West Bengal News Live : ঢাকুরিয়ায় অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে SLST চাকরিপ্রার্থীরা
West Bengal News : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে
১০০দিনের বকেয়ার দাবিতে মমতার ধর্না, দেখা গেল না অভিষেককে। মমতার ধর্নার আগেই দিল্লিতে অভিষেক, ফিরলেন না এখনও। রাজভবনের সামনে ধর্না প্রত্যাহার নিয়ে অভিমানেই কি গরহাজির অভিষেক? রেড রোডে মমতার ধর্নায় অভিষেকের গরহাজিরা নিয়ে জোর জল্পনা।
ধর্না মঞ্চ থেকে মোদিকে আক্রমণে মমতা, কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ অমিত মালব্যর
ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী সংস্থা। এজেন্সির সরকার বলে কটাক্ষ করলেন বিজেপিকে। চৌকিদার আছে, চুরি করলে জেলে যাবে, পাল্টা বলল বিজেপি। বহাল তবিয়তে থাকার জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছেন, ফের সেটিং-তত্ত্ব উস্কে দিয়ে খোঁচা দিল সিপিএম।
১০০দিনের বকেয়ার দাবিতে মমতার ধর্না, দেখা গেল না অভিষেককে । মমতার ধর্নার আগেই দিল্লিতে অভিষেক, ফিরলেন না এখনও। রাজভবনের সামনে ধর্না প্রত্যাহার নিয়ে অভিমানেই কি গরহাজির অভিষেক? রেড রোডে মমতার ধর্নায় অভিষেকের গরহাজিরা নিয়ে জোর জল্পনা।
অগ্নি-সুরক্ষায় রেলের তরফে সচেতনতা প্রচার। ঢাকুরিয়া স্টেশন এলাকায় মাইকে প্রচার করার পাশাপাশি, লিফলেটও বিলি করা
হয়। ঢাকুরিয়া স্টেশনের গায়েই রেলগেট। জনবহুল এলাকা হওয়ায়, রেলগেট দিয়ে বহু মানুষ পারাপার করেন। তাঁদের সচেতন করার উদ্যোগ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও, প্ল্যাটফর্ম দখল হয়ে যাওয়ায় কোনওভাবে আগুন লাগলে সমস্যা হবে, এ নিয়েও চলল প্রচার।
ঢাকুরিয়ায় অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্য়ান হলেন তৃণমূলের সুরেশ আগরওয়াল। দলের ৫ কাউন্সিলর ও এক কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্য়ান নির্বাচিত হলেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। চেয়ারম্য়ান নির্বাচনে অনুপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু ও তৃণমূলের বাকি ৫ কাউন্সিলর।
নিয়োগের জন্য দিনের পর দিন অপেক্ষা। ডায়মন্ড হারবারে ফের মাথায় চুল কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীর।
জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে দেবের পদত্যাগ
কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের!
মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বিপত্তি, আজও পরীক্ষা শুরুর পর সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি
গোটা নিয়োগ দুর্নীতিতেই পার্থ চট্টোপাধ্যায়ের ছবি, আদালতে সওয়াল সিবিআইয়ের। দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে পদত্যাগ করানো হত। বাড়ি থেকেও এমন নির্দেশ দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী. দাবি সিবিআইয়ের।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাজ্যপাল অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেন না', শুভেন্দু অধিকারীর নিশানায় এবার রাজ্যপাল
২৯ দিন ধরে বেপাত্তা তৃণমূল নেতা। আগাম জামিন-মামলার শুনানির আগে শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিস পাঠাল ইডি। ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ।
বালকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত কামারহাটি। ৩০ জানুয়ারি থেকে নিখোঁজ, আজ হাত-পা বাঁধা দেহ উদ্ধার। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি, আজ দেহ উদ্ধার। খুনের অভিযোগে কামারহাটিতে বিটি রোড অবরোধ স্থানীয়দের।
বঙ্গে জোটে জল, 'একলা চলো'র পর এবার 'অল আউট' খেলার হুঙ্কার মমতার
নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থই, দাবি সিবিআইয়ের।
লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের অ্যাকাউন্টে টাকা'
২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, ধর্নামঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা বাড়ি পাননি, তাঁদেরও পরে টাকা দেব, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আমরা ভিক্ষা চাই না, কথা দিলে কথা রাখি, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
'রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। মানুষের স্বার্থের সঙ্গে জড়িত কোন কাজে যেন দেরি না হয়, এটাই প্রধানমন্ত্রীর অবস্থান' বকেয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্না চলাকালীন মন্তব্য রাজ্যপালের
ফের রেড রোডের ধর্নামঞ্চ থেকে বকেয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। 'বাংলার টাকা আটকে রেখে বিজ্ঞাপন দিয়ে মিথ্যা প্রচার বিজেপির'। 'মিথ্যা বলার জুড়ি আর কেউ নেই, বিজ্ঞাপন না দিয়ে বাংলার টাকা দিক'। 'বিজ্ঞাপন দিয়ে দাবি করছে ৮০ কোটি মানুষকে বাড়ি দিয়েছে'। আর বাংলার তালিকা থাকা ৫৪ লক্ষ মানুষ কিছুই পাননি, আক্রমণ মমতার। ড্রামাবাজিতে কিছু হবে না, ধর্নামঞ্চে লোক হচ্ছে না, মশামাছি মারতে হচ্ছে, পাল্টা শুভেন্দু।
জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া হল না। নলহাটিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হল হাসপাতালে।
মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধর্মতলায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন বাংলা পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আজ ধর্মতলায় মুখে কালো কাপড় বেঁধে মৌন বিক্ষোভ দেখায় কংগ্রেস সেবাদল ও যুব কংগ্রেস।
বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ। পুলিশ ও প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার রাজ্যের। তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ শুভেন্দুর
কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে রেড রোডে রাতভর ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে আজও। সকালে মঞ্চ সংলগ্ন এলাকায় অল্প হাঁটাহাঁটি তৃণমূলনেত্রীর। নিরাপত্তা দেখতে হাজির সিপি।
খাস কলকাতায় ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে পুলিশ লেখা গাড়িতে তুলে অপহরণ! হরিদেবপুরে একটি পানশালার সামনে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশের দেওয়া CC ক্যামেরার ফুটেজে অপহরণের মুহূর্তের ছবি। পুলিশের দাবি, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ পানশালার সামনে থেকে অপহরণের পর আজাদগড়ের বাসিন্দা ওই ব্যবসায়ীর থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চায় পাঁচ অপহরণকারী। খবর পাওয়া মাত্র মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে গাড়িকে ধাওয়া করে পুলিশ।
বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখতে এবার AI প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। চলতি সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। তারপরই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন।
লোকসভার ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে বিজেপি শিবিরে বড়সড় 'ধাক্কা'। বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৩১ জন বিজেপির পদাধিকারীর পদ ছাড়ার সিদ্ধান্ত
ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত। সকালে কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে দলীয় পদে ইস্তফা দিলেন বিজেপির একঝাঁক নেতা।
শান্তিনিকেতনে বিজেপি নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মার, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা, খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত অরুণ দাস বিজেপির SC মোর্চার বোলপুর সাংগঠনিক জেলার নেতা। অভিযোগ, লোকসভা ভোটের আগে বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে গতকাল বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী ও তৃণমূল নেতা বাবু দাসের নেতৃত্বে তাঁর ওপর হমলা চালানো হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার অভিযোগ তুলেছে বিজেপি।
সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানকে ফের নোটিস ইডির। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় হাজিরার নির্দেশ। আজই শেখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি। তার আগে ফের নোটিস পাঠাল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে কেউ নেই, মোবাইল ফোনও বন্ধ। সেই কারণে মেল করে পাঠানো হয়েছে নোটিস, খবর সূত্রের।
MLA হস্টেলে অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে একতলা থেকে উদ্ধার হয় এক নিরাপত্তারক্ষীর দেহ। মৃত ব্যক্তি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের চারতলা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী অথবা আত্মহত্যাও করতে পারেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ।
করোনার পর এবার কলেরার ভ্যাকসিন। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের যৌথ উদ্যোগে দেশে প্রথমবার শুরু হতে চলেছে কলেরার ওরাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল! প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার মানুষকে ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ পাওয়ার এক সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ।
কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া-বঞ্চনার অভিযোগে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। রাতভর ধর্নামঞ্চেই ছিলেন তিনি। এদিন সকালে ময়দান চত্বরে হাঁটতে বেরোন। বাচ্চাদের সঙ্গে বাস্কেট বলও খেলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা দেখতে রেড রোডে হাজির হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
মমতার ধর্না-অবস্থানের জন্য গ্রুপ ডি আন্দোলনকারীদের ধর্নায় বাধা পুলিশের। চাকরিপ্রার্থীদের জোর করে তোলা হল প্রিজন ভ্যানে।
শেষবেলাতেও পিছু ছাড়ল না অনুমতি বিতর্ক!! মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে শুক্রবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে! যদিও তা নিয়েও ভিন্নসুর শোনা গেছে অধীর চৌধুরী ও জয়রাম রমেশের গলায়। গতকাল ঝাড়খণ্ডে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রার পতাকা হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী চম্পই সোরেন।
এবার, দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনের আগে রণকৌশল স্থির করতে 'INDIA' জোটের সাংসদদের বৈঠকেও উপস্থিত থাকল না তৃণমূল! কোনও রাখঢাক রেখে নয়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় সরাসরি বললেন, মতবিরোধের জন্যই বৈঠকে যায়নি তৃণমূল। গতকাল ফের কংগ্রসকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস ও সিপিএম।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম
- কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না অবস্থানে বসেছেন মুখ্য়মন্ত্রী। তার জেরে ওই জায়গাতেই দীর্ঘদিন ধরে চলা চাকরিপ্রার্থী ও DA-র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে বাধা পুলিশের। চাকরিপ্রার্থীদের জোর করে তোলা হল প্রিজন ভ্যানে। এদিকে ধর্নামঞ্চের উল্টোদিকে অবস্থান করতে চেয়ে সেনাবাহিনীর দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ।
- রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের অন্য়তম শীর্ষ নেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, রাহুল গান্ধীর 'ন্য়ায় যাত্রা' 'অন্যায় যাত্রা' হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। বিজেপির সুরে তৃণমূল কথা বলছে, মিলে সুর মেরা তুমহারা, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী।
- 'এক দেশ এক ভোট' সংক্রান্ত মিটিংয়ে যোগ দিতে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। প্রতিবার ভোটের আগে এই নাটক, কটাক্ষ করেছে বামেরা। এরইমধ্য়ে বকেয়া নিয়ে বাংলার হয়ে সওয়াল করায়, রাজ্য়পালকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
- ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন জায়গায় বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা EVM মেশিনে কারচুপির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -