West Bengal News Live Updates: ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 28 Oct 2023 11:47 PM
WB News LIVE Updates: আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের

আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। জানাল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীর প্রচুর চাপ থাকায়, মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয় বলে আদালতে জানাল কমান্ড হাসপাতাল। নাটক করছেন মন্ত্রী। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব এসেছে তৃণমূলের দিক থেকেও।

West Bengal News LIVE Updates: পথেই লক্ষ্মীপুজো সারলেন চাকরিপ্রার্থীরা

পথেই লক্ষ্মীপুজো সারলেন চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চে বেদি তৈরি করে ধনদেবীর উদ্দেশে প্রার্থনা সারলেন SSC-র গ্রুপ C, গ্রুপ D চাকরিপ্রার্থীরা। আন্দোলনের ৫০০ দিনে বঞ্চনার পাঁচালি শোনা গেল উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের মুখে।

WB News LIVE Updates: 'মেরুন ডায়েরি' ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি

প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন CA এবং ব্যবসায়ী অভিজিৎ দাসকে। এদিনও, 'মেরুন ডায়েরি' ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

West Bengal News LIVE Updates: ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী

তাঁর নাম লিখে দিলে আপ্ত সহায়ক নিতাই দত্তকে ছেড়ে দেওয়া হবে বলা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতিতে আপ্ত সহায়কের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী সুজিত বসু। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্য়দিকে, তদন্তের স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহা। 

WB News LIVE Updates: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী। বারুইপুর থানার দক্ষিন দুর্গাপুর মনসাতলা এলাকার ঘটনা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তোলা হল দেহ। অন্যদিকে, হাওড়ার বালি থানা এলাকায় এক গৃহবধূ খুনের ঘটনায় সুন্দরবন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News LIVE Updates: বিশ্বভারতীর ফলকে নেই কবিগুরুর নাম, প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী

বিশ্বভারতীর ফলকে নেই কবিগুরুর নাম, প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী। 'বিশ্বের হেরিটেজ শান্তিনিতেকন গড়ে তুলেছিলেন কবিগুরু। কিন্তু বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নাম নেই, কিন্তু উপাচার্যের নাম রয়েছে!' অবিলম্বে ফলক সরিয়ে ফেলা উচিত কেন্দ্রের, এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর
আজও বিশ্বভারতী ক্য়াম্পাসের বাইরে কবিগুরু মার্কেটের সামনে অবস্থানে তৃণমূল ।

WB News LIVE Updates: প্রেম প্রত্যাখ্যানে তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ

প্রেম প্রত্যাখ্যানে তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ। তরুণীর বাড়িতে ঢুকে অ্যাসিড হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। বাধা দিতে গেলে তরুণীর মাকেও মারধরের অভিযোগ। তরুণীর মা-বাবাকে খুনের হুমকিরও অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক অভিযুক্ত, চরম আতঙ্কে পরিবার । 

West Bengal News LIVE Updates:ক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

গুটখার দাম নিয়ে বচসা, ক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে। গিরিশ পার্কে নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ দোকানির বিরুদ্ধে।

WB News LIVE Updates:মালদায় দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি

মালদায় দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি বিজেপি বিধায়কের। এক তৃণমূল কর্মীর নামে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের ওই কর্মী-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে, মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক। বাইকে ছিলেন চার যুবক। বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়কের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাঁর বাইকে ধাক্কা মারেন চার যুবক। নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের। 

West Bengal News LIVE Updates:'রেশন দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়েও' দাবি ইডির

'শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকই নন, রেশন দুর্নীতিতে যুক্ত তাঁর স্ত্রী ও মেয়েও' আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির। '২০১৫-১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়াল হলফনামায় জ্যোতিপ্রিয়র স্ত্রীর অ্যাকাউন্টে দেখানো হয় ৪৫ হাজার টাকা',পরের বছরই দেখা যায় সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৬ কোটি, আদালতে দাবি ইডির

WB News LIVE Updates: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী

রেশন দুর্নীতির অভিযোগে (Ration Scam) ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। আর গ্রেফতারির পর ইতিমধ্যেই প্রতিবাদে শহরের রাস্তায় নেমেছে শাসকদলের শীর্ষ নের্তৃত্ব। গতকাল রাস্তায় প্রতিবাদে মিছিল করেছিলেন উদয়ন গুহরা। আজ প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নামলেন  বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের। একই ইস্যুতে বারাসাত, নৈহাটি, হাবড়া, গোবরডাঙা, বসিরহাটেও মিছিল তৃণমূলের।

West Bengal News LIVE Updates: বারুইপুরে মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ

বারুইপুরে মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনার পর পলাতক মৃতার স্বামী। পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন, অনুমান পুলিশের।

WB News LIVE Updates: রেশন দুর্নীতিকাণ্ডে চর্চায় 'মেরুন ডায়েরি'

সারদাকাণ্ডের 'লাল ডায়েরি'র পর রেশন দুর্নীতিকাণ্ডে চর্চায় 'মেরুন ডায়েরি'। জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মিলেছে 'মেরুন ডায়েরি', দাবি ইডির। ''ডায়েরির উপরে লেখা 'বালুদা''। ডায়েরির ভিতরে লেখা কোটি কোটি টাকার লেনদেনের হিসেব, দাবি ইডির। ইডির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ সুকান্ত মজুদারের। 'রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে? কত নিয়েছে? কবে নিয়েছে? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালু দা' লেখা মেরুন ডায়েরি?', শাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট বিজেপির রাজ্য সভাপতির। 

West Bengal News LIVE Updates: কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক?


ইডি হেফাজতের নির্দেশ শোনার পরই আদালতে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। অ্যাপোলো হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ, নির্দেশ বিচারকের। কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে হাসপাতালে ইডির অফিসার

WB News LIVE Updates:আজ কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা

চাকরিতে লক্ষ্মী লাভ না হলেও, আজ কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে, কবিগানের মাধ্যমে লক্ষ্মীপুজো করলেন তাঁরা। ৪৩১ দিনে পড়ল গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-আন্দোলন। অন্যদিকে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫০০ দিন। সেখানেও হল লক্ষ্মীপুজো। পড়া হল ৫০০ দিনের পাঁচালি।

West Bengal News LIVE Updates: ইডির তলবে ফের সিজিও-তে অমিত দে ও অভিজিৎ দাস

ইডির তলবে ফের সিজিও-তে অমিত দে ও অভিজিৎ দাস। জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-কে ফের জিজ্ঞাসাবাদ। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজির অমিত দে, অভিজিৎ দাস। অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 'বালু দা' লেখা মেরুন ডায়েরি, দাবি ইডির।

WB News LIVE Updates: বাকিবুর রহমানের ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

বাকিবুর রহমানের ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত। 'রেশন দুর্নীতির অভিযোগে আগে এফআইআর হলেও বাকিবুরের বিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ। বাকিরা গ্রেফতার হলেও বাকিবুরকে গ্রেফতার করা হয়নি', বাকিবুরের মাথায় প্রভাবশালীর হাত থাকায় পদক্ষেপ করেনি পুলিশ, আদালতে দাবি ইডির। জেলে গিয়ে বাকিবুরকে জেরা করতে চায় ইডি। 

West Bengal News LIVE Updates: মালদায় দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি

মালদায় দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি বিজেপি বিধায়কের। এক তৃণমূল কর্মীর নামে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের । শাসকদলের ওই কর্মী-সহ ২ জনকে আটক করেছে পুলিশ । গতকাল রাতে বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক মোটরবাইকে ছিলেন ৪ যুবক । বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী । নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের 

WB News LIVE Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় বাকিবুরকে জেরা করে কী পেল ইডি?

রেশন বণ্টন দুর্নীতি মামলায় বাকিবুরকে জেরা করে কী পেল ইডি? বাকিবুর রহমানকে ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ । প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিবুরকে মুখোমুখি জেরা করতে চায় ইডি, খবর সূত্রের। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়ায় মুখোমুখি জেরা সম্ভব হয়নি। বাকিবুরকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানাবে ইডি, সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। 

West Bengal News LIVE Updates: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে পলাতক স্বামী। বারুইপুর থানার দক্ষিন দুর্গাপুর মনসাতলা এলাকার ঘটনা। 

WB News LIVE Updates: গজ থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ায় গজলক্ষ্মী পুজো

বাঁকুড়া রামকানালী গ্রামে হাতির হাত থেকে ফসল বাচাতে গজলক্ষ্মী পুজো এক শতাধিক বছরের পুরনো আজও ধুমধাম করে পুজিত হয় গজলক্ষ্মী। বাঁকুড়া জেলায় বিভিন্ন অংশ একটা সময় জঙ্গল অধ্যুষিত থাকে সেই সময় দলমার দামালদের আনাগোনা ছিল আজ থেকে একশো বছর আগেও। তারই প্রমাণ মেলে জেলার বেলিয়াতোড় থানার  রামকানালী গ্রামের গজলক্ষ্মীর আরাধনায়। এই গ্রামে আজ থেকে প্রায় ১২৬ বছর আগে হাতির তান্ডব থেকে জমির ধান,মাঠের ফসল,ঘর বাড়ী এমন কি নিজেদের প্রাণ বাঁচাতে গ্রামের পূর্ব পুরুষেরা প্রচলণ করেন দেবী গজলক্ষ্মীর পুজোর। এখানে দেবী লক্ষ্মী 'গজ- অর্থাৎ হাতির পিঠে অধিষ্ঠাত্রী। দুই দিকে দুই সখী বেষ্টন করে আছেন দেবী প্রতিমাকে। আর একচালার প্রতিমার ওপরে দুই পাশে থাকে দুই ময়ূর। এই অভিনব আদলে তৈরি লক্ষ্মী প্রতিমাই এই গ্রামে পূজিত হয়ে আসছেন। 

West Bengal News LIVE Updates: সারদাকাণ্ডের 'লাল ডায়েরি'র পর রেশন দুর্নীতিকাণ্ডে চর্চায় 'মেরুন ডায়েরি'

সারদাকাণ্ডের 'লাল ডায়েরি'র পর রেশন দুর্নীতিকাণ্ডে চর্চায় 'মেরুন ডায়েরি'। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মিলেছে 'মেরুন ডায়েরি', ডায়েরির উপরে লেখা 'বালুদা', ডায়েরির ভিতরে লেখা কোটি কোটি টাকার লেনদেনের হিসেব, দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ সুকান্ত মজুদারের। সোশাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতির পোস্ট, রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে? কত নিয়েছে? কবে নিয়েছে? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালুদা' লেখা মেরুন ডায়েরি? সোশাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট বিজেপি রাজ্য সভাপতির।

WB News LIVE Updates: ধর্নামঞ্চে লক্ষ্মীর পাঁচালি পড়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে লক্ষ্মীর পাঁচালি পড়ে, কবিগানের মাধ্যমে লক্ষ্মীপুজো করলেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। 

West Bengal News LIVE Updates: বাংলার ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি

বাংলার ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকে আজ মা লক্ষ্মীর আরাধনায় সামিল অভিনেত্রী চৈতি ঘোষালও। 

WB News LIVE Updates: ইলামবাজারে টোটো এবং চার চাকার সংঘর্ষ, মৃত দুই, আহত দুই

শনিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ইলামবাজারে৷ মৃত দুই, আহত দুই।  ইলামবাজার-বোলপুর রাস্তার উপর ইলামবাজার বাজারে  চারচাকা গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ ইন্তাজুল ও হাবল ডোমের।  মৃত দুই জন ইলামবাজারের বেলোয়া গ্রামের বাসিন্দা। মৃত এবং আহতদের উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে ইলামবাজার থানার পুলিশ ।

Jyotipriya Mallick News LIVE Updates: কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে হাসপাতালে ইডির অফিসার

ইডি হেফাজতের নির্দেশ শোনার পরই আদালতে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। অ্যাপোলো হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ, নির্দেশ বিচারকের। কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জানতে হাসপাতালে ইডির অফিসার। 

West Bengal News LIVE Updates: চাঁদের আলোয় পাতা তুলে তা দিয়ে তৈরি বিশেষ চা উৎপাদনের লক্ষ

"মুন লাইট সিটিসি টি", অর্থাৎ চাঁদের আলোয় পাতা তুলে তা দিয়ে তৈরি বিশেষ চা উৎপাদনের লক্ষে এবারও উদ্যোগ নিল আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি চা বাগান কর্তৃপক্ষ। যা চা  শিল্পের আর্থিক মন্দা দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে বলেই আশা কর্তৃপক্ষের। পূর্ণিমার মায়াবি জ্যোৎস্নায়  চা পাতা তোলার এই দৃশ্য উপভোগ করতে পেরে খুশি স্থানীয় পর্যটকরাও। 

WB News LIVE Updates: জ্যোতিপ্রিয়র হৃদযন্ত্রে কিছু দুর্বলতা ধরা পড়েছে?

অ্যাপোলো হাসপাতালে ভর্তি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীকে মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে হৃদযন্ত্রে কিছু দুর্বলতা ধরা পড়েছে। এর জন্য আজ মন্ত্রীর হল্টার মনিটরিং করা হবে। এছাড়াও, কিছু রুটিন পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে, মন্ত্রী ভর্তি থাকায় অ্যাপোলো হাসপাতালে ঢোকায় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। এ নিয়ে আজ উত্তেজনা তৈরি হয়

West Bengal News LIVE Updates: রেশনকাণ্ডে ইডির নজরে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট

রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ প্রমাণ করতে এবার ED-র হাতিয়ার দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট। ED-র দাবি, বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে মিলেছে বিস্ফোরক তথ্য। ২০২০ সালের ২০ জানুয়ারি, হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা, MIC-কে পেমেন্ট হয়ে গেছে। টাকার অঙ্ক ছিল ৬৮ লক্ষ। দ্বিতীয় মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও লেখা, MIC-কে পেমেন্ট হয়ে গেছে, এক্ষেত্রে টাকার অঙ্ক ছিল ১২ লক্ষ। ED-র দাবি, জিজ্ঞাসাবাদে বাকিবুরের দুই কর্মীই জানান, MIC মানে মিনিস্টার-ইন-চার্জ অর্থাৎ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ED-র দাবি, জেরায় বাকিবুর দাবি করেন, ঋণ হিসেবে ওই ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন মন্ত্রী। যদিও কেন্দ্রীয় এজেন্সির দাবি, এভাবেই রেশন দুর্নীতির টাকা মন্ত্রীর কাছে গেছে। 

WB News LIVE Updates: সিউড়িতে খুন অজ্ঞাতপরিচয় যুবক

সিউড়িতে খুন অজ্ঞাতপরিচয় যুবক। লক্ষ্মীপুজোর দিন সকালে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের ওপর উদ্ধার হল রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, বছর ৩৫-এর যুবকের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পাথর।গত ৬ মাসে সিউড়িতে প্রকাশ্যে ব্যাঙ্ক ডাকাতি এবং একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এবার খুন। যে শহরে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের বাস, সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  

West Bengal News LIVE Updates: রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয় ভুয়ো কোম্পানির মাধ্যমে?

রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয় ভুয়ো কোম্পানির মাধ্যমে। এমনই দাবি করেছে ED। সূত্রের খবর, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড ও গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে ৩টি কোম্পানি খোলা হয়েছিল একই বছরে, ২০০৮ সালে। ৩টি কোম্পানির ঠিকানাও এক। আদৌ এই ৩টি কোম্পানির অস্তিত্ব আছে নাকি, সবকটিই ভুয়ো খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে দাবি, আগে এই কোম্পানিগুলির অংশীদার ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে। পরে তাঁদের জায়গায় অংশীদার হন বাকিবুর রহমানের আত্মীয় অভিষেক বিশ্বাস ও রামস্বরূপ শর্মা। ED সূত্রে আরও দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশিতে মেসার্স AJ অ্যাগ্রোটেক এবং মেসার্স AJ রয়্যাল নামে যে দুটি কোম্পানির রাবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে, তাদের ঠিকানা বাঁকুড়া।ED-র দাবি, দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ওই দুটি কোম্পানিই ভুয়ো। অথচ এই দুটি কোম্পানির মাধ্যমেই বিভিন্ন সময়ে কোটি কোটি টাকার লেনদেন করেছেন বাকিবুরের আত্মীয় অভিষেক। এই দুটি কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ED। 

WB News LIVE Updates: আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো

আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়। দুর্দশার মেঘ কাটিয়ে মা লক্ষ্মী কি মুখ তুলে চাইবেন? সেই আশাতেই শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতার সঙ্গে রীতি মেনে আরাধনা। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে? রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি। গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন। দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন। ফল-মূলের পাশাপাশি চিঁড়ে-নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না। একে বলে চিপিটক। লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত।

West Bengal News LIVE Updates: ডিএ-ঝুলিতে শুধুই অপ্রাপ্তি!

দুর্গাপুজোর কার্নিভালের দিনই শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীদের প্রতিবাদ! দুর্নীতির আহুতি দিয়ে যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন তাঁরা। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে সংহতি জানিয়ে আসেন সিপিএমের প্রতিনিধিরা। পরে যান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বিষয়টি-কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News LIVE Updates: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ ED-র

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ ED-র। সিজিও কমপ্লেক্সে গতকাল সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয় তৃণমূল পুরপ্রধানকে। রেশন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপর ED।

West Bengal News LIVE Updates: একা জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশন দুর্নীতিতে যুক্ত তাঁর স্ত্রী ও মেয়েও!

একা জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশন দুর্নীতিতে যুক্ত তাঁর স্ত্রী ও মেয়েও! শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। এদিন বিচারক বলেন, আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কী করে একবছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হয়ে গেল?

WB News LIVE Updates: আক্রান্ত কেষ্টর 'আত্মীয়'?

থানার ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবকের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। নিজেকে অনুব্রত মণ্ডলের আত্মীয় বলে দাবি করলেন আহত যুবক। পুলিশের কাছে জানালেন চিকিৎসার আর্জি। যদিও এতে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।পুলিশমন্ত্রীকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। 

West Bengal News LIVE Updates: বিক্ষোভের মুখে বিধায়ক

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত  কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। হেনস্থার জন্য় মহেশতলার তৃণমূল যুব সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক। তৃণমূল যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

Jyotipriya Mallick News LIVE Updates: সিসিইউতে জ্যোতিপ্রিয় মল্লিক

মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। পরামর্শ দেওয়ার জন্য টিমে রয়েছেন নেফরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

প্রেক্ষাপট

কলকাতা: রেশন (Ration) বন্টন-দুর্নীতিতে এবার ইডির (ED) হাতে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি। ইডি সূত্রে দাবি, এই ডায়েরির উপরে লেখা বালুদা। যার পাতায় পাতায় লেখা রয়েছে বিপুল লেনদেনের হিসেব। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, ডায়েরির পাতায় যে তথ্য মিলেছে তা চমকে দেওয়ার মতো। 


মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। পরামর্শ দেওয়ার জন্য টিমে রয়েছেন নেফরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নিউরোলজিস্ট। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক পরীক্ষা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। 


দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত  কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। হেনস্থার জন্য় মহেশতলার তৃণমূল যুব সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক। তৃণমূল যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। 


থানার ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবকের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। নিজেকে অনুব্রত মণ্ডলের আত্মীয় বলে দাবি করলেন আহত যুবক। পুলিশের কাছে জানালেন চিকিৎসার আর্জি। যদিও এতে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।পুলিশমন্ত্রীকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। 


একা জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশন দুর্নীতিতে যুক্ত তাঁর স্ত্রী ও মেয়েও! শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীকে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। এদিন বিচারক বলেন, আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কী করে একবছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হয়ে গেল?


দেড় বছরের মধ্যে দুই মামলায় গ্রেফতার হলেন তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী। প্রথমে পার্থ চট্টোপাধ্য়ায়। এবার জ্য়োতিপ্রিয় মল্লিক। এখনও জেলবন্দি তৃণমূলের আরেক হেভিওয়েট অনুব্রত মণ্ডলও। অস্বস্তি ক্রমেই বাড়ছে শাসক দলের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.