে পেল না সিবিআই। ১০ অক্টোবর পর্যন্ত জেল। 
    হেফাজতে পেয়েও জেরা নয় কেন? আইও-কে ভর্ত্‍‍সনা আদালতের। 

  • উৎসবের আনন্দে বাংলা, ধর্মতলায় ৫৬১ দিনে পড়ল চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।

  • উৎকর্ষ বাংলার মঞ্চে নিয়োগ-বিভ্রাট। মধ্যস্থতাকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর। ১০৭জনকে নিয়োগপত্র। চাকরির নামে প্রতারণা, খোঁচা শুভেন্দুর। 

  • চ্যালেঞ্জ যখন করেছে, কাগজ আছে লুকিয়ে লুকিয়ে দেব। পুজোর উদ্বোধনে গিয়ে দুর্নীতি নিয়ে বামেদের আক্রমণে মমতা। পারলে আনুন, পাল্টা সুজন। 

  • দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাসের আকাল। সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি। পরিবহণমন্ত্রীর আশ্বাসেও কাটল না জট, আন্দোলনে অনড় পরিবহণকর্মীরা। 

  • পুজোর মধ্যে ফের ডেঙ্গির আতঙ্ক। একদিনে সল্টলেক-সোনারপুরে ৫বছরের শিশু ২জনের মৃত্যু। সবাইকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী। 

  • এবারও পুজোয় বৃষ্টির ভ্রুকূটি। ষষ্ঠীতে ঘূর্ণাবর্ত। সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির আশঙ্কা। সম্ভাবনা উত্তরবঙ্গেও। 

  • প্রতিপদে একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হরিদেবপুর, খিদিরপুরে পুজোর উদ্বোধন। সোনারপুরে সৌরভ, লেবুতলায় গেলেন মিঠুন।

  •                                                                                                                                                        


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.