West Bengal News Live Updates: কাল গরুপাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচ আবেদনের রায়দান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
নেভানো হল ২টি বাড়ি। মাঝে পড়া ৭জনের মৃতদেহ পাওয়া সোনা শেখের বাড়ি কেন বাদ? রামপুরহাটকাণ্ডে দমকলের ভূমিকাতেই রহস্য।
রাতের অন্ধকারে মেদিনীপুর শহর সংলগ্ন খাসজঙ্গলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকলের।
কাল বিকেল সাড়ে ৪টায় মতুয়া সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটায় জায়ান্ট স্ক্রিনে সভার সম্প্রচার।
কাল গরুপাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচ আবেদনের রায়দান। সকাল ১০.৩০ রায় জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গরুপাচার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অনুব্রত। সিঙ্গল বেঞ্চ রক্ষাকবচ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত।
৮দিনে ৭ বার! কাল থেকে ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কাল সকাল থেকে পেট্রোলে লিটার প্রতি ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি।
১২ এপ্রিল উপনির্বাচন। কাল ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসানসোল যাচ্ছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে বুথ থেকে স্ট্রং রুম, গণনাকেন্দ্র খতিয়ে দেখবে এই প্রতিনিধিদল।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এদিকে, বিধানসভায় হাতাহাতির পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যায় বিজেপির প্রতিনিধি দল।
বিশ্বজুড়ে কোভিড চিন্তা বাড়লেও রাজ্যের করোনা গ্রাফে অনেকটাই স্বস্তি। করোনায় টানা ছ'দিন মৃত্যু শূন্য রইল রাজ্য। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশত তথ্য অনুসারে, একদিনে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ জন।
স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দপুরে উত্তেজনা ছড়াল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ফের কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন জগন্নাথ সরকার। রানাঘাটের বিজেপি সাংসদের দাবি, তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে।
আমতার ছাত্রনেতা আনিস খানের বাড়িতে ফের সিটের তদন্তকারী দল। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ চার সদস্যের সিটের একটি দল অনিস খানের বাড়িতে যান। সালেম খান জানিয়েছেন সিটের পক্ষ থেকে তাকে যত দ্রুত সম্ভব কোর্টে গোপন জবানবন্দি দেওয়ার জন্য করা হয়েছে।
ভয়াবহ আগুন লাগল যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির ল্যাবে। ১২টি ইঞ্জিনের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়।
প্রায় ৪ ঘণ্টা ধরে মিহিলাল শেখের বয়ান রেকর্ড করল সিবিআই। মিহিলালের কাছ থেকে ঘটনার বিবরণ নিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা
রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড। ময়নাতদন্তকারী প্রধান চিকিৎসকের বয়ান রেকর্ড করল সিবিআই।
বুধবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই মোদির সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন বঙ্গ বিজেপির ১৭জন সাংসদ। বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা: সূত্র। বাংলার কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে ফের সওয়াল বিজেপির।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় রক্তারক্তি। অধিবেশন কক্ষেই তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি। নাক ফাটল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এসএসকেএমে ভর্তি। পাল্টা হামলার অভিযোগ বিজেপির।
বিধানসভায় হাতাহাতিতে আহত বিজেপি নেতাদের বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, "বিধাননগরের পুলিশ পাঠিয়ে আহত বিজেপি বিধায়কদের হাসপাতাল থেকে সরানোর চেষ্টা। আহত বিজেপি বিধায়ককে হাসপাতাল থেকে ডিসচার্জের চেষ্টা করা হচ্ছে।'
মমতা বলেন, 'সকলেই চাইছে জিটিএ নির্বাচন হোক। দার্জিলিংয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বারবার চিঠি লিখেছি কেন্দ্রকে। দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছি। শুধু রোশন গিরি-র দল জিটিএ নির্বাচন নিয়ে অন্য কথা বলছে। আশা করি ২-৩ মাসের মধ্যে নির্বাচন হবে। দার্জিলিংয়ের উন্নয়নের জন্য সাহায্য করবে রাজ্য’।
বিধানসভায় হাতাহাতি, অ্যাপোলো হাসপাতালে বিজেপির ৭ বিধায়ক। বাইপাসের ধারে হাসপাতালের এমাজেন্সিতে বিজেপির ৭ বিধায়ক। দেখতে গেলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার।
বিধানসভার অশান্তির আঁচ সংসদে। সংসদের ভিতরে-বাইরে সরব বিজেপি। সংসদ চত্বরে বিজেপি সাংসদদের বিক্ষোভ।
বিধানসভায় হাতাহাতি, নাক ফাটল তৃণমূল বিধায়কের। আহত অসিত মজুমদারের চিকিৎসায় এসএসকেএমে বসছে মেডিক্যাল বোর্ড। অরুণাভ সেনগুপ্তের নেতৃত্বে বসছে মেডিক্যাল বোর্ড। করা হয়েছে এক্স-রে, করা হবে ইসিজি।
সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রামপুরহাটে প্রাক্তন এসডিপিও। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। রামপুরহাট থানার একজন এসআইকেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। হত্যাকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড।
কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তাঁকে আবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে দাবি।
জলপাইগুড়ির বানারহাটে অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি নেতা। পুলিশ ও তৃণমূলের চক্রান্তে অস্ত্র দেখিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, দাবি অভিযুক্ত নেতার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা। বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসন চায় মোর্চা। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ।
রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে বিজেপি। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। বিধানসভায় হামলার অভিযোগেও প্রতিবাদ।
তৃণমূল না বিজেপি? পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার বাসিন্দা বিভীষণ হাঁসদাকে নিয়ে ফের টানাপোড়েন। বিভীষণকে নিজেদের সমর্থক বলে দাবি তৃণমূলের।
বিধানসভা চলছে, রামপুরহাট নিয়ে কেন বাইরে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রীর? প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। প্রতিদিন চিত্কার-ওয়াকআউট, হঠাৎ কেন বলছেন? প্রশ্ন অধ্যক্ষের।
বিধানসভার বাইরে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তাঁকে আবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে দাবি।
তোলা না দেওয়ায় মালদার মহদিপুর সীমান্তে একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যবসায়ীদের দাবি, লরিতে আগুন ধরিয়ে দেওয়ায় ২দিনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাস্তায় পানীয় জলের পাইপ বসানো নিয়ে গন্ডগোল!! মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের অফিসে বোমাবাজির অভিযোগ উঠল, দলেরই ওয়ার্ড সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।
তোলা না দেওয়ায় একাধিক লরিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। উত্তেজনা ছড়াল মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে।
রামপুরহাটকাণ্ডে হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। আজ তাঁর মৃত্যু হয়েছে। বাকি তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। নাকের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করলেন মুখ্যমন্ত্রী? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ।
বিধানসভায় হাতাহাতি, ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড। শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘো, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ। এরপর বিধানসভার অধিবেশন মুলতুবি করেন অধ্যক্ষ। ফলে পরবর্তী অধিবেশন পর্যন্ত সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত বিধানসভা, ঝরল রক্ত।
তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি। নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।
নাম না করে INTTUC-র তমলুক সাংগঠনিক জেলার বর্তমান সভাপতিকে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। তাঁর দাবি, সংগঠনের জেলা সভাপতি ট্রেড ইউনিয়নের কিছুই বোঝেন না। যা শুনে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। আর এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
মধ্যবিত্তের চাপ বাড়িয়ে গত এক সপ্তাহে ৬ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৮৫ পয়সা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৯২ পয়সা। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙল বিজেপি বিধায়কের চশমা। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। নাক ফাটল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মহিলাকে খুনের অভিযোগ। আজ সকালে দেগঙ্গার কাউকে পাড়ায় ফাঁকা মাঠের মধ্যে ওই মহিলার দেহ পড়ে থাকতে স্থানীয় বাসিন্দারা। কীভাবে খুন খতিয়ে দেখছে পুলিশ।
জলের পাইপ বসানোকে কেন্দ্র করে মহেশতলায় তৃণমূলের দুই নেতার সংঘাত। তার জেরে বোমাবাজি। গুলি চলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। মহেশতলার পুরসভার উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে বসানো হচ্ছিল জলের পাইপ। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরকর্মীরা পাইপ বসানোর কাজ করার সময় দলবল নিয়ে চড়াও হন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। একমাস পর পাইপ বসানোর কাজ তিনি করবেন বলে দাবি করেন। গন্ডগোলের জেরে কাজ করে ফিরে যান পুরসভার কর্মীরা। অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। তৃণমূলের ওয়ার্ড সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগে দেশজুড়ে ধর্মঘট। দেশজুড়ে ২ দিনের ধর্মঘটের ডাক বামেদের
রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব ২ বাম সাংসদের। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যর। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব সিপিআই সাংসদ বিনয় বিশ্বমের।
রামপুরহাটকাণ্ডের তদন্তে এবার মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলালের দাবি, গতকাল রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন।
বাগুইআটি ৪৪ নম্বর বাস স্ট্যান্ডের সামনে উত্তেজনা। শুয়ে পড়ে ভিআইপি রোড অবরোধ করেন ধর্মঘটিরা। যান চলাচল ব্যাহত হয়। আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে
লেকটাউনের কালিন্দির কাছে যশোর রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। বাইক আটকানোয় চালকের সঙ্গে বচসা বাধে ধর্মঘটিদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।
আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই। রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের জেরায় দাবি ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা। খবর সিবিআই সূত্রে। এছাড়া, আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।
হাওড়ার ডোমজুড় বাজারের কাছে হাওড়া-আমতা রোড অবরোধ করে ধর্মঘটিরা। এর ফলে উদয়নারায়ণপুর থেকে ধর্মতলাগামী সরকারি বাস আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও বিক্ষোভ চলছে। হাওড়ার কুলগাছিয়ায় ট্রেন অবরোধ করেন বন্ধ সমর্থকারীরা
যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। ঘটনাস্থলে পুলিশ এলে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না।
কোচবিহারে বন্ধের সমর্থনে রাস্তায় জ্বালানো হল টায়ার। তবে দ্রুত পুলিশ গিয়ে আগুন নিভিয়ে দেয়
মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক। ধর্মঘটের ডাক বিভিন্ন বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের। দক্ষিণ কলকাতার গোলপার্কে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের বচসা। পুলিশেরই গার্ড রেল ব্যবহার করে, টায়ার জ্বালিয়ে রাস্তা আটকানোর চেষ্টা। ঘটনাস্থলে পুলিশ এলে বচসা শুরু হয়। পরে বন্ধ সমর্থনকারীদের সরিয়ে দেয় পুলিশ
প্রেক্ষাপট
কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat) ভুল ছিল পুলিশের (State Police)। মানলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ চক্রান্ত। পুলিশের (Police) ওপর দায় চাপানোর চেষ্টা, পাল্টা শমীক (Samik Bhattachaya)। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পুলিশ ব্যর্থ, কটাক্ষ সেলিমের।
দেউচা-পাঁচামি না হওয়ার জন্য রামপুরহাটে (Rampurhat) বড় ষড়যন্ত্র। সিবিআইকে (CBI) সহযোগিতা করবে রাজ্য। বিজেপির কথায় সিবিআই কাজ করলে আন্দোলন। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।
তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কটাক্ষ বিজেপির (BJP)। দেউচা-পাঁচামি গল্প, শিল্প করুন, খুন নয়। আক্রমণ অধীরের। প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা, অভিযোগ সেলিমের (MD Selim)।
রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডে আনারুলসহ ধৃত চারজনকে জেরা সিবিআইয়ের (CBI)। আক্রান্তদের বয়ান রেকর্ড। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নাজেমা বিবি।
বয়ান রেকর্ডের জন্য আজ নিহতদের আত্মীয় মিহিলালকে তলব করল সিবিআই। বানিরুল শেখের বাড়ি থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রীয় ফরেন্সিক দলের। উদ্ধার অস্ত্র।
রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা। ৩৫ জন সিআরপিএফ জওয়ান মোতায়েন স্বরাষ্ট্রমন্ত্রকের। তৈরি হচ্ছে আলাদা ব্যারাক।
আজ থেকে আরও মহার্ঘ পেট্রোপণ্য। ৩৫ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে ৯৩ টাকা ৯২ পয়সা।
নারকো টেস্টের নামে পাগল করার চেষ্টা সিটের। সিবিআই তদন্ত চাই, দাবি আনিসের বাবার। আমতায় প্রতিবাদ সভা, বড়বাজারে মিছিল অধীরের। কিছু হলেই সিবিআই, কটাক্ষ মমতার।
সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ মহম্মদ সেলিমের। আনিস থেকে বগটুই, কর্মসূচি নিয়ে আলোচনা।
মে-জুনে জিটিএ ভোট চান মমতা। কেন্দ্রীয় সরকার আইন করলে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত। লড়াই করব, প্রতিক্রিয়া হামরো পার্টির। বিরোধিতায় বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা।
মঙ্গলবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি। বুধবার আবির্ভাব তিথি উপলক্ষ্যে ছুটি ঘোষণা রাজ্যের।
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। খারকিভে নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে রুশ সেনার গোলাবর্ষণ। লিভেও রকেট হানা। প্রত্যাঘাত ইউক্রেনীয় সেনারও।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৪, মৃত্যু শূন্য। দু’বছর পর ভারতে নিয়মিত আন্তর্জাতিক বিমান চলাচল। কোভিড কলার টিউনে ইতি টানার ভাবনা। ৩০ জুন শুরু অমরনাথ যাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -