রাজা চট্টোপাধ্যায় এবং উমেশ তামাং, জলপাইগুড়ি: সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে টানা বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ পরিস্থিতি। টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড।
কী পরিস্থিতি জলপাইগুড়িতে?
নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।
পাহাড়ে অবিরাম বৃষ্টি। তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে পাহাড়ে বৃষ্টি হলেই তিস্তার জলে ভাসছে গ্রাম। বিঘার পর বিঘা চাষের জমি, বাড়ি-ঘর, নদীর গ্রাসে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধের দাবি বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, সমতলেও বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। অন্যদিকে, তিস্তা ব্যারাজ থেকে আজ ২৯ হাজারেরও বেশি জল ছাড়া হয়েছে। মেখলিগঞ্জে এবং জলঢাকা ৩১ নম্বর জাতীয় সড়কে লাল সতর্কতা জারি। তিস্তার দোমোহনিতে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। কালিম্পঙের তিস্তাবাজারে দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। বন্ধ যান চলাচল।
আরও পড়ুন, জগন্নাথ নন, এই রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ! ৩০০ বছরের রথযাত্রা দেখতে পুণ্যার্থীদের ভিড়
অন্যদিকে, রায়ডাক এক নদীর পাড়ে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ ও বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকছে বেগারখাতা, পশ্চিম নাঙল-সহ একাধিক গ্রামে। গতকাল রাতে জলের তোড়ে ভেঙে যায় রায়ডাক এক নদীর পাড়-বাঁধ। শতাধিক বাড়ি প্লাবিত, কৃষি জমি জলের তলায়। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। রায়ডাক এক নদীতে জারি হয়েছে লাল সতর্কতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে