West Bengal News Live Updates : স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে সিলমোহর

West Bengal Live News : চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Jun 2022 11:48 PM
WB News Live Updates: কলকাতার পুরসচিবের ই-মেল অ্যাকাউন্ট 'হ্যাক'

কলকাতার পুরসচিবের ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে নিয়োগের অভিযোগ। নিয়োগের কথা বলে দফায় দফায় টাকা নেওয়ার অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের পুরসভার।

West Bengal Live News Update: বদলি পুরুলিয়ার ডিএম

মুখ্যমন্ত্রীর সফরের ২দিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইও-র সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে।

WB News Live Updates: এইমস নিয়োগ নিয়ে তরজা তৃণমূল-বিজেপির

এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল। অভিযোগ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। স্বজনপোষণের অভিযোগ তো উঠেছে বিজেপির ভিতর থেকেই, পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

West Bengal Live News Update: এইমসে নিয়োগ-বিতর্কে টুইট তোপ শশী পাঁজার

এইমসে নিয়োগ-বিতর্কে বিজেপি, ট্যুইটে আক্রমণ শশী পাঁজার। ‘নরেন্দ্র মোদি বলতেন দুর্নীতিকে কোনওভাবেই বরদাস্ত করবেন না। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্বই এখন দুর্নীতিতে জড়িত! এতে অবাক হওয়ার কিছু নেই। বাংলার মানুষ বিজেপির এজেন্ডাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এইমসে নিয়োগ-বিতর্কে বিজেপিকে আক্রমণ শশী পাঁজার।

WB News Live Updates: এইমস নিয়োগে কোনও যোগ নেই, দাবি বিজেপি বিধায়কের

এইমসে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিক্তিক নিয়োগ হয়েছে। রাজ্য সরকারের সমস্ত দফতরেও এভাবেই নিয়োগ হয়। আমার পুত্রবধূ আবেদন করে চাকরি পেয়েছে। এর সঙ্গে আমার কোনও যোগ নেই। দাবি বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের।

West Bengal Live News Update: বেআইনি নিয়োগের অভিযোগে বিদ্ধ বিজেপি

SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর। তদন্তে সিআইডি। নথি হস্তান্তর করল কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ-বিধায়কদের আত্মীয়দের কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।

WB News Live Updates: দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা সেলিমের

দুর্নীতি ইস্যুতে বিজেপি-তৃণমূলকে একসারিতে রেখে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

West Bengal Live News Update: মঙ্গলবার থেকে বন্ধ টালিগঞ্জ-গড়িয়া রুটের অটো

পুলিশি জুলুমের অভিযোগে মঙ্গলবার থেকে টালিগঞ্জ-গড়িয়া রুটের অটো বন্ধ রেখেছেন চালকরা। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা অটো চালকদের।  

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর সফরের ২দিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার ২দিনের মাথাতেই ডিএম বদলি। মুখ্যমন্ত্রীর সফরের ২দিনের মাথায় পুরুলিয়ার ডিএম বদলি। বদলি করা হল পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদারকে। একইসঙ্গে বদলি করা হল আরও ২৪জন অফিসারকেও। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হলেন রাহুল মজুমদার। আসানসোল পুরসভার সিইও-র সঙ্গে বাড়তি দায়িত্ব রাহুল মজুমদারকে।

West Bengal Live News Update: মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে কংগ্রেস

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল কংগ্রেস। সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে গড়িয়াহাট থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল কংগ্রেসের কর্মী সমর্থকদের। 

WB News Live Updates: সল্টলেক সুকান্তনগরে পিটিয়ে খুনের অভিযোগ

বাড়ির সামনে জলের ড্রাম রাখতে বারণ করায় খুন! সল্টলেক সুকান্তনগরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। বিধাননগর দক্ষিণ থানার হাতে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ।

West Bengal Live News Update: দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সতর্কতা

কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি। মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা।
ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

WB News Live Updates: কেকে-র মৃত্যুর ঘটনায় সতর্ক সরকার

কেকে-র মৃত্যু থেকে শিক্ষা, কলেজ-ফেস্টে সতর্ক সরকার। কলেজের কনসার্টে কী ধরনের পরিকাঠামো, জানাতে হবে। কী ধরনের পরিকাঠামো, জানাতে হবে শিক্ষা দফতরকে। নজরুল মঞ্চে বিশৃঙ্খলার প্রেক্ষিতে জানালেন শিক্ষামন্ত্রী।

West Bengal Live News Update : স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে সিলমোহর

অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে সিলমোহর। ৭ বছর পরে সম্পূর্ণ হল বৃত্ত, কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি। এবার বাড়িতে বসেই আবেদন করা যাবে যেকোনও কলেজে। সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরেই কার্যকর। স্বচ্ছতার স্বার্থে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী।

WB News Live Updates: দীর্ঘ জিজ্ঞাসাবাদ অনুব্রতকে

দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পর থেকে বেরোলেন অনুব্রত। 

West Bengal Live News Update : হুগলিতে রেল ব্রিজ উদ্বোধনের আগেই বিতর্ক

হুগলির কামারকুণ্ডুতে মমতার রেল ব্রিজ উদ্বোধনের আগেই বিতর্ক। ‘৬০ শতাংশ টাকা দিয়েও কেন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ নয়? কেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ নয়?’
কাল সেতুর উদ্বোধনে আপত্তি জানিয়ে ডিএমকে চিঠি হাওড়া ডিআরএমের তরফে।

WB News Live Updates: আগামীকাল সিঙ্গুরে মমতা

আগামীকাল সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Live News Update : কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে নিয়োগ! বিজেপির সাংসদ-বিধায়কের নামে এফআইআর

SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর। তদন্তে সিআইডি। নথি হস্তান্তর করল কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ-বিধায়কদের আত্মীয়দের কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি-রোধ আইন-সহ একাধিক ধারায় বিজেপি সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

WB News Live Updates: চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাত্রায় হাইকোর্টের সম্মতি

চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাত্রায় হাইকোর্টের সম্মতি। ‘চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন অভিষেক। বিদেশ-যাত্রায় অভিষেকের সঙ্গে থাকতে পারবেন রুজিরাও।’
বিদেশে-যাত্রায় ইডি বাধা দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

West Bengal Live News Update : জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে পার্টি অফিসের সামনে স্লোগান

জলপাইগুড়িতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। জেলা সভাপতির বিরুদ্ধে বিজেপি পার্টি অফিসের সামনে স্লোগান। মহিলা মোর্চার বিক্ষোভে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। ময়নাগুড়িতেও জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ। জেলা সভাপতি বাপি গোস্বামী থাকলে দল ছাড়ার হুমকি। জেলা সভাপতি পদ থেকে বাপি গোস্বামীর অপসারণ চেয়ে স্লোগান।

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা মামলায় বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ

ভোট পরবর্তী হিংসা মামলায় বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শাসক দলের বিধায়ক খোকন দাসকে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ভোটের ফল ঘোষণার দিন ইলামবাজারে বিজেপি কর্মী খুনে জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন অনুব্রতর কললিস্টে নাম থাকা তৃণমূল নেতা কর্মীদের জিজ্ঞাসাবাদ।

West Bengal Live News Update : ডিএলএড উত্তীর্ণদের প্রাথমিকে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল, সল্টলেকের ইন্দিরা ভবনের কাছে ধুন্ধুমার

ডিএলএড উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিকে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল । মিছিল আটকালে ধুন্ধুমার সল্টলেকের ইন্দিরা ভবনের কাছে। পুলিশের সাথে ধস্তাধস্তি, শতাধিক আন্দোলনকারী আটক।

WB News Live Updates: এসবিআইয়ের গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা লোপাটের অভিযোগ, তমলুকে বিক্ষোভ গ্রাহকদের

এসবিআইয়ের গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা লোপাটের অভিযোগ ! ঘটনার প্রতিবাদে তমলুকের রামতারক এলাকায় বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ । এদিকে মুখে কুলুপ এঁটেছেন গ্রাহক সেবা কেন্দ্রের আধিকারিকরা।

West Bengal Live News Update : এসএসসি দুর্নীতি মামলায় মামলাকারী ববিতা সরকারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সিবিআই দফতরে এসএসসি দুর্নীতি মামলার মামলাকারী ববিতা সরকার। এবার মামলাকারী ববিতা সরকারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মামলার নথি নিয়ে নিজাম প্যালেসে আইনজীবীর সঙ্গে ববিতা। ববিতার বয়ান রেকর্ড করবে সিবিআই : সূত্র।
মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি নিয়োগের অভিযোগ। ববিতার মামলার জেরেই স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত অঙ্কিতা। অঙ্কিতাকে দুই কিস্তিতে বেতন ফেরতেরও নির্দেশ দেয় হাইকোর্ট।

WB News Live Updates: চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা ইডি-র, অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

"চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা ইডি-র।" অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর দু’টোয় মামলার শুনানি। ৩ থেকে ১০ জুন কয়লা পাচারকাণ্ডে তলব না করতে ইডি-কে চিঠি অভিষেকের। জবাবে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করে ইডি, খবর সূত্রের। ইডি-র নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক।

West Bengal Live News Update : কেশিয়াড়িতে জনতা-পুলিশ সংঘর্ষ, আহত সাব ইন্সপেক্টর ও মহিলা কনস্টেবল

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জনতা-পুলিশ সংঘর্ষ। সংঘর্ষে আহত এক সাব ইন্সপেক্টর ও মহিলা কনস্টেবল। রাস্তায় জোর করে চাঁদা তোলার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও।

WB News Live Updates: কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ, বিজেপির দুই সাংসদ-সহ ৮ জনের নামে এফআইআর

SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর। তদন্তে সিআইডি। নথি হস্তান্তর করল কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ-বিধায়কদের আত্মীয়দের কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে।প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি-রোধ আইন-সহ একাধিক ধারায় বিজেপি সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

West Bengal Live News Update : মালদার ইংরেজবাজারে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার অস্ত্র কারবারি

মালদার ইংরেজবাজারে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার অস্ত্র কারবারি। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজারের মিল্কি এলাকায় অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করে কালিয়াচকের বাসিন্দা ইসরাফিল শেখকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ডের রাজমহল থেকে আনা হয়েছিল বলে এসটিএফ সূত্রে খবর। এত অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: মৈপীঠ কোস্টালে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি হাত-পা বাঁধা মৃতদেহ

সাতসকালে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি হাত-পা বাঁধা মৃতদেহ। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানা এলাকার মৃতদেহ উদ্ধারে দানা বেঁধেছে রহস্য। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান জামতলা-মৈপীঠ রোডের ধারে পুকুরের মধ্যে একটি বস্তা ভাসছে। খবর পেয়ে পুলিশ গিয়ে এক ব্যক্তির বস্তাবন্দি হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। খুনের পর দেহ বস্তাবন্দি করে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

West Bengal Live News Update : জমি-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে চলল গুলি, জখম ১

জমি-বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে চলল গুলি। গুলিতে জখম হয়েছেন আশরফ মণ্ডল নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, পুকুরের সীমানা নিয়ে আশরফের সঙ্গে তাঁর প্রতিবেশীর দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত আশরফকে গুলি করে পালিয়ে যায় ওই প্রতিবেশী। মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ আশরফ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বাসন্তী থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।

WB News Live Updates: তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি

নদিয়ার তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আজিজুল শেখ। অভিযোগ, বিনোদনগর হাইস্কুলের কাছে বাইক থামিয়ে তাঁকে গুলি করে ৩ জন দুষ্কৃতী। গুলিবিদ্ধ তৃণমূল নেতা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সাধীন। রাজনৈতিক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশ? হামলার কারণ খতিয়ে দেখছে তেহট্ট থানার পুলিশ।

West Bengal Live News Update : একটা লোককে হত্যা করা হল, কে কে-র মৃত্যুতে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

একটা লোককে হত্যা করা হল। বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। উনি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চাইছিলেন। এটা কোনও কলেজের প্রোগ্রাম নয়, তৃণমূলের প্রোগ্রাম। জোর করে একের পর এক গান গাইয়েছে। কে কে-র মৃত্যুতে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

WB News Live Updates: কে কে-র মৃত্যু তদন্তে নজর, হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের

কে কে-র মৃত্যু তদন্তে নজরে হোটেলের সিসিটিভি। সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করল পুলিশ

West Bengal Live News Update : দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা ছিল, জানতেনই না কেকে, পুলিশকে জানিয়েছেন অটোপসি বিশেষজ্ঞরা

হৃদরোগে আক্রান্ত হয়েই কেকের মৃত্যু। এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, খবর সূত্রের। দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা ছিল, জানতেনই না কেকে। পুলিশকে এমনই জানিয়েছেন অটোপসি বিশেষজ্ঞরা, খবর সূত্রের।

WB News Live Updates: হলদিয়া পুরসভায় বাড়তি ডেভেলপমেন্ট ফি নেওয়া নিয়ে চাপানউতোর !

হলদিয়া পুরসভায় বাড়তি ডেভেলপমেন্ট ফি নেওয়া নিয়ে চাপানউতোর ! অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হওয়ার পরই, বাড়তি ফি নিয়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যানের ওপর দায় চাপালেন বর্তমান চেয়ারম্যান। যদিও প্রাক্তন চেয়ারম্যানের প্রতিক্রিয়া মেলেনি। কটাক্ষ করেছে বিজেপি। 

West Bengal Live News Update : নিউটাউনের নির্মীয়মাণ বহুতলে নিরাপত্তারক্ষীর বন্দুক কাড়ার চেষ্টা, গুলি চলার অভিযোগ ; সংঘর্ষে আহত ৪

নিউটাউনের নির্মীয়মাণ বহুতলে নিরাপত্তারক্ষীর বন্দুক কাড়ার চেষ্টা, গুলি চলার অভিযোগ। নিরাপত্তারক্ষীদের অভিযোগ, গতকাল রাতে নির্মীয়মাণ বহুতলে বসে মদ্যপান করছিলেন কয়েকজন শ্রমিক। প্রতিবাদ করায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয়। রড দিয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে শ্রমিকরা। সেইসময় একরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৪ জন। ঘটনায় দু’পক্ষের ২ জনকে আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ।

WB News Live Updates: কে কে-কে বাঁচানো যেত সঙ্গে সঙ্গে সিপিআর দিলে, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

ছোট ছোট ব্লকেজ ছিল ধমনিতে। অতিরিক্ত উত্তেজনায় বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। বাঁচানো যেত সঙ্গে সঙ্গে সিপিআর দিলে, বলছে ময়নাতদন্তের রিপোর্ট। 

প্রেক্ষাপট

কলকাতা : নতুন অধ্যায় শুরু করতে চলেছি! সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ট্যুইট ঘিরে জোর জল্পনা! তাহলে কি রাজনীতিতে আসছেন মহারাজ? না, BCCI’ র পর এবার ICC-তে? যদিও, সবশেষে নিজেই জল্পনা খারিজ করেছেন BCCI প্রেসিডেন্ট।



  • SSC’র শিক্ষক ও অশিক্ষক পদে (Teaching and Non-Teaching Staff) নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যেই ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা। কলকাতায় (Kolkata) হল প্রতিবাদ মিছিল। দু’ সপ্তাহের মধ্যে অবশিষ্ট শূন্যপদ পূরণ না করলে, বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। কড়া অবস্থান জারি রেখেছে স্বাস্থ্য দফতরও (Health Department)।

  • পঞ্চায়েত ভোটে এবার প্রার্থী হতে পারবেন পার্শ্ব শিক্ষকরা। পার্শ্ব শিক্ষকদের প্রার্থী হওয়া নিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। দার্জিলিঙের মহকুমা শাসককে চিঠি পাঠালেন কমিশনের সচিব।

  • অবশেষে মুখ খুললেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর পরিবারের ৩২ জনের সরকারি চাকরি পাওয়া নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা। তবে এসব  মিথ্যে অভিযোগ বলে এদিন উড়িয়ে দিয়েছেন তিনি। তবে CBI’র হাতে থাকা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নিয়ে কিছু বলতে চাননি পরেশ অধিকারী।

  • ‘মানুষের উপকার হবে, এমন নতুন কিছু শুরু করতে চাই। আশাকরি সমর্থন পাব।' সৌরভের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। শিক্ষামূলক অ্যাপের প্রোমোশন, জল্পনা খারিজ করে জানালেন সৌরভ

  • কিষাণ মাণ্ডিতে গিয়েও ধান বিক্রি করতে পারছেন না! বাধ্য হয়ে সহায়ক মূল্যের থেকে কম দামে তা বিক্রি করতে হচ্ছে আড়তদারদের কাছে! এমনই অভিযোগে আজ বীরভূমে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। গতকালই বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

  • ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.