West Bengal News : কুমোরটুলির শিল্পীর তৈরি কালীমূর্তি স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
কুমোরটুলির শিল্পীর তৈরি কালীমূর্তি স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে। ফাইবার গ্লাসের কালীমূর্তিটি তৈরি করেছেন শিল্পী কৌশিক ঘোষ। গত ১৭ মে ব্রিটিশ মিউজিয়ামে মূর্তির উদ্বোধন হয়।
তৃণমূলের পর এবার বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপিও। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুলিকে হাতিয়ার করার কৌশল নিয়েছে তারা। পাল্টা, বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূলও।
পানিহাটিতে ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য, বিটি রোডের ওপর বোমাবাজি। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ। পুলিশের তাড়া খেয়ে পালাল দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করল খড়দা থানার পুলিশ।
‘মেয়ে ছাড়াও পরেশের ৩২জন আত্মীয়-পরিজনের সরকারি চাকরি!’ এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই শুভেন্দু অধিকারীর ট্যুইট।
অসহ্য গরম থেকে মিলবে কিছুটা মুক্তি দিয়ে বৃষ্টি নামল কলকাতায়। কলকাতার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কতা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। দুর্নীতি ইস্যুতে যুযুধান দুই বিধায়ক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
বীরভূমের মুরারইয়ে পাট্টার প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজির অভিযোগ। গ্রামবাসীদের কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও দুই তৃণমূল কর্মী। বিডিও-র কাছে জমা পড়েছে লিখিত অভিযোগ। তোলাবাজির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পর নামখানা। আজও নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ছবি তোলেন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের। দিলীপের তোপ, কংক্রিটের বাঁধ তৈরিতে কেন্দ্র টাকা দিলেও, রাজ্য সরকার কিছুই করেনি। এনিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রীর পাল্টা জবাব, মিথ্যে বলছেন বিজেপি নেতা।
তৃণমূলে থাকলে ঠিকাদারি করা যাবে না। হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে এমনই কড়া বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন হলদিয়ায় কোনও ঠিকাদারকে প্রার্থী করা হবে না। পাশাপাশি তাঁর বার্তা অন্য দল থেকে তৃণমূলে এসে ছড়ি ঘোরানো চলবে না। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
নিয়োগ বিতর্কের মধ্যেই জুন মাসজুড়ে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ স্থগিত রাখার সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে। কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুন মাসে ইন্টারভিউ স্থগিত রাখা হবে। ইন্টারভিউ হবে জুলাইয়ে। কমিশনের দফতর সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত। যদিও কদিন আগেই কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। এমনকী রাষ্ট্রবিজ্ঞানের তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম থাকা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এই পরিস্থিতিতেই কি ইন্টারভিউ স্থগিত রাখা হল? উঠছে প্রশ্ন।
শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে, মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। এদিকে, ডিপ্রেসনের জেরেই কি অকালে চলে গেল প্রাণ? মৃত অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঘর থেকে পাওয়া সুইসাইড নোটে মিলেছে তারই ইঙ্গিত।
স্বামী টাকা না দেওয়ায়, অভাবের তাড়নায় তিন-তিনজন নাবালক সন্তানকে কীটনাশক খাওয়াল মা! সন্তানদের বিষ খাইয়ে নিজেরও আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ।
খাস কলকাতায় উদ্ধার তাজা বোমা। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড থেকে ১১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। শেখ তনু নামে ধৃত এক দুষ্কৃতীকে জেরা করেই তিলজলা রোডের ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।
উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলকে নিশানা যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, রাজ্যপালের ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা দেওয়ার সময় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী জঘন্য হিংসার ঘটনাগুলি তুলে ধরার জন্য এবং আমাদের পাশে থাকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ বাজারে ঢুকল বেপরোয়া ডাম্পার, ৪ জনের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ, চলছে উদ্ধারকাজ।
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। ফেরা নিয়ে চিন্তা আরও বেশি।
অন্যদিকে, ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
একদিনে হাওড়ায় জোড়া আগুন-আতঙ্ক। একদিকে যখন হাওড়ার গোলাবাড়িতে সোফা তৈরির কারখানায় আগুন ঘিরে আতঙ্ক ছড়ায়, অন্যদিকে, তখন আজ দুপুরে সাঁতরাগাছি ব্রিজের ওপর একটি সরকারি বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি সঙ্গে সঙ্গে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
সেলিমপুরে বিজেপির মিছিল আটকাল পুলিশ। বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। সেলিমপুর থেকে যাদবপুর ৮বি হয়ে সুলেখা মোড় পর্যন্ত যাবে মিছিল। মিছিলে উঠল চোর ধরো, জেল ভরো স্লোগান।
ডায়মন্ড হারবারের রাজারতালুকে বাড়িতে বিস্ফোরণ, ১জনের মৃত্যু। বাজি তৈরির সময় বিস্ফোরণ, বাড়ির মালিক ধনঞ্জয় কর্মকারের মৃত্যু। পুজোর জন্য বাজি তৈরির সময় বিস্ফোরণ, দাবি স্থানীয় সূত্রে।
বিস্ফোরণে বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনে দমকলের ১টি ইঞ্জিন।
বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি মামলা। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে পথে নামল বিজেপি। সেলিমপুর থেকে যাদবপুর ৮বি হয়ে সুলেখা মোড় পর্যন্ত যাবে মিছিল। মিছিলে উঠল চোর ধরো, জেল ভরো স্লোগান।
হলদিয়ায় সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই সময় কর্মীদের শান্ত করেন অভিষেক। বলেন, এধরনের কথা বলা, তৃণমূলের সংস্কৃতি নয়।
স্থানীয়দের চাকরির দাবিতে দুর্গাপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ দেখাল এলাকাবাসী। নেতৃত্বে ছিলেন এক তৃণমূল নেতা। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম ও বিজেপির দাবি, এসব করে নাটক করছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।
শিলিগুড়িতে । ভোটের আগে তৃণমূলের অপপ্রচার, দাবি পদ্ম বিধায়কের। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা তৃণমূল।
"বিচারব্যবস্থার একজন-দুজন এমন আছেন, যাঁরা তল্পিবাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন। সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নিলেও, আমি ২ হাজার বার এই কথা বলব", হলদিয়ায় মন্তব্য অভিষেকের।
"এটা বিদ্যাসাগরের জেলা, আর উত্তর কলকাতায় তাঁর মূর্তি ভাঙা হয়েছে। ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করছে", নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ অভিষেকের।
আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হচ্ছেন শিক্ষামন্ত্রী?সূত্রের খবর, নবান্নের সবুজ সঙ্কেত মিলেছ এ ব্যাপারে।
হাওড়ায় গোলাবাড়ি থানার উল্টোদিকে গঙ্গার পাড়ে গদি আঁটা চেয়ার তৈরির কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ আগুন লাগে। হাওয়ার পাশাপাশি স্পঞ্জ, ছোবড়ার মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা গুদাম দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
শুভেন্দু অধিকারীর খাস তালুকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। হলদিয়ায় এই প্রথমবার সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রানিচক সংহতি ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
লাদাখে বাস দুর্ঘটনায় মৃত্যু বাঙালি জওয়ানের। মৃত বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে যোগ দেন বাপ্পাদিত্য। বাড়িতে এসে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। গতকাল সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে যাওয়ায় বাপ্পাদিত্য-সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা। গোটা এলাকায় শোকের ছায়া।
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। ফেরা নিয়ে চিন্তা আরও বেশি।
বর্ষার আগে সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শনে দিলীপ ঘোষ। গতকাল গোসাবার পর এদিন নামখানায় যায় বিজেপি সাংসদ।ঘুরে দেখেন চিনাই নদীর বাঁধের অবস্থা। মোবাইল ফোনে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের ছবি তোলেন দিলীপ ঘোষ। কথা বলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে। বাঁধ নিয়ে রাজ্য সরকার কিছুই করেনি। মাটির বাঁধ তৈরি করে টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বকখালিতে গিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। ব্যাটিংয়ের পাশাপাশি বলও ঘোরালেন বিজেপি সাংসদ। ট্যুইটারে দিলীপ ঘোষ জানিয়েছেন, বকখালির মুন্সি রোডে স্থানীয় ক্লাবের আয়োজনে ৬ দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
খাস কলকাতায় উদ্ধার ১১টি তাজা বোমা। তিলজলা রোডে লুকিয়ে রাখা হয়েছিল ফলের পেটিতে। ধৃত দুষ্কৃতীকে জেরা করে বোমার খোঁজ লালবাজারের গুন্ডাদমন শাখার।
শিলিগুড়িতে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। ভোটের আগে তৃণমূলের অপপ্রচার, দাবি পদ্ম বিধায়কের। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা তৃণমূল।
আচার্যর পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? ভিজিটর হচ্ছেন শিক্ষামন্ত্রী, খবর সূত্রের। দলের নিয়ন্ত্রণে আনার চেষ্টা, মত শিক্ষাবিদদের।
ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়েছে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে বালিগঞ্জ স্টেশনের কাছে উত্তেজনা। রেল কর্তৃপক্ষের দাবি, সাইডিংয়ের পাশে তাদের জমি জবরদখল করা হয়েছে। এদিন বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানে যায় রেল পুলিশ। স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা ছড়ায়। এই জায়গায় ৭০ বছর ধরে রয়েছেন, ব্যবসা করার ছাড়পত্রও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এই নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। ফেরা নিয়ে চিন্তা আরও বেশি।
শুভেন্দু অধিকারীর খাস তালুকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। হলদিয়ায় এই প্রথমবার সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রানিচক সংহতি ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল হলদিয়ার বিভিন্ন কারখানার শ্রমিক, কর্মচারীদের নিয়ে সম্মেলন করে আইএনটিটিইউসি। এই প্রথমবার শ্রমিকরা তাঁদের সমস্যা রাজ্য নেতৃত্বকে সরাসরি জানানোর সুযোগ পেয়েছিলেন। আইএনটিটিইউসি সূত্রে খবর, শ্রমিকদের সমস্যা ও তাঁদের দাবিদাওয়া নিয়ে আজকের সমাবেশে বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার শিলিগুড়িতে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে পড়ল পোস্টার। আজ সকালে শিলিগুড়ির হাশমি চকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের নামে পোস্টার দেখা যায়। পোস্টারে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের আগে তৃণমূলের অপপ্রচার, দাবি বিজেপি বিধায়কের। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি তৃণমূলের।
এবার মাছের দামেও আগুন। ব্যবসায়ীদের দাবি, জোগানের ঘাটতিতেই চড়ছে দাম। একদিকে, এপ্রিল থেকে জুন মাস প্রজননের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা তারওপর অন্ধ্রপ্রদেশ থেকে যেসব মাছ আসে, সেই জোগানেও ঘাটতি দেখা দিয়েছে।
বিদেশে কর্মরত স্বামীর সঙ্গে অশান্তির জেরে তিন সন্তানকে কীটনাশক খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা। এমনই অভিযোগ উঠল বীরভূমের কীর্ণাহারের কালীনগর গ্রামে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১০ ও ১৩ বছরের দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মা ও ৮ বছরের ছেলে। পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী বছর পাঁচেক ধরে সৌদি আরবে কর্মরত। টাকা-পয়সা পাঠানো নিয়ে গতকাল ফোনে স্বামীর সঙ্গে বাদানুবাদ হয়। তার জেরেই তিন ছেলেমেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, দাবি পরিবারের।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কাজের টেন্ডার নিয়ে দুই বিধায়কের সংঘাত। পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যরা। রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, টেন্ডার দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন হেমতাবাদের বিধায়ক-সহ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি ও দলনেতাকে অপমান করেছেন রায়গঞ্জের বিধায়ক, দাবি হেমতাবাদের তৃণমূল বিধায়কের। আলোচনা করে ব্যবস্থা, প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতির।
SFI-DYFI-এর SSC’র দফতর অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড সল্টলেকে। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। DYFI-এর রাজ্য সম্পাদক-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, সল্টলেকে বিক্ষোভ দেখান SSC-র গ্রুপ-সি ও গ্রুপ-ডির চাকরিপ্রার্থীরা।
২৬ জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন । নিহত কাউন্সিলরের ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু
আসানসোলে পানীয় জলের সঙ্কট। জল সরবরাহের কোনও ব্যবস্থা করছে না তৃণমূল পরিচালিত পুরসভা। এই অভিযোগ তুলে পুরসভার গেটে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।
অসুস্থতার কারণ দেখিয়েগরু পাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। কয়লা পাচারকাণ্ডে সিবিআই-হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাও। সিবিআইয়ের কাছে আরও ১৫ দিন সময় চেয়েছেন তিনি। এই ইস্যুতে চলছে রাজনৈতিক তরজা।
কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি। বারবার বিতর্কের জড়ানোর কারণেই কি সরানো হল উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ককে? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা চলছে! যদিও নির্মলের কথায়, ভাল কাজ করতে গেলে গায়ে কালি ছেটানো হবেই!
উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার সমালোচনা যোগী আদিত্যনাথের। বললেন -
- ‘উত্তরপ্রদেশে নির্বাচনের সময় সমাজবাদী পার্টিকে সমর্থনের সময় বাংলা থেকে দিদি এসেছিলেন’
- ‘বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে ১২০০০’
- ‘বাংলায় ২৯৪টি আসনের মধ্যে ১৪২টি আসনে হিংসার ঘটনা ঘটেছিল’
- ‘বাংলার জনসংখ্যা উত্তরপ্রদেশের জনসংখ্যার অর্ধেক’
- ‘উত্তরপ্রদেশে ভোট চলাকালীন ও ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি’
- দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
প্রেক্ষাপট
West Bengal News Update:
কলকাতা : এক নজরে আজকের শিরোনাম -
সল্টলেকে ধুন্ধমার : এসএসসিতে দুর্নীতির প্রতিবাদে সল্টলেকে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভে করুণাময়ীতে ধুন্ধুমার।
বিক্ষোভের আগেই আটক : পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বাম ছাত্র ও যুব সংগঠনের। বিক্ষোভ শুরুর আগেই মীনাক্ষী সহ বিক্ষোভকারীদের আটক করল পুলিশ।
দুর্নীতি তদন্তে ইডি : এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর তদন্তে ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। চাকরির বিনিময়ে কোটি কোটির লেনদেন, মনে করছে ইডি, সূত্রের খবর।
অনলাইনে পরীক্ষার দাবি : অনলাইন পরীক্ষার দাবিতে উত্তপ্ত কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও।
‘অফলাইন চান অধ্যক্ষরা’ : সংখ্যাগরিষ্ঠ অধ্যক্ষ চান অফলাইন পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মত, খবর সূত্রের। চূড়ান্ত সিদ্ধান্ত ৩ জুন।
ফের অভিনেত্রীর মৃত্যু : ১২ দিনে পরপর তিনজন অভিনেত্রীর মৃত্যু। পাটুলিতে বিদিশার মডেল-অভিনেত্রী বন্ধু মঞ্জুষার দেহ উদ্ধার। ডিপ্রেশনে ছিলেন, দাবি পরিবারের।
খ্যাতি-যশের উচ্চাশা ? : খ্যাতি-যশের উচ্চাশা ? নাকি বন্ধু মৃত্যুর যন্ত্রণা ? মৃত্যুর নেপথ্যে কী কারণ ? ময়নাতদন্তের জন্য পাঠানো হল দেহ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ।
সমালোচনা-সংঘাত : ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভাতেই বাংলার সমালোচনায় যোগী। কটাক্ষ অখিলেশকে মমতার সমর্থন নিয়েও। ওনার রাজ্যে খুন, গণধর্ষণ, সেদিকে নজর দিন। পাল্টা তৃণমূল।
‘ভালো কাজে কালিমা’ : কলকাতা মেডিক্যাল রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুদীপ্ত রায়। ভালো কাজ করায় কালিমালিপ্ত করা হয়েছে, প্রতিক্রিয়া অপসারিত নির্মল মাজির।
৭ মাসে তৃণমূল-ত্যাগ : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ৭ মাসেই মোহভঙ্গ। তৃণমূলত্যাগ ত্রিপুরার প্রাক্তন বিধায়কের, আক্রমণ অভিষেকে। দলে থেকেই বিরোধিতা করছিলেন, পাল্টা তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -