West Bengal News Live: বছর শেষে ফিরল করোনা আতঙ্ক, রাজ্যে ৫ মাস পরে মৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 28 Dec 2023 11:39 PM
WB News Live Updates: ভুল চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগের বিচার চেয়ে এবার আদালতের কাছে ধর্নায় বসলেন অভিযোগকারী

ভুল চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগের বিচার চেয়ে এবার আদালতের কাছে ধর্নায় বসলেন অভিযোগকারী। মামলা তুলতে চাপ দেওয়া হচ্ছে, এমনকী পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন কেশপুরের বাসিন্দা কেয়া মাইতি। গত ২০ সেপ্টেম্বর মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দিপালী খামরইকে। অভিযোগ ভুল চিকিৎসার জেরে ২৬ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। প্রথমে অভিযোগ না নিলেও আদালতের নির্দেশে এফআইআর করে কোতোয়ালি থানা। কেয়ার দাবি, পুলিশ বিরোধিতা না করায় জামিন পেয়ে যান অভিযুক্ত। তাকে মামলা তুলে নিতে চাপ দেন অভিযুক্ত চিকিৎসক। এরপরই ধর্নায় বসেন অভিযোগকারী। বৃহস্পতিবার কেস ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্ত চিকিৎসককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত। 

 West Bengal News Live: বছর শেষে ফিরল করোনা আতঙ্ক, রাজ্যে ৫ মাস পরে মৃত্যু

বছর শেষে ফিরল করোনা আতঙ্ক, রাজ্যে ৯ মাস পরে মৃত্যু

WB News Live Updates: ১৪ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতিতে এখনও ইডির ম্যারাথন তল্লাশি

১৪ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতিতে এখনও ইডির ম্যারাথন তল্লাশি
বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে অভিযান
সকাল ৭: বড়বাজারে ১৩ নম্বর ইম্পিরিয়াল হাউসেও চলছে ইডির তল্লাশি

 West Bengal News Live: পুরুলিয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করে রাজ্য় সরকারের ভূয়সী প্রশংসা বিজেপি বিধায়কের

পুরুলিয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করে রাজ্য় সরকারের ভূয়সী প্রশংসা করলেন কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা। পরিকাঠামোর যে সব সমস্য়া রয়েছে তাও মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিধায়ক যেটা চোখে দেখেছেন সেটাই বলেছেন, দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির।

WB News Live Updates: দুর্গাপুর সিটি সেন্টারের বহুতলে লিফট বিকল, আটকে রইলেন ৬ ব্যাঙ্ক কর্মী

দুর্গাপুর সিটি সেন্টারের বহুতলে লিফট বিকল, আটকে রইলেন ৬ ব্যাঙ্ক কর্মী
এক ঘণ্টারও বেশি সময় ধরে লিফটে আটকে রইলেন ৬ ব্যাঙ্ক কর্মী
লিফটের দরজা বিকল হয়ে আটকে পড়েন ব্যাঙ্ক কর্মীরা
দমকলের চেষ্টায় উদ্ধার করা হয় আটকে পড়া ৬ জনকে

 West Bengal News Live: দেগঙ্গার কর্মিসভা থেকে CAA নিয়ে, নাম না করে অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেগঙ্গার কর্মিসভা থেকে CAA নিয়ে, নাম না করে অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের সময় মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে, ঘুরে এসে বলবে, ভোটটা আমাদের দাও। সারাবছর কী করেন? আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন। এর পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার ১০ টি ঠিকানায় লাগাতার তল্লাশি অভিযান চালাল ইডি

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার ১০ টি ঠিকানায় লাগাতার তল্লাশি অভিযান চালাল ইডি। ইডির নজরে নারকেলডাঙার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রভুদয়াল রান্ডার। তাঁর ফ্ল্যাট ও অফিসে একযোগে তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

 West Bengal News Live: কলকাতায় ফের কাড়ি কাড়ি টাকার হদিশ মিলল

কলকাতায় ফের কাড়ি কাড়ি টাকার হদিশ মিলল। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা সংক্রান্ত অভিযোগে কেষ্টপুরের বাসিন্দা এক ব্য়ক্তির ফ্ল্য়াটে তল্লাশি চালায় ED. উদ্ধার হয় প্রায় ২ কোটি টাকা। তবে, ED-র হানার আগেই চম্পট দেয় অভিযুক্ত।

WB News Live Updates: ভাঙড় ২ ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা

ভাঙড় ২ ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা
উন্নয়ন নিয়ে বৈঠক চলাকালীন তৃণমূল-আইএসএফ বচসা
আরাবুল-নৌশাদের সামনেই তৃণমূল ও আইএসএফ সদস্যদের বচসা
বিডিও অফিসের ভিতরে তুমুল হট্টগোল, ঘটনাস্থলে যায় পুলিশ 

 West Bengal News Live: হাওড়ার ক্রিসমাস কার্নিভাল নিয়ে মন্ত্রী-পুর প্রশাসকের বেলাগাম সংঘাত

হাওড়ার ক্রিসমাস কার্নিভাল নিয়ে মন্ত্রী-পুর প্রশাসকের বেলাগাম সংঘাত
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতি!

