West Bengal News: মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন

পানিহাটিতে বিটি রোডের ওপর বোমাবাজি। হলদিয়ার সভা থেকে বিচারব্যবস্থার একাংশকে আক্রমণে অভিষেকের। এসএসসি-দুর্নীতির বিরুদ্ধে যাদবপুর থানার সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। জেনে নিন খবরের আপডেট

abp ananda Last Updated: 30 May 2022 12:02 AM
WB News Live Updates: মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন

মেকআপ আর্টিস্টের মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে আত্মহত্যা বলেই অনুমান। ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে।

West Bengal News Live: ফলহারিণী কালীপুজোয় ভক্তদের ভিড়ে সরগরম দক্ষিণেশ্বর-তারাপীঠ

ফলহারিণী কালীপুজোয় ভক্তদের ভিড়ে সরগরম দক্ষিণেশ্বর-তারাপীঠ। রবিবার দিনভর দক্ষিণেশ্বরে ছিল বিশেষ পুজোর আয়োজন। সন্ধেয় হয় বিশেষ আরতি। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল দক্ষিণেশ্বর মন্দিরে। সকাল থেকেই বহু দূর দূর থেকে মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। রাতেই হয় পুজো। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। রাতভর চলে পুজো-পাঠ। ভিড় করে থাকেন ভক্তরাও। এই বিশেষ দিনে, সকাল থেকেই ভক্তের ঢল নামে দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, বান চলে যাওয়ার পর পুজো শুরু করা হবে।

WB News Live Updates: সুন্দরবনে বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর

সুন্দরবনে ফের বাঘের হানায় মত্‍স্যজীবীর মৃত্যু। মৃতের সঙ্গীদের দাবি, ঝিলার জঙ্গলের কাছে নৌকোয় লাফিয়ে পড়ে ওই মত্‍স্যজীবীকে টেনে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত্যুর খবর পৌঁছতেই, শোকে পাথর গোটা গ্রাম। মৃত মৎস্যজীবীর (Fisherman) নাম সন্ন্যাসী মন্ডল।

West Bengal News Live: কল্যাণীতে উদ্ধার ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশী পাখি

কল্যাণীতে উদ্ধার ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশী পাখি, গ্রেফতার হয়েছে একজন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকালে এসটিএফ, কল্যাণী থানা এবং বনদপ্তর এর যৌথ অভিযানে ধরা পড়ল ৫০ লক্ষের বেশি মূল্যের বিদেশী পাখি। 

WB News Live Updates: কসবায় মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যু

বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র কয়েকদিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় তিন মডেল - অভিনেত্রীর। এবার কসবায় এক মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যুর ঘটনা সামনে এল।

West Bengal News Live: স্বরূপনগরের চারঘাট থেকে বিপুল পরিমান বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ২

বিপুল পরিমান বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট থেকে গ্রেফতার দুই পাচারকারি।

WB News Live Updates: পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু মা-মেয়ের

জলপাইগুড়ির নাগরাকাটায়, পাহাড়ি নদীতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল মা-মেয়ের। পুলিশ সূত্রে খবর, রবিবার, গাঠিয়া নদী তীরবর্তী এলাকায় বেড়াতে যান, গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাস, তাঁর স্ত্রী, মেয়ে। সঙ্গে ছিলেন কলকাতা থেকে যাওয়া আত্মীয় স্বজন। সূত্রের খবর, মোট ৮ জন গাঠিয়া নদীতে স্নান করতে নামেন। তখনই আচমকা হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে যায় সকলে। ৬ জনকে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী ও মেয়ে। পরে, মা-মেয়ের মৃতদেহ উদ্ধার হয়।

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত আইএনটিটিইউসি সভাপতি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ায় দলের অঞ্চল সভাপতিকে বাহবা কাঁথির আইএনটিটিইউসি-র জেলা সভাপতির। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত আইএনটিটিইউসি সভাপতি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, চাপের মুখে দাবি তৃণমূল নেতার।

WB News Live Updates: অনশনের ৫ দিনের মাথায় অসুস্থ বিমল গুরুঙ্গ, ভর্তি হাসপাতালে

অনশনের ৫ দিনের মাথায় অসুস্থ বিমল গুরুঙ্গ। বিমল গুরুঙ্গকে ভর্তি করা হল দার্জিলিং জেলা হাসপাতালে। সুগার, রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি, জানাল মোর্চা। জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশনে শুরু করেন গুরুঙ্গ । ২৫ মে থেকে অনশন শুরু করেন তিনি।

West Bengal News Live: টাকা দিচ্ছে না কেন্দ্র, একশো দিনের কাজের টাকা দাবি করে মিছিলের নির্দেশ মুখ্যমন্ত্রীর

একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই প্রকল্পের নিয়ম রয়েছে, কাজ করলে ১৫দিনের মধ্যে টাকা পাবে। পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। গরিব মানুষরা টাকা পাচ্ছে। তৃণমূলের ব্লক স্তরে, তৃণমূল ও দলের গণসংগঠনগুলিকে রাস্তায় নামার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। সব ব্লকে-বুথে একশো দিনের কাজের টাকা দাবি করে মিছিলের নির্দেশ। আগামী ৫ ও ৬ জুন মিছিল হবে।

WB News Live Updates: জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আবহাওয়ার পরিস্থিতি খারাপ। সম্ভবত সড়কপথেই পুরুলিয়া -বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে লোকসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য বাসিন্দাদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। সামনের মাসে আসানসোল-দুর্গাপুরে কর্মসূচি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তোলা আদায় করতে এসে বোমাবাজি, ধৃত ৪

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। বিটি রোডে তোলা আদায় করতে এসে বোমাবাজি। ধাওয়া করায় পুলিশকে লক্ষ্য করে বোমা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ উঠল জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত চোর বিশু-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ।

WB News Live Updates: জগদীপ ধনকড়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সীমা সংঘাত’, রাজ্যপালকে পাল্টা জবাব অভিষেকের

জগদীপ ধনকড়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সীমা সংঘাত’। রাজ্যপালের আক্রমণ, পাল্টা জবাব অভিষেকের। ‘আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কেন্দ্রের সাথে যোগসাজশ। কলকাতা হাইকোর্টের ১ শতাংশের যোগসাজশ কেন্দ্রের সঙ্গে। কীভাবে যোগসাজশ, গতকাল সেই কথা বলেছিলাম। মানুষ দেখছে, কে আসলে সীমারেখা অতিক্রম করছে।’ রাজ্যপালকে ট্যুইটে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live: জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা সফরে মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: এসএসসি-দুর্নীতি থেকে নজর ঘোরাতেই ইস্যু তৈরি করা হচ্ছে, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর ভাবনা। ‘এসএসসি-দুর্নীতি থেকে নজর ঘোরাতেই ইস্যু তৈরি করা হচ্ছে। রাজ্যপালের ভূমিকা খর্ব করার বিষয়ে নথি এলে দেখব। সরকার এই বিষয়ে কী বলছে তাতে আমি ভাবিত নই। নিয়োগ-দুর্নীতি হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। সেই বিতর্ক থেকে নজর ঘোরাতেই এইসব চক্রান্ত করা হচ্ছে।’
মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের

West Bengal News Live: জিটিএ নির্বাচনের বিরোধিতায় দার্জিলিঙে অনশনে বিমল গুরুঙ্গ

জিটিএ নির্বাচনের বিরোধিতায় দার্জিলিঙে অনশনে বিমল গুরুঙ্গ। গুরুঙ্গের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। গুরুঙ্গকে অনশন তোলার অনুরোধও করেছেন দার্জিলিংয়ের সাংসদ। বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও

WB News Live Updates: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে কাঁথির আইএনটিটিইউসি সভাপতি

বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ায় দলীয় নেতাকে বাহবা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে কাঁথির আইএনটিটিইউসি সভাপতি। ‘দুঃসময়ে যিনি বোমা-বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দিয়েছিলেন, তাঁর কথা প্রথমেই স্মরণ করতে হবে, সম্মান দিতে হবে। সেই জন্যই দল তাঁকে ফের সভাপতি করেছে।’ তৃণমূলের অঞ্চল সভাপতির প্রশংসায় কাঁথির আইএনটিটিইউসি সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে কাঁথির আইএনটিটিইউসি সভাপতি

West Bengal News Live: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু, বাড়ির সিঁড়ির রেলিং থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বেহালার নেতাজি সড়ক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু। আজ সকালে বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম আশিস বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ২০১৯ সালে অবসর নেন আশিস। সম্প্রতি ডিপ্রেশনে ভুগছিলেন বাষট্টি বছরের ওই ব্যক্তি। সেই কারণেই আত্মঘাতী কিনা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।

WB News Live Updates: খড়গপুরের বাড়িতে ফিরল লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার কফিনবন্দি দেহ

কফিনবন্দি হয়ে খড়্গপুরে নিজের বাড়িতে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। প্রথমে গান স্যালুট ও পরে গার্ড অফ অনার দেওয়া হয় বাপ্পাদিত্যকে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য-সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ কিশোর

উত্তর ২৪ পরগনায় ফের শ্যুটআউট। ঠাকুরনগরের চিকনপাড়ায় ১৭ বছরের এক কিশোর গুলিবিদ্ধ। ইতিমধ্য়েই গুলিবিদ্ধ কিশোরের ৩ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে গুলি খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: পুরুলিয়ায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরির টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল শ্রমিকরা

পুরুলিয়ায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরির টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল শ্রমিকরা। প্ল্যাকার্ড, ব্যানার, পোষ্টার হাতে মিছিল করেন শ্রমিকরা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছে জেলার শ্রমিকরা, অভিযোগ তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।  

West Bengal News Live: বেহালার নেতাজি সড়ক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু

বেহালার নেতাজি সড়ক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু। আজ সকালে বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম আশিস বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ২০১৯ সালে অবসর নেন আশিস। সম্প্রতি ডিপ্রেশনে ভুগছিলেন বাষট্টি বছরের ওই ব্যক্তি। সেই কারণেই আত্মঘাতী কিনা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। 


 

WB News Live Updates: জিটিএ নির্বাচনের বিরোধিতায় পাহাড়ে অনশনরত বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে এলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত

জিটিএ নির্বাচনের বিরোধিতায় পাহাড়ে অনশনরত বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে এলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। মোর্চা প্রধানের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানাবেন দার্জিলিঙের সাংসদ। 

West Bengal News Live: কোচবিহারের মাথাভাঙায় এক টোটোচালকের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

কোচবিহারের মাথাভাঙায় এক টোটোচালকের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! ওই টোটোচালকের দাবি, ৭ মাস ধরে এই টাকা পাচ্ছেন। তাঁর স্ত্রীও আলাদা করে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিও জানিয়েছেন, কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় ফের এক মত্স্যজীবীর মৃত্যু হল

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় ফের এক মত্স্যজীবীর মৃত্যু হল। আজ সকালে গোসাবা থেকে চার মত্স্যজীবী ঝিলা ৫ নম্বর জঙ্গলে বলখালির কাছে কাঁকড়া ধরতে যান। সন্ন্যাসী মণ্ডল নামে এক মত্স্যজীবীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। সঙ্গীরা ধাওয়া করে উদ্ধার করে আনতে পারলেও, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মত্স্যজীবীর। নিষেধ না মেনেই কাঁকড়া ধরতে গিয়েছিলেন মত্স্যজীবীরা, জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের অধিকর্তা। 

West Bengal News Live: পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ

পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছে মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ জেলা শাসকের। বিজেপির দাবি, তৃণমূলের মদতেই চলছে পুকুর ভরাট। দল অন্যায় কাজ সমর্থন করে না, পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live Updates: বীরভূমে ফের বিজেপিতে ভাঙন

বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।

West Bengal News Live: নির্ধারিত সময়ে কেরলে পা রাখল বর্ষা

নির্ধারিত সময়ে কেরলে পা রাখল বর্ষা। যদিও সময়ের আগেই আন্দামানে বর্ষা ঢুকেছিল। স্বাভাবিক নিয়মে এগোলে দিন দশেকের মধ্যেই বঙ্গে বর্ষার প্রবেশের সম্ভাবনা। অন্যদিকে, আজ গুমোট গরম। দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল অথবা সন্ধের পর বৃষ্টির সম্ভাবনা।  

WB News Live Updates: মালবাজারের বাগরাকোটের পর, জলপাইগুড়ির ধূপগুড়ি, বানারহাটেও ডেঙ্গির প্রকোপ

মালবাজারের বাগরাকোটের পর, জলপাইগুড়ির ধূপগুড়ি, বানারহাটেও ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত তিনজন। ভর্তি করা হল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি শহরে বাড়ছে ডেঙ্গি। ধূপগুড়ি ব্লকে কালীরহাট এলাকায় সাড়ে ৪ বছরের শিশু-সহ ২ জন ও বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগানের একজন ডেঙ্গি আক্রান্ত। 

West Bengal News Live: শিয়ালদার কাছে অ্যান্টনিবাগান লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

শিয়ালদার কাছে অ্যান্টনিবাগান লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ি ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে পুরনো বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়ে। ধসে পড়ে দেওয়ালের একাংশ। বাড়ির বাসিন্দারা মালদায় আত্মীয়ের বাড়িতে যাওয়ায় প্রাণে বেঁচে যান।বাড়ির একতলায় দোকানও বন্ধ ছিল। ঘটনাস্থলে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। 

WB News Live Updates: ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড়

ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। দুপুর ২টোয় অমাবস্যা লাগবে। ফলহারিণী অমাবস্যায় তারা মাকে ফল নিবেদন করেন ভক্তরা। কথিত আছে, যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে দু’বার ভোগ নিবেদন করা হয়। রাতে মাকে নিবেদন করা হয় খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। 

West Bengal News Live: আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী মন্ত্রী অরূপ বিশ্বাস

আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী মন্ত্রী অরূপ বিশ্বাস। মহকুমা পরিষদের নির্বাচনের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে এদিন শিলিগুড়িতে আসেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উন্নয়ন দেখেই মানুষ ভোট দেবে বলে আশাপ্রকাশ করেন অরূপ বিশ্বাস। পাহাড়ে জিটিএ নির্বাচনেও তৃণমূল লড়াই করবে বলে তিনি জানান। অন্যদিকে, জিটিএ নির্বাচনের বিরোধিতায় পাহাড়ে আমরণ অনশন শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ। 

WB News Live Updates: নবদ্বীপ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া-ব্যান্ডেল রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল

নবদ্বীপ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া-ব্যান্ডেল রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ট্রেন বন্ধের কথা জানা না থাকায় ভোগান্তির শিকার বহু যাত্রী। মালদা, মুর্শিদাবাদ থেকে যাত্রীরা এসেছেন হাওড়া যাওয়ার উদ্দেশে। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের। অন্যদিকে কালনা স্টেশনেও একই ছবি। সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। 


 

West Bengal News Live: শিশু কোলে বাড়িতে ঢুকে সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ

শিশু কোলে বাড়িতে ঢুকে সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ। দুই ভবঘুরে মহিলাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। লেকটাউন, দমদম পার্ক এলাকায় বেশ কয়েকমাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত অভিযোগ। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি। 

WB News Live Updates: কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া

কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য-সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।

West Bengal News Live: হাবড়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে ফেরার অভিযুক্তের বাড়িতে বোমা বিস্ফোরণ

উত্তর ২৪ পরগনার হাবড়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে ফেরার অভিযুক্তের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে জখম অভিযুক্তের মা। বছর পঞ্চান্নর ওই মহিলাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে হাবড়ার শ্রীপুরে ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনও পলাতক অন্যতম অভিযুক্ত প্রবীর মজুমদার।গত কয়েকদিন ধরেই তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, গতকাল রাতে বাড়িতে মজুত বোমা ফেটে আহত পলাতক অভিযুক্তের মা। 

WB News Live Updates: চোরাপথে বাংলাদেশ থেকে বিদেশি পাখি এনে বিক্রির অভিযোগ

চোরাপথে বাংলাদেশ থেকে বিদেশি পাখি এনে বিক্রির অভিযোগ। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার ৫০ লক্ষ টাকা দামের ১৩৮টি বিদেশি পাখি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও কল্যাণী থানার পুলিশ। পুলিশের দাবি, চোরাপথে বাংলাদেশ ও অন্য জায়গা থেকে বিদেশি পাখি এনে মোটা টাকায় বিক্রি করা হত। বাড়ি ভাড়া নিয়ে এই কারবার চালাতেন ধৃত ব্যক্তি।

West Bengal News Live: ফের উত্তর ২৪ পরগনায় দুষ্কৃতী দৌরাত্ম্য

ফের উত্তর ২৪ পরগনায় দুষ্কৃতী দৌরাত্ম্য। পানিহাটিতে বিটি রোডের ওপর বোমাবাজি। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ জেল-ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশের তাড়া খেয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে ১টি  বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল এক সঙ্গীকে নিয়ে পানিহাটির স্বদেশি মোড়ে এসে বোমা ছোড়ে স্থানীয় দুষ্কৃতী বিশু। পুলিশের টহলদারি ভ্যান তাড়া করলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। পুলিশের গাড়িকে ধাক্কা মেরে, তারা গাড়ি নিয়ে চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি জেল থেকে ছাড়া পায় স্থানীয় দুষ্কৃতী বিশু। তোলা আদায়ে বোমাবাজি কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: রবীন্দ্র সরোবরে রোয়িং নিয়ে তৈরি হচ্ছে SOP

রবীন্দ্র সরোবরে রোয়িং নিয়ে তৈরি হচ্ছে Standard Operating Procedure বা SOP। খুব দ্রুত তা তৈরি হয়ে যাবে। জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অন্যদিকে, রোয়িং-এর সময় দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ চালাতে পেট্রোল চালিত বোটই রাখা উচিত বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, লিখিত ভাবে ক্লাবগুলি কেএমডিকে একথা জানালে তা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে পাঠানো হবে।

শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে, মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর

শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে, মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। এদিকে, ডিপ্রেসনের জেরেই কি অকালে চলে গেল প্রাণ? মৃত অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঘর থেকে পাওয়া সুইসাইড নোটে মিলেছে তারই ইঙ্গিত।

WB News Live Updates: অশ্বিনীনগরে আবাসন থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাগুইআটির অশ্বিনীনগরে আবাসন থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় সূত্রে খবর, বছর একান্নর সদানন্দ দাসের এলাকায় একটি চশমার দোকান রয়েছে। ওই ফ্ল্যাটে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গতকাল সন্ধেয় কথা-কাটাকাটি হয়। রাতে ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ।

West Bengal News Live: সাতসকালে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল টোটো চালক-সহ ২ জনের

সাতসকালে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল টোটো চালক-সহ ২ জনের। আহত আরও ২ জন। ভোর সাড়ে ৫টা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় চোয়াবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বহরমপুরগামী টোটোতে ছিলেন চার যাত্রী। হরিহরপাড়া-আমতলা রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক ও এক যাত্রীর। লরি চালক পলাতক।


 

WB News Live Updates: ২ বছর পর ফের চালু হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস

২ বছর পর ফের চালু হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। এদিন সকাল ৭টা ১০-এ কলকাতা স্টেশন থেকে রওনা দিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন। বন্ধন এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রী সংখ্যা খুব একটা বেশি নয়। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। বন্ধন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক চট্টোপাধ্যায়।

West Bengal News Live: লাদাখে বাস দুর্ঘটনায় মৃত জওয়ানদের মধ্যে রয়েছেন এক বাঙালি

লাদাখে বাস দুর্ঘটনায় মৃত জওয়ানদের মধ্যে রয়েছেন এক বাঙালি। মৃত বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুরের বাসিন্দা। সম্প্রতি সিয়াচনে পোস্টিং হয় তাঁর। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনা। মৃত্যুর খবর পৌঁছতেই, বাড়িজুড়ে শ্মশানের নিস্তব্ধতা। আজ বাড়িতে ফিরবে জওয়ানের কফিন বন্দি দেহ।

WB News Live Updates: আচার্যের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার তৎপরতা

আচার্যের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের ক্ষমতা খর্ব করার তৎপরতা। সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর জন্য সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন।

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পর নামখানা

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পর নামখানা। গতকাল নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ছবি তোলেন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের। দিলীপের তোপ, কংক্রিটের বাঁধ তৈরিতে কেন্দ্র টাকা দিলেও, রাজ্য সরকার কিছুই করেনি। এনিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রীর পাল্টা জবাব, মিথ্যে বলছেন বিজেপি নেতা।  

প্রেক্ষাপট

কলকাতা: পানিহাটিতে (Panihati) বিটি রোডের (BT Road) ওপর বোমাবাজি (Bombing)। তৃণমূলের (TMC) অফিস লক্ষ্য করে হামলার অভিযোগ। পুলিশের তাড়া খেয়ে পালাল দুষ্কৃতী। উদ্ধার ১টি বোমা।


হলদিয়ার (Haldia) সভা থেকে বিচারব্যবস্থার একাংশকে আক্রমণে অভিষেকের (Abhishek Banerjee)। 


পরপর মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ। ধাক্কা খেয়ে হাইকোর্টকেও (Kolkata High Court) ছাড়ছে না, অভিষেকের হুঙ্কারে আদালত অবমাননা দেখছেন বিরোধীরা। 


কয়লাপাচারে (Coal Smuggling) দিল্লিতে (Delhi) ইডির (ED) তলব, ২ বিজেপি সাংসদের দলত্যাগের প্রসঙ্গ টেনে চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। 


প্রথমবার হলদিয়ায় (Haldia) সভা করেই শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণে অভিষেক। 


হলদিয়ার (Haldia) সভায় শিশির-শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান। থামতে বললেন অভিষেক। শুভেন্দুর আতঙ্কে ভুগছে গোটা তৃণমূল (TMC), খোঁচা শমীকের। 


ঠিকাদারি করলে হলদিয়ায় কোনও টিকিট নয়। বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার হুঙ্কার অভিষেকের। 


ঠিকাদারদের উদ্দেশে অভিষেকের হুঁশিয়ারি। তৃণমূলে তো সবাই ঠিকাদার, এরকম করলে দলটাই তো উঠে যাবে, খোঁচা বিরোধীদের। 


পরেশের ৩২জন আত্মীয়ের সরকারি চাকরি! দফতরের তালিকা দিয়ে ট্যুইট শুভেন্দুর। তৃণমূলে থাকার সময় কাদের চাকরি, প্রকাশ করুন, পাল্টা কুণাল। 


এসএসসি-দুর্নীতির বিরুদ্ধে যাদবপুর থানার সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। মাথা ফাটল পুলিশের। পাল্টা হামলার অভিযোগে পথ অবরোধ। 


আচার্যর পরে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হচ্ছে রাজ্যপালকে? শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি সরকারের। 


ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানোর প্রস্তুতি। নিয়ন্ত্রণ-কায়েমের চেষ্টা দেখছেন শিক্ষাবিদদের অধিকাংশ। অসুবিধের কী? পাল্টা নৃসিংহপ্রসাদ। 


বাড়ি থেকে পানীয় জল, সবই দিয়েছে গরিবের সরকার। রাজকোটে দাবি প্রধানমন্ত্রীর। ৭ বছরে তো মাত্র অর্ধেক কাজ হয়েছে, পাল্টা খোঁচা তৃণমূলের। 


শ্বাসরোধ হয়েই মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ। বিদিশার ঘর থেকে উদ্ধার সুইসাইড নোটে ডিপ্রেশনের ইঙ্গিত। 


তুফানগঞ্জের মারুগঞ্জে ভিড়ে ঠাসা বাজারে ঢুকল বেপরোয়া ডাম্পার।শিশু-সহ ৪জনের মৃত্যু। আহত ১০জনের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। 


চক্রান্ত করেই মাদক মামলায় ফাঁসানো হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ানকে। চাঞ্চল্যকর রিপোর্ট সিটের। সমীরের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রাজ্য সরকারে।
 


অক্সিজেন সাপোর্ট ছাড়াই এভারেস্টের শীর্ষে। সর্বোচ্চ শিখরের পর লোৎসে জয় করে বেসক্যাম্পে ফিরলেন চন্দনগরের পিয়ালি বসাক। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.