West Bengal News Live :সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
'রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও অতিরিক্ত ২০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। রাখি বন্ধনের আগে দেশের সমস্ত বোনকে প্রধানমন্ত্রীর উপহার', সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর
২০২০ সালে মল্লারপুরে জোড়া হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ।
বাংলার রাজ্যপালকে দিল্লি ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। নিজের বাসভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা নরেন্দ্র মোদির। নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা সিভি আনন্দ বোসের
দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের পর উঠে আসছে একের পর এক বেআইনি কারবারির নাম। কেরামত আলির পর এবার বেআইনি কারবারের অভিযোগ উঠল আলতাফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বাজির কারবারি আলতাফ তৃণমূলের সঙ্গে যুক্ত। রবিবারের বিস্ফোরণের পর এলাকায় আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর!
চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি, উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি। ব্যস্ত সময়ে অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের শ্যামবাজার থেকে ধর্মতলাগামী লেন। দুর্ভোগ অফিস ফেরত যাত্রীদের
এলাকা জুড়ে বেআইনি বাজির আড়ত, শাসক নেতাদের রমরমা কারবার! দত্তপুকুরে বাজি বিস্ফোরণে মৃত্যুমিছিল, অভিযুক্তের ছেলেকে গণধোলাই। দত্তপুকুরে কীভাবে বেআইনি বাজির আড়ত, তৃণমূল-যোগের দাবি স্থানীয়দের। আতসবাজির নামে একের পর এক বেআইনি শব্দবাজির বাজির গুদাম, অভিযুক্ত আজিবর রহমানের ছেলে গ্রামে ফিরতেই গণপিটুনি
২০২০ সালে মল্লারপুরে জোড়া হত্যাকাণ্ডে দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ। দোষী তান্ত্রিককে মৃত্যুদণ্ডের নির্দেশ রামপুরহাট মহকুমা আদালতের। ১৭ মে, ২০২০: পারিবারিক অশান্তি মেটানোর কথা বলে গৃহবধূ ও তাঁর মেয়েকে খুন। দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ রামপুরহাট মহকুমা আদালতের
সেনার পোশাকে যাদবপুরের ক্যাম্পাসে, আরও গ্রেফতার। চম্পাহাটি থেকে পেশায় দর্জি নির্মল মণ্ডল গ্রেফতার
পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে রণক্ষেত্র খানাকুল, খানাকুলের ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষ। দলবদল ঘিরে অশান্তি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ।
পঞ্চায়েত অফিসে তাণ্ডব, আগুন। পরপর বাইক পুড়ে ছাই
'রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও অতিরিক্ত ২০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। রাখি বন্ধনের আগে দেশের সমস্ত বোনকে প্রধানমন্ত্রীর উপহার', সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শুভেন্দু অধিকারীর
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার
মিছিল আটকালে পুলিশের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তি
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি
এলাকা জুড়ে বেআইনি বাজির আড়ত, শাসক নেতাদের রমরমা কারবার! দত্তপুকুরে বাজি বিস্ফোরণে মৃত্যুমিছিল, অভিযুক্তের ছেলেকে গণধোলাই
বেহালায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু। ডায়মন্ড হারবার রোড পেরোনোর সময় মহিলাকে বাসের ধাক্কা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিও শাসকের ভয়ে ভীত! 'ভয় পাচ্ছি, বাড়ি থেকে কাজ করতে হচ্ছে', এবিপি আনন্দে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়
চব্বিশের ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রের, দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি
রানাঘাটে ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি। ভরদুপুরে সোনার দোকানে গুলি চালিয়ে লুঠ। রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ
রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে? ঠিক করতে আজ নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিচ্ছে না বিজেপি, থাকছে না সিপিএম-কংগ্রেসও
তবে বৈঠকে থাকছে এসইউসি ও সিপিআইএমএল।
নন্দীগ্রাম ১ পঞ্চায়েতের ৯টি স্থায়ী সমিতির দখল নিল বিজেপি। বিজেপিকে ভোট তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। তৃণমূলের টিকিটে জয়ী, তাও কীভাবে বিজেপিকে ভোট? বিজেপিকে দিব্যেন্দুর ভোট দেওয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিও শাসকের ভয়ে ভীত! 'ভয় পাচ্ছি, বাড়ি থেকে কাজ করতে হচ্ছে', এবিপি আনন্দে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি-তদন্তে গঠিত সিবিআই সিট-ই তদন্ত করবে পুর নিয়োগ দুর্নীতির। আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর? ১৪ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিন্হার
ন্য়ায্য চাকরি থেকে বঞ্চনার অভিযোগে নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের মহামিছিলের ডাক দিয়েছে যুব-ছাত্র অধিকার মঞ্চ। সুুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত। সেখান থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিও শাসকের ভয়ে ভীত! 'ভয় পাচ্ছি, বাড়ি থেকে কাজ করতে হচ্ছে', এবিপি আনন্দে বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তৃণমূলের কর্মচারী সংগঠনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ । ভয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না, অভিযোগ উপাচার্যর
পুলিশের অনুমতি না মিললেও, যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে আজ যাদবপুর এইট বি-তে সমাবেশের ডাক দিয়েছে এসএফআই। যাদবপুর স্টেশন ও সাউথ সিটি মলের সামনে থেকে দুটি মিছিল এসে জড়ো হবে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে। দুপুর ১টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। বক্তার তালিকায় আছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বামেদের ছাত্র ও যুব সংগঠনের নেতারা। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনীদেরও এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।
যাদবপুরের বিতর্কের মধ্যেই ফের র্যাগিংয়ের অভিযোগ। এবার গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার। র্যাগিংয়ে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সহ একাধিক পড়ুয়া। ইউজিসি-র কাছে অভিযোগ ছাত্রর।
ফের উড়ালপুলে বেপরোয়া গতির বলি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটার আরোহীর। সকাল ১১টা নাগাদ এজেসি বোস উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রেস কোর্সের দিক থেকে উড়ালপুলে ওঠার পর, শিবপুরের বাসিন্দা ৬৫ বছরের ওই ব্যক্তির স্কুটারে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রগতি ময়দান থানা এলাকায় মা উড়ালপুলে ঘাতক গাড়ির খোঁজ মেলে।
রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে? ঠিক করতে আজ নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিচ্ছে না বিজেপি, থাকছে না সিপিএম-কংগ্রেসও। বিজেপি-সিপিএম-কংগ্রেস না থাকলেও বৈঠকে থাকছে এসইউসি ও সিপিআইএমএল
নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচনে জটিলতা । পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে তৃণমূলের বিক্ষোভ-অবস্থান। তৃণমূলের অবস্থান-বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। পঞ্চায়েত সমিতির অফিসে শুভেন্দু অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
দত্তপুকুরের মোচপোল যেন বাজিগ্রাম। প্রায় প্রতিটি ঘরেই বাজি তৈরি হত। জঙ্গলের মধ্যে তৈরি করা হয়েছিল বাজি তৈরির বেস ক্যাম্প। সেখানেই বিভিন্ন রাসায়নিক মিশিয়ে বাজির মশলা মাখা হত। ঘটনার দিন সেসব ফেলে পালায় বাজির কারিগররা। আশপাশের পুকুরেও মিলেছে বারুদ। ভয়াবহ বিস্ফোরণের পর বাজি ও বাজির মশলা এভাবেই নষ্ট করার চেষ্টা হয়েছে বলে স্থানীয়দের অনুমান।
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের ২ দিন পার। মোচপোল জুড়ে দিকে দিকে বেআইনি বাজির হদিশ। নিহত কেরামত আলিরই একাধিক বাজির গুদামের খোঁজ । এখনও পর্যন্ত গ্রেফতার ১। ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু। ৯ মৃত্যুর পর পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বার্তার পরই সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি ও দত্তপুকুরের আইসি
যাদবপুরের বিতর্কের মধ্যেই ফের র্যাগিংয়ের অভিযোগ।
এবার গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার।
র্যাগিংয়ে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সহ একাধিক পড়ুয়া।
ইউজিসি-র কাছে অভিযোগ ছাত্রর।
কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ ---
ইউজিসি-র নির্দেশ মেনে রিপোর্ট পাঠানো হচ্ছে, জানালেন কলেজের অধ্যক্ষ।
চক্রান্তের তত্ত্ব অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতার।
দত্তপুকুরের মোচপোলের পাশেই কাঠুরিয়া গ্রাম। সেখানে গ্যারাজ ভাড়া নেওয়ার নামে বাজি মজুত করা শুরু করেন স্থানীয় তৃণমূল নেতা আলতাফ, এমনই দাবি বাড়ি মালিকের। অভিযোগ, বিস্ফোরণের পর থেকেই আলতাফ বেপাত্তা। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে, গুদামভর্তি নিষিদ্ধ শব্দবাজি। বিস্ফোরণের আশঙ্কায় ঘুম উড়েছে বাড়ি মালিক ও কাঠুরিয়া গ্রামের বাসিন্দাদের।
এবার ইডি-র হাতে গ্রেফতার হলেন রাজ্যের এক চিটফান্ড সংস্থার মালিক। ধৃত পার্থ চক্রবর্তী চক্র গ্রুপের কর্ণধার। অভিযোগ, বিভিন্ন স্কিমের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল চক্র
গ্রুপ নামে ওই চিটফান্ড কোম্পানি। ইডি-র দাবি, নিউটাউনে একটি, তারাপীঠে দুটি হোটেল রয়েছে এই সংস্থার। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, চিটফান্ড সংস্থার মালিককে গ্রেফতার করে ইডি।
ভয়াবহ বিস্ফোরণে কেরামত ও তার ছেলে-সহ ৯ জনের মৃত্যুর ২ দিন পর, মোচপোল গ্রামে ফের বাজির পাহাড়ের খোঁজ পেল এবিপি আনন্দ। স্থানীয়দের দাবি, বাড়ি ভাড়া নিয়ে বেআইনি বাজির কারবার ফেঁদে বসেছিল কেরামত আলি। গুদামে এখনও মজুত রয়েছে প্রচুর রাসায়নিক।
সামসুল আলির মতোই পরিণতি হতে পারত তাঁরও। সে কথা ভেবেই এখনও শিউরে উঠছেন দত্তপুকুরের মোচপোল গ্রামের বাসিন্দা সুখলাল বিবি। তাঁর দাবি, বাজির ব্যবসা বাড়াবে বলে কয়েকমাস আগে কেরামত তাঁকে ঘর ভাড়া দিতে বলে। প্রস্তাবে রাজি হননি সুখলাল। তাঁর দাবি, তিনবছর আগে বাড়ির একটি ঘর কেরামতকে ভাড়া দিয়েছিলেন তিনি। ফুলঝুরি রাখবে বলে বস্তা বস্তা বারুদ আর রাসায়নিক রাখতে শুরু করে কেরামত। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কথা তো নয়ই, এমনকী বাড়িওয়ালারও নিষেধও কেরাতম শোনেনি বলে সুখলালের দাবি। কীভাবে এত বেপরোয়া হয়ে উঠেছিল দত্তপুকুরে বেআইন বাজির বাদশা কেরামত আলি? উঠছে প্রশ্ন।
দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণের পর কি এলাকায় লুঠপাটও চলেছে? সামসুল আলির বাড়ির উল্টোদিকের প্রতিবেশী অন্তত তেমনই দাবি করেছেন। বিস্ফোরণ জখম হয়েছেন এই বাড়ির চার সদস্য। ঘটনার পর সহায়-সম্বলহীন হয়ে পড়েছে পরিবার। অভিযোগ, বাড়িতে রাখা সাড়ে ৪ লক্ষ টাকার হদিশ মিলছে না। তবে কি বিস্ফোরণের পর হুড়োহুড়ির মধ্যে লুঠপাটও চলেছে? উঠছে প্রশ্ন।
মিজোরামে সেতু-বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃত তরুণের নাম ছোটু মোমিন। মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ২১ বছরের মোমিন মাসদুয়েক আগে অসমের জোড়হাটে রেলের টাওয়ার বসানোর কাজে যান। পরিবারের দাবি, টাওয়ারে উঠে ওভারহেড তার লাগানোর সময় ওই শ্রমিক পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর পর টনক নড়েছে পুলিশের। গতকাল রাতে দত্তপুকুরের মোচপোল, কাঠুরিয়া-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ৫-৬টি গাড়ি করে উদ্ধার হওয়া বাজি নিয়ে যাওয়া হয় থানায়। বাজি উদ্ধারে তল্লাশি চালানোর পাশাপাশি, FIR-এ নাম থাকা রমজান আলি ওরফে কালোর খোঁজ করছে পুলিশ। মূল অভিযোগকারী প্রভাস চক্রবর্তীর অভিযোগে নাম রয়েছে এই ISF কর্মীর। তাঁর বিরুদ্ধে কেরামত আলির সঙ্গে যোগসাজসে বেআইনি বাজি কারবারে মদত জোগানোর অভিযোগ রয়েছে।
'শুধু বাজির মশলা নয়, মজুত ছিল প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট', দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ-কে জানাল পুলিশ, খবর সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বিস্ফোরণস্থলে এনআইএ। বিস্ফোরণের নেপথ্যে আরডিএক্স, দাবি শুভেন্দু অধিকারীর।
দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনা উস্কে দিচ্ছে খাগড়াগড়ের স্মৃতি। খাগড়াগড়ের মতো এখানেও কি তবে জঙ্গি যোগ? মারাত্মক তীব্রতার বিস্ফোরণকে সাধারণ বাজি বিস্ফোরণ বলতে মানতে নারাজ অনেকেই। সন্দেহ প্রকাশ করছেন প্রাক্তন গোয়েন্দা কর্তারাও।
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশির সময় অবৈধভাবে ১৬টি ফাইল ডাউনলোডের অভিযোগ উঠেছে ইডির বিরুদ্ধে। যদিও ইডির দাবি, মেয়ের জন্য হস্টেল খুঁজতে শিবপুরের IIEST-র ওয়েবসাইট খুলেছিলেন এক অফিসার। তখনই কোনওভাবে ফাইল ডাউনলোড হয়ে যেতে পারে। বিরোধীদের প্রশ্ন, একটা হাইপ্রোফাইল মামলার তদন্তে কী করে এতটা শৈথিল্য দেখাতে পারে ইডি? এ নিয়ে সেটিংয়েরও অভিযোগ তুলেছে বাম-কংগ্রেস।
প্রেক্ষাপট
বিস্ফোরণে মৃত বেড়ে ৯ : দত্তপুকুর ( Dutta Pukur ) বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯। বেআইনি বাজি কারবারি কেরামচ আলির পর মৃত্যু আর এক অংশীদার সামসুল আলি ওরফে খুদের। গতকাল এই খুদের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণস্থলের অদূরেই মিলল মুণ্ডহীন দেহ।
দত্তপুকুরকাণ্ডে গ্রেফতার ১ : দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জালে বেআইনি বাজি কারবারের নাটের গুরু কেরামত আলির পার্টনার সফিকুল ইসলাম। ধৃতের বাড়ি বেরুনারায়ণ পুকুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত কেরামতের সঙ্গে পার্টনারশিপে ব্য়বসা চালাত সফিকুল। নীলগঞ্জ থেকেই সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
'মজুত অ্যামোনিয়াম নাইট্রেট' : 'শুধু বাজির মশলা নয়, মজুত ছিল প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট'
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ-কে জানাল পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ( MHA) নির্দেশে বিস্ফোরণস্থলে পৌঁছল এনআইএ ( NIA ) ।
আইসি, ওসি সাসপেন্ড : বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত বেড়ে ৯। দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ সাসপেন্ড । নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাও সাসপেন্ড। ক্লোজ করে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড
বেআইনি বাজি কারখানা নিয়ে নির্দেশ অমান্য করায় শাস্তি। দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস।
মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর : দত্তপুকুরকাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। 'এগরাকাণ্ডের পরে বলার পরেও কেন নির্দেশ কার্যকর হয়নি?' দত্তপুকুরকাণ্ডে পুলিশ, আইসি কি ঘুমোচ্ছিল? প্রশ্ন ক্ষুব্ধ মমতার, খবর সূত্রের।
'যা যা করার করতে হবে, আমি কিছু শুনতে চাই না'। পরপর ঘটনা ঘটেই যাবে? মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর।
দত্তপুকুরে বিজেপির প্রতিনিধিদল : বিরোধী দলনেতার নেতৃত্বে দত্তপুকুর গেল বিজেপির প্রতিনিধিদল। শুভেন্দু
অধিকারী ঘুরে দেখলেন বিস্ফোরণস্থল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে।
সহকারী হিসেবরক্ষককে জিজ্ঞাসাবাদ : ইডির তলবে লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসেবরক্ষকের হাজিরা। সিজিও কমপ্লেক্সে চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। তল্লাশির সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন অন করে জিজ্ঞাসাবাদ করা হয়। বাজেয়াপ্ত করা হাজার পাতার নথি সামনে রেখেও জিজ্ঞাসাবাদ করা হয়, খবর সূত্রের।
পুজোর পর কলেজে ভোট? অবশেষে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত মমতার। রাজনৈতিক ভোট করতে বিধানসভায় আনা হবে সংশোধনী।
প্রতিষ্ঠা দিবসে ধুন্ধুমার : ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অশান্তি। মহাজাতি সদনে তুমুল গন্ডগোল, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে অশান্তি। আক্রমণের পরিকল্পনা ছিল তৃণমূলের, অভিযোগ কৌস্তভের। নেতার বিরোধিতা নয়, দু'দল ছাত্রের মধ্যে মারপিট, সাফাই ছাত্র পরিষদের।
ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য : দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য।
ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে কথা বলতে চাইলেও উপাচার্য সময় দেননি বলে অভিযোগ।
বেহালায় ফের দুর্ঘটনা : বেহালায় ফের দুর্ঘটনা। রায়বাহাদুর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লাইটপোস্টে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। দুর্ঘটনার জেরে আহত হন ওই গাড়ির চালক ও এক খালাসি। লাইটপোস্টে ধাক্কা মারার ফলে ওভারহেডের তার ছিড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বেহালা এলাকায় ব্যাহত থাকে বিদ্যুৎ পরিষেবা। চালক গুরুতর আহত হওয়ায় প্রথমে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এম আর বাঙুর হাসপাতালে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -