West Bengal News Live : তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস

মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামী।] কনভয়-হামলার তদন্তে সিআইডি। গ্রেফতার কুড়মি নেতা।

ABP Ananda Last Updated: 29 May 2023 11:45 PM
West Bengal News LIVE Updates: প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী

প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় আঁধারমানিক গ্রামে হানা দেয় বেঙ্গল এসটিএফ। এক হাজার গ্রাম হেরোইন সমেত হাতেনাতে ধরে ফেলে দুই মাদক পাচারকারীকে। ধৃতরা বসিরহাট ও বনগাঁর বাসিন্দা। মাদক ছাড়াও একটি মোটরবাইক ও নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates : হেলা বাড়িতে হিমশিম

বিধাননগরে বহুতল হেলে পড়ে বিপত্তি। হেলে যাওয়া বহুতল সোজা করতে হরিয়ানা থেকে আনা হল মিস্ত্রি। লোহার কাঠামো তৈরি করে আপাতত সাপোর্টে রাখা হয়েছে আশপাশের বাড়িগুলিকে। জ্যাক দিয়ে সোজা করার চেষ্টা চলছে হেলে যাওয়া বহুতল। 

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী

নওদার পর বড়ঞা। মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী! স্থানীয়দের দাবি, মুড়ি-মুড়কির মতো গ্রামে বোমা পড়ে। তৃণমূল কর্মী আমির শেখকে লক্ষ্য করে ১০-১২টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ২৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। 

WB News Live : সাইবার প্রতারণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের

সাইবার প্রতারণার অভিযোগ প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। প্রতারণার অভিযোগে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের সুব্রত ভট্টাচার্যের। অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, কোনও ওটিপি বা এসএমএস না পাওয়ার দাবি ।

West Bengal News Live : বেসরকারি বাস-মিনিবাসে ভাড়া হয়রানি

বেসরকারি বাস-মিনিবাসে উঠলেই ৭টাকার জায়গায় অন্তত ১০টাকা ভাড়া গুণতে হচ্ছে। অথচ সরকারিভাবে ভাড়া বাড়েনি। মালিক সংগঠন ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে বলে স্বীকার করছেন বাস কর্মীরা। তাঁদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। রোজকার হয়রানি এড়াতে যাত্রীদের একাংশও চাইছেন ভাড়া বাড়িয়ে সঠিক তালিকা দেওয়া হোক।  

WB News Live : অঞ্চল সভাপতিকে সরানোর প্রতিবাদে অবরোধ তৃণমূল কর্মীদের, আমডাঙায় প্রকাশ্যে কোন্দল

আমডাঙায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। অঞ্চল সভাপতিকে সরানোর প্রতিবাদে অবরোধ তৃণমূল কর্মীদের। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ অপসারিত অঞ্চল সভাপতির অনুগামীদের। ৩৪ নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ ।

West Bengal News Live : ৫ মাসে ৭ বার, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্য়ু হয়েছে একাধিক দলীয় নেতা-কর্মীর

বৃহস্পতিবার নওদায় দলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। আর রবিবার বোমাবাজিতে নিহত আরও এক তৃণমূল কর্মী। এই নিয়ে ৫ মাসে ৭ বার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্য়ু হয়েছে একাধিক দলীয় নেতা-কর্মীর। জখম হয়েছেন বেশ কয়েকজন। তৃণমূলে মুষল পর্ব চলছে, কটাক্ষ বিরোধীদের। 

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোটের আগে আজ থেকে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে গতকাল। এখনও, নবান্নের ২ টি প্রস্তাবিত নামের একটিতেও সবুজ সঙ্কেত দেয়নি রাজভবন। ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা এখনও অনিশ্চিত। 

West Bengal News Live : সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ' নিল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল

সাগরদিঘি জিতিয়েছিল বায়রনকে। আর বায়রন বিশ্বাস হারিয়ে দিলেন সাগরদিঘিকেই। দলবদলের খেলার কাছে তুচ্ছ হয়ে গেল জনতার মতামত। সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ' নিল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল। 

WB News Live : প্রকাশ্যে সংঘাত, কেশিয়াড়িতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল

ব্লক সভাপতির প্যানেলের কোনও অঞ্চল সভাপতি ভোটাভুটিতে সুযোগ পাননি বলে অভিযোগ। তার জেরে, কেশিয়াড়িতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট বাতিল হল। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live : সরকারি হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের, অভিযোগ জলপাইগুড়িতে

সরকারি হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। এর ফলে সঠিক সময়ে শুরু করা যাচ্ছে না চিকিৎসা। এই অভিযোগে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে বলে মানল হাসপাতাল কর্তৃপক্ষ। 

WB News Live : বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব

বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অপসারণের দাবি তুলে নেতৃত্বকে চিঠি দিলেন তৃণমূলেরই ১৩ জন কাউন্সিলর। সমাধানের খোঁজে মঙ্গলবার সিউড়ির কাউন্সিলদের সঙ্গে বৈঠকে বসবেন এলাকার তৃণমূল সাংসদ ও বিধায়ক।

West Bengal News Live : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় রাজেশ, নিশিকান্ত মাহাতো সহ গ্রেফতার ৯

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় রাজেশ, নিশিকান্ত মাহাতো সহ গ্রেফতার ৯। ধৃতদের মধ্যে ৭ জনকে হেফাজতে চায় সিআইডি। সিআইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ধৃতদের ১২ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। 

WB News Live : সায়গল হোসেনকে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের

সায়গল হোসেনকে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের। গরুপাচার মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে তিহাড়ে গিয়ে জেরা। শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, সিবিআই সূত্রে খবর। সেই তথ্য খতিয়ে দেখতে কেষ্টর প্রাক্তন দেহরক্ষীকে জেরা সিবিআইয়ের ।অনুব্রত, সুকন্যা, সায়গল ৩ জনই এখন তিহাড় জেলে বন্দি ।

West Bengal News Live : সব অভিযোগ এড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে দায় ঠেললেন অর্পিতা মুখোপাধ্যায়

'তাঁর ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেছে তা পার্থ চট্টোপাধ্যায়ের, সেই টাকার ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। তিনি শুধু সেখানে থাকতেন', আদালতে দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।' সব অভিযোগ এড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে দায় ঠেললেন অর্পিতা মুখোপাধ্যায়

WB News Live : মেরুদণ্ডহীন প্রাণীর বিক্রি হওয়ার নমুনা দেখলাম, বায়রনকে আক্রমণ বিকাশরঞ্জনের

'হাটে-বাজারে বিক্রি হওয়া কিছু মেরুদণ্ডহীন প্রাণী যেমন বিক্রি হয় তেমনই বিক্রি হওয়ার নমুনা দেখলাম আমরা। নরেন্দ্র মোদি-অমিত শাহ যে কাজ দেশব্যাপী করেন, তেমনটাই আমরা দেখলাম। জেতা বিরোধী দলের নেতাদের ভয় দেখিয়ে বা পয়সার বলে কিনে নেওয়া। বিজেপি ও তৃণমূল যে একইভাবে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর, সেই প্রমাণই যেন ফের একবার দেখা গেল।' বায়রন বিশ্বাসকে তীব্র আক্রমণ বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য-র। 

West Bengal News Live : জনগণের রায়কে পদাঘাত, অন্যায় করেছেন বায়রন, পাল্টা আক্রমণ অধীরের

জনগণের রায়কে পদাঘাত, অন্যায় করেছেন বায়রন, পাল্টা আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। 

WB News Live : বিধানসভায় ফের শূন্য কংগ্রেস

ধাক্কা খেল সাগরদিঘি মডেল, তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল । 
অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। বিধানসভায় ফের শূন্য কংগ্রেস।

West Bengal News Live : তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস


তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক
সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস
সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের হেফাজতে পেল না সিআইডি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের হেফাজতে পেল না সিআইডি। ওই ঘটনায় কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, কুড়মি নেতা নিশিকান্ত মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। তার মধ্যে ৭ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিআইডি। 

WB News Live : ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না বলে হুঁশিয়ারি আরাবুলের

ফের বিতর্কে আরাবুল ইসলাম। পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না বলে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা। গতকাল ভাঙড়ের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মিসভা করেন আরাবুল। সভা শেষে তিনি বলেন, পুলিশ যদি না থাকলে নৌশাদ সিদ্দিকি ভাঙড়ে ঢুকতে পারত না। ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না।

West Bengal News Live : কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বাঁকুড়ার খাতরা ব্লকের আমডোবা গ্রামে প্রতিবাদ মিছিল করেন কুড়মিরা। 

West Bengal News Live : প্রথমবার জামিনের আবেদন জানালেন অর্পিতা মুখোপাধ্যায়

গ্রেফতার হওয়ার পর, প্রথমবার জামিনের আবেদন জানালেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন অর্পিতা। সুপ্রিম কোর্টের আইনজীবী অর্পিতার হয়ে সওয়াল করছেন। ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ১০ মাস পর, এই প্রথম জামিনের আবেদন জানালেন তিনি। 

Kolkata SUCI Protest : দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ SUCI র

আইন ভঙ্গ করেছেন। তাই যন্তর-মন্তরে আর ধর্না-অবস্থান  করতে দেওয়া হবে না তাঁদের।  ভবিষ্যতে ধর্না-অবস্থান করতে চাইলে আবেদন করতে হবে। তবে সেক্ষেত্রেও যন্তর-মন্তর ছাড়া অন্য কোথাও দেওয়া হবে অবস্থানের অনুমতি। আন্দোলনকারী কুস্তিগীরদের জানিয়ে দিল দিল্লি পুলিশ। তার প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল SUCI 

WB News Live : খুনের পরেও বোমাবাজি!

ভাইকে খুনের পরেও চলেছে বোমাবাজি। পুলিশ সক্রিয় হলে অপরাধীরা ধরা পড়ত। দাবি নিহত আমির শেখের দিদির। সকালেও এলাকায় ছড়িয়ে বোমা।

Dilip Ghosh News Live : তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না : দিলীপ ঘোষ

কনভয়ে হামলার দায় বিজেপির উপর চাপানোয় তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ‘জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত দেবেন না, জ্বলে যাবে। বিজেপি কুড়মিদের গায়ে হাত দিলে জঙ্গলমহলে ঢুকতে পারবেন না। তৃণমূলের কোনও নেতাকে জঙ্গলমহলে থাকতে দেব না। এই আন্দোলন কালীঘাট অবধি যাবে', হুঙ্কার দিলীপ ঘোষের

WB news Update : সায়গল হোসেনকে জেরা করতে প্রথমবার তিহাড় জেলে গেল সিবিআই

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে প্রথমবার তিহাড় জেলে গেল সিবিআই। সূত্রের খবর, শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। সেই সমস্ত তথ্য সামনে রেখেই সায়গলকে জেরা করা হবে।

WB News Live : প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী

প্রাথমিক স্কুলের সামনে কোটি টাকার হেরোইন সমেত পাকড়াও দুই মাদক পাচারকারী। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় আঁধারমানিক গ্রামে হানা দেয় বেঙ্গল এসটিএফ। এক হাজার গ্রাম হেরোইন সমেত হাতেনাতে ধরে ফেলে দুই মাদক পাচারকারীকে। ধৃতরা বসিরহাট ও বনগাঁর বাসিন্দা। মাদক ছাড়াও একটি মোটরবাইক ও নগদ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় বিক্রির পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live : জুনের শুরুতেই ফের গরমের ছেঁকা

জুনের শুরুতেই ফের গরমের ছেঁকা। কলকাতায় পারদ উঠবে ৪০ ডিগ্রির কাছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে।

WB news Live : বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বরানগরে সতীন সেন নগরে ক্লাব ভাঙচুর

বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বরানগরে সতীন সেন নগরে ক্লাব ভাঙচুর। ঘটনায় নাম জড়াল তৃণমূলের। দুষ্কৃতী তাণ্ডবে বাধা
দিতে গিয়ে ২ ক্লাব সদস্য আহত হন। অভিযোগ, গতকাল সন্ধেয় এক মহিলাকে ধাক্কা মারে মোটরবাইক। তা নিয়ে বচসার জেরে ক্লাবে চড়াও হয় ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবল।

WB news Live

বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বরানগরে সতীন সেন নগরে ক্লাব ভাঙচুর। ঘটনায় নাম জড়াল তৃণমূলের। দুষ্কৃতী তাণ্ডবে বাধা
দিতে গিয়ে ২ ক্লাব সদস্য আহত হন। অভিযোগ, গতকাল সন্ধেয় এক মহিলাকে ধাক্কা মারে মোটরবাইক। তা নিয়ে বচসার জেরে ক্লাবে চড়াও হয় ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবল।

WB News Live : ৪ জায়গায় বোমা উদ্ধার

একইদিনে বীরভূমের চার জায়গা থেকে উদ্ধার হল প্রায় আড়াইশো বোমা। মাড়গ্রামের লতিপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় একশোটি বোমা। সাঁইথিয়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মিলেছে ১৫ থেকে ২০টি বোমা। মল্লারপুর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ থেকে ৭০টি বোমা।

WB News Live : বড়ঞায় বোমাবাজিতে নিহত ১

বড়ঞায় বোমাবাজিতে নিহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের এক অনুগামী। দলের স্থানীয় অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। প্রতিবাদে দেহ আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২০টি তাজা বোমা। 

WB News Live : আজ থেকেই প্রশিক্ষণ শুরু হোম গার্ডের চাকরি পাওয়া এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের স্বজনদের

আজ থেকেই প্রশিক্ষণ শুরু হবে হোম গার্ডের চাকরি পাওয়া এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের স্বজনদের। জেলা পুলিশ লাইনে গিয়ে নথি জমা দিয়েছেন তাঁরা। এগরায় গিয়ে নিহতদের স্বজনদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।  

WB News Live Update: 'ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বোমা বানানো হত'

নিহত ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বোমা বানানো হত। বিস্ফোরক দাবি ১৯৯৫ সালে ভানুর কারখানায় বিস্ফোরণে একমাত্র জীবিত শ্রমিকের। গত ১৬ মের বিস্ফোরণ প্রায় ২৮ বছর আগের স্মৃতি জাগিয়ে তুলেছে তাঁর মনে। 

WB News Live : আজ ফের আদালতে পেশ কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের

আজ ফের আদালতে পেশ করা হবে অভিষেকের বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৪ জনকে। গতকাল তাঁদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। আন্দোলন চলবে, হুঁশিয়ারি দিয়েছেন রাজেশ মাহাতো।

WB News Live : তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলেরই ২ কর্মীকে গ্রেফতার

মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল কর্মী আমির শেখের খুনের ঘটনায় দলেরই ২ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে নাম ছিল সফিরুল বাসের ও বিরজ আলমের। ধৃতরা পাপড়দহ গ্রামেরই বাসিন্দা ও তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী বলে পরিচিত।

WB News Live : কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৫ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে

ধৃত ৫ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। অন্যদিকে, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছাড়াও আরও দুটি FIR হয়েছে। একটি অভিযোগ করেছেন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িচালক, অপরটি এক তৃণমূল নেতার। গতকাল এই ঘটনার তদন্তভার নেওয়ার পর ঝাড়গ্রাম থানায় যায় সিআইডি টিম। সিআইডি-কে এফআইআরের নথি হস্তান্তর করে ঝাড়গ্রাম থানার পুলিশ। 

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ধৃত নিশিকান্ত মাহাতো কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ বলে পরিচিত।

প্রেক্ষাপট

বাংলায় ফের বোমার বলি: মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি, নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামী। দলীয় কোন্দলের শিকার, দাবি পরিবারের। উদ্ধার ২০টি তাজা বোমা।


কনভয়-হামলার তদন্তে সিআইডি: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জেল হেফাজত। আজ ফের তোলা হবে আদালতে।


কুড়মি নেতার জেল হেফাজত: খড়গপুর থেকে কোচবিহারে বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। একদিনের জেল হেফাজত। জামিন অযোগ্য ধারায় মামলা। 


কুড়মি-কাজিয়া : রাজেশের গ্রেফতারির পর কুড়মিদের ক্লিনচিট অভিষেকের। দায় চাপালেন বিজেপির উপর। ধৃত কুড়মি নেতার পাশে থাকার বার্তা শুভেন্দুর।


শুভেন্দুর নতুন 'সেটিং' তত্ত্ব: তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের, বিস্ফোরক শুভেন্দু। মমতার ভাষায় কথা, পাল্টা সুজন।


পাটনায় ১২ জুন জোট-বৈঠক : ২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন ২১ বিরোধী দলের প্রথম বৈঠক। তৃণমূলের সঙ্গে থাকবে কংগ্রেস। ভেসে থাকার চেষ্টা, কটাক্ষ বিজেপির।


'রাজ্যে চলবে তৃণমূল বিরোধিতা': রাজ্যে চলবে তৃণমূল বিরোধিতা, সাফ ঘোষণা অধীরের। জাতীয় প্রেক্ষাপটে অধীর চৌধুরীর গুরুত্ব নিয়ে প্রশ্ন কুণালের।


নতুন সংসদ ভবনের উদ্বোধন: দেশ পেল নতুন সংসদ ভবন। উদ্বোধনের আগে যজ্ঞ-হোম, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী। স্পিকারের আসনের কাছে বসল ঐতিহাসিক রাজদণ্ড। প্রণাম করলেন মোদি।


উদ্বোধন-তরজা: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি প্রধানমন্ত্রীর। সংসদ গণতন্ত্রের জন্য, প্রধানমন্ত্রী মনে করছেন রাজ্যাভিষেক, কটাক্ষ রাহুলের। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় বয়কট ২১ বিরোধী দলের।


যন্তরমন্তরে তুলকালাম: নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই যন্তরমন্তরে তুলকালাম। আন্দোলনকারী কুস্তিগীরদের সংসদ অভিযানে বাধা পুলিশের, ধস্তাধস্তি। আটক বজরঙ্গ পুনিয়া,সাক্ষী মালিক। সরব মমতা, প্রিয়ঙ্কা।


তৃণমূলের 'নবজোয়ার রেডিও': জনসংযোগে তৃণমূলের নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'। পডকাস্টে শোনা যাবে নেতানেত্রীদের বক্তব্য। কটাক্ষ শুভেন্দুর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.