West Bengal News Live Updates: নবীন-প্রবীণ সংঘাতে ফের মুখ খুললেন সৌগত এবং ব্রাত্য

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 02 Jan 2024 11:54 PM
WB Live News:নবীন-প্রবীণ সংঘাতে ফের মুখ খুললেন সৌগত এবং ব্রাত্য

 নবীন-প্রবীণ সংঘাতে ফের মুখ খুললেন সৌগত এবং ব্রাত্য । 'আমি কোনও নবীন-প্রবীণের দলে নেই, আমি একজন সাংসদ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ক্যাচার, আমি একজন সৈনিক, দাবি সৌগত রায়ের।   ব্রাত্য বসু বলেছেন, 'আমি নবীন নই, প্রবীণও নই, আমি যে জন আছে মাঝখানে। ভানু সিংহের পদাবলী এবং রথের রশি দুটো ভিন্ন সময় লেখা। তাহলে কি প্রবীণ বয়সে লেখা বলে রথের রশি আমরা ফেলে দেবো?' প্রশ্ন শিক্ষামন্ত্রীর। 

West Bengal News Live: সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, পোস্ট তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের

'সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব'নবীন-প্রবীণ বিভাজন-সংঘাতের মধ্যেই একের পর এক নেতার পোস্ট । সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, পোস্ট তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের

WB Live News: পরিবহণ আন্দোলনও প্রত্যাহার

পথ দুর্ঘটনায় কড়া আইনের বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলন। ট্রাক চালকদের সঙ্গে আন্দোলনে ট্যাঙ্কার চালক-খালাসিরাও। জ্বালানির সঙ্কটের শঙ্কা বাংলাতেও । দুর্গাপুর, আসানসোল, ২ মেদিনীপুর-সহ একাধিক জায়গায় পেট্রোল পাম্পে সঙ্কটের আশঙ্কা। 'ইতিমধ্যেই আড়াই হাজার পেট্রোল পাম্পের মধ্যে প্রায় ৭০০ পাম্প তেল শূন্য', পেট্রোল পাম্পে সঙ্কট নিয়ে এমনই দাবি ডিলার্স অ্যাসেসিয়েশনের। তবে শেষ অবধি পাওয়া খবরে, চাপের মুখে পিছু হটল কেন্দ্র, পরিবহণ আন্দোলনও প্রত্যাহার।

West Bengal News Live: জ্বালানির সঙ্কটের শঙ্কা বাংলাতে

পথ দুর্ঘটনায় কড়া আইনের বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলন, ট্রাক চালকদের সঙ্গে আন্দোলনে ট্যাঙ্কার চালক-খালাসিরাও। জ্বালানির সঙ্কটের শঙ্কা বাংলাতেও 

 

WB Live News: রাজ্যেও করোনা-উদ্বেগ

রাজ্যেও করোনা-উদ্বেগ। দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গোটা দেশে একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৪। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। মৃত্যু হয়েছে তিনজনের। বাংলাতেও অ্য়াক্টিভ কেস বেড়েছে। আরও ৩ জন নতুন করে আক্রান্ত হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা বে়ড়ে হয়েছে ৭৩। 

West Bengal News Live: কালীঘাটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কী দাবি সওকতের ?

'শীঘ্রই স্বমহিমায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়', কালীঘাটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর দাবি সওকতের। 

WB Live News: সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, পোস্ট তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের

'সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব'নবীন-প্রবীণ বিভাজন-সংঘাতের মধ্যেই একের পর এক নেতার পোস্ট । সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, পোস্ট তৃণমূল মুখপাত্র ঋজু দত্তের

West Bengal Live News:নবীন-প্রবীণ দ্বন্দ্বে এবার মুখ খুললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক

'অনেকেই আছেন যাঁদের সফটওয়্যার আপডেট নেই, অনেক পুরনো সফটওয়ার', মমতা-অভিষেকে সাক্ষাত নিয়ে জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন আরেক বিধায়ক। 'প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দল চালাতে হবে', নবীন-প্রবীণ দ্বন্দ্বে এবার মুখ খুললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। 

WB Live News: হাইকোর্টে কী জানাল সিবিআই ?

'এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরি চুরির দুর্নীতি' বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে, হাইকোর্টে জানাল সিবিআই

West Bengal Live News: 'ঘর ঘর যাত্রা' কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।সেই আবহেই নতুন বছরের প্রথম দিন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত 'ঘর ঘর যাত্রা' কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, রাম মন্দিরকে আবেগকে কাজে লাগিয়ে লোকসভা ভোটের আগে পালের হাওয়া কাড়তে চাইছে বিজেপির বঙ্গ ব্রিগেড। 'ঘর ঘর যাত্রা' কর্মসূচির মধ্যে দিয়েই রাম মন্দির নিয়ে বাংলায় তৎপরতা বাড়াবে গেরুয়া শিবির। 


 

WB Live News: চিনের নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার হদিশ এবার কলকাতায়

 



চিনের নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার হদিশ এবার কলকাতায়। চিনের মাইকোপ্লাজমা নিউমোনি ব্যাকটেরিয়া পাওয়া বাঁশদ্রোণীর দশ বছরের বালিকার শরীরে

West Bengal Live News: মমতা বন্দ্যোপাধ্যায়ই দলে শেষ কথা, দাবি ফিরহাদ হাকিমের

'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আমরা যাতে একত্রিত হই সেটা দেখাই কাজ। সুবোধ খবর ঠিকমত পায়নি, এখানে কোনও চ্যালেঞ্জ নেই',মমতা বন্দ্যোপাধ্যায়ই দলে শেষ কথা, দাবি ফিরহাদ হাকিমের

WB Live News: নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দুর

নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দু অধিকারীর। স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নন্দিনী চক্রবর্তীর দায়িত্বগ্রহণ অবৈধ বলে দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট

West Bengal Live News: ‘অসুস্থ মুখ্যমন্ত্রী, খোঁজ নিতেই গিয়েছিলেন অভিষেক’, দাবি তৃণমূল বিধায়কের

তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের খবরে উত্তাল বাংলার রাজনীতি। সেই আবহেই মুখ খুললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর দাবি, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই নেত্রী।  শুধু তাই নয়, সোমবার কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের যাওয়া নিয়ে যে জল্পনা চলছে, তাও খারিজ করে দিয়েছেন নারায়ণ। তাঁর দাবি, অসুস্থ মমতার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নিতেই গিয়েছিলেন অভিষেক।

WB Live News: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে CBI-এর রিপোর্ট পেশ

প্রাথমিকে নিয়োগে 'দুর্নীতি', মুখবন্ধ খামে সিবিআইয়ের রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল CBI।

প্রেক্ষাপট


  •  'অনেকের সফটওয়ার আপডেট নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে এবার সরব নারায়ণ গোস্বামী।

  •   কালীঘাটে মমতা-অভিষেক সাক্ষাৎ নিয়ে দাবি অশোকনগরের তৃণমূল বিধায়কের।
     
     ব্যারাকপুরে অর্জুন-সোমনাথ শ্যাম দ্বন্দ্ব নিয়ে দাবি ফিরহাদ হাকিমের।
     
     অবৈধভাবে রাজ্যের ডিজিপি রাজীব কুমার, ১৩ জন সিনিয়রকে টপকে জুনিয়র আইএএস নন্দিনীকে স্বরাষ্ট্রদফতরের দায়িত্ব। পোস্টিং নিয়ে সরব শুভেদু।  

  •  অবিলম্বে চাকরির দাবিতে ফের পথে টেট ২০২২-এর চাকরিপ্রার্থীরা। ডোরিনা ক্রসিংয়ে রাস্তায় ফুটবল খেলে প্রতীকি প্রতিবাদ। 

  • ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ। উত্তরপ্রদেশে ট্রাক চালক ও পুলিশ সংঘর্ষ, শূন্যে গুলি পুলিশের।

  • কেন্দ্রের আইন বাতিলের দাবিতে খিদিরপুর, বন্দর এলাকা, বামনগাছিতেও ট্রাক চালকদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে মহারাষ্ট্র, হিমাচলে জ্বালানি-সঙ্কট। প্রভাব ফল-সব্জি বাজারে।
     
    দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। বন্ধ ৫ লক্ষের বেশি দোকান, ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা।
     
    সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজ্য ও ৮ অভিযুক্তর কাছে নোটিস সুপ্রিম কোর্টের। হলফনামা পাওয়ার পর হবে শুনানি।

  • ২৪ ঘণ্টায় ১৫৫ বার। তীব্র কম্পনের পর আফটারশকে জাপানে আতঙ্ক। মৃতের সংখ্যা বেড়ে ৩০। একের পর এক শহর যেন ধ্বংসস্তূপ। রাস্তায় ফাটল, উদ্ধারে সমস্যা সেনার।
     

  •  সংঘাতের জল্পনা উস্কে তীব্র আক্রমণ কুণালের।  

  •   "মমতা না থাকলে এ রাজ্য ছাগলের তৃতীয় সন্তান", বললেন সুদীপ। "অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন", খোঁচা মুখপাত্রের।  
     

  •  "অভিষেক নিশ্চিতভাবেই লড়াই থেকে পিছিয়ে যাবেন না", মন্তব্য সুব্রত বক্সির। দূরত্বের জল্পনার মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক। 
     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.