WB News Live Updates: প্রায় ১২ ঘণ্টা, নিয়োগ দুর্নীতিতে এখনও ইডির ম্যারাথন তল্লাশি

প্রায় ১২ ঘণ্টা, নিয়োগ দুর্নীতিতে এখনও ইডির ম্যারাথন তল্লাশি
বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে অভিযান

 West Bengal News Live: কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েতে অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরেও এবার প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েতে অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরেও এবার প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের প্রধান ও দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলেরই একাংশ। এ নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে বিক্ষোভও দেখান বিক্ষুব্ধ তৃণমূল নেতা, কর্মীরা। দুর্নীতির অভিযোগ অস্বীকার 
করেছেন তৃণমূল প্রধান।

WB News Live Updates: উত্তর ২৪ পরগনায় ২৪ জনের কোর কমিটি গড়লেন তৃণমূল নেত্রী

লোকসভা ভোটের আগে মমতার নজরে বালুহীন উত্তর ২৪ পরগনা 
উত্তর ২৪ পরগনায় ২৪ জনের কোর কমিটি গড়লেন তৃণমূল নেত্রী
কোর কমিটির কাছ থেকে নিজেই রিপোর্ট নেবেন মমতা

 West Bengal News Live: চাঁচলের ডাকাতির ঘটনার তদন্তভার নিল সিআইডি

চাঁচলের ডাকাতির ঘটনার তদন্তভার নিল সিআইডি

WB News Live Updates: দেগঙ্গার কর্মিসভা থেকে নাম না করে সিপিএম-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী

দেগঙ্গার কর্মিসভা থেকে নাম না করে সিপিএম-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। '৩৪ বছর ধরে অচল পাথর বাংলায় ছিল, তারা কিচ্ছু করেনি। যারা সবথেকে বেশি তৃণমূলকে জ্বালিয়েছে, তারা আজ চোর বলছে। তোমরা বড় বড় ডাকাত', নাম না করে সিপিএমকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

 West Bengal News Live: দুর্নীতি নিয়ে বিজেপির সঙ্গে বামেদেরও আক্রমণে মমতা

 দুর্নীতি নিয়ে বিজেপির সঙ্গে বামেদেরও আক্রমণে মমতা। বড় বড় ডাকাত বলে আক্রমণ। এতদিন ক্ষমতায় থেকেও প্রমাণ করতে পারেননি, পাল্টা সিপিএম।

WB News Live Updates: তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর-চোর স্লোগান

তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর-চোর স্লোগান
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে

West Bengal News Live: তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কে স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী

তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কে স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী

WB News Live Updates: নতুন বছরে গাড়ির মালিকদের জন্য সুখবর দিল পরিবহণ দফতর

নতুন বছরে গাড়ির মালিকদের জন্য সুখবর দিল পরিবহণ দফতর। গাড়ির ট্যাক্স, ফিটনেস সার্টিফিকেট এবং পারমিটের ওপর বিরাট ছাড়ের ঘোষণা পরিবহণ দফতরের। 

West Bengal News Live: বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ED

বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ED

WB News Live Updates: উত্তর ২৪ পরগনায় কর্মিসভা করতে গিয়ে জেলবন্দি বালুর পাশে মমতা

উত্তর ২৪ পরগনায় কর্মিসভা করতে গিয়ে জেলবন্দি বালুর পাশে মমতা।

West Bengal News Live: কার্নিভালকে কেন্দ্র করে হাওড়ায় তুলকালাম

কার্নিভালকে কেন্দ্র করে হাওড়ায় তুলকালাম। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও প্রকাশ্যে মন্ত্রী মনোজ ও পুরসভার চেয়ারম্যানের দ্বন্দ্ব। অরূপের সামনেই হাতাহাতি। 

প্রেক্ষাপট

কার্নিভালকে কেন্দ্র করে হাওড়ায় তুলকালাম। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া বার্তার পরেও প্রকাশ্যে মন্ত্রী মনোজ ও পুরসভার চেয়ারম্যানের দ্বন্দ্ব। অরূপের সামনেই হাতাহাতি।

উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) কর্মিসভা করতে গিয়ে জেলবন্দি বালুর পাশে মমতা। 

কেউ কেউ নিজেকে কেউকেটা ভাবছে। তৃণমূল নিজেকে সেবার জন্য নয়, মানুষের সেবার জন্য। শ্যাম-অর্জুন দ্বন্দ্বের মধ্যেই দেগঙ্গা থেকে বার্তা তৃণমূল নেত্রীর।

দুর্নীতির অভিযোগে তৃণমূলকে বিজেপির লাগাতার চোর আক্রমণের পাল্টা স্লোগান বাঁধলেন মমতা। 

বছর শেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের অভিযানে ইডি। সাতসকালে একযোগে ১০ জায়গায় হানা। আলিপুরের এক ব্যবসায়ী ও মানিকতলায় দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম। কাদাপাড়ায় তল্লাশি। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের অফিসেও হানা। বড়বাজারেও অভিযান।


দুর্নীতির দায়ে জেলে জ্যোতিপ্রিয়। বালুহীন উত্তর ২৪ পরগনায় কর্মিসভা তৃণমূল নেত্রীর। চাকলায় জনসভার আগে লোকনাথ মন্দিরে পুজো দিলেন মমতা।
চাকলায় পুজো মমতার

জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়াল প্রিয়ঙ্কা গাঁধীরও। অভিযুক্ত হিসেবে না হলেও ইডির চার্জশিটে নাম রয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদকের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.