West Bengal News Live: দলের সব পদ থেকে সরানো হল পার্থকে, আপাতত সাসপেন্ড ধৃত নেতা

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Jul 2022 11:37 PM
West Bengal News Live: একের পর এক ফ্ল্যাটের হদিশ

টালিগঞ্জ, বেলঘরিয়ার পরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটের হদিশ! চিনার পার্কের পর এবার নয়াবাদেও খোঁজ মিলল অর্পিতার আরও ফ্ল্যাটের! কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি অভিযানে ইডি। বেলঘরিয়ার রথতলায় অর্পিতার সিল করা ফ্ল্যাটেও তল্লাশি। 

WB News Live Updates: ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হুমকি দিচ্ছেন কে? ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য

West Bengal News Live: এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ

এসএসসির মেধাতালিকা ঘিরে নতুন দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের প্রথম কিস্তির টাকা আজ তুলে দেওয়া হয় ববিতা সরকারের হাতে। অন্যদিকে, ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে এদিন পথে নামেন।

WB News Live Updates: সিপিএমের মিছিল ঘিরে মদন-সেলিম বচসা

বেলঘরিয়ার রথতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের মিছিল, মদনের গাড়ি চলে আসায় উত্তেজনা। মহম্মদ সেলিমের সঙ্গে মদন মিত্রের বচসা। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়কের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ মদনের।

West Bengal News Live: বাম যুব সংগঠনের মিছিল ঘিরে তুলকালাম

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে বহরমপুর-ডোমকলে তুলকালাম। 

WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের

বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১,৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৪৩৯ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.০৬ শতাংশ।

West Bengal News Live: কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ

শেক্সপিয়র সরণি থানা এলাকার রডন স্ট্রিটে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। লালবাজারের গোয়েন্দা শাখার হাতে গ্রেফতার ২৬ জন। উদ্ধার কয়েক লক্ষ টাকা, ৭০টি মোবাইল ফোন ও ৪টি ল্যাপটপ।

WB News Live Updates: পার্থকে নিয়ে টুইট-কটাক্ষ অনুপম হাজরার

‘শুধু একা কেন ডুবলেন, পিসি-ভাইপোকে নিয়ে ডুবুন। পার্থ চট্টোপাধ্যায় আপনার খেলা মোটামুটি শেষ। দিদিমণি আপনাকে ঝেড়ে ফেলে দিয়েছেন', ট্যুইটে কটাক্ষ অনুপম হাজরার।

West Bengal News Live: অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে হানা ইডির

এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে। চিনার পার্কের ফ্ল্যাটে হানা ইডির। চলছে তল্লাশি।

WB News Live Updates: ফের বাড়ল রাজ্যের কোভিড সংক্রমণ

বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত ১,৪৯৫ জন।

West Bengal News Live: জাগো বাংলার নতুন সম্পাদক সুখেন্দু শেখর

তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নতুন সম্পাদক সাংসদ সুখেন্দু শেখর রায়। 

WB News Live Updates: দলের ৫টি পদ থেকে অপসারিত পার্থ

৩টি দফতরের পরে দলের ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। কেড়ে নেওয়া হল তৃণমূলের মহাসচিব, দলীয় মুখপত্রের সম্পাদক-সহ ৫টি পদ। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত সাসপেন্ড পার্থ, জানিয়ে দিলেন অভিষেক।

West Bengal News Live: বেনিফিট অফ ডাউট নেতাকে নয়, মানুষকে দিচ্ছি: অভিষেক

'বেনিফিট অফ ডাউট নেতাকে নয়, মানুষকে দিচ্ছি। যাঁরা যুক্ত, আগে তৃণমূলে ছিল, এখন বিজেপিতে গেছে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আলাদা আইন ঠিক নয়। কে পিছনে? খুঁজে বের করার দায়িত্ব সংস্থার। তৃণমূলের কোনও স্তরের নেতা জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি। পার্টিকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। দুর্নীতিতে জিরো টলারেন্স।' বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। সব পদ থেকে সরানো হল পার্থকে।  

West Bengal News Live: তৃণমূলের সাংবাদিক বৈঠকেই কি জানানো হবে পার্থকে নিয়ে দলীয় সিদ্ধান্ত?

আর কিছুক্ষণ পরেই তৃণমূলের সাংবাদিক বৈঠক। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের শেষেই এই সাংবাদিক বৈঠক হবে।

WB News Live Updates: আরও একটি ফ্ল্যাট ইডির নজরে

অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চিনার পার্কেও একটি ফ্ল্যাট। সেখানে হানা ইডির।

West Bengal News Live: একের পর এক তৃণমূল নেতা সরব হওয়ার পরেই অপসারিত পার্থ

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি --৩টি দফতর থেকেই সরিয়ে দেওয়া হল ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। একের পর এক তৃণমূল নেতা সরব হওয়ার পরেই অপসারিত পার্থ।

WB News Live Updates: সরলেন পার্থ, তাঁর দফতর আপাতত মুখ্যমন্ত্রীর হাতে

ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। ‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর’, বললেন মুখ্যমন্ত্রী। বিকেল ৫টা নাগাদ অভিষেকের নেতৃত্বে বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।


 

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি কড়া হবে দল?

আর কিছুক্ষণেই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল?

WB News Live Updates: মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হওয়ার ৬দিন পর অপসারিত পার্থ চট্টোপাধ্যায়।

West Bengal News Live: আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামীকাল বৈঠকের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ বিক্ষোভকারীদের প্রতিনিধি শহীদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূল সাংসদ। 

WB News Live Updates: অঙ্কিতার ফেরত দেওয়া বেতনের টাকার প্রথম কিস্তি ববিতার হাতে

মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের ফেরত দেওয়া বেতনের টাকার প্রথম কিস্তি হাতে পেলেন ববিতা সরকার। এর আগে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারী তার বেতনের সব টাকা ফেরত দিয়েছিলেন। প্রথম কিস্তিতে ১ হাজার ৮৭ টাকা সুদ-সহ মোট ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা। 

West Bengal News Live: পার্থর বিরুদ্ধে কী পদক্ষেপ? তৃণমূল ভবনে জরুরি বৈঠকের ডাক অভিষেকের

কুণাল, বিশ্বজিৎ, দেবাংশুদের বিদ্রোহর পরই তৃণমূল ভবনে জরুরি বৈঠকের ডাক অভিষেকের। পার্থর বিরুদ্ধে কী পদক্ষেপ? আলোচনা হবে বৈঠকে, খবর সূত্রের।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ বিজেপির। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে আগের ট্যুইট সরালেন কুণাল ঘোষ

পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের দাবিতে আগের ট্যুইট সরালেন কুণাল ঘোষ। দ্বিতীয় ট্যুইটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, আগের ট্যুইটে ব্যক্তিগত মতামত জানিয়েছিলাম। দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। আমাকেও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। দল বিষয়টি গ্রহণ করায় আমার ব্যক্তিগত পোস্ট মুছে দিচ্ছি। দ্বিতীয় ট্যুইটে লেখেন কুণাল ঘোষ।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির সামনে বিক্ষোভ সিপিএম কর্মীদের

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তাঁর বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে রহস্যময় চুরির অভিযোগ। দুষ্কৃতীরা স্থানীয়দের হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে পাচার হয়েছে নথি, এই অভিযোগ তুলে সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। 

West Bengal News Live: অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা। সব মিলিয়ে যার ওজন ৬ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে ১ কেজি ওজনের ৩টি সোনার বাট ও ৬টি সোনার কঙ্কন। যার একেকটির ওজনই ৫০০ গ্রাম। এছাড়াও, প্রচুর সোনার গয়না ও একটি সোনার কলমও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকার মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল এবং ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধার হয়েছে।

WB News Live Updates: মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে কলেজ স্কোয়ারে বিজেপির বিক্ষোভ

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে কলেজ স্কোয়ারে বিজেপির বিক্ষোভ জমায়েত। কলেজ স্ট্রিট থেকে মিছিল যাবে ধর্মতলা। নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  

West Bengal News Live: শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ

শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ। বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই নতুন দুর্নীতির অভিযোগ। নতুন অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। নতুন মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। মামলার অনুমতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। এ নিয়ে কাল শুনানির সম্ভাবনা। নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ম না মানার অভিযোগ। মেধাতালিকার বাইরে থেকে চাকরির অভিযোগ। 

WB News Live Updates: তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক

তৃণমূল ভবনে আজ দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ

রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে খারিজ রসিকার স্বামী কুশল আগরওয়ালের আবেদন। 
মামলার তদন্তভার থাকবে সিটের হাতেই। সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার। দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত হয় সিট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রসিকা জৈনের স্বামী কুশল আগরওয়াল। শ্বশুরবাড়ির সদস্যরা রসিকাকে পরিকল্পনামাফিক খুন করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি গ্রেফতার করা হয় রসিকার স্বামী কুশল আগরওয়ালকে। 

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই বারুইপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ ঘিরে রহস্য

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে থাকাকালীনই তাঁর বারুইপুরের বেগমপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগ ঘিরে রহস্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ চারজনের দুষ্কৃতীদল বাগানবাড়িতে হানা দেয়।তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পার্থ চট্টোপাধ্যায় ইডি-র হেফাজতে থাকাকালীন বেগমপুরের ওই বাগানবাড়িতে দুষ্কৃতী হানার অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন।

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরানোর দাবি কুণাল ঘোষের, ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরানোর দাবিতে সরব কুণাল ঘোষ। ইঙ্গিতপূর্ণ ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর।তৃণমূল মুখপাত্র লিখেছেন, ঠাকুমা বলতেন, ফোড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা। ইঙ্গিতপূর্ণ ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর। 

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা অমিত মালব্যর

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা অমিত মালব্যর। ট্যুইটে বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রীর সহযোগীর বাড়ি থেকে ৫০ কোটির বেশি টাকা, এত এত সোনা, একাধিক সম্পত্তি, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। সেই মন্ত্রী এখনও মমতার ক্যাবিনেটে রয়েছেন। এভাবে লুঠ করার পরেও পার্থর কিছু হবে না, কারণ তিনি মমতার আশীর্বাদধন্য। সেই কারণেই মমতা তাঁকে ক্যাবিনেট থেকে সরাতে পারছেন না। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ট্যুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর। 

West Bengal News Live: এবার তৃণমূলের অন্দরেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠল

এবার তৃণমূলের অন্দরেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠল

WB News Live Updates: উত্তর দিনাজপুরের করণদিঘিতে, স্কলারশিপ দুর্নীতির ঘটনায় অভিযুক্ত, ৩ জনের বাড়িতে CID’র অভিযান

উত্তর দিনাজপুরের করণদিঘিতে, স্কলারশিপ দুর্নীতির ঘটনায় অভিযুক্ত, ৩ জনের বাড়িতে CID’র অভিযান। পুলিশ সূত্রে খবর, তিনটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশকিছু এটিএম কার্ড, ব্যাঙ্কের পাশবুক সহ গুরুত্বপূর্ণ নথিপত্র।

West Bengal News Live: কমিউনিটি হল তৈরির নামে অর্থ তছরুপের অভিযোগ পূর্ব মেদিনীপুরে

কমিউনিটি হল তৈরির নামে অর্থ তছরুপের অভিযোগ। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল পরিচালিত এগরা পুরসভা। বিজেপির তোলা অভিযোগ ওড়াল শাসক দল। দ্রুত কমিউনিটি হল তৈরিতে উদ্যোগ নিক পুরসভা, আবেদন স্থানীয় বাসিন্দাদের।

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই হানা

ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই হানা। বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের চিল্ল গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় অভিযুক্ত আবু তাহের তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সিবিআই সূত্রে দাবি, ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে একাধিকবার তলব করা হলেও, তিনি হাজিরা এড়িয়ে যান। গত সোমবার হলদিয়া মহকুমা আদালতে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আবু তাহের-সহ ৩ তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর আজ সকালেই সিবিআইয়ের একটি দল আবু তাহেরের বাড়িতে হানা দেয়। 

West Bengal News Live: বগটুইয়ে নিজেদের বাড়িতে ফিরলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, স্বজনহারা গ্রামবাসীরা

দীর্ঘ চার মাস পর, বগটুইয়ে নিজেদের বাড়িতে ফিরলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, স্বজনহারা গ্রামবাসীরা। আগুনে পুড়ে যাওয়া বাড়ি সারিয়ে, ফিরে আসেন তাঁরা। গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে ঝলসে মৃত্যু হয় দশজনের। আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী! সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হয়। তা দিয়েই ঘর বাড়ি সারায় ক্ষতিগ্রস্ত পরিবার। তবে, এই টাকা পর্যাপ্ত নয় বলে দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের।

WB News Live Updates: প্রকল্পের নাম নিয়েই বাঁকুড়ায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা

কথায় বলে, নামে কী আসে যায়! কিন্তু, সেই প্রকল্পের নাম নিয়েই বাঁকুড়ায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রকল্পের কৃতীত্ব কার, কেন্দ্র না রাজ্যের? পঞ্চায়েত ভোটের আগে তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

West Bengal News Live: কলেজেও নিয়োগ-দুর্নীতি? নেতা, মন্ত্রী, বিধায়ক-ঘনিষ্ঠকে চাকরি, ১২২ জনের নামের তালিকা নিয়ে অভিযোগ চাকরিপ্রার্থীদের

কলেজেও নিয়োগ-দুর্নীতি? নিয়ম ভেঙে নেতা, মন্ত্রী, বিধায়ক-ঘনিষ্ঠকে চাকরি, ১২২ জনের নামের তালিকা নিয়ে অভিযোগ চাকরিপ্রার্থীদের। অস্বীকার কমিশনের।

WB News Live Updates: বীরভূমের রামপুরহাটে শিক্ষকের অভাবে বন্ধ অবস্থায় পড়ে গ্রামের স্কুল

বীরভূমের রামপুরহাটে শিক্ষকের অভাবে বন্ধ অবস্থায় পড়ে গ্রামের স্কুল। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি সুরাহা। বাধ্য হয়ে দূরের স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক।

West Bengal News Live: পাটুলির গাজিপুকুরে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক

পাটুলির গাজিপুকুরে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ধ্বংসস্তূরের নীচ থেকে পা কেটে বের করতে হল পাম্প ম্যানকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৮টা নাগাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ, আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনি ও পুরসভার কর্মীরা। কলকাতা পুরসভা সূত্রে খবর, ১১০ নম্বর ওয়ার্ডের ওই ট্যাঙ্কটি ৭০-এর দশকে তৈরি। তবে মাঝে সংস্কার করা হয়।

WB News Live Updates: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ৫ কেজি সোনা

 অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ৫ কেজি সোনা 

West Bengal News Live: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়! উদ্ধার ২৮ কোটি টাকা

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়! উদ্ধার ২৮ কোটি টাকা

প্রেক্ষাপট

টালিগঞ্জের পরে অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়! উদ্ধার ২৮ কোটি টাকা।  


পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, টাকা উদ্ধারে এগিয়ে বাংলা, কে জিতবে? ট্যুইটে খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari)। দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই, দাবি সুজনের।


পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে টাকার স্তূপ। মাথা হেঁট হয়ে যাচ্ছে, দোষীকে আড়াল নয়, বললেন কুণাল।



অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দেওয়ান পাড়ার বাড়িতেও তল্লাশি। 


কসবায় ইচ্ছে এন্টারটেইমেন্টের অফিসেও ইডির (ED) হানা। ১৪ ঘণ্টা ধরে তল্লাশি। ভুয়ো ঠিকানায় সংস্থা চালানোর অভিযোগ। বালিগঞ্জে প্লেস অভিযান। 


প্রাথমিকে শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির মামলায় মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ১৪ ঘণ্টা ইডির প্রশ্ন। আজ পার্থর আপ্ত সহায়ককে ফের তলব।


গাড়ি ফেরানোর পরে এবার কি মন্ত্রিত্ব ছাড়বেন পার্থ? কেন ছাড়ছেন না মন্ত্রিত্ব, নৈতিকতা নিয়েই প্রশ্ন কুণালের। 


নিয়োগ-কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থকে সরানো হোক মন্ত্রিসভা থেকে। রাজ্যপালের কাছে দরবার শুভেন্দুর। স্পিকারের রাজভবনে যাওয়া নিয়েও জল্পনা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